নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কোথাও দূরে যাচ্ছো! ব্যাগে ভরে দেই সব ইচ্ছে.........

১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৪



ইচ্ছের কথা বলে আর লাভ নেই জান তো
ইচ্ছেরা সময় অসময় পাখনা মেলে
কত কিছুই করতে ইচ্ছে করে
ইচ্ছেদের কোন শেষ নেই সীমাও নেই।

কোথাও দূরে যাচ্ছো! বাক্স গুছিয়ে দিচ্ছি আমি
ইচ্ছেরাও খেলছে এলোমেলো খেলা।
এই মুহুর্তে ইচ্ছে করছে আমার সব ব্যাকুলতা
তোমার বহন করা বাক্সে ভরে দিতে,
বেলীর ঘ্রাণ,শিউলীর মালা আর
এক শিশি শিশিরও দিতে ইচ্ছে করছে।
আর নিরবে চোখের জলের গাঢ় ফোয়ারা
আমার সকল অস্থিরতা, অবজ্ঞা, বিষন্নতা
চোখের জল মুছা রুমালটাও।

খুব মনোযোগে তোমার বাক্সটা আমি গুছিয়ে দিব আজ
খুব ইচ্ছে করছে সাজিয়ে গুজিয়ে দিয়ে চেইন টানার
দেখি কতটুকু কি করতে পারি তোমার জন্য আজ।
পলিথিন মুড়িয়ে সবুজ দিতে পারি নতুবা
একঝাঁক ছোট নীল প্রজাপতি আর
শরতের মেঘ, কাশফুলের উড়ে যাওয়া পাঁপড়ি।

কষ্টের প্রতিটি মুহুর্ত,অবহেলাগুলো অথবা উপেক্ষা
না বলে চলে যাওয়া কিংবা কথা দিয়ে কথা না রাখার মুহুর্ত।
খুব যত্ন করে আজ তোমার বাক্সে এসব ভরে দিতে ইচ্ছে করছে,
আর তুমি যখন বাক্সের ডালা খুলবে তখন নির্বাক চোখে দেখবে
কি সুন্দর নীল প্রজাপতিরা তোমার রুমে উড়াউড়ি করছে,
বেলী আর শিউলী তোমাকে নিয়ে যাবে পিছনে।

শিশিরের শিশি যখন খুলবে সিক্ত হয়ে যাবে মুহুর্তেই
বুকে হাত দিয়ে অনুধাবন করবে অবহেলা অবজ্ঞা আর উপেক্ষা
বিষন্ন চোখে ভাববে আরে প্রয়োজনীয় জিনিস না ভরে এগুলো
কে সাজিয়ে দিলো? অপ্রয়োজনীয় জিনিসে বাক্স টইটুম্বুর।

যখন রুমালটা হাতে নিবে ভেজা অনুভূতি তোমাকে নাড়িয়ে দিবে
শরতের শুভ্র মেঘে ভেসে ভেসে তুমি ভাববে চলে আসতে আবার,
কাশফুলের পাঁপড়ি তোমাকে নরম পরশ বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবে।
যখন জেগে উঠবে বিহবল হয়ে উঠবে আর ভাববে এসব কি!!

আবার বাক্স খুলতে বসে যাবে,
নিজের জিনিসগুলো খুঁজবে আকূলতায়
হঠাৎ দেখবে বাক্সের চেইন পকেটে গুনগুন করা মৌমাছির কান্নাসুর
আমার সব কান্না আজ তোমার বাক্সে ভরে দিয়েছি গো
ভালবাসা খুঁজতে গিয়ে ভুল করবে তুমি,
বাক্সের পকেটে পকেট তোলা আছে শুধু বেদনা কাব্যের ঘুনপোকা।

যা তোমার অযত্নে এতদিন আমার কাছে ছিল
আজ সব ফিরিয়ে দিলাম প্রিয়, নিঁখুতভাবে ভাজে ভাজে
দিয়ে দিয়েছি আমার সব পাওয়া না পাওয়া ব্যাকুলতা।
ভাববে বসে শুধু এসব দিয়ে তুমি কি করবে।
যা ইচ্ছা করো গিয়ে, শরবত বানিয়ে খাও
মাথায় দিয়ে ঘুমাও নতুবা চোখে বসিয়ে নাও।
জেনে রাখ আমি এখন তোমা হতে অনেক দূরে
কিছুই আর ফিরিয়ে দিতে পারবেনা ।
বুঝলে কিছু উদাসীন কবি! হাহাহাহাহা!
(২০ ডিসেম্বর ২০১৪)

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

ধ্রুবক আলো বলেছেন: এক বাক্স ভালো লাগা দিলাম বড় এক বাক্স!
সাথে অনেক গুলি প্লাস +
খুব ভালো লাগলো কবিতা।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক ভাইয়া
ভাল থাকুন শুভেচ্ছা সতত

২| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

ধ্রুবক আলো বলেছেন: সম্ভবত, বিহ্বল হবে ওখানে বিহবল এর পরিবর্তে । একটু দেখে নিবেন । ধন্যবাদ

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা তাই হবে । অনেক ধন্যবাদ আপনাকে

কাল পোস্ট করলাম আজ দেখি অনেকেই আংশিক কপি পেস্ট করে নিজের নামে চালিয়ে দিচ্ছেন

:(

৩| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১১

তাছমিয়া জাহান বলেছেন: ধন্যবাদ,

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপি ভাল থাকুন :)

৪| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর , তবে ছেলেটারে একটু নড়াচড়া করালে ভাল লাগতো
শুভেচ্ছা রইল ।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা যে এনিমেশন করছে তাকে বললে হতো। আর বেটা গুমরোমুখি বইয়া থাকুক নিথর

থ্যাংকু

৫| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

আফরিন সুলতানা বলেছেন: খুব ভালো লাগলো...।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি ভাল থাকুন

৬| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ইউনিয়ন বলেছেন: :-B এক্কান লাইক দিলাম।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ

ভাল থাকুন ইউনিয়ন
শুভেচ্ছা সতত

৭| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ইচ্ছে গুলো অনেক ভারি গো আপু। জানিনা যার জন্য বাক্স রেড়ি করেছেন ইচ্ছেগুলো দিয়ে সে নাড়াতে পারবে কিনা।

এত অবহেলা আর অবজ্ঞা নিয়েও মানুষ টিকে থাকে! সাজায় স্বপ্ন, বুনে ইচ্ছে সুতো!

ভালো লাগা রইলো গো আপু। কবিতা জব্বর ঘাতক হইছে।
শুভেচ্ছা, শুভকামনা।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০১৪ সালে ব্যাগে ভরছিলাম মনে নাই কার লাইগ্গা হাহাহাহা

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ভাল থাকুন

৮| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।


ধন্যবাদ বোন কাজী ফাতেমা ছবি।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

আপনিও

শুভেচ্ছা সতত

৯| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:০০

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল , অন্য রকম অভিমান । শুভ কামনা ।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দৃষ্টি
সুন্দর থাকুন পাশেই থাকুন

শুভেচ্ছা অনেক অনেক

১০| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৫

অতঃপর হৃদয় বলেছেন: আপনার কবিতা আমার বরাবরই ভাল লাগে। আপুমনি ভালবাসা রইল।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: বরাবরের মতই অনেক ভালবাসা রইল সাথে শুভকামনা সতত

১১| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩১

মনিরা সুলতানা বলেছেন: শিরোনাম ই মন ছোঁয়া আপু !!
লেখায় ভালোলাগা :)

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস আপি সুন্দর মন্তব্যের জন্য
সুন্দর থাকুন শুভেচ্ছা সতত :)

১২| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০০

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর কবিতা।

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১৩| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৬

বিজন রয় বলেছেন: আমি এত বড় কবিতা লিখতে পারি না। আমার এত শব্দ আসে না। আমি এই কষ্টে পুড়ে যাই সবসময়।

যেহেতু আমি কবিতা আমি খুব ভালবাসি তাই অনেক মনোযোগ দিয়ে পড়লাম।
সহজভাবে কত সুন্দর উপস্থাপনা!!

ছবিটি..........!!!!

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা এত সুন্দর মন্তব্যের জন্য। এমন মন্তব্য লেখায় প্রেরণা পাওয়া যায় :)

১৪| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কাজী বংশীয় আরেক জন কবি পাওয়া গেল, যাক ভাল লাগল।

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা আমার জেরী ত, আমি হব কবিতায় কাজী নজরুল ইসলাম না লিখে কাজী ফাতেমা লিখে রাখে কত দুষ্টু হা হা

ধন্যবাদ ভাইয়া

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫১

রায়হানুল এফ রাজ বলেছেন: কবিতা পড়তে পড়তে ক্লান্ত হয়েছি আপু। তবে সার্থক। পরে ভালো লেগেছে। শুভকামনা রইলো।

২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ -আমি কিছু লিখলেই বড় হয়ে যায় । ছোট আর করতে পারি না । আমার আবেগগুলোও এমনই এত্ত লম্বা হাহাহ
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

ভাল থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.