নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

এসো খড়ের আগুনে শীত পুড়াই.........

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯


(ক্যানন ডি৬০০)

©কাজী_ফাতেমা_ছবি

কুয়াশার চাদরে ঢেকে যাক পৃথিবী
পাতাগুলো কাঁপুক হীম হাওয়াতে-থরথর থরথর
না দেখা যাক দূর দূর সীমান্ত-ঐ নীল আকাশ'টাও
কাক পক্ষী জেগে না উঠুক শীত ভোরের রোজ প্রভাতে!
এসো..............
মৌনতার সূতোয় বোনা পরিবেশের কোলে বসে
খড়ের আগুনের উত্তাপে শীত পুড়াই-
আহা উষ্ণ উত্তাপ ছুঁয়ে যাক হাত হতে দেহ -শেষ অবধি মনটাও।
খড়ের ফাঁকফোঁকড়ে যে ধান রয়েছিলো শুয়ে-টুসটাস খই ফুটুক
খইয়ের স্বাদে কথা জমে উঠুক!
হাওয়ার ঝাপটায় আগুন নিভে যাক
মনের আগুনে সুখ পোহাবো দু'জন-ভেজা ক্ষেতের আলে
চল................
হাঁটি.............ঐ ঐ দূরের মেঠোপথ ধরে
শিশির ভেজা ঘাসে ভিজে যাক পিরান-সাথে তোমার আমার মন
ছাইপুড়া ঘ্রাণ নাকে লাগুক হীম হাওয়ার তোড়ে
কিছুটা ক্লান্তি ভুলে না হয় থেকে যাই কুয়াশার চাদরের তলে।
শুনো........
ঘুম টুটিয়ে দাও, শীত চাদরে জড়িয়ে দেহ
খানিকক্ষণ এসো চষে বেড়াই শিশির মাটি-
কুয়াশার আবরণ ভেঙ্গে দেই
চলো ভালবাসি মা-মাটি আর এই দেশটাকে স্বস্তির নি:শ্বাস টেনে।

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯

মো: নিজাম গাজী বলেছেন: ভালো লিখেছেন। কিন্তু দেইখেন আবার খড়ের আগুনে রোদ পোহাইতে যাইয়া পুইড়া না যান।

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: না সে ভয় নাই-গ্রামের মানুষ তো এসবে অভ্যাস আছে
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

বিষাদ সময় বলেছেন: যদিও কবিতা ভাল বুঝিনা তারপরও কবিতাটি পড়ে ভাল লাগলো।...............
কবিতা মোটা দাগে বুঝতে পারছি তবে সুক্ষ অনুভুতিগুলি ধরা দিচ্ছে দিচ্ছে করেও ধরা দিতে চাচ্ছে না.........
ভাল থাকুন সব সময়।

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাল থাকুন অনেক অনেক

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পেলাম।

সুন্দর কবিতা।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যাবাদ রাজিব ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

সামিয়া বলেছেন: সুন্দর লিখেছ আপু

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইতি
ভাল থাকো দোয়া করি

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলো ভালবাসি
মা, মাটি আর এই দেশটাকে- সুন্দর আহবান :)

+++

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন ভৃগু দা

কিন্তু + আসে নাই

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

পার্থ তালুকদার বলেছেন: ভাল লিখেছেন ।

আহ কতদিন হলো খড়ের আগুনে শীত পুড়াই নি ...।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এবার শীত পুড়িয়েছি খড়ের আগুনে

ধন্যবাদ পার্থ দা
ভাল থাকুন

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২১

শায়মা বলেছেন: সুন্দর আগুন আগুন কবিতা!!!!!!!

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


শীতের সকালের অনুপম দৃশ্য! সত্যি মন ছুঁয়ে গেল!

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন:



কবিতা দেহে শীতের কড়া স্বাদ মেখে দিলেন যেন খইয়ের মোয়া !!

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন অনেক অনেক

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৪১

জাহিদ অনিক বলেছেন:

সুন্দর শীতের কুয়াশা মাখা ওম পোহানো কবিতা।

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬

নিয়াজ সুমন বলেছেন:
গ্রামেও লেগেছে শহরের ছোঁয়া
এমন গ্রামীন দৃর্শ এখন আর দেখি না!!!

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম-আগের মত শীত নাই তাই দেখা যায় না। এবার শীত বেশী পড়ছে তো তাই

ধন্যবাদ ভাইয়া

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

মিঃ সালাউদদীন বলেছেন: তোমার লেখা কবিতা পড়া মিস করলে মনে হয় অনেক মূল্যবান একটা রত্ন হারালাম যা আর কখনও ফিরে পাবোনা ।

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
শুনেখুশি হলাম
ভাল থাকুন
সবাইকে ভাল রাখুন

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৪

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল।

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন
কেমন আছেন?

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯

আটলান্টিক বলেছেন: চমৎকার কবিতা।পোষ্টে প্লাস(রবোট টাইপ কমেন্ট ;) )

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: রবোট টাইপ কমেন্টের জন্য আন্তরিক ধন্যবাদ

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১০

আটলান্টিক বলেছেন: চমৎকার কবিতা।পোষ্টে প্লাস(রবোট টাইপ কমেন্ট ;) )

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুইটা রোবট টাইপ কমেন্ট মারহাবা
আবার ধন্যবাদ

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২

মো: নিজাম গাজী বলেছেন: লেখক বলেছেন: না সে ভয় নাই-গ্রামের মানুষ তো এসবে অভ্যাস আছে
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

তার মানে বুজলুম আপনি গ্রামে,আছেন খুব আরামে। গ্রামের মানুষ কিন্তু বেশি পুড়ে। শুভকামনা প্রিয় লেখিকা।

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রামে বেড়াতে গিয়েছিলাম
বর্তমানে শহরে বাস

ধন্যবাদ আপনাকে

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন একটি লেখা।

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন আপু.....? সুন্দর কাব্য গড়েছেন শীত নিয়ে। ভালো লাগা জানিয়ে গেলাম।

অনেকদিন পর ব্লগে আসছি গতরাতে, এখন আর সময় পাই না আগের মতো।

শুভকামনা জানবেন সবসময়

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় হায় ! খড়ে আগুন দিছেন আগে কইবেন না! আমিও শিত পুড়াইতাম! =p~

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

মনে ছিল না তো হাহাহা
আগামী শীতে কইবাম নে

২০| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯

ডঃ এম এ আলী বলেছেন: ছোটকালে খর না পুরিয়ে খরের গাদার ভিতর ঘর বানিয়ে থাকতাম
সেখানে বেজায় গরম , ঘরে ছোট ছোট দরজা জানালাও থাকত ।
গুর মুরি নিয়ে ডুকে যেতাম সকলে মিলে বসে বসে খেতাম :)

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেই দিনগুলো হারিয়ে গেলো কালের অতলে

অনেক ধন্যবাদ
ভাল থাকুন যেখানেই থাকুন

২১| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫০

অর্ক বলেছেন: আহা, প্রেম আর প্রেম আর প্রেম পুরো কবিতায় ছবি আপু! প্রণয় রহিত কি করে আর কেউ থাকে! ফুটুক টুসটাস খই, ফুটুক। অনেক অনেক ভালো লাগা কবিতায়। প্রকৃত প্রেম নিষ্কাম, নিষ্কপট; আদি ও অন্ত নির্লোভ, নির্মোহ ও অপেক্ষাহীন, ঠিক আপনার কবিতার মতো পরস্পরের অকৃত্রিম হৃদ্যতা, মমতায় ভরপুর আর তা অনন্তকাল থেকে যায়।
সত্যি প্রেমের কবিতা লেখায় আপনি একেবারে অপ্রতিদ্বন্দ্বী! এক্কেবারে!
আপু বিরক্ত হলেন না তো বাচাল ও কিঞ্চিৎ ইঁচড়ে পাকা প্যাচালে? হা হা হা।
অনেক অনেক শুভকামনা প্রিয় ছবি আপুর জন্য। ফল্গুপ্রবাহ জীবনভর বয়ে যাক।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কথাগুলো ভাল লাগল ভাইয়া
উত্তর দেরীতে তাই দু:খিত
ভালথাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.