নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মেয়েবেলার স্মৃতি রোমন্থন....

১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৪


©কাজী ফাতেমা ছবি

কেমন করে অতীত হলো
এমনতরো মিষ্টি প্রহর
কলকলানি ঝলমলানি
বইতো কতো সুখের নহর!

ঝুপ্পুরঝাপ্পুর জলে অথৈ
ঢেউ তুলিয়ে পা ডুবিয়ে
ছোট্ট পিরান আর পাজামা
ছপছপ জলে সব চুবিয়ে...
কাটতো বেলা কাটতো সুখে
আ-হা-হা সে অতীত প্রহর।।

নগ্ন পায়ে আঙ্গুল চেপে
ভেজা পথে হেঁটে হেঁটে
পিছলে তবু ধপাস হয়ে
রক্ত ঝরতো হাত পা কেঁটে
মেয়েবেলার সুখের স্মৃতি
মনে তোলে সুরের লহর।।

জলে ভরা পুকুর ডোবা
কলাগাছের ভেলায় চড়ে
বৃষ্টির জলের ছোঁয়ায় সিক্ত
জোয়ার আসতো মনের ঘরে
সবুজ মাঠটি হতো তখন
থৈ থৈ জলের অথৈ ডহর।।

পা ডুবানোর প্রহরগুলো
সঙ্গী হতো ঘাটের পইঠা
ছলাৎ ছলাৎ প্রেমে ভাসতাম
হাতে নিয়ে সুখের বৈঠা
কতো সুখের ভরা ছিলো
মেয়েবেলার মনের শহর।

স্বপ্ন কতো ছিলো হায়রে
সাজানো সে থরে থরে
ধীরে ধীরে স্বপ্নগুলো
উড়ল হাওয়ায় পড়লো ঝরে
জীবন যেনো যন্ত্রের মতো
পলে পলে তিতা জহর।।

সুখের স্মৃতি রোমন্থনে
নিমন্তন্ন সবার প্রতি
যাওনা চলে একবার ওড়ে
হয়ে রঙিন প্রজাপতি
অতীত যেনো সবার তরে
জমিয়ে রাখা সুখ মোহর।।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ছেলেবেলা। অসম্ভবের দিনসব।

কবিতা সুন্দর হয়েছে।

১১ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র
ভাল থাকুন সর্বদা :)

২| ১০ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: শৈশব!

আহা রঙীন শৈশব :)

মিস ইউ :((

+++

১১ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: + ক্লিক হয়নি :(

আন্তরিক ধন্যবাদ ভাইয়া :)
ভাল থাকুন শুভেচ্ছা অনেক অনেক :)

৩| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৬

শরতের ছবি বলেছেন: সুখের স্মৃতি রোমন্থনে
নিমন্তন্ন সবার প্রতি

বেশ ,বেশ ।মজা ও পেলাম অনেক । মেয়ে বেলাটা একদম হারিয়ে গিয়েছিলাম ।

১১ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপি
ভাল থাকুন
শুভেচ্চা রইল :)

৪| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১১ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা

৫| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৫

মেহেদী রবিন বলেছেন: বাহ, ভালো লাগলো পড়ে

১১ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রবিন ভাইয়া
ভাল থাকুন
সাথেই থাকুন :)

৬| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:১৭

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল ছোট বেলার কবিতার কথাগুলি ।
কবিতাখানি পাঠে ছেলেবেলার কথা মনে পড়ে যায় ।
একবার হারিয়েছিলাম ছেলে বেলার সাথীকে
তাকে খুঁজে দেখছিলাম চারিদিকে শুপারী
গাছের মাথায় চরে । একেই বলে
ছোট বেলার গল্প কাহিনী ।

১১ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহ এমন দড়ি পেচিয়ে আমিও উঠতাম তবে মাথায় যেতে পারতাম না ভয়ে

ভাল লাগল ছবিটি

ধন্যবাদ অনেক অনেক
ভাল থাকুন সদা

৭| ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৯

টাইম টিউনার বলেছেন: স্বরবৃত্তের গণ্ডিতে ছবি আপুর মেয়েবেলা , অসাধারণ লিখেছেন আপু।

১১ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ টাইম ভাইয়া :)

৮| ১২ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:১৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৯| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৩:০৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতার ছবির মেয়েটা খুব সুন্দর, কবে দেখব বা শুনব খোদ কবিতায় এমন ।

১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা
টিকাছে হয়ে যাবে

১০| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে গেলাম B-) B-)

১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

১১| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৩

সোহাগ সকাল বলেছেন: অনেক বছর আগে ফিরে গেলাম। সেইসব চড়ুইভাতির দিনগুলো। আহা আহা!

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মনে হলে খুব খারাপ লাগে। এখন আর চড়ুইভাতি হয় না । চাল ডাল ঘর থেকে চুরি করে কি মজা করেই না আমরা খেতাম আহা

ধন্যবাদ আপনাকে

১২| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৮

জাহেদ মুরাদ বলেছেন: আ-হা-হা...............
ভাল লাগলো।।

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া

১৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল ছোট বেলার কবিতার কথাগুলি ।
কবিতাখানি পাঠে ছেলেবেলার কথা মনে পড়ে যায় ।
একবার হারিয়েছিলাম ছেলে বেলার সাথীকে
তাকে খুঁজে দেখছিলাম চারিদিকে শুপারী
গাছের মাথায় চরে । একেই বলে
ছোট বেলার গল্প কাহিনী ।
(৬ নং মন্তব্য দয়া করে মুছে দিন
ইমগুর থেকে ডিলিট হয়ে যাওয়ায়
সম্ভবত এ মেসেজ আসছিল
এখন ঠিক করে দিয়েছি ।)

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধান্যবাদ কেমন আছেন

১৪| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০২

ডঃ এম এ আলী বলেছেন:
জীবন সূখী ও সুন্দর হোক
সাথে রইল জন্ম দিনের
তরে এক গুচ্ছ গোলাপ
ফুলের শুভেচ্ছা ।

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করা হলো । ভাল থাকুন

১৫| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৪

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি

১৬| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৩

চির উন্মাদ বলেছেন: মানুষের জীবনের সবচেয়ে সেরা মুহুর্ত ছেলেবেলা বা মেয়ে বেলা.। নষ্টালজিয়া তে ফিরে গেলাম.।ভাল লাগল শুভ কামনা রইল।।

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য । অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

গেম চেঞ্জার বলেছেন: মেয়ে বেলা!! হাঃ হাঃ হাঃ :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আ হাহাহাহাহা মেয়ে বেলা হাহাহাহাহ

আপনার তো ছেলেবেলা হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.