নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বিজয় মানে...

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৮



বিজয় মানে...

বিজয় মানে দেশটি আমার
শত্রু হতে মুক্ত
বিজয় মানে মানচিত্রতে
স্বাধীন দেশটি যুক্ত।

বিজয় মানে লাল টুকটুকে
পূবাকাশের সূর্য
বিজয় মানে বুকের মাঝে
রক্তিম রণ তূর্য।

বিজয় মানে নীলাকাশে
পতাকা ওড়ে ঐ
বিজয় মানে বিজয়ের গান
শুনতে- উতলা রই।

বিজয় মানে একটি ফড়িং
স্বাধীনতায় ওড়ে
বিজয় মানে নতুন কুঁড়ি
উঠে বৃক্ষ ফুঁড়ে।

বিজয় মানে প্রজাপতি
বিজয় মানে পাখি
বিজয় মানে আহ্লাদ স্বরে
মাকে জোড়ে ডাকি।

বিজয় মানে পুকুরের জল
ঘাটলায় বসে থাকা
বিজয় মানে লাল সবুজের
দেশটি মনে আঁকা।

বিজয় মানে পাখ পাখালির
সুরের সবুজ জঙ্গল
বিজয় মানে শরতকালের
সাদা মেঘের দঙ্গল।

বিজয় মানে ছয়টি ঋতু
ছয়টি রূপে আসা
বিজয় মানে সবুজ শ্যামল
দেশকে ভালবাসা।

বিজয় মানে পলাশ শিমুল
শিউলি বেলী বকুল
বিজয় মানে মধু মাসের
ফুটা আম্র মুকুল।

বিজয় মানে স্বাধীনতায়
আকাশে ওড়া চিল
বিজয় মানে শাপলা ফুটা
স্বচ্ছ জলের ঐ ঝিল।

বিজয় মানে দেশের মাটি
আঁকড়ে বেঁচে থাকা
বিজয় মানে নতুন ধানের
গন্ধ গায়ে মাখা।

বিজয় মানে নীলাকাশে
উড়াই মনের ইচ্ছা
বিজয়ের দিনে সবাইকে
প্রাণ ঢালা শুভেচ্ছা।

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


এগুলো অনেক শুনেছি,
এখন বলেন বিজয় মানে লাখ লাখে টোকাই, বিজয় মানে ট্রলারে মালয়েশিয়া, বিজয় মানে চাকুরী আরব দেশে, বিজয় মানে বসুন্ধরা, বিজয় মানে ফালু মিয়ার ব্যবসা, বিজয় মানে সৌদীতে মেয়ে শ্রমিক পাঠানো

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২০

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয় নিয়ে ছন্দ দিয়ে চমৎকার ছড়া ।

আপনাকেও বিজয়ের প্রাণঢালা শুভেচ্ছা ।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:০৬

বিলুনী বলেছেন:
বিজয় মানে নীলাকাশে
উড়াই মনের ইচ্ছা
বিজয়ের দিনে সবাইকে
প্রাণ ঢালা শুভেচ্ছা।


অনেক অনেক শুভেচ্ছা রইল, এতক্ষন পর্যন্ত আজকের সামুর পাতায় বিজয় দিবসকে নিয়ে যতগুলি লিখা দেখলাম তার সবগুলিই মুলত স্বাধিনতা বিরোধীদের পক্ষেই যায় বলেই দেখা গেল শুধু এটাতেই নিখাদ বিজয় দিবস নিয়ে লিখা । মনে হয় বিজয় দিবস নিয়ে সকলের বুকেই রয়েছে যেন একটি বিরোপতা । কত রং যে ধরতে পারে স্বাধিনতা বিরোধীরা আল্লাই জানে । এই নাখাস্তাদেরকে মানুষ যে কবে চিনবে তা আল্লাই জানে ।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৯

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.