নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

" আক্ষেপ মুঠোফোনের এপ্রান্তে "

০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৭



নেটওয়ার্কের সিগনালটাও প্রায়শই দুর্বল হয়ে আসে দূরত্বের ভারে
অন্য নম্বরের ভীরে হারিয়ে যায় নির্দিষ্ট নম্বরটা রিডায়াল করা হয় না আর,
টাইপ করা ম্যাসেজ টাও সেন্ড করতে পারি না
আজ অনেকটাই দুরত্ব শেষ হয় না আর, শুধু বাড়তেই থাকে..!!!

.
স্ট্যাটাস পূর্ণ আইডিটা একদিন
স্ট্যাটাস বিহীন রয়ে যায়!!
কিছু নোটিফিকেশন জমা পরে
আর কিছু অদেখা ম্যাসেজ ভিড় জমায় ইনবক্সে।।
কারো খোজ নেয়ার ম্যাসেজ
কেউ হয়তোবা বহু দুরে, তাই
মনে করে ম্যাসেজ দেয়া; খোজ নেয়া
আর ওপ্রান্তে প্রত্যুত্তরের অপেক্ষা, হয়তো!?
.
ইনবক্সে শুধু ম্যসেজ জমা হয় না, অন্য কিছুও জমা হয়
পুরোপুরি ভিন্ন একদম অন্য কিছু ,
কারো আবেগ কিংবা অনুভূতিও জমা হয়, হতে ই পারে
মুখে না বলতে পারা কথা গুলোও জমা হয়!!
.
আর অল্প একটু সময় বাকী আছে
তারপর ব্যটারীর চার্জ শেষ হয়ে যাবে,
বন্ধ হয়ে যাবে মুঠোফোনটা
তবুও অপেক্ষা বাড়ে কখন বেজে উঠবে রিংটোন!!!

শুধু প্রতিক্ষার প্রহর গোনা,
এই দুঃসময়ে, মুঠোফোনের এপ্রান্তে।


লেখা- শামীম সাগর

ছবিসূত্র: ইন্টারনেট,,,

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৯

সুমন কর বলেছেন: বলা যায়, ডিজিটাল কবিতা... !:#P

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

ধ্রুবক আলো বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই.,,,,

২| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

চিঠির প্রেমের যে আবেগ এটা মুঠোফোনের মধ্যে নেই।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৭

ধ্রুবক আলো বলেছেন: মুল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ,,,

কথা একদম খাটি বলছেন ভাই,,,. তবে যুগ পরিবর্তন হইছে তো মুঠোফোনই এখন সব

৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৯

নূর সালাম বলেছেন: অসম্ভব সুন্দর লিখেছেন,ভাই।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৯

ধ্রুবক আলো বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ.,,,, শুভেচ্ছা রইলো

৪| ০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

ভ্রমরের ডানা বলেছেন:

যুগ বদলালে আবেগ বদলে যায়। বলতে পারেন মরে যায়। বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ।

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫৯

ধ্রুবক আলো বলেছেন: ঠিক তাই,

সত্য বলছেন কথা, ধন্যবাদ

৫| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে। সহজ সরল আবেগময় অভিব্যক্তির প্রকাশ ঘটেছে কবিতায়। + +

২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৪

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনুপ্রানিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.