নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভুলগুলো শুধরানো যায় না আর= (কিছুই থাকে না ঠিক)

২৭ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৮



©কাজী ফাতেমা ছবি

যা বলার ছিল, তা বলা হয়নি কখনো
কারণ ভুলে গেছিলাম, মুহূর্তে..
মনে পড়ে না বলা কথাগুলো
যখন পেরিয়ে গেছে অনেকটা সময়...
এখন বলা না বলা সমান; মুল্যহীন বাক্যালাপ ।

যে পথ ধরে হেঁটেছিলাম অনেকটা পথ
সীমানায় পৌঁছে দেখি একি!
ভুল পথে বাড়িয়েছিলাম পা
এই পথ ছিল না আমার জন্য
বৃথাই পন্ডশ্রম জীবনের অনেকটা পথ।

দেখে বাহ্যিক সজ্জা, চোখ হারিয়েছিলাম
মজে ছিলাম আলোর ঝলকানিতে;
চোখ জ্বলে যাবে ভাবিনি একবার
যে আলোয় চোখ পুড়ে সে আলো;
সে আলো আমার জন্য নয়;
অন্তরের দৃষ্টি অন্ধ ছিল;
তাইতো মেতেছিলাম কৃত্রিম আলোকসজ্জায়।

দু'কান ভরে শুনেছি মধুর আলাপন
মিষ্টি কথায় ভুলে কাটিয়েছি অনেক বেলা,
বেলা শেষে তৃপ্তিহীন আমি বুঝতে পারি,
কথায় ছিল ছলনা; অভিনয়ে ভরপুর,
রসে ভরা কথায় সম্মোহিত হয়ে ভুলেছি সব
ভাল কথার শ্রোতা হতে পারিনি;
অন্তিমে পৌঁছে আজ আমি বাকহারা।

যে কথা আমাকে মানবতা, শুদ্ধতা থেকে দুরে সরায়...
সে কথা আমার কানে পৌঁছায়েছিল কেউ অবলীলায়;
আমার কান আজ স্তব্ধ; শুনার সময় সীমান্তে এখন।

যাকে বুঝতে চেয়েছি; বুঝতে ভুল করেছি তাকে..
সে আমায় ভুল পথ দেখিয়েছিল, পথে কাঁটা ছিল সে জানায় নি,
মোহগ্রস্থ হয়ে পিছন ছুটেছি তার...
সুখের লোভ দেখিয়ে সে কেড়ে নিয়েছে আমার অনেকটা সময়...
বুঝতে পারিনি সুখ কী!
মধুমিশ্রিত বাণীতে ভুলে গিয়েছিলাম আমার অস্তিত্ব;
আমাকে আমি বুঝতে পারি যখন,
পিছন ফিরে তাকাবার সময় গেছে ফুরিয়ে।

আমার ভাবনায় ছিল প্রজাপতি মন
উড়ে বেড়াই সবুজ থেকে সবুজে, ফুল থেকে ফুলে...
মম আনন্দে আত্মহারা হয়ে ছুটেছি রঙ্গীন পৃথিবীতে,
ভাবনায় কোন কঠিনের ছিল না স্থান,ছিল না কুটিলতা;
সব ভাবনা ভুল প্রমানিত হয়...বেলা শেষে;
জীবন প্রজাপতি নয়; নয় শুধু ব্যর্থ উড়াউড়ি;
মানুষের জন্য মানুষ; নয় নিজের জন্য শুধু...
ভুলে ভরা জীবন মুল্যহীন;
ভুল ভাবনায় জীবন স্থির.... চলার শেষ প্রান্তে।

অতএব, তোমরা শুরু থেকে জীবন সাজাও...
মানুষের জন্য হও মানুষ, মানবিক, কিছু করো;
আত্মতৃপ্তি যদি পেতে চাও বুকের গহীনে,
নিজেকে নিয়ে ভেবে
শুদ্ধতায় থেকেও জীবন রয়ে যাবে অপূর্ণ তবে।

(২৬-০১-২০১৪)


মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা।

ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল।
এই শ্রাবণে মোর ফাগুন যদি
দেয় দেখা, সে ভুল।।
ভুল সবই ভুল

৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুল সবই ভুল....। আসলেই অনেক কিছু ভুল অতীতের রেখে দিলাম যার ফলাফল ভবিষ্যতে পাচ্ছি

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ভাইয়া জি

২| ২৭ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: কিন্তু ভুতের ছবি কেন দিয়েছেন?

৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু ভুত কই পেত্নির মত লাগে না? এটা আমি তো :)

৩| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:২১

সোবুজ বলেছেন: ভুল থেকে শিক্ষা নিলে অবশ্যই পরে ভুল কম করবে।আর ভুল থেকে শিক্ষা না নিলে একই ভুল বার বার করবে।এই জন্য কথায় বলে,শিখছ কোথায় ঠেকছি যেথায়।

৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আসলেই ভুল থেকেই শিক্ষা নিতে হয়। মোহ জিনিসটাই খারাপ। এটাকে এড়াতে পারলে জীবন সুন্দর

থ্যাংকিউ সো মাচ সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন

৪| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:২৭

জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা!!!

৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ১:০৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,


সে ভুল পথ দেখিয়েছিল, পথে কাঁটা ছিল সেটা সে কীভাবে জানতো? এমন প্রশ্ন না করে যদি প্রশ্ন করি তাকে কেন ভালোবাসা হয়েছিল? এটাও প্রশ্ন হবে না, কারণ সেটা তো ভালোবাসা ছিল না, ছিল মোহ!

ভুলে ভরা জীবন সেতো মূল্যহীন জীবন নয়, ততক্ষন পর্যন্ত যতক্ষন পর্যন্ত না ভুল সংশোধনের চেষ্টা করা হয়! ভুল যে জীবনে থাকে না সেটা যেমন জীবন হয় না তেমনি হয়ত যে ভুলের সমাধান না খোঁজে বসে থাকাটাও জীবনের সাথে যুদ্ধ করা বলে না।

কবিতার শেষে এসে বলেছেন,
'অতএব, তোমরা শুরু থেকে জীবন সাজাও...
মানুষের জন্য হও মানুষ, মানবিক, কিছু করো;
আত্মতৃপ্তি যদি পেতে চাও বুকের গহীনে,
নিজেকে নিয়ে ভেবে
শুদ্ধতায় থেকেও জীবন রয়ে যাবে অপূর্ণ তবে।'

সত্যিকার অর্থেই কিন্তু জীবনের মূল এমন। জীবনের সুন্দর ব্যাখ্যা তুলে ধরায় অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা থাকলো।

৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম মোহ... চোখে মোহ মনে মোহ, মোহ ছুঁতে আমরা মরিয়া। ভুল শুদ্ধ প্রথমে কেউ যাচাই করি না। লিখাটা আসলে কেবল আমাকে নিয়ে লিখি নাই। চারিদিকের অবস্থান বিবেচনায় লিখেছিলাম।

ঠেকেই শিখে অনেকে। অনেকে আবার ভুল পথেই পা বাড়ায়। এই তো জীবন

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন ভাইয়া ফি আমানিল্লাহ

৬| ২৮ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:৫৯

ইসিয়াক বলেছেন: এক জীবনে যা কিছু ভুল তা শুধরে নিয়ে মানব কল্যাণের তরে নিজেকে উৎসর্গ করে। পরহিতে আপন মন প্রাণ নিবেদিত করার মাধ্যমে এগিয়ে চলুক জীবন।
চমৎকার উপলব্ধি।
শুভ সকাল।

৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য । জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ

৭| ২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভুলে ভরা জীবনের সবটাই হয়তো ভুল
কিন্তু ভুল নিয়ে ভেবে চলা আরও বড় ভুল।

অনেক আগের কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।

৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ঠিক বলেছেন
ভুল নিয়ে চলা আর বড় ভুল

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ

৮| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১:৩২

জটিল ভাই বলেছেন:
এক জীবনে কি সম্ভব?

৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সম্ভব না। :(

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন জটিল ভাইয়া

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৪৮

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: :(

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: :( :) থ্যাংকিউ সো মাচ ভাইয়া্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.