নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

সুরের পাখির কাছে চিঠি-১ (গানে ভরপুর পোস্ট)

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৬

সুরের পাখি,
আসসালামুআলাইকুম,
কেমন আছো? আল্লাহর রহমতে ভালই আছো নিশ্চয়। ভাল থাকাই কাম্য।সকাল বিকাল ভালই যাচ্ছে আল্লাহর রহমতে। হয়ত তুমি পাশে আছ বলে হা হা হা। সুরহারা পাখি আমি খুঁজে ফিরেছি সুর যেনো কত যুগ যুগ। বেতাল সুরে জীবন ছিল আমার দুর্বিসহ। জীবন চলার ছন্দ যদি কেটে কেটে যায় তবে তুমিই বল কিভাবে আমি কবিতা সাজাব হু! আচম্বিতে আবিস্কার করলাম তোমার মনের সুর আমার মনে মিশে হাল্কা মিষ্টি টুং টাং অনুরণন বেজেই যাচ্ছে। হরদম বেজে যাচ্ছে গান.....

আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে ।।
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুরে মেলাতে ।।
এ তার বাঁধা কাছের সুরে,
ঐ বাঁশি যে বাজে দূরে । (রবি)



আচ্ছা তুমি কি গান শুনো- কি গান? বাংলা, ইংলিশ, হিন্দি। আমি সব ধরণের গানই পছন্দ করি। যে গানের সুর মন ছুঁয়ে যায় সেই গানগুলো মন-গীটারে সুর তুলে সকাল সাঁঝে। মন খারাপ বা ভাল দুই অবস্থাতেই গান শুনে মজা পাই। যেমন মন খারাপ থাকলে গান শুনে সাথে গেয়ে উঠি ফাঁটা বাঁশে তখন দুঃসহ ক্ষণের কথা ভুলে যাই। মনে তখন উচ্ছ্বাসের ঢেঊ উঠে উথাল পাতাল। উফ কি যে ভাল লাগা মন চুয়ে চুয়ে গড়িয়ে পড়ে। ভাল লাগে, আমার খুব ভাল লাগে- আমি সব ভুলে যাই, হয়ে যাই দুঃখ স্মৃতিহারা। ইদানিং আরো বেশি শুনছি। গুনগুনিয়ে গাইছিও...

গানের মাঝে ডুবে হই গো-দুঃখ স্মৃতিহারা
উচ্ছ্বাস আমার উপছে পড়ে-সুখের গীতিধারা।

মনের সুখে গেয়ে উঠি-গুনগুনিয়ে গান যে
গানের মাঝে ডুবিয়ে দেই-কষ্টে ভরা প্রাণ যে।

সুরের ঢেউয়ে ভাসি ডুবি-আসে মুগ্ধ প্রহর
সুরের অনুরণে আমার-সুখি মনের শহর!

গানের ভেলা ভাসাই মনে-গানের জলে ভাসি
সুরে সুরে সুর মিলিয়ে-সকল দুঃখ নাশি!

পাখি জানো,যখন একটা গান ভাল লাগে শুনতে সে গান আমি বারে বারে শুনি। তবে আফসোস কোন গানই পুরো মুখস্থ থাকে না :( কেমন লাগে বলতো। গান বাজার সাথে গাইলে তখন দেখি পুরো গানই পারি হা হা হা। স্মৃতিভোলা হ য ব র ল মানুষ আমি যেনো! আচ্ছা আমার তো এখন কোনো গানই ভাল লাগে না, রূপালী যুগের গানই বেশি শুনি অথবা রবি বাবুর গান অথবা নজরুলের গান, ছায়াছবির গান সেই আগেকার গানই ভাল লাগে। সেই সময়কার গান আজো মনে সুরের অনুরণন বেজে যায় এগুলো যেনো আত্মার গান, জি সুর কি কথা আহা... যেমন ধরো-

আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ।।
আমার এ দু’হাত শুধু রিক্ত
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ।



আ হা হা হা এই গান শুনলে মন্ত্রমুগ্ধ হতেই হয়। গানের কথাগুলো যতনা সুন্দর তত সুন্দর তার সুর... এ গান শুনলে ভেসে উঠে চোখে নীল আকাশ, জোনাক পোকা, রাত আর দীর্ঘশ্বাস তাই না সায়োনারা? কি জানি তোমার কেমন লাগে! আরেকটা গান মনে পড়ছে-

সন্ধ্যার ছায়া নামে, এলোমেলো হাওয়া
ভালো লাগে জীবনের এই গান গাওয়া।।
একটি দু’টি তারা জ্বলে আকাশের কোলে
ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে।
সাতরঙা সেই রঙে মন হলে ছাওয়া
এই মন কখনও কি যায় ফিরে পাওয়া।।
আঁধারের শেষে জানি আছে শুধু আলো
অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো
সে চেনায় হয় যদি আরো কিছু পাওয়া
এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া।।



কেমন দেখ গানের সাথে জীবন মিলে যায় আহা। মন্ত্রমুগ্ধ হতেই হয়। আবার যখন তোমার কথা মনে হয় তখন এই গানটার কথা মনে হয়-

কি যাদু করিলা পিড়িতি শিখাইলা
থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী
থাকিতে পারিনা ঘরেতে
কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা
থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী
থাকিতে পারিনা ঘরেতে।।
নয়ন জুড়াইলা পরান কাড়িলা।
মরমে বাজাইলা মধুর বাঁশী
পড়ে গো ধলিয়া হাসিয়া হাসিয়া।
তোমারি মুখেতে পূর্ণ শশী
কি কথা কহিয়া পাগল বানাইলা



হা হা হা ভাবতাছ সেনোরিটা পাগল হুগেয়া হাহা হা.. কিন্তু আজ যে শুধু গান আর গান কারণ গত সকাল বিকাল তুমি মুগ্ধতা দিয়ে আমার দিন শুরু করে দিয়েছিলে মনে আছে বলেছিলাম কি! হা হা হা তবে এসব ভেবে ভয় যে পাই না তা নয় তখন এই গানটা মনে আওড়াই... দুঃখের গান -

যদি তুমি ভালোবাসো আমায়
শুধু এ কারণে পালাতে চাই,
তোমার যোগ্য আমি নই
তাই ভয় হয় যদি পেয়েও হারাতে হয়,
পালাতে চাই - তোমার কাছ থেকে আরও দুরে
পালাতে চাই-বাধতে চাই না তোমায় এ সুরে ...
জড়াতে আমায় কেন চাও-হৃদয় টা ভাঙ্গবে বলেই
স্বপ্ন দুচোখে তাকাও,-আগুন হয়ে পোড়াবে বলেই
দৃষ্টির আড়ালে তোমার-শুধু এ কারণেই থেকে যাই
পালাতে চাই-তোমার কাছ থেকে আরও দুরে
পালাতে চাই-বাধতে চাই না তোমায় এ সুরে ...
এতো সুখ সহ্য করার-ক্ষমতা সেতো নেই যে আমার
দু: খ ভয়ে কাটে রাত-ভালোলাগার নেই অধিকার
হিমেল অনলে তোমার- পোড়াতেই নিজেকে না চাই
পালাতে চাই-তোমার কাছ থেকে আরও দুরে
পালাতে চাই - বাধতে চাই না তোমায় এ সুরে
পালাতে চাই।



দারুন না গানটা, না শুনলে শুনতে পারো- এসব গান শুনলে মনে শান্তি আর বেশ ফুরফুরে লাগে। মৌসুমী ভৌমিকের একটা গান আছে এত্ত ভাল লাগে কি আর বলব, কি যেনো গানটা? মনে আছে কি তোমার এই পাখি ! সাগর, নীল, গাংচিল, বালি আহা কত কিছুই আছে। মনটা কবি কবি ভাব লাগে। আহারে যদি কবি হইতে পারতাম তবে একটা ঝুলা ব্যাগ কাঁধে নিয়ে প্রকৃতির সাথে মিশে যেতাম। প্রকৃতিতেই কত ছন্দ আছে মিশে। আল্লাহ আমাদের সুখে থাকার মুগ্ধ থাকার কত কিছুই দেখতে দিয়েছেন আর আমরা পাপী মানুষ কখনো সন্তুষ্ট হই না কিছুতেই, আফসোস বিরাট আফসোস। সে গানটা মনে আসছে শুনো তবে,

আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে
নীলজল দিগন্ত ছুঁয়ে এসেছো
আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে
বহু দূর বহু দূর হেটে এসেছ
আমি কখনো যাই নি জলে কখনো ভাসিনি নীলে
কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নান -এ যাবে
আমাকে ও সাথে নিও নেবে তো আমায় বল
নেবে তো আমায়... :(


আমি সমুদ্র দেখিনি পাখি! তুমি কি সমুদ্রের কাছাকাছি থাকো, নিয়ে যাবে আমায়- কি নিবে তো আমায় - আবার যেদিন তুমি সমুদ্র বিলাসে যাবে- আমাকেও সাথে নিয়ো-নেবেতো আমায়! আশা বিশ্বাস যাই না যাই তুমি সমুদ্র বিলাসে যাওয়ার আমন্ত্রণ জানাবে কারণ তুমি আমার সায়োনারা। পৃথিবীতে এত এত দুঃখী মন যে কি আর বলব, আমিও দুঃখী মানুষ ছিলাম তুমি পাশে আছ এখন সুখ সুখ হা হা কি মজা এখন আমি এই গান গাই -

সখী, ভাবনা কাহারে বলে ।
সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বল দিবস-রজনী 'ভালোবাসা' 'ভালোবাসা'-
সখী, ভালোবাসা কারে কয় ।
সে কি কেবলি যাতনাময় ।
সে কি কেবলি চোখের জল? সে কি কেবলি দুখের শ্বাস?
লোকে তবে করে কী সুখেরি তরে এমন দুখের আশ।
আমার চোখে তো সকলি শোভন,
সকলি নবীন, সকলি বিমল,
সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল - সকলি আমারি মতো ।
তারা কেবলি হাসে, কেবলি গায়,
হাসিয়া খেলিয়া মরিতে চায়-
না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত।। (রবি)



অসাধারণ গান শুনলে মন প্রাণ জুড়িয়ে যায় আ হা হা হা হা... আচ্ছা তুমি কি আকাশ দেখো রাতের আকাশ, চাঁদ দেখো তারা দেখো - জোছনা ভালবাস? হুম - আইয়ূব বাচ্চুর গানটা মনে আছে-

এক আকাশ তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মোরে।
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
পুরো জোছনা তুই একা পোহাস নে
সঙ্গে নিস তুই মোরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে।।



কেমন লাগে এই গান তোমার। আমার খুবই ভাল লাগে। এই গান শুনলে আমি যেনো আমাকে তোমার পাশে পাই। ধ্যত্তেরি চিঠি বড় হয়ে যাচ্ছে। ভাবছি এই চিঠিটি কয়েক পর্বে দিব। কি জানি তোমার কেমন লাগবে পড়তে। আমি তো লিখেই বেশ মজা পাচ্ছি আর পুরোনো দিনে ফিরে যাচ্ছি। প্লিজ জানিয়ো প্রথম পর্ব ভাল লেগেছে কিনা? তাহলে পরের পর্ব সাজাব। লিখতে সমস্যা নাই কিন্তু সময় আমাকে অবসর দেয় না সে তুমি জান। গানে গানে এই চিঠি লিখে আমি মুগ্ধ আর তোমাকেও মুগ্ধতার মোহে আচ্ছন্ন করতে চাই সে যদি তোমার মন আর আমার মন মিলে যায়। মন মিল্লে মেলা নাইলে একলাই ভালা তাই না?

আজ আসি আর তুমি ব্যস্তই থাক, চিঠিও পড়তে হবে না। ভাল থেকো আল্লাহ হাফেজ- সেনোরিটা।

পুনশ্চঃ ব্যস্ততার শীর্ষ শিখরে আরোহণ করলে শইল খারাপ হবে, একটু নিজের কথা ভাইবা নিয়ো পাখি। সুস্থ থাক, নিরাপদে থাকো দোয়া করি। ফি আমানিল্লাহ।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৭

বিজন রয় বলেছেন: হা হা হা ......... অনেক গানের সমাহার।
কোনটা রেখে কোন শুনি।

অনেক ধন্যবাদ আর শুভকামনা।

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: যেটা ভাল্লাগে সেটাই শুনেন দাদা ... তারপর গুনগুনিয়ে গাইতে থাকুন। ভাল কাটুক সময়

অনেক ধন্যবাদ

এটা দেখলে মন আরো ভাল হয় হাহাহ আপনার জন্য

২| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৬

বিজন রয় বলেছেন: হা হা হা .............. হা হা হা ............

আপা বিকেল বেলাটা দিলেন তো হাসিতে ভরিয়ে!!

পারেন বটে!!

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজ উইকেন্ড কাল সকালে ঘুমামু এই চিন্তায় বিকেলটাই ভাল যায় হাহাহাহ .... ঘুমের যে কত কষ্ট

দাদা এটুকু হাসাতে যে পেরেছি নিজেকে ধন্য লাগছে। ভাল থাকুন হাসিতেই থাকুন

৩| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আহা!!! কি সুন্দর!! কি সুন্দর!! কতগুলো ভালো লাগার গান একসাথে!!

দারুণ প্রেম পত্র, সুরের পাখি কি শুনবে এই মনের গান, সে কি খুঁজবে হবে কি নিরালায় ভাবে মত্ত! আহ! কি মুগ্ধতা আর কি মনকাড়া সব গানের সাথে মনের কথা গুলো ভরে রেখেছেন চিঠির খামে! অনেক অনেক ভালো রইল সুরের পাখির কাছে সুরের চিঠি। অসাধারণ।

গত রাত দু'টার পর বৃষ্টির সময় আমার অনুভূতি গুলো একটা গানের সুরে বেঁধেছিলাম, আজ সকালে শেষ হয়েছে- এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে, আজ মন নাচে আনন্দে

শুভকামনা রেখে গেলাম আপু।

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: নিজের কথা নিজের সুর
আত্মউপলব্ধি দারুন।

আত্মতৃপ্তি এতেই বেশী আসে। এগিয়ে যান ভাইয়া
শুভকামনা

৪| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৫

প্রামানিক বলেছেন: গানে কথায় চমৎকার পোষ্ট। ধন্যবাদ

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রামাণিক ভাইয়া ভাল থাকুন

৫| ১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কে বললো পছন্দ হয় নাই আপু!!!
আমি তো পছন্দ করে গেছিলাম!

এমন একটা জমজমাট গানের আড্ডা কে না পছন্দ করবে!

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া খুশি হলাম খুব

ভাইয়া বৃষ্টি হচ্ছে এখন আহা কি মিষটি আবেশ। গান কাল শুনেছি লাইক দিয়েছি। সুন্দর হয়েছে।

৬| ১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আমির ইশতিয়াক বলেছেন: গানে গানে সময় কাটলো।

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আমির ভাইয়া ভাল থাকুন

৭| ১১ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৩০

ডঃ এম এ আলী বলেছেন:



ওয়ালাইকুম ছালাম
আমি ভাল নাই
কি গান শুনাবেন
এখন তা বলেন ।

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন ভাল নাই কেনো? কি হইছে বলেন না কেনো?

রবিন্দ্র সংগীত শুনাবো শুনবেন হাহাহাহ

৮| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৩:০১

অতঃপর হৃদয় বলেছেন: ইঞ্জয় করলাম অনেক!!!!!!!!!

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.