নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ঘুরে দাড়ানো আরেকটি জয় এবং মাশরাফি...

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৯



ভাবতেই খুব গর্ব হয় বাংলাদেশ এখন ঘুরে দাড়াতে শিখে গেছে। এখন বাংলাদেশ স্বাবলম্বী একটা দল বোলিং ব্যাটিং ফিল্ডিং সব দিক থেকেই যা অনেক বছর যাবত ধরে রেখেছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রথম ম্যাচ হেরে দিতীয় ম্যাচে জেতাটা চারটি খানি কথা নয়!! ঠিক সাউথ আফ্রিকার সাথে সিরিজটার মত, প্রথম ম্যাচ হেরেও দিতীয় ম্যাচ ও পরে সিরিজ জয়। ইনশাআল্লাহ্ এবারও আমরা সিরিজ জিতবো। আর বাংলাদেশ ক্রিকেট দল যখন জিতে যায় তখন জিতে যায় বাংলাদেশের সকল মানুষ । হ্যা এটা ঠিক যখন বাংলাদেশ ম্যাচ হেরে যায় তখন তখন অনেক ধরনের কথা হয়, মনক্ষুন্ন হয়। নানান রকমের কথা তর্ক বিতর্ক বাধে খেলা নিয়ে, এটা এমন হলো কেনো? ওকে নামালো কেন? এরে বোলিং দিলো কেন, ওই প্লেয়ারের জন্যই খেলাটা হারছে ইত্যাদি অনেক কথাই হয়! আবার ওরাই যখন জিতে যায় তখন আমরা খুশিতে আত্নহারা হয়ে যাই। এসবই হচ্ছে ভালোবাসা, ওদের কাছে আমাদের প্রত্যাশাটা যেমন বেশি ঠিক ভালোবাসাটাও তেমন।



মাশরাফি ভাইয়ের কথা না বললেই নয়, আসলে কি আর নতুন করে বলার আছে, উনি একজন আদর্শ, একদম নেতার মত একজন নেতা। কিভাবে দলকে বিপদের হাত থেকে উদ্ধার করতে হয় তা পুরো বিশ্ব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যা তিনি সব সময়ই দেখান। আজকের ম্যাচে মাহমুদুল্লার ৭৫ রান ভাইটাল যা অনস্বীকার্য ঠিক আছে কিন্তু উনার ব্যাট থেকে যে ৪৪ রান আসছে সেটা অধিকতর ভাইটাল সাথে বসের ম্যাচ সেরা বোলিং ৪ উইকেট, ম্যাচ সেরা পারফোরম্যান্স অসাধারনের চেয়েও অসাধারন।।

আর নাসির হোসেনের জাতীয় দলে প্রত্যাবর্তন যা জনগন সবারই একটা দাবী ছিলো তা আজ পুরোন হলো। অনেকে অনেক কথাই বলে তারপরও তাকে কেন সাইড বেঞ্চে বসিয়ে আর পানি টানানো হয়েছিলো কেন সেটা সঠিক জানা নেই !! তবে নাসির আজকের ম্যাচে ভক্তদের যথাযথ মান রক্ষা করেছেন। ব্যাট হাতে অপরাজিত ২৭ রান আর বোলিং এ ১ মেডেন দিয়ে ১ উইকেট অসাধারন পারফোর্ম্যান্স।।

বাংলাদেশ দলকে অভিনন্দন আরো একটি জয় এনে দেওয়ার জন্য। দলের সবাইকেও অভিনন্দন। একটা কথা মনে রাখতে হবে দলের সবাই একজন আরেকজনের পরিপূরক। একদিন যে ভালো অপরজন খারাপ খেলবেই এটা স্বাভাবিক, অন্য আরেকজন খুব ভালো খেলবেন ম্যাচসেরা হবেন এরকম টা হয় বলেই ম্যাচ জেতা। তাই দলগত পারফোরম্যান্সটাও জরুরী এবং অনস্বীকার্য।।
সবাইকে ধন্যবাদ, ভালে থাকবেন।।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:১২

রক্তিম দিগন্ত বলেছেন:
অভিজ্ঞতা একটা বড় ফ্যাক্টর।
বাংলাদেশ এতটা উপরে উঠে আসতে পেরেছে অভিজ্ঞতার কারণে। এই অভিজ্ঞতাটা মধুর ছিল না। স্বপ্ন ভাঙতে ভাঙতেই এখন স্বপ্নকে বাস্তবায়িত করতে শিখেছি আমরা।

আমাদের চার-পাঁচ জন খেলোয়ার খেলছে প্রায় ১০ বছর ধরে। কয়েকজনের আছে ৫-৬ বছরের অভিজ্ঞতা। আর গুরুর আছে ১৫ বছরের অভিজ্ঞতা।
সাফল্য বা ঘুরে দাঁড়ানো আমাদের থেকে ভাল আর কে ই বা পারবে?

গুরু আজকে দেখাইছে - পড়ে গেলে উঠার জন্য সাহসী হতে হয়। আবারো পড়ে যাওয়ার ভয় নিয়ে উঠা যায় না। এই আদর্শেই আজকে ম্যাচটা জিতলাম। নবযুগ সূচনা হয়েছিল আগেই - আজকে সেটা পূর্ণতা পেল।

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৮

ধ্রুবক আলো বলেছেন: নবযুগ সূচনা হয়েছিল আগেই - আজকে সেটা পূর্ণতা পেল। একদম খাটি কথাটাই বলছেন,.,
আজকে এই পর্যায়ে আসতে অনেক কষ্ট, অনেক ধকল, অনেক ত্যাগ করে আসতে হয়েছে ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ.,,,

২| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩৬

নাবিক সিনবাদ বলেছেন: সামনের ম্যাচটাও জিতবে আশা করি

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০০

ধ্রুবক আলো বলেছেন: ইনশাআল্লাহ্

৩| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৫

মেহেদী রবিন বলেছেন: মাশরাফি আমাদের লিজেন্ড

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০১

ধ্রুবক আলো বলেছেন: একদম ঠিক বলছেন

৪| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৩

ভ্রমরের ডানা বলেছেন:

পাগলারা এমনি হয়। এমন পাগলামি দেখব বলেই তো মাসরাফিকে ভালবাসি।

১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৬

ধ্রুবক আলো বলেছেন: ঠিক এমন পাগলামি দেখবো বলেই মাশরাফিকে ভালোবাসি
আপনাকে অসংখ্য ধন্যবাদ.,,,

৫| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: আপনার এই পোস্টের সুবাদে পুরনো একটা ভাল খেলার স্মৃতি স্মরণ করলাম। ভাল লাগলও।
রক্তিম দিগন্ত এর মন্তব্যটা ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.