নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নগুলো সেই রয়ে গেলো অধরা.....

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭


এখানে কোনো উল্লাস নেই, আছে বুক কাঁপানো রূঢ়তা
আনমনে বকে যায় কেউ, অদৃশ্য কথোপকথনের ঝড়
ইথারে ভেসে বেড়ায় প্রতিধ্বনি, পাখিরা কান পেতে শুনে
সংসার সংসার খেলায় নিত্যই হাঁপিয়ে যায় সময়-ধুকপুক..
ভিতর কাঁপিয়ে আসে বড় বড় শ্বাস; অচেনা শহরে বসবাস।
মুখ চাওয়া চাওয়ি অত:পর সটকে পড়ো সম্মুখ হতে..
চিনে নিতে কে কারে- কে -বা চায়...দাঁড়িয়ে খানিকক্ষণ!

দেরাজ হতে মুখোশ টেনে এনে যে যার মত চলে যায় সাজঘরে।
কেউ সুখি হতে পারে না এখানে, কারো সংস্পর্শেই যেনো সুখ নেই...
আছে অস্পৃশ্য পাথর, একটু এদিক সেদিক হলেই ঠাসঠাস ধ্বনি...
ফলাফল হৃদয়ের চোরাপথে অবিরাম রক্তক্ষরণ চুয়ে চুয়ে।
আবেগ লুকায় গিয়ে পেয়াজের ঝুঁড়িতে...হয় লোনাজলের কাব্য
বৈদ্যুতিক পাখা টেনে নেয় ফিসফিসানি ব্যথার নির্যাসগুলো
দেখো পাখায় পাখায় ঝুলে আছে মন খারাপের মলিন ঝুল।

ধুয়ে মুছে দিতে কেউ আসে না সহসা,
কষ্ট লেপ্টে থাকে চুন খসে পড়া দেয়ালে।
এখানে নতুন কিছু নেই, নেই কবিতার শিরোনাম-
শুধু আছে বেরসিক বেমানান শব্দের সমাহার
বেতাল মাত্রা ছড়িয়ে পড়ে জীবন কবিতায় নিরস বাক্যে বাক্যে
মনের আকাশে এক চিলতে আকাশ ছিল যা, তাও রঙহীন
জানালায় উঁকি দিত একফালি চাঁদ,সেও গেছে নির্বাসনে
আমার আকাশ ঢেকে যাচ্ছে সম্পর্কের অদৃশ্যের দেয়ালে চাপা পড়ে।

নিত্যই গড়ে উঠছে ইট পাথরের মনুষ্য ইমারত, শুধু আঁধার দেখি
ভোঁতা অনুভূতি'রা খেলা করে নির্নিমিখ আঁখি পল্লবে যেনো
বোবা দৃষ্টি শুধু দেখে যায় মুখে এঁটে নিরবতার তালা...
অগুছালোই থাকল আঁচলে জমানো রঙবেরঙের কথার ফুলগুলো,
এখানে অভিনয়ের বেসাতি, লেনদেন হয় মিথ্যের মুখোশ
রয়ে যায় অবিক্রিত, তেতোযুক্ত অমোঘ সত্য কথনগুলো।
অতঃপর আমার স্বপ্নগুলো অধরাই রয়ে গেলো।

মন্তব্য ৬৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

শায়মা বলেছেন: আপুনি!!!!!!

এই ছবিটা আমার তো আঁকতেই হবে!!!!!! :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আপি
অভিমানি মুখ-আঁকতেই হবে হাহাহাহ

থ্যাংকু

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭

অবনি মণি বলেছেন: ইথারে ভেসে বেড়ায় প্রতিধ্বনি, পাখিরা কান পেতে শুনে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ অবনি আপি

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩

গেম চেঞ্জার বলেছেন: না পাওয়ার উদাস-সুন্দর কবিতা!

(+)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া :)

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১২

অবনি মণি বলেছেন: কে একজন আপনার বই আমাকে উপহার দেবে বলেছে। ফেসবুকে । আপনি দেবেন্না?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ আপি
অনেক ভালবাসা রইল

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯

আল মামুন খান বলেছেন: এখানে কোনো উল্লাস নেই, আছে বুক কাঁপানো রূঢ়তা
আনমনে বকে যায় কেউ, অদৃশ্য কথোপকথনের ঝড়
ইথারে ভেসে বেড়ায় প্রতিধ্বনি- অনেক ভালো লাগলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
বইমেলায় দেখা হবে ইনশাআল্লাহ
ভাল থাকুন

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫

রাতুল_শাহ বলেছেন: দিন দিন কবিতার কথা কঠিন হয়ে যাচ্ছে...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কও কি । আর কঠিন লিখুম না। কঠিনের মাঝে আমি নাই বাবা
কঠিন মানুষ কঠিন মন বড্ড ভয় পাই

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭

রাতুল_শাহ বলেছেন: ছড়া লিখেন আমার জন্য।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ লিখব
তবে কোন বিষয়ে লিখব একটু বলে দিলে লিখতে সুবিধা

প্রেম নাকি ছ্যাকা নাকি জীবন কষ্টের এমন হাহাহাহাহাহ

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতা।
তবে ইদানিং কেন জানি কবিতারা
আর ইথারেও ভেসে বেড়ায়না ।
শুভেচ্ছা রইল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া

সময়ের অভাবে । ফেবুতে ঠিকই চলে হাহাহ
কেমন আছেন /

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭

খায়রুল আহসান বলেছেন: ইথারে ভেসে বেড়ায় প্রতিধ্বনি, পাখিরা কান পেতে শুনে - কবিতার চমৎকার একটি চরণ।
ছবিটা ভীষণ মায়াবী।
কবিতায় ভাল লাগা... + +

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসান ভাইয়া আন্তরিক ধন্যবাদ
ভাল থাকুন সুন্দর থাকুন
শুভকামনা রইল অনেক অনেক

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২

পলাশমিঞা বলেছেন: মিঞাভাই একদনি আমাকে বলেছিলেন, জানিস পালাশ, আমি ভুল করলেও তুই কিন্তু মানুষ চিনতে ভুল করিস না, বিশেষ করে কবি।

"দেরাজ হতে মুখোশ টেনে এনে যে যার মত চলে যায় সাজঘরে।"

এই হলো বাস্তব অথবা সত্যাসত। যার মন যা চায় তা সে এখানে পাবে।

সবার মঙ্গল হকো, মন হোক সুন্দর। আনন্দানুভূতি হোক আমাদের সাথি। (স্বত্ব আছে)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মুখোশে ঢাকা মানুষগুলো চিনতেই পারলাম না আজো।
এখানে কোন উল্লাস নেই
যে উচ্ছ্বাসেথেকে এসেছি বিগত দিনগুলোতে

সবার মঙ্গল কামনা করছি
সুন্‌দর থাকুন সবাই যে যার জায়গায়
শুদ্ধতায় পবিত্রতায়

জাজাকাল্লাহ ভাইয়া ভাল থাকুন সাথেই থাকুন

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৪

পলাশমিঞা বলেছেন: দোয়া করি সুখ আপনার সাথি হোক। আমিন।

শুকরান।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন :)

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

আমির ইশতিয়াক বলেছেন: নতুন এলাম শুভ কামনা জানাতে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আমির ভাইয়া

কেমন আছেন

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ধ্রুবক আলো বলেছেন: স্বপ্ন সফল হোক, শুভ কামনা..
কবিতায় ++++ খুব সুন্দর হইছে লেখাটা...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ

ভাল থাকুন সাথেই থাকুন ভাইয়া

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতা! ভীষণ চমৎকার!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

সিগনেচার নসিব বলেছেন: প্রাপ্ত উপলব্ধি মিশিয়ে দারুণ লেখনী

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন শুভকামনা রইল অনেক অনেক :)

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক কথায় চমৎকার।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাইয়া
ভাল থাকুন :)

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২

তৌফিক বিষাদ বলেছেন: নিত্যই গড়ে উঠছে ইট পাথরের মনুষ্য ইমারত, শুধু আঁধার দেখি
ভোঁতা অনুভূতি'রা খেলা করে নির্নিমিখ আঁখি পল্লবে যেন


অাসলেই তাই....

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ তৌফিক ভাইয়া ভাল থাকুন সুন্দর থাকুন

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪

জুন বলেছেন: এখানে অভিনয়ের বেসাতি, লেনদেন হয় মিথ্যের মুখোশ
রয়ে যায় অবিক্রিত, তেতোযুক্ত অমোঘ সত্য কথনগুলো।
অতঃপর আমার স্বপ্নগুলো অধরাই রয়ে গেলো।


আপনার তোলা ছবিগুলোও যেমন আকর্ষণীয় কবিতাগুলোও তেমনি সুখপাঠ্য কাজী ফাতেমা। বিশেষ করে উল্লেখিত লাইনকটি।
+

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অশেষ ধন্যবাদ আপি
সুন্দর মন্তব্য লেখার অনুপ্রেরণা জোগায়
ভাল থাকুন সাথেই থাকুন
শুভকামনা সতত।

১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অগুছালোই থাকল আঁচলে জমানো রঙবেরঙের কথার ফুলগুলো,
এখানে অভিনয়ের বেসাতি, লেনদেন হয় মিথ্যের মুখোশ
রয়ে যায় অবিক্রিত, তেতোযুক্ত অমোঘ সত্য কথনগুলো।
অতঃপর আমার স্বপ্নগুলো অধরাই রয়ে গেলো।

হুম। সুন্দর প্রকাশ অপ্রকাশ্য নীল বেদনার !

++++++++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভৃগু দা
ভাল থাকুন সাথেই থাকুন

২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬

অপরিচিত মানব শুণ্য বলেছেন: আপনার ব্লগে আজ আমার প্রথম আগমন... অনেক ভাল লাগল আপনার লিখাগুলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ এবং সুস্বাগতম
অনেক ধন্যবাদ মানব
ভাল থাকুন সাথেই থাকুন

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৬

অতৃপ্তনয়ন বলেছেন: খুব ভালো লাগলো

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫০

জীবন সাগর বলেছেন: স্বপ্ন গুলো যেন আসলে অধরাই থেকে যায়!


আপনার স্বপ্ন গুলো ধরা দিক প্রত্যাশা রইল।
ভালো লাগা জানবেন। শুভকামনা রইল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
শুভকামনা অনেক অনেক
সাথেই থাকুন

২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০০

অতৃপ্তচোখ বলেছেন: সুন্দর কবিতা। কৃতজ্ঞতা রইল কবিতায়।



ভালো লাগা জানবেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আপনার প্রতিও
ভাল থাকুন সুন্দর থাকুন

২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: স্বপ্ন গুলো ধরা দিক।


"ধুয়ে মুছে দিতে কেউ আসে না সহসা,
কষ্ট লেপ্টে থাকে চুন খসে পড়া দেয়ালে।
এখানে নতুন কিছু নেই, নেই কবিতার শিরোনাম-
শুধু আছে বেরসিক বেমানান শব্দের সমাহার"

ভালো লাগা রেখে গেলাম কবিতায়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
ভাল থাকুন পাশেই থাকুন

২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩০

জাহিদ হাসান বলেছেন: আমাদের সবার স্বপ্নই শুধু অধরাই রয়ে যায়।
স্বপ্ন শুধু ঘুমন্ত অবস্থাতেই ধরা দেয়, জেগে থেকে যে স্বপ্ন-
তাতো কেবল এক অলীক কল্পনা। :(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ঠিক বলেছেন
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জাহিদ ভাইয়া
ভাল থাকুন সুন্দর থাকুন
পাশেই থাকুন

২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্বপ্ন অধরাই রয়ে যায় বলে মানুষ স্বপ্ন দেখে। যদি কোন কারণে মানুষ তার স্বপ্ন পূরণ করে ফেলে তাহলে সে নতুন করে স্বপ্ন দেখে। নতুন স্বপ্ন তাকে হাতছানি দেয়। তবে আপনার কবিতা হাহাকার ধরণের। হয়ত কোন স্বপ্ন পূরণ হয়নি তাই বেদনা একটু বেশি।

তবে, কবিতায় ব্যক্ত ভাষা ভালো লেগেছে। কবিতাটিও ভালো লেগেছে। অনেকের জীবনের সাথে মিলে যায়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া অনেকের জীবনের সাথেই মিলে যায়

আল্লাহ তাআলা ভাল রেখেছেন আলহামদুলিল্লাহ

২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯

ANIKAT KAMAL বলেছেন: স্বপ্ন ধরা হ‌লে তো অার ক‌বিতা লেখা হ‌তো না। অাস‌লে কি ক‌বিতা কি কিছু দি‌তে পা‌রে না‌কি যত লিখি অতৃ‌প্তির কষ্ট অারও বা‌ড়ে প্রশ্ন রইল ব্লগ সারথ‌ি‌দের কা‌ছে.

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
দিতে না পারলেও কষ্ট কমে যায়

ধন্যবাদ

২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০২

আবু শাকিল বলেছেন: আমার চঞ্চল অনুভূতি তোমায় না পেয়ে ভোতা হয়ে যাচ্ছে ।
দ্বন্ধ আসন্ন :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ শাকিল ভাইয়া :)

২৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০

সামিয়া বলেছেন: সবকয়টা শব্দ, সব কয়টা লাইন আমার হৃদয় কেড়ে নিলো, অসাধারণ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুনে ভাল লাগল আপি। অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন সাথেই থাকুন

৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৭

নবিনের আলো বলেছেন: পড়তে খুব ভাল কিন্তু আপনার অভিমানের অনুভূতি আমার কাছে দুর্বধ্য থেকে গেল ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ দুবোর্ধ্য থাকা ভাল

ধন্যবাদ ভাইয়া

৩১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

মো. জিয়াউল এসহাক জিয়াস বলেছেন: স্বাভাবিক নিয়মে:- স্মৃতি মনে থাকে, মনে রাখো না।
মনে রাখে ততক্ষণ, যতক্ষণ না মনে রাখার মতন
সেই জিনিসটি বর্তমানে অবস্থান করবে।

আপনি হয়তো তার বিপরীত। এটা আপনার বর্তমান সুখে থাকার মুহুর্ত্বগুলোকে বিষিয়ে
তুলবে। এ থেকে বিরত থাকা খুব জরুরী।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি একদম সত্য বলেছেন ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
শুভকামনা অনেক অনেক

৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯

মো. জিয়াউল এসহাক জিয়াস বলেছেন: স্বাভাবিক নিয়মে:- স্মৃতি মনে থাকে, মনে রাখে না।
মনে রাখে ততক্ষণ, যতক্ষণ না মনে রাখার মতন
সেই জিনিসটি বর্তমানে অবস্থান করবে।

আপনি হয়তো তার বিপরীত। এটা আপনার বর্তমান সুখে থাকার মুহুর্ত্বগুলোকে বিষিয়ে
তুলবে। এ থেকে বিরত থাকা খুব জরুরী।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধণ্যবাদ অনেক অনেক

৩৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪

আমির ইশতিয়াক বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আমির ভাইয়া

কেমন আছেন


আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.