নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» মোবাইলগ্রাফী....১১ (হাতির ঝিল)

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৬



ঈদের পরের দিন কিছুক্ষণের জন্য গিয়েছিলাম হাতির ঝিল পার্কে । সেদিন ছিল ঝাঁঝাঁ রোদ্দুর জ্বলা সকাল দুপুর এমন কি সন্ধ্যার আগ পর্যন্ত। তাকানোর দায় ছিল না দূরে বা আকাশে। তবুও বাতাস ছিল বেশ। আমি এই প্রথম হাতির ঝিলে গেলাম। এর সৌন্দর্যের কথা বলব না কারণ এইখানে সবাই একবার না একবার গেছেন। তবে আমার কাছে ঢাকার মধ্যে একটি সুন্দর সময় কাটানোর স্থান বলেই মনে হয়েছে। জল জিনিসটা আমার খুব ভাল লাগে। পুকরের জল, ডোবার জল খালের জল..... জলের ঢেউ, চিকচিক করা রূপালী ঢেউয়ে হারিয়ে যাই আমি। দূর থেকে ঢেউগুলোকে দেখলে মনে হয় বকের সারি উড়ে উড়ে যাচ্ছে আসছে। নির্মল একটা পরিবেশ সেখানকার। সবুজ ঘাস, বসার জায়গাগুলো সব কিছুতেই যেনো একটা বিদেশী বিদেশী আমেজ লাগছিল। ভাববেন না আমি বাড়িয়ে বলছি আমার কাছে যা মনে হয়েছে তাইতো বলছি। হাতির ঝিলের রাতের ছবি অনেক দেখেছি,,,, আলো জ্বলমল করা অপরূপ সিনারী। আফসোস হতো কোনদিন জানি দেখতে পাবো সেই হাতির ঝিল। অবশেষে দেখা মিলল........ সাথে ক্যামেরা নিয়ে যাইনি ....... তাই মোবাইলেই অনেকগুলো ছবি তুলেছি এক পর্বে দিলে বকা খেতে হবে তাই বাকিগুলো অন্য পর্বে সময় পেলে দিবো ভাবছি।

১। এই শহরের সকল রোদ্দুর যেনো হাতির ঝিলে সভা বসিয়েছে আজ, সেই যে তেজোদীপ্ত চাদরে বসে সভার কার্যক্রম শুরু করেছিল রোদ্দুর'রা


২। - উঠার নামই নিলো না। আর আকাশ বিছিয়ে দিয়েছে অবারিত নীলের মিহি গালিচা....


৩। প্যানারোমা
ঝিলের জলে রোদ্দুরের চিকচিক ঝলকানির সাথে ঢেউয়ে ঢেউয়ে খেলায় মাতল কচুরিপানা'রা।


৪। সাদা মেঘগুলোর ফাঁকে সূর্যের অহংকার চোখে পড়ার মত।


৫। সূর্য ঝরালো আজ রোদ্দুরের বৃষ্টি,


৬। আর আমি চোখ বন্ধ করে মুগ্ধতা অনুভব করি


৭। মানুষের ঢলে হাতির ঝিল ডুবে গেলো,


৮। আমিও হারিয়ে গেলাম ভীড়ে! আর আমি ছিনিয়ে নেই সব মুগ্ধতা আর সৌন্দর্য্য।


৯। রোদ্দুর যতই তার তেজে বুক ফুলিয়ে গর্ব করতে চাইছিল ততই মিষ্টি হাওয়া এসে রোদ্দুরের চোখে ধূলো দিয়ে শান্তির বার্তা এনে দিল মনে।


১০। প্যানারোমা
আর আমি ছিনিয়ে নেই সব মুগ্ধতা আর সৌন্দর্য্য।


১১। রোদ্দুরের দখলে আজকের আকাশ,,


১২। চোখ রাখতে দিচ্ছে না ধবল মেঘে


১৩। ইচ্ছে করে রোদ্দুরের পিঠে চড়ে ওড়ে গিয়ে বসি ঐ যে নীলাভার বুকে


১৪। শুভ্র মেঘ, ওই মেঘের ভেলায়,


১৫। যন্ত্র শহর ছেড়ে চলে যাই মেঘেদের দেশে,


১৬। পেজাতুলো মেঘে মাথা রেখে স্বপ্ন বোনি নতুন করে...


১৭। জলের ঢেউয়ে ভাসতে ডুবতে খুব ইচ্ছে
তুমি যদি ঢেউ হয়ে যেতে তবে তোমার বুকে সাঁতার কাটতাম অনন্তকাল


১৮। প্যানারোমা
মনের মাঝে পেতে রেখেছো দূরত্বের সাঁকো........ কি করে আগাই পথ বলো
কাছে আছো অথচ দূরত্বের সাঁকো-টা ঠিকই গড়ে নিয়েছো অবেলায়


১৯। হেঁটে চলো যাও নির্দ্বিধায় অথচ পিছন ফিরে দেখলে না আমি আছি ছায়া হয়ে তোমার পিছু
(জেরী আর তার বাপ বেশী মাতব্বর দুইজনেই ছবি তুলতে দেয় না শেষে আমি পিছনে পড়ি হ্যহ হ্যহ ছবি তুলতে ঠেকায় কে)


২০। সবুজে আচ্ছাদিত স্নিগ্ধতার গালিচায় জুটি-রা ঠিক ফটো হয়ে যাচ্ছেমুগ্ধতায় আর তুমি সেই অচেনাই রয়ে গেছে
(বদের বদ একটা ছবিও উঠাইল না নিজের ........ আমার আর জেরীর ছবি উঠাইয়ে অনেক )


২১। এই শুনো, হলুদ হলুদ বুনোফুল এনে দিবে কি কানে পরিয়ে
অথবা নাকে........
নিজ হাতে পরিয়ে দিলে ভালবাসার ঝড় উঠবে তোমার আমার হৃদয়
বাঁকে।


২২। অপূর্ব প্রকৃতি...... সবুজ গাছগুলো হৃদয়কাড়া সুন্দর ........ আবারো যেতে চাই
নিয়ে যাবে কি-না বলো........... নগ্ন পায়ে হাঁটব দুজন পাশাপাশি....
আনন্দে আর ভালবাসায় চলবে দেখো প্রেমে ভাসাভিাসি

মন্তব্য ৭০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪১

ভাবনা ২ বলেছেন: বাহরে বা: চমতকার সুন্দর । এই সুবাদে হাসু বুজান তো একটু ধন্যবাদ পেতেই পারে ।

ছবি উপস্থাপিকার জন্যই রইল ধন্যবাদ ।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম তাতো দিতেই পারেন ...। সুন্দর একটা জায়গা আমাদেরকে গিফট করেছেন

ধন্যবাদ আপনাকে ভাল থাকুন ।

২| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৬

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর ।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু আপুমনি ঈদ মোবারক

৩| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: প্যানারোমাগুলোগুলো মনে হয় ৩৬০ ডিগ্রীর চেয়ে কিছুটা কম হয়ে গেছে, নাকি আপু?.......প্যানারোমা দেখতে আমার খুব মজা লাগে।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কি জানি তাতো মেপে দেখিনি বা মেপে উঠাইনি ...। এগুলো আসলে গুগল ফটো অটো করে দিছে হাহাহাহা

ধন্যবাদ ভাইয়া

৪| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২২

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছবি তোলার দক্ষতার সত্যিই প্রশংসা করতে হয় আপু

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার চেয়ে কম পারি কামাল ভাইয়া

ধন্যবাদ অনেক অনেক :)

৫| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

সাদা মনের মানুষ বলেছেন:

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: রোজা রাখছি ইফতারে খাব নে। জাজাকাল্লাহ খায়ের

৬| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: সবগুলি ছবি্বিই খুব ভাল লেগেছে । মোবাইলগ্রাফির সফল প্রয়োগ ।
অনেক ধন্যবাদ ।
নিরন্তন শুভেচ্ছা রইল ।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু ভাইয়া । ভাল লেগেছে জেনে ভালই লাগে। আরো হাবিজাবি ফটো তুলুম, উৎসাহ পাইছি হাহাহাহাহ
আপনার প্রতিও শুভেচ্ছা ভালা থাইক্কইন যে :)

৭| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

সুমন কর বলেছেন: সুন্দর। যদিও প্রথম দিকের ছবিগুলো প্রায় একই গেছে। তবুও সুন্দর।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা । ভাল থাকুন

৮| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপু, হাতির ছবি কই?
বাকি ছবিগুলো
সুন্দর+++++

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাতি জলে ডুব দিয়ে আছে ..। ফটো তুলুম দেইখ্যা মাথা তুলে নাই বজ্জাত হাতিরা হাহাহা

ধন্যবাদ অনেক অনেক

৯| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

গেম চেঞ্জার বলেছেন: এককথায় চমৎকার!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ গেমো ভাইয়া ... :) শুভেচ্ছা নিরন্তর

১০| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

ক্লে ডল বলেছেন: ১৭, ১৮ ছবি ক্যাপশন দুটোই মোহনীয়। দারুণ!

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন সর্বদা

১১| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৩

ছাসা ডোনার বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ। শেয়ার করার জন্য ধন্যবাদ

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ছাসা আপনাকে
সুন্দর থাকুন
শুভেচ্ছা সতত

১২| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:০১

রাতুল_শাহ বলেছেন: কোন মোবাইল দিয়ে তুলেছেন আপু?

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্যামসাং এ সেভেনে।
:)

১৩| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৮

আবুল হায়াত রকি বলেছেন: অসাধারণ।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন ভাইয়া :)

১৪| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:০২

ডি মুন বলেছেন:
ছবিগুলো ভালো লাগল।
হাতির ঝিল মন্দ নয়। অন্তত ঢাকাবাসীর জন্যে একটা দম ফেলবার মত যায়গা।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এই প্রথম গেলাম তাই বুঝি বেশী ভাল্লাগছে
ধন্যবাদ পোষ্টে আসার জন্য ভাল থাকুন সুন্দর থাকুন স্বপরিবারে

১৫| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন:
১৮। প্যানারোমা
মনের মাঝে পেতে রেখেছো দূরত্বের সাঁকো........ কি করে আগাই পথ বলো
কাছে আছো অথচ দূরত্বের সাঁকো-টা ঠিকই গড়ে নিয়েছো অবেলায়!

অসম্ভব ভালো লাগলো।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ গোফরান ভাইয়া
ভাল থাকুন
শুভেচ্ছা নিরন্তর

১৬| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মোবাইলগ্রাফী অসাধারণ হয়েছে। চোখ জুড়ানো।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন সুন্দর থাকুন
শুভেচ্ছা সতত

১৭| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছবিতো ছবি
আমিতো ক্যাপশনের ফ্যান হয়ে গেলাম ;)

সবে মিলে দারুনসসসসসস :)

++++++

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভৃগু দা

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ :)

১৮| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১:৪০

অতৃপ্তচোখ বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ভালো লাগলো।

ছবিগুলো অসাধারণ ফটোগ্রাফারের পরিচয় স্পষ্টত

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন সাথেই থাকুন :)

১৯| ১১ ই জুলাই, ২০১৬ রাত ২:৩৯

জেন রসি বলেছেন: বাহ! চমৎকার সব ছবি।

শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া
শুভেচ্ছা সতত
ভাল থাকুন

২০| ১১ ই জুলাই, ২০১৬ ভোর ৫:২৮

শেয়াল বলেছেন: ছপি দিয়া কই ভাগেন হেঁ #:-S

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অফিস ছুটি
পরে বাসায় যাইগা ... ভাগি না
বাসায় মোবাইলে নেট ইউজ করি তো তাই সামুতে কম ঢুকি
সরি।

ধন্যবাদ

২১| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫৯

বৃতি বলেছেন: খুব ভালো লাগলো ছবিগুলো :)

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। আপনাকে ফেইসবুকেও পেয়ে গেলাম
ভাল থাকুন :)

২২| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৪

হাসান মাহবুব বলেছেন: আইজকাই যামু। দেহি অহন যদি বউ একটু আগে বাড়াইতে পারে। পোস্ট ভালা হইছে।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিকেলে যান,.... ঝিলের পাশে সবুজ ঘাসে বসে বাদাম চিবান বসে বসে
ভালই লাগবে । সময়টা রোমান্টিক কাটবে আশা করি।
অনেক ধন্যবাদ ভাল থাকুন সর্বদা স্বপরিবারে

২৩| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঝরঝরে ছবি , মজা করে লিখা ক্যাপশান , এক কথায় অনবদ্য !

১১ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাইয়া..। সুন্দর মন্তব্য

ভাল থাকুন স্বপরিবারে

২৪| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল ছবি গুলো

১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মোস্তফা ভাই
ভাল থাকুন :)

২৫| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার!

১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ কল্লোল ভাইয়া
ভাল থাকুন

২৬| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: সবাই তো বলে ফেলেছেন!
এখন আমি আর কি বলবো!

শুধু দেখেই নিলাম।

১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা
দেখেছেন এটাই অনেক পাওয়া

শুভেচ্ছা সতত
ভাল থাকুন

২৭| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০০

অসভ্য রাইটার বলেছেন: ১৯,১০,৮,৩,১৭,১৪,১১,৬,১০ ভাল লাগসে ।।

১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা নিরন্তর
ভাল থাকুন সর্বদা স্বপরিবারে :)

২৮| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ সব ছবি। +

১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজার ছেলে
অনেক অনেক শুভেচ্ছা রইল
ভাল থাকুন সর্বদা :)

২৯| ১২ ই জুলাই, ২০১৬ রাত ২:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:

জায়গাটা ভাল

তবে মাঝে মাঝে এমন অবস্থা হয় যেন নিউমার্কেট বা চাঁদনী চক আছি মনে হয়

১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আগে যাইনি তো এজন্য বেশী ভাল লাগছে

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন সর্বদা

৩০| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪

ম ইসলাম বলেছেন: এই হাতিরঝিলের উপর দিয়ে গত দুবছর প্রতিদিন অফিসে গিয়েছি, ফিরেছি। বিকেলের ফেরাটা হত হেটে হেটে। ক্লান্তিতে একটু শ্বাস নেয়ার জন্য বসতাম। তারপর আবার ছুট!
আপনার মোবাইল গ্রাফী চমৎকার! ভাল লাগল।

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মতিঝিল থেকে দূরে তা না হলে মাঝে মাঝে যাওয়া যেতো

এই প্রথম গেলাম অনেক ভাল লেগেছে আমার .... তবে বসার সময় পাইনি সন্ধ্যার আগেই বাসায় চলে এসেছি

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন :)

৩১| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৩

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। খুব ভালো লাগল।

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রমাণ দা। সুস্থ থাকুন সর্বদা

৩২| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার হয়েছে ছবি আপু!!! ক্যাপশনগুলো আরো বেশী মনকাড়া!
অনেক অনেক শুভেচ্ছা আপু!!!!

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি। অনেক দিন পর আমার পোস্টে এলেন। ভাল আছেন?

৩৩| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩১

কানিজ ফাতেমা বলেছেন: এক কথায় অসাধারন, ছবির সাথে ক্যাপশনগুলো যেন এক একটা কবিতা ।

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি । সরি ফর লেইট আনসার। অফিসের কাজের চাপে আছি
ভাল থাকুন সর্বদা ।

৩৪| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছবিতে ঢাকার অপরুপ এক স্থানকে তুলে ধরায় ধন্যবাদ

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া
অফিসের কাজের চাপে উত্তর দিতে দেরী
সরি ফর দেট
ভাল থাকুন সর্বদা

৩৫| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৭

আমি তুমি আমরা বলেছেন: াতিরঝিল কেন যেন রাতেরবেলায়ই বেশি ভাল লাগে :)

২১ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: রাতের বেলায় যাইনি কখনো :)
ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.