নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

সুখি হও সবটুকু সুখ নিয়ে......

১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪০


©কাজী ফাতেমা ছবি

প্রতিনিয়ত একই পথের যাত্রি হয়ে ছুটে চলেছি
পথ ধীর লয়ে
ক্লান্তিহীন দেহখান;অবসাদের ভাড়ে নুয়ে পড়ল
মন গলে ক্ষয়ে ক্ষয়ে;
কত'টা সময় গেল অনুসন্ধিৎসায় বয়ে।

হেঁটে যাই একা তাবৎ বিসংবাদ সাথে নিয়ে
পদচিহ্ন রেখে যাই;জগত দেখি বিস্ময়ে
হে ভালবাসা তোমায় দিয়েই দিলুম ছুটি
দীর্ঘশ্বাস পড়ে চুয়ে চুয়ে,
খানাখন্দ পথে ভালবাসা খায় লুটোপুটি,
স্পর্শ নি' মাটিতে নুয়ে ।

ধৈর্য্যের ওপাড়ে সুখ আছে?
এগোই মন্থর - অপরাধী পায়ে;
ফের নব প্রভাতের আশায় কাটিয়ে দেই
একাধিক বিভাবরী,
অনির্ণীত আশাগুলো থাকে অবসন্ন শুয়ে,
অনির্বেদ দিবাকর হট্টহাসি দিয়ে
দিনের আলোটা দেয় সহসা নিভিয়ে;
অথচ সুর্য দেখব বলে কাটিয়েছি একেকটি দিন,
আলো বুকের ভিতর রেখেছি জড়িয়ে।

কতটা পথ আগালে হবো সিদ্ধ?
পথে পথে আছে বিষকাঁটা ছড়ায়ে,
রক্তাক্ত পদযুগল, তীক্ততা-ই হয়ে রয় সাথী,
অসীম শুন্যতা যেনো ঐ আছে দাঁড়ায়ে;
সব সুখ নিয়ে যদি পার সুখি হও;
স্বাধ জেগেছে আমার অন্তিমে যেতে হারায়ে;
ধৈর্য্যের সে নেশা আর মায়া হলো ছিন্ন আজ;
শুভ্র মেঘেরা ডাকছে দেখ হাত বাড়ায়ে!!
প্রাপ্তির ঝুলিটা দিয়ে গেলাম তোমার হাতে
খুলে দেখো নির্দ্বিধায়,
কোনো একটি বিষন্ন প্রভাতে।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: ধৈর্য্যের সে নেশা আর মায়া হলো ছিন্ন আজ

ধৈর্য্যের সে নেশা আর আজ মায়া হলো ছিন্ন !!!!

এই এক লাইনেই আপনার চারটি, প্রশ্ন/উত্তর/কথা লুকিয়ে আছে ?




১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ... :(

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
ভাল থাকবেন অনেক অনেক

২| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

কল্লোল পথিক বলেছেন:






কবিতা সুন্দর হয়েছে।

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ মন্তব্যের জন্য
ভাল থাকুন সর্বদা

৩| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৬

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ,



কতটা পথ আগালে হবো সিদ্ধ?
খুব কঠিন প্রশ্ন । উত্তর মনে হয় জানা নেই কারো-ই ।

কিছুটা ভাববিচ্ছিন্ন ও একটু জটিল মনে হয়েছে । তবুও বিসংবাদ সাথে নিয়ে, ভালবাসাকে ছুটি দিয়ে যে পথ গেছে প্রতিনিয়ত একই পথে, সে পথেই সবটুকু সুখ নিয়ে এগিয়ে যাবার কথাই কয়ে গেছে এই কবিতাটি ।

ভালো লেগেছে ।


২১ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।,,,,,,,,,, এগিয়েই যাচ্ছে সবাই :(

৪| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৮

আবুল হায়াত রকি বলেছেন: সুন্দর কবিতা বোন। প্লাস।

২১ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ রকি ভাইয়া :)

৫| ২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪০

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটির ভাষা সহজ, বিষয়টি জটিল , প্রশ্ন অনেক,
অনুভবে এনে হৃদয়ঙ্গম তারই পক্ষে সহজ হবে
যে বা যারা এধরণের পথ পরিক্রমায় আছেন।

অনেক ধন্যবাদ একটি সুন্দর কবিতা
উপহার দেয়ার জন্য ।

২১ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মন্তব্য অনেক সুন্দর হয়
ধন্যবাদ অনেক অনেক

ভাল থাকুন

৬| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৭

আরণ্যক মিঠুন বলেছেন: অসীম শুন্যতা যেনো ঐ আছে দাঁড়ায়ে;
সব সুখ নিয়ে যদি পার সুখি হও;
স্বাধ জেগেছে আমার অন্তিমে যেতে হারায়ে;
ধৈর্য্যের সে নেশা আর মায়া হলো ছিন্ন আজ;
শুভ্র মেঘেরা ডাকছে দেখ হাত বাড়ায়ে!...... অসাধারণ লাগলো।

২১ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া :)

৭| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ আবার আসার জন্য ভাল থাকুন জনাব

৮| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৮

মুমু পাখি বলেছেন: খুব খুব ভালো লাগলো, চমৎকার ।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পাখি
ভাল থাকুন :)

৯| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০১

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি
ভাল থাকুন

১০| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: চ্রম হইছে আপা!

২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.