নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট একটা আবেদন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

নিয়ন বাতির সংস্করণ চাই না!!!





নিয়ন বাতির হলদে আলো সন্ধ্যা রাতের অন্যরকম একটা সৌন্দর্য।। ঢাকা শহরের রাতের দৃশ্য একদম অন্যরকম। বিশেষ করে নিয়ন আলোর বাতির আলোকিত রাস্তা। সন্ধ্যে নামার সাথে সাথে শহরের দৃশ্য একদম বদলে যায়!!


নিয়ন বাতির শহর, হলদে আলোর রাত...



অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই বিষয়ে আবেদন কেন?!! আবেদন টা একান্ত ব্যক্তিগত, নিয়ন বাতি ভালো লাগে তাই এই ছোট্ট আবেদন, নিয়ন বাতির সংস্করণ চাই না!! ছোটই রাখলাম না হলে রামপাল ইস্যুতে প্রভাব ফেলতে পারে!!


ছবিসুত্র:- নিজ মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা,,,

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নিরাপত্তার খাতিরে সাদা আলোই বেশি ভালো লাগছে। অনেকদুর দেখা যাচ্ছে। একা সড়কে চলতে ভয় কম পাচ্ছে মানুষ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

ধ্রুবক আলো বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ,
নিয়ন আলো ভালো লাগে তাই এই ব্যক্তিগত আবেদন, এটা ঢাকার রাতের একটা বিশেষ সৌন্দর্য। সাদা বাতিও ভালো!

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: ছবি ভাল্লাগছে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাই.,,,,

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আবু ইশমাম বলেছেন: হলুদ আলো ভাল লাগছে বেশি তবে নিরাপত্তার খাতিরে সাদা আলো দিলে বাধা দেয়া ঠিক হবে না।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪১

ধ্রুবক আলো বলেছেন: না ভাই কোন বাধা দেওয়া ঠিক হবে না, শুধু নিয়ন আলো ভালো লাগে তাই এই আবদার।
আপনার কথা ঠিক আছে, অনেক ধন্যবাদ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

রক্তিম দিগন্ত বলেছেন:
হলুদ বাতি দেখতে ভাল লাগলেও তার অসুবিধাও আছে। এর রেঞ্জ খুব বেশি না। হলুদ বাতি রাখা যেত যদি দেশের রাস্তাঘাট নিরাপদ থাকতো। যেহেতু, এই দিকটায় সমস্যা - তাই সাদার দিকে ঝুঁকে যাওয়াই ভাল।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

ধ্রুবক আলো বলেছেন: ঠিকই বলছেন ভাই,,, নিরাপত্তার ব্যবস্থাটা খুট ভালো হলেই হতো,,,.
আপনাকে ধন্যবাদ.,,,,

৫| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: যা আপনার চোখে ভাল লেগেছে, তা এখানে বলে গেছেন। এই ইচ্ছেমত বলতে পারাটাই এখানে ব্লগিং এর আনন্দ।
ছবিগুলো সুন্দর।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ইচ্ছে মত এই সামান্য কিছু কথা বলেছি অন্য এছাড়া আর কোনো কারন নেই।
ছবি গুলো ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন সদা।

৬| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ওমেরা বলেছেন: আপনার ভাল লাগা প্রকাশ করেছেন আমরা জানলাম , কিন্ত কিছুই করতে পারব না ।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:২০

ধ্রুবক আলো বলেছেন: কিছুই না করলেই ভালো। নিয়ন বাতির চেয়ে সাদা ফকফকা বাতি বেশি ভালো।
আসলে নিয়ন বাতি দেখে দেখে বড় হয়েছি তাই একটু মায়া তো লাগবেই। তবুও এই বাতির দরকার নেই। শহরবাসীর জন্য নিরাপত্তা দরকার।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.