নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

জীবন কিনো কষ্টের দামে....

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১

©কাজী ফাতেমা ছবি


একদিন আমি যাবো চলে -বেলা শেষের ট্রেনে চেপে
নিথর তুমি ঠাঁয় দাঁড়িয়ে -ঘড়ির কাটা নিবে মেপে।
বুঝোনিকো আমায় তুমি-সময় থাকতে সুখের বেলায়
নিত্য আমায় রেখেছিলে-মনে তোমার অবহেলায়।
কাছে যেতে চেয়েছিলাম-তুচ্ছ ভেবে দিলে ঠেলে
ভালবাসার সুখের সময়-কেটেছিলো এলেবেলে।
চোখে আমার চোখ রাখোনি-দিব্যি একা ছিলে সুখে
আজ কেনো গো চোখের জলে-দীর্ঘশ্বাসটা টানছো বুকে?
আশা ছিলো মনে মনে-সারাজীবন থাকবো পাশে
সেই তুমি তো রাখলে আমায়-কটু কথায় জীবন ত্রাসে।
বলেছিলাম কানে কানে-সুখের প্রহর যায় চলে যায়
তুমি তখন ছিলে ডুবে-সুখের হাওয়া লাগিয়ে গায়।
পাত্তা আমায় দাও নি কভু-অহম ছিলো মনের মাঝার
দেখেছিলে রঙিন চশমায়-জীবন বুঝি রঙের বাজার।
ধীরে ধীরে সময় সূতা-টেনে নিয়ে যাচ্ছে দেখো
এবার তুমি একলা হয়ে-দু:স্বপ্নটা মনে এঁকো।
আমি তোমার নই কো আপন-ট্রেন এসে থেমেছে দোরে
থাকবো নাকো এখানটাতে-নিরস হয়ে তৃষ্ণার ঘোরে।
যাবোই যাবো চলে আমি-ছেড়ে তোমায় একলা ফেলে
বন্দি তুমি হবেই এবার-একাকিত্বের বন্দি জেলে।
ভালবাসা কি বুঝো নি -পাথর ছিলো বুকের বামে
এবার তুমি জীবন কিনো-অল্প কিছু কষ্টের দামে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাল্গাছে বইন।।।

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ কি মায়াময় বক্তব্য ভাই...
জাজাকাল্লাহ খাইরান
ভাল থাকুন সুন্দর থাকুন

২| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১

রাতুল_শাহ বলেছেন: শিরোনাম টা অনেকটা আধ্যাত্নিক ।

কবি অনেক ভালো লাগলো।

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কি জানি
আমার কাছে এমনটাই মনে হয়েছে..
যা বেটা জীবন কিন্ গিয়া কষ্টের দামে :(

ধন্যবাদ ভাইয়া

৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবহেলা অবজ্ঞাতে ভালোবাসা হারিয়ে গেলে
সেই বুঝে হারাইছে যে কষ্ট কত জীবন জুড়ে।।

আমরা ভালোবাসা যখন পাই তখন এর মর্ম বুঝতে চাই না হেয়ালি হয়ে,
কিন্তু যখন হারাই তখন বুঝতে পারি ভালোবাসা হারানোর কষ্ট কাকে বলে।

আপনার কবিতা সুন্দর করে সাজিয়েছেন। ভালো লাগলো।

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
জীবন হোক ভালবাসাময় সুন্দর ভাল থাকুন প্রিয়জনদের নিয়ে।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

শামীম সরদার নিশু বলেছেন: অল্প কিছু কষ্ট দিয়ে নয় ভালবাসা দিয়ে ভালবাসা কিনতে চাই।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা আমিও্র তাই চাই ধন্যবাদ

৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

শামীম সরদার নিশু বলেছেন: অল্প কিছু কষ্ট দিয়ে নয় ভালবাসা দিয়ে ভালবাসা কিনতে চাই।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ শামীম ভাইয়া

৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শব্দের অন্ত্যঃমিল রেখে ছন্দময় কবিতা আমার ভালো লাগে। আপনার কবিতাটি সেরকম। তবে এত অভিমানের কবিতা পড়ে আবার কষ্ট হয়। হাঃ হাঃ হাঃ।

ধন্যবাদ বোন কাজী ফাতেমা ছবি।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্ট পেয়ে আবার হাসতাছেনও মারহাবা হাহাহাহাহ

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

৭| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

সুমন কর বলেছেন: কষ্টের দামেই জীবন কেনা লাগে !!!

ভালো লেগেছে।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া :)

৮| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
কেমন হলো কাব্য গাঁথা? হয়তো এমন মনোরমা!

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন ভাইয়া :)

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

সিগনেচার নসিব বলেছেন: সাবলীল !!

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নসিব ভাইয়া

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮

রায়হানুল এফ রাজ বলেছেন: শিরোনাম অনেক ভাল লেগেছে।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালথাকুন

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২১

বিলিয়ার রহমান বলেছেন: কাজী ফাতেমা ছবি

ভীষন হতাশা থেকে হয়তো কবিতাটা লেখা! /:)



২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হতাশা যেনো কেটে যায় দোয়া করবেন। ধন্যবাদ ভাইয়া

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩

শামীম সরদার নিশু বলেছেন: শুভকামনা রইল ফাতেপি

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার জন্যও শুভকামনা অনেক অনেক

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: Nice picture

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম নাইস
ধন্যবাদ

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

ডঃ এম এ আলী বলেছেন: অনেকদন পরে নতুন পোস্ট দেখা গেল , এমনটি তেমন দেখা যায়নি আগে ।
যাহোক নীজ অনুভুতি মাখা কবিতা ভাল লেগেছে ।
শুভ কামনা রইল ।

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া ব্লগে দেয়ার মত সময়ই হয় না । আন্তরিক ধন্যবাদ ভাইয়া

এই যে দেখেন পোস্ট দিয়ে মন্তব্যও করতে পারিনা
এত ব্যস্ততা অফিস বাসা সর্বত্রই ব্যস্ততা

ভাল থাকুন

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

ভ্রমরের ডানা বলেছেন:
কিছুটা প্রতিশোধ স্বাদ নিতে ভালই লাগে। কবিতায় সেরকম কিছু পেলাম! ভালই লাগছে! কবিতাটি ভাল লেগেছে আপু! ধন্যবাদ!

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রমর
ভাল থাকুন সুন্দর থাকুন
শুভেচ্ছা আর ভালবাসা রইল

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

ভ্রমরের ডানা বলেছেন:
কিছুটা প্রতিশোধ স্বাদ নিতে ভালই লাগে। কবিতায় সেরকম কিছু পেলাম! ভালই লাগছে! কবিতাটি ভাল লেগেছে আপু! ধন্যবাদ!

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভ্রমর

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াল্লাহি মাররা হেলোয়া ।
মারতাহাহা হাযা গালবী।
অনেক সুন্দর কবিতা
মনের ভেতর দাগ টেনে যায়।

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক জাজাকাল্লাহ

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৭

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় ভালোলাগা আপু !!

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি। ভালথাকুন
শুভেচ্ছা আর ভালবাসা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.