নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

চলো ঊষসীর আলোয় হারাই...।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭



বলেছিলে ছন্দ ভেঙ্গে
কথা কইবে আমার সাথে
সূর্যোদয়ের আলো দেখবে
এই ঊষসীর স্নিগ্ধ প্রাতে।

কালো মেঘের পাহাড় ভেঙ্গে
দেখো-না ঐ সূর্য হাসছে
তুমি বাবা ঘোমে বেঘোর
স্বপ্ন নিয়ে তোমায় ভাসছে।

ডাকছি তোমায় মন বাড়িয়ে
দেখতে এসো আলোর প্রহর
রঙ লেগেছে চোখে আমার
মুগ্ধতায় আজ মনের শহর।



দুজন মিলে দেখবো চলো
পশ্চিমে উঠা সূর্যোদয়
আলো এনে কালো ঠেলে
জাগাবো চলো বোধোদয়!

আঁচল ভরে আলো দিয়ো
কিছু বুক পকেটে রেখো
সেই আলোতেই যাবো হেঁটে
কত সুখ যে তাতে দেখো!

অনেক দিনের পরে তোমায়
পেলাম কত কাছাকাছি
মন ভ্রোমরা দেখো কেমন
আলোয় করছে নাচানাচি।



মিছেই বলো ঘুমাও নি রাত
পরী নাকি ধরছিলো হাত
কথা হলো দেখা হলো
সারারাত ছিলে পরীর সাথ।

ঘুম চুন্নি সেই পরীর পিছু
নিয়েছিলে রাতদুপুরে
পরী নয় কো পেত্নি হবে
মরুক গিয়ে তালপুকুরে।

পেত্নির প্রেমে পরে তুমি
মরছো কি বিরহের কষ্টে?
যেয়ো নাকো আর ওদিকে
দিক হারায় যাবে পথ ভ্রষ্টে।



আমার কথা ভেবে তুমি
মিসই করে গেলে শুধু
দূরে থেকে লও না খবর
যেই লাউ সেই তো মিষ্টি কদু।

স্বপন কি জাগরণে কও
মোর তরে যে হারায়ে যাও
এমন কথা কয়ে কয়ে
বাপু তুমি কি মজা পাও!

মিস করতে করতে নাকি হায়!
তোমার মনটা হলো ক্লান্ত
ভালবেসে ব্যথা বুকে
লাগে যে আজ সবি ভ্রান্ত।

উঁকি দাও না মন জানালায়
বড় বড় কথা ছাড়ো
ছেড়ে আমায় দূরে বাপু
কেমনে তুমি থাকতে পারো!

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!


আমি হলে লাঠি, ঝাটা, ইট পাটকেল সব উল্টা ছুড়ে মারতাম! :)


আর তুমি কিনা কাব্য লিখলে!!!!!!!!!!!!!



:P

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহ ... আপনি মারবেন সে আমার বিশ্বাস
আপি আপনার মুরিদ হইবার চাই হাহাহাহাহ

লাঠি ঝাটা ইট আর পাটকেল
মারবো ছুঁড়ে ব্যাটার মুখে
ভাঙ্গা মুখখান প্যাচার লাহান
হাহা হিহি হাসবে লোকে।

শায়মাপি টার শলা শুনে
মারবো বেটা ইট খান ছুঁড়ে
দেখবি এবার দেখবি আবার
পেঁচা মুখখান আবার ঘুরে।

হাহাহাহাহ
থ্যাংকস আপি

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

গেম চেঞ্জার বলেছেন: B:-) =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কি হল আবার ;)

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

শায়মা বলেছেন: :P


ছড়িতা পড়ে আমি নড়িতা হয়ে গেছি । মানে নট নড়ন চড়ন!!!!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ নড়িতা টা কি আপু :)

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

সাহসী সন্তান বলেছেন: আমিও তো আপনার ছড়িতা দেখে নড়িতা হওয়ার উপক্রম আপু! তবে মোটামুটি ভাল্লাগছে! আগামীতে আরো ভাল হবে আশারাখি!

শুভ কামনা জানবেন!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহহাহাহাহ .... ছড়িতা নড়িতা নতুন নতুন ভাষা শিখতে পেলুম রে

আচ্ছা ঠিকাছে

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা।

//উঁকি দাও না মন জানালায়
বড় বড় কথা ছাড়ো
ছেড়ে আমায় দূরে বাপু
কেমনে তুমি থাকতে পারো!//


ভাল থাকুন। সবসময়।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে :) ভাল থাকুন

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

শায়মা বলেছেন: মানে তো বলেই দিলাম।

মানে নট নড়ন চড়ন!!!!!!:)
কিংকর্তব্যবিমুঢ়ের মডার্ণ ছোটভাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহো
বুঝেছি বাপু বুঝেছি
না বুঝেই শব্দের মানে
খুঁজেছি

থ্যাংকস আপি

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

তাওহীদ পলাশ বলেছেন: স্বপন কি জাগরণে কও
মোর তরে যে হারায়ে যাও
এমন কথা কয়ে কয়ে
বাপু তুমি কি মজা পাও।

ভালো লাগলো।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

জনৈক অচম ভুত বলেছেন: মজা পেলাম। B-))

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভুত ভাল থাকুন

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১

অতৃপ্তচোখ বলেছেন: ভালো লাগলো অভিমানজনিত হৃদবাক্য গুলি। দোআ করি স্বপ্নে পরীর বদলে আপনাকেই দেখুক।

ভালোবাসার ব্যথায় ব্যথিত হৃদয়ে
পূর্ণিমা আসে আগ্নেয়গিরির মুখ হয়ে
নিঠুরিয়ার হৃদয় তা কবু না বুঝে
ভালোবাসতে জানলেই তো ভালোবাসা খুঁজে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ খুব সুন্দর মন্তব্য
আন্তরিক ধন্যবাদ জানবেন

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

সুমন কর বলেছেন: মন ভালো নেই, হালকা করে পড়ে গেলাম।

২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ । মন ভাল হয়ে গিয়েছে হয়তো হাহাহাহ

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১০

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতা, সায়মা আপুর থিউরিটা খাটানোই ভাল ।
শুভেচ্ছা রইল

২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮

কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুণ হয়ছে

২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.