নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ছড়িয়ে পড়ুক ভালোবাসা=

০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:১৯



©কাজী ফাতেমা ছবি
ভালোবাসা ছড়াক ত্বরা
হোক সংক্রামক চারিদিকে
সবার মনে ভরুক রঙে
না থাকুক মন একটু ফিকে।

ভালোবাসার তারে তারে
মিহি সুরে বাজুক বাঁশি
মুখটিজুড়ে থাকুক জুড়ে
মিষ্টি মধুর আলতো হাসি।

সুখ অসুখে স্বস্তি থাকুক
সবার বুকে একটুখানি
উচ্ছ্বলতায় কাটুক সময়
না থাকুক আর কষ্ট গ্লানি।

'আলহামদুলিল্লাহ্' হোক বলা হোক
সুরে সুরে সবার মুখে,
বিতৃষ্ণাদের দূর তাড়িয়ে
শান্তি থাকুক সবার বুকে।

ভালোবাসা দিলাম ছুঁড়ে
লুফে নিয়ো দরাজ দিলে
বুকের বামে রেখে দিলে
দেখবে কত শান্তি মিলে।

নেয়ামত সে আল্লা' তা'লার
এই দুনিয়ায় সুস্থ থাকা
তাঁর নামেরই তছবি হরদম
হোক না তবে মনে আঁকা।

হাঁটতে বসতে চলতে ফিরতে
কখনো তাঁরে ভুলো নারে
সুখ উপহার দিবেন তিনি
ইহকালে....পরপারে।



২।
দরজা খুলে দেখে নিয়ো
ফুল উপহার আছে বন্ধু
শান্তি আসুক মনে তোমার
বারো নদী তেরো সিন্ধু।

মন দানিতে রেখে দিয়ো
যদি তোমার লাগে ভালো
ঘরের শোভা ঠিক ফিরাবে
চারিদিকে মিহি আলো।

ঘ্রাণ ছড়ানো একটি প্রহর
তোমার নামে দিলাম সখা
স্বস্তি মনে ভাসাও তুমি
ব্যস্ততার এক আজব নৌকা।

ফুরফুরে মন ভালো থাকুক
যেমন সজীব একটি গোলাপ
তোমার নামের চিঠি পড়ো
আবোল তাবোল পাগল প্রলাপ।

বারো তেরো রক্ত গোলাপ
তোমার দ্বারে রাখলাম সুজন
মনে তোমার বাজুক সুখের
কোকিলের সুর কুহু কুজন।

আসুক ফাগুন মনে তোমার
যাক ভেসে যাক চৈত্রের খরা
গোলাপ ফুল আর চিঠির খাম'টা
নিয়ে যাবে মেঘ হরকরা।

ভালো যদি একটু বাসো
উত্তর দিয়ো- অপেক্ষাতে
আর রেখো না তুমি বন্ধু
এই আমাকে উপেক্ষাতে।
(০৮-১১-২০১৮)



মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:৪২

জুন বলেছেন: সুবহানাল্লাহ দারুণ কবিতা একটা। ছন্দে ছন্দে পড়তে খুব ভালো লাগলো কাজী ফাতেমা। +

০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপু

ভালো থাকুন আপুন
ফি আমানিল্লাহ

২| ০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৫:২৭

শেরজা তপন বলেছেন: ভালো যদি একটু বাসো
উত্তর দিয়ো- অপেক্ষাতে
আর রেখো না তুমি বন্ধু
এই আমাকে উপেক্ষাতে।

~কবিতার দুটো পর্বই চমৎকার হয়েছে। বিশেষ করে এই চার লাইন মনে রাখার মত। সমস্যা হল; এ দিন তো কালের আবর্তে হারিয়ে গেছে। :(

০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্যি। প্রেম ভালোবাসা সব স্বার্থের কাছে হেরে যাচ্ছে দিন দিন। আন্তরিকতা বলতে গেলে নাই'ই

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া

৩| ০৪ ঠা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

করুণাধারা বলেছেন: দুটো কবিতার বক্তব্যই খুব সুন্দর। ছন্দে ছন্দে পড়তে ভালো লেগেছে।

০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু
ভালো থাকুন

৪| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: পড়লাম।

০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: বেশ

ধন্যবাদ

৫| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ২:৩০

আমি সাজিদ বলেছেন: স্রষ্টার প্রতি কৃতজ্ঞ প্রতিক্ষণে। বেঁচে থাকা স্রষ্টার দেওয়া সবচেয়ে বড় উপহার। কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম আপু।

০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি সুস্থতা আর সুস্থ ভাবে বেঁচে থাকা মহান রবের বড় নিয়ামত


জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

৬| ০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছন্দে ছন্দে ভালোবাসা ছড়িয়ে গেল।+++++

০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

কিন্তু প্লাস পড়ে নি :(

৭| ০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ ! ছন্দে ছন্দে দারুন লেগেছে।

০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপু
ভালো থাকুন হরদম

৮| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১৭

বককত বলেছেন:
NOTON NOTON NATOK DEKTE VISIT KORON AMAR CHANNEL link :https://youtu.be/vnN7h47I4uY
MEHAJABIN,natok,mehazabien chowdhury natok 2023,
mehazabien chowdhury natok 2022,
mehazabien chowdhury natok new,

৯| ১৫ ই জুলাই, ২০২৩ রাত ১১:৪৮

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.