নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কী যেন নেই আমার!=

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৫



©কাজী ফাতেমা ছবি

কি যেনো নেই, কি যেনো নেই, এমন গান মনে বাজে নিত্য
কত ব্যস্ততায় কেটে যায় দিন, নির্ঘম কাটে কত রাত প্রহর;
জরাজীর্ণ দেহ নিয়ে শুয়ে শুয়ে ভাবি,
কি যেনো নেই আমার, অথবা ছিলো না কখনো।

শ' দায়িত্বের বোঝা মাথায় নিয়ে পথ চলি, কি যেনো নেই;
কত শখ ছিলো মনে, কত আবদার ছিলো বুকের বামে জমানো
কিছুই তার হলো না পাওয়া, কিছুই হলো না বলা, না বলা কথাগুলো
কি এমন চেয়েছিলাম জীবনের কাছে!
অথচ কি যেনো নেই থাকে মনের মাঝে।

চোখের কোণে হতাশার ছায়া, ভাবলেই এমন... কি যেনো নেই আমার
কি থাকার কথা ছিলো? দুঃখ সুখের সঙ্গী কিংবা শত আবদার রক্ষার কেউ
কিংবা আমাকে ভালোবাসার অধিকারে কাছে টানার, কি জানি বাপু
তবুও লাগে কি যেনো নেই আমার!

ব্যস্ত শহর,ব্যস্ত মানুষের ভিড়ে, কত গল্প হারিয়ে যায় অনায়াসে
সব কি আর হয় বলা, কিছু গোপন কিছু আলতো মন ছুঁয়া কথা -
সে থেকেই যায় মনের চুরকুঠুরীতে
হয়নি বলা কখনো, না হবে বলা কাউকে;
অতঃপর কি যেনো নেই আমার, কি যেনো নেই বলেই কাটিয়ে দেই প্রহর।

কত লিখালেখি, কত রঙ্গ তামশা, কত ছন্দ মনের অলিগলিতে বিচরণ
শুধু আঙ্গুল টাচে লিখা কত ভালোবাসার আকুলি বিকুলি কথন
কখনো নড়ে নি ঠোঁট, বন্ধ মুখে মনের খাতা খুলে লিখে যাই
মিটে না তৃষ্ণা, থেকে যায় মনে সেই কি যেনো নেই আমার।

কল্প নায়ে ভেসে ভালোবাসাবাসি, সত্য নয় তবু ভালোবাসা দেই ছড়িয়ে
দীর্ঘশ্বাসগুলো শুধু আমার হয়ে যেনো রয়ে যায়, মিলে না হিসেব
মন জ্যামিতির প্যাঁচ কে আর বুঝে শুনি!
না পড়া যায় কারো মনের আবেগী কথন
সব কিছুর মূলে সেই অতৃপ্তি বাসা বাঁধে বুকে-
কি যেনো নেই, কি যেনো নেই।

জোছনার কাছে রেখেছি আমার অষ্টপ্রহরের একটি প্রহর
আলোয় চোখ রেখে হারাতে হারাতে, মর্ত্যে খুঁজি জোনাক পোকা
ফাঁকিবাজির আলোতে মন লুটিয়ে পড়ে সহসা; ইট সুড়কির পথের কিনারে
সবশেষে সে রয়েই যায় মনে, কি যেনো নেই আমার-কি যেনো নেই।

ইচ্ছে করে ভালোবাসি অথবা ভেঙ্গে চুঁড়ে দেই এই আবেগী মন
আমার করে রাখিনি কিছু কেউ;
কত বিষ কথার তীর এসে বিঁধে বুকের বাম অলিন্দে, মরে যাই আমি, মরে যাই
ভালোবাসি সে আর হয়ে উঠেনি বলা, মন মিললেই তো বসে মেলা...
মন না মিলার ভিড়ে বসলো না ভালোবাসার মেলা তাই
আঁকড়ে ধরে বিছানার চাদর, অস্ফুট বলে উঠি,
কি যেনো নেই আমার।কি যেনো নেই আমার!
(০৪-০৪-২০১৭)

(ছবিটি পিন্টারেস্ট থেকে নেয়া)

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলে আমাদের বাস্তবিক জীবনে সব সময়ই কী যেন নেই আমার একটা হতাশা থেকেই যায়। বাস্তবধর্মী কবিতা। ভালো লেগেছে।

০৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এমনই মনে হয়। জাজাকাল্লাহ খাইরান মশিউর ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: কল্প নায়ে ভেসে ভালোবাসাবাসি, সত্য নয় তবু ভালোবাসা দেই ছড়িয়ে
এই লাইনটা ভালো লেগেছে।

০৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি ছবির যাদুকর আপনি পিন্টারেস্ট থেকে ছবি কেনো নিবেন? আপনার ক্যামেরাটি আমাকে দিয়ে দিন, সনপাপড়ি ওয়ালাকে দিয়ে দিবো, ভালো পরিমাণ সনপাপড়ি আমাকে দেওয়ার কথা।

কথামলা পোস্ট খুব ভালো হয়েছে। +++

০৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে যে লেখার সাথে যে ছবি মানায় সে ছবিটিই দিতে চেষ্টা করি। আমি এমন ছবি তো তুলি না। সামঞ্জস্যতা বজায় রাখতেই নেট থেকে ছবি দেই লেখার ক্ষেত্রে । সরি। চেষ্টা করবো নিজের তোলা ছবি দিতে।

ক্যামেরা নিয়ে বেরোনোর সুযোগ নেই। হাতে ছবিও নেই..। অনেকদিন ছবি উঠানো হচ্ছে না।

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২০

জুল ভার্ন বলেছেন: চমৎকার!!!

০৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৪

ইসিয়াক বলেছেন: "বন্ধ মুখে মনের খাতা খুলে লিখে যাই।"
সত্যি তো তাই। এভাবে তো ভাবি নি কখনও!

চমৎকার কথামালা।

০৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য। কৃতজ্ঞতা
জাজাকাল্লাহ খা্ইরান
ভালো থাকুন ভাইয়া

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩১

জটিল ভাই বলেছেন:
আভী,
জানিনা সঠিক কিবা ভুল। কিন্তু মনে হচ্ছে ইদানিং আপনি বড্ড বিষন্নতার মাঝে দিন পার করছেন। এমনকি ব্লগেও যখন লিখছেন তখনও আগের মত করে লিখতে পারছেন না বলে মনে হচ্ছে। যদি ধারণা ঠিক হয়, তবে কি নিয়ে এতো চিন্তায় আছেন? আল্লাহ্ ভরষা।

০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে না এসব তো আগের লেখা ভাইয়া। লিখতে পারছি না মানে ফেসবুকে লিইখা ভরায় লাই। গিয়া দেইখা আসেন

থ্যাংকিউ সো মাচ আল্লাহ ভরসা

৭| ০৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৬

কালো যাদুকর বলেছেন: ভাল হয়েছে। প্রায় প্রতিটি মানুষের মনেই এমন আক্ষেপ থেকেই যায় একটু।

০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সবার মনেই কিছু আক্ষেপ রয়েই যায়

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.