নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

 ‪ভাল্লাগেনা ভাল্লাগেনা‬..

০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:১৫



©কাজী ফাতেমা ছবি

ভাল্লাগে না কিছুই আমার
মনের মাঝে হাজার ব্যথা
ইচ্ছে আমার আর করেনা
কারো সাথে বলতে কথা।

চুপষে গেছি বড্ড আমি
হাসতে যে আর ভাল্লাগেনা
বসে থাকি উদাস হয়ে
বালিশে আর গাল লাগেনা।

চোখের কোণায় অশ্রু জমা
ঝরতে চায়না কিসের তরে
মনের ভিতর ঝড়ের তান্ডব
ধুকপুকিয়ে প্রাণটা নড়ে।

বুকের ভিতর কিসের কষ্ট
জানতে যে আর ভাল্লাগেনা
হাঁটতে গেলে দাঁড়িয়ে যাই
শরীরে আর তাললাগেনা।

বেজার মুখে নিরব প্রহর
কাটে যে আমার না হেসেই
দু:খের নদীর উথাল ঢেউয়ে
ক্রমে যেনো যাচ্ছি ভেসেই।

পানসে আমার জীবন হলো
কিছুইতো আর ভাল্লাগেনা
মুখে তিতা মনে তিতা
ঝাল খেলেও ঝাল লাগেনা।

দীর্ঘশ্বাসের ভিতর দিয়ে
জীবন যাচ্ছে এলোমেলো
রাত্রি আসে দিন চলে যায়
সময় ছেড়ে আমায় গেলো।

কি যে করি কোথায় যে যাই
আর যে আমার ভাল্লাগেনা
উড়ছি আমি শূন্যে ভেসে
উড়তে আর পাল লাগেনা।

চিন্তাগুলো মাথার ভিতর
পাকাচ্ছে ঘোর ঘূর্ণিপাকে
ঘুরছি যেন হাওয়ার তোড়ে
পড়ছি এ কোন দুর্বিপাকে

জ্বালায় পুড়ায় কেরে আমায়
ভাল্লাগেনা ভাল্লাগেনা
রোদে পুড়ি বর্ষায় ভিজি
মনের ঘরের চাল লাগেনা।

কষ্টগুলো আমার থাকুক
সুখগুলো সব দেই উড়িয়ে
মুঠোয় পুড়ে সুখের নহর
নিয়ো সবে প্রাণ জুড়িয়ে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:২৯

মধ্য রাতের আগন্তক বলেছেন: ভাল্লাগেনা " ভালো লেগেছে :-)

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ
সরি লেট আনসার

২| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: বুকের ভিতর কিসের কষ্ট
জানতে যে আর ভাল্লাগেনা
হাঁটতে গেলে দাঁড়িয়ে যাই
শরীরে আর তাললাগেনা


এ মহুর্তে না দাঁড়িয়ে নিচের মত গাছ
তলায় একটু ঘুমিয়ে নিতে পারেন ।

সুন্দর হয়েছে কবিতাখানি ।


০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন সর্বদা

৩| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:৫৭

হাবীব কাইউম বলেছেন: সুন্দর, তবে মাঝেমধ্যে কিছু ছন্দপতন আছে। যেমন,

চিন্তাগুলো মাথার ভিতর
ঘোরপাক খাচ্ছে ঘূর্ণিপাকে
ঘুরছি যেনো হাওয়ার তোড়ে
পড়লাম একি দুর্বিপাকে।


এটাকে যদি এভাবে লিখি,

চিন্তাগুলো মাথার ভিতর
পাকাচ্ছে ঘোর ঘূর্ণিপাকে
ঘুরছি যেন হাওয়ার তোড়ে
পড়ছি এ কোন দুর্বিপাকে


দেখুন তো শুনতে কোনটা ভালো লাগে।

লেখকের স্বাধীনতায় হস্তক্ষেপ করার দুঃসাহস আমার নেই। আমি কেবল আমার কাছে লাইনগুলো কেমন হলে ভালো লাগতো সেটাই বললাম। শুরুতেই কিন্তু বলে নিয়েছি। সুন্দর হয়েছে। এত বড় একটা পদ্য যদি আমি লিখতে পারতাম!

০২ রা জুন, ২০১৬ রাত ৮:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু, এডিট করে ফেলছি

৪| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

কল্লোল পথিক বলেছেন:


কি যে করি কোথায় যে যাই
আর যে আমার ভাল্লাগেনা
উড়ছি আমি শূন্যে ভেসে
উড়তে আর পাল লাগেনা।

বেশ হয়েছে।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন ভাইয়া

সরি লেট আনসার :)

৫| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

প্রামানিক বলেছেন: ভাল্লাগেনা কবিতাটি আমার কাছে ভালো লেগেছে।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ দাদা ভাল থাকুন

৬| ০২ রা জুন, ২০১৬ রাত ৮:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাল্লাগেনা রোগটা অামাকেও ধরেছে! কী যে করি!
লেখা ভালো হৈসে, অাপু!

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ভাল্লাগেনা কিতা করতাম

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৭| ০২ রা জুন, ২০১৬ রাত ৮:৪১

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ =p~

বিয়া কইরা ফালান। ভাল্লাগবো!! :P

০২ রা জুন, ২০১৬ রাত ৯:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ও ভাই গেম কারে কইলেন আমারে নি হ্যহ হ্যহ হ্যহ

৮| ০২ রা জুন, ২০১৬ রাত ৯:৩৫

গেম চেঞ্জার বলেছেন: আপনারে না তো কারে!!!!!!!!!!!! :-B

০২ রা জুন, ২০১৬ রাত ৯:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সর্বনাশ করছে ইয়া মাবুদ কই যাইতাম

আমার টম জেরীর কিতা হইব :'(

৯| ০২ রা জুন, ২০১৬ রাত ১০:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লেগেছে কবিতা। ভাল থাকবেন সেই কামনাই।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাক

১০| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:৫০

শোভন ব্লগ বলেছেন: অনেক অনেক ভালো লাগছে বলার মত না :)

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ শোভন ভাইয়া
ভাল থাকুন সর্বদা

১১| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৫৪

রুদ্র জাহেদ বলেছেন: "ভাল্লাগেনা" ভালো লেগে গেছে :D

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন সর্বদা

১২| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:০৪

মাহমুদ ফারুক (বাবুই) বলেছেন:
কি যে করি কোথায় যে যাই
আর যে আমার ভাল্লাগেনা
উড়ছি আমি শূন্যে ভেসে
উড়তে আর পাল লাগেনা।ভালো লেগেছে

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বাবুই পাখি
ভাইয়া ভাল থাকুন
সাথেই থাকুন

১৩| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:৩৫

মহা সমন্বয় বলেছেন: ভাল্লাগেনা ভাল্লাগেনা‬.. .. কে বলছে ভাল্লাগেনা? এত সুন্দর কবিতা কি আর ভাল না লেগে পারে??

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য লেখার প্রেরণা জোগায়
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন

১৪| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বাগতম

১৫| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: :)

১৬| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৫৪

কালনী নদী বলেছেন: মিষ্ঠি কবিতা হয়েছে বোন।

০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইজান। ভাল থাকুন সাথেই থাকুন

১৭| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৭

উল্টা দূরবীন বলেছেন: কবিতা পইড়া ভালা লাগছে। গেমু ভাইর মন্তৈব্য পইড়া আরো ভালা লাগছে। হাসতেই আছি। হু হা হা ঠা ঠা

০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ উনি জানেন না হয়তো

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.