নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ডেকো না আর আমায় মোহ সুরে=

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৮



লোভ দেখিয়ো না আর আমায়
সুখে থাকার মূলমন্ত্র ভুলে গিয়েছি
সম্মোহন ছড়িয়ে এসো না পাশে
এসব ধুচ্ছাই বলে উড়িয়ে দেই নিত্য।

ছেড়ে চলে যাবে বলে হুমকি দিয়েই
চলে গেলে, তাতে কি
ভালো থেকো, বিদায় সম্ভাষণটাও মনে রেখো।

আর আমি কল্প বিলাষী মনে কিছু নিয়ে হাপিত্যেশ করি না
ভালোবাসা প্রেম এখানে মোহমায়ার জাল বিছিয়ে কেউ কাউকে ডাকে
কেউ ফেঁসে যায়, কেউ যায় না
কারণ মুখের কথায় আর বিশ্বাস নেই হয়তো।

মন লেনাদেনায় কখনো যদি দেহ চলে আসে
তাতে প্রেম থাকে না, থাকে ছুঁয়ে দেয়ার আকাঙ্খা
গিলে ফেলার কামনা ব্যস!

এসব মিটে গেলে ভালোবাসারা পালিয়ে যায়
প্রেম লুকায় বুক পকেটে।
তবে আকাঙ্খা থাকুক কিছুটা বুকের বামে
শিহরণ লেগে থাকুক কিছু কথায়, আবেগে।

ভালোবাসা নিয়ে থাকুক কেউ পাশে
সুখ দুঃখ লেনাদেনায় অথবা
বৈরী হাওয়া যখন ঝাপটে ধরে তখন।
-
আমায় ডেকো না এমন তরো, যেমন ভালোবাসার মোহ টানে আমায়;
মন্ত্র মুগ্ধের মতন লোভের বুকে পা রেখে ঠায় দাঁড়িয়ে নেই আমি।

জানো তো স্বপ্নের প্রতি কিঞ্চিত দুর্বল,
ভালোবাসি শুনলেই কেঁপে উঠে বুকের ভূমি
মনাবেগের পাতা ঝরঝর ঝরে পড়ে নিমেষে
বাম পাঁজর মোচর দিয়ে উঠে শিহরণের ব্যথা।

তুমি হয়তো জানো
বুকের নদী আমার সুখে প্লাবিত চৈত্রের খরায়ও
শক্ত মাটির অতলে শিকড় গেড়ে আছি দাঁড়িয়ে
দাঁড়িয়ে দেখে যাই চর্তুদিকে কত শত মোহের ঝিলিক
আমি নড়ে উঠি না সহজে, মোহ আমায় ছেড়ে পালায়।

চোখের নদীতে তুলে দিয়ো না আর মুগ্ধতার ঢেউ
আমায় অসময়ে ডেকো না মন বাড়িয়ে
আকণ্ঠ চেপে ধরো না ভালোবাসার স্পর্শে।
(২৭-০৫-২০১৮)

((ছবি পিন্টারেস্ট থেকে নেয়া)


মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুরাগি এক অনুভূতির ‍ছোঁয়া কবি আপু ভাল থাকবেন

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আলমগীর ভাই। ভালো থাকুন

২| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৬

সোনাগাজী বলেছেন:



ভালোবাসার অনুভবতা যদি চলে যায়, পৃথিবীটা ধুসর হয়ে যায়। আপনার এই কবিতায় অনেক বেদনা

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আমি ভালোবাসা জিনিসটা পাইনি।

কিন্তু মানুষ দুনিয়ার মন্দ, মোহ দিয়ে কাবু করতে চায় ...। যা আমার অপছন্দ।

ভালো থাকুন থ্যাংকিউ সো মাচ

৩| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৮

ইসিয়াক বলেছেন: এতো অভিমানী কবিতা।
আসলে রাগ উঠলে এমনই মনে হয়। আমি তো ফোন বন্ধ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াই যেদিকে দুচোখ যায়,রাগ না পড়া পর্যন্ত ফিরি না।দেখ কেমন লাগে এরকম আর কি হা হা হা।

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি তো ছেলে, রাগ অভিমান হলে বাইরে ঘুরতে পারেন আর আমাদের সেই ঘরের রুমই একমাত্র সঙ্গী। অনেক সময় মনে হয় যে কোথাও একা বসে থাকি, তাও হয় না :(

ধন্যবাদ আাপনাকে ভালো থাকুন

৪| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপা "মোহ - মোহন হলে ভালো হবে।
মোহন [ mōhana ] বি. 1 সম্মোহন, মুগ্ধ করা;

মোহ [ mōha ] বি. 1 ষড়্রিপুর অন্যতম; চিত্তের অন্ধতা; অবিদ্যা, অজ্ঞান, মূঢ়তা, ভ্রান্তি;

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা
থ্যাংকিউ সো মাচ
অনেক ভালো থাকুন

৫| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আচ্ছা আর ডাকবোনা, হইলো তো?

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা হইছে তো
আর ডাইকেন না
থ্যাংকিউ সো মাচ

৬| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কবিতাগুলি সাধারণত সহজ সরল হয়।

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মরু ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমদিকে অভিমান পেলেও পরের দিকে ভালোবাসার সাবধান বাণী ই বড় হয়ে দেখা দিয়েছে। শেষ পর্বে এসে আবার পরশের হাত...সব মিলিয়ে ভালো হয়েছে।
নববর্ষের শুভেচ্ছা আপু আপনাকে।

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিমানের আর শেষ নাইরে ভাইয়া । সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

৮| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৭

জটিল ভাই বলেছেন:
এভাবে বলবেন না। এ অভিযোগের যুগে অভিমানের ভাষা খুব কম মানুষই বুঝে। পরে দেখা যাবে ঠিকই না ডেকে অন্যকাউকে ধরে নিয়ে আসবে =p~
বরাবরের মত সাধারণ হয়নি।

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার অভিমান বুঝার মত কেউ নাই। বললেই কী না বললেই কী।

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন জটিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.