নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

নতুন বই পর্যালোচনা পর্ব-৩

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০




বইয়ের নাম - "শূন্য ঘরে লুটপাট" ছোট গল্পের বই
লেখকের নাম - জোবায়ের আহমেদ।
আমার এক ঘনিষ্ট বন্ধু এই বইটার কথা আমাকে জানায়, অমর একুশে গ্রন্থ মেলায় এবার প্রকাশ হয়েছে। বললো, পড়ে দেখতে পারিস, ও লেখে ভালো। এটা লেখকের প্রথম বই। আমার বন্ধু আর বইয়ের লেখক ওরা দুজন কি একটা সংগঠনে কাজ করত নাম জিজ্ঞেস করা হয়নি, সেখানে দুজনের পরিচয়।
২৩ ফেব্রুয়ারী বইটা কিনি।
১৩ টি ছোট গল্পের সংকলন নিয়ে "শুন্য ঘরে লুটপাট"।
নতুন লেখক হিসেবে তার লেখা বইটা আমার বেশ ভালো লেগেছে। বইয়ের দ্বিতীয় গল্প 'অদ্ভুত মিল'এ পুরো গল্পটাই সে যেভাবে উপস্থাপন করেছে তা সত্যি দারুন। বইয়ের ভূমিকাতে লেখক নটরডেম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রোজি ম্যাডামের কাছে ক্ষমা প্রার্থনা করেছে! কারণ, এই গল্পে উনার অনুমতি ব্যাতিত 'হ্যাভেন' নামের একটি ছেলেকে বইয়ের পৃষ্ঠায় কাল্পনিক ভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। গল্পটা সত্য একটি ঘটনা থেকে নেয়া তা গল্পের শেষে উল্লেখ করে দেয়া।

পাঁচ নম্বর গল্পটা "জন্মদিনের সুখকাব্য" আরও একটি সুন্দর গল্প, বাস্তবের সাথে কতটুকু মিল তা জানিনা! তবে এই গল্পটা খুব হৃদয় স্পর্শী। টাকার জন্য ছোট বোনের জন্মদিনে কেক কিনতে পারেনি। তাই সে ছোট বোনকে এক চা ওয়ালার বাড়িতে নিয়ে যায় চ খাওয়াতে যার ধারণা তার বউ'য়ের চা জান্নাতি চা।

সাত নম্বর গল্পটাও খুব সুন্দর, "এক প্যাকেট বেলা বিস্কুট ও একটি লাল জামা" । গল্পের নাম শুনে হয়তো বুঝতে পারবেন আবার নাও পারবেন গল্প আসলে কি?! গল্পটাও খুব হৃদয় স্পর্শী। খুব ভালো লেগেছে আমার।
বন্ধুর কাছ থেকে জোবায়ের আহমেদ সম্পর্কে জেনেছি, এই ছেলে অনেক প্রতিভা সম্পন্ন এবং আমাদের জুনিয়র। ইউসিসি তে কোচিং ক্লাস করায়। আমি সামনাসামনি এই লেখক কে কখনো দেখিনি। বন্ধুর কাছ এও জানলাম যে, ও যেই গল্প গুলো লিখছে তা প্রায় সব সত্য ঘটনা থেকেই লিখেছে। আমারও বইটা পরে তাই মনে হয়েছে।
সামগ্রিক পর্যালোচনা করে বইয়ে ১০ এ ৭.৫ দিবো।
আপনারা পড়তে পারেন, ভালো লাগবে নিশ্চিত বা যদি কেউ পড়ে থাকেন তাহলে জানাবেন অনুভূতি। বইটি সমগ্র প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। দাম- ১১২ টাকা কমিশন বাদ দিয়ে, দোকানদার আমার কাছে ১১০ টাকা রাখছেন ভাংতি ছিলোনা বলে। এটা আমার বই মেলা থেকে সংগ্রহ করা আমার তৃতীয় বই।

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

মোস্তফা সোহেল বলেছেন: বইটি পড়ার ইচ্ছে রইল।

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১০

ধ্রুবক আলো বলেছেন: ইচ্ছের কথা জানানোর জন্য ধন্যবাদ।

২| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনি ভালো বলাতে ধরে নিচ্ছি ভালো; লিস্টে নাম রাখলাম।

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

ধ্রুবক আলো বলেছেন:
আপনি ভালো বলাতে ধরে নিচ্ছি ভালো; লিস্টে নাম রাখলাম।
খুব কৃতজ্ঞ বোধ করছি, আপনি আমার পর্যালোচনাকে মূল্যায়ন করেছেন তাতে খুব অনুপ্রাণিত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
আশা রাখি বইটা পড়ে ভালো লাগবে আপনার।
শুভ কামনা রইলো ভাই, ভালো থাকবেন।

৩| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৩

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও ভাই অনেক ধন্যবাদ, ভালো থাকবেন....

৪| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার উপস্থাপন শুনে ভালোই মনে হচ্ছে। আমি মফস্বলে থাকি। বই মেলায় যাওয়া হয়ে ওঠেনা কর্মব্যস্ততার জন্য। তবে 'শূন্য ঘরে লুটপাট' যদি মফস্বলের কোন বই দোকানে সামনে পড়ে তো আশা রাখি পড়বো কিনে।

শূন্য ঘরে লুটপাট এর জন্য শুভকামনা রইল।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫২

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ, আপনি মফস্বলে থাকেন জানা ছিলো না, আপনার জন্যেও অনেক শুভ কামনা আমার ।
বই মেলায় আসতে পারেননি সেটা খুব একটা বেপার না, তবে চেষ্টা করবেন বই পড়ার। যেকোনো ভালো বই। দরকার হলে একদিন নীলক্ষেত এসে কিছু বই সংগ্রহ করে নিবেন। এতে আপনার ভালো উপকার হবে।

৫| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: সম্ভবত বইটি পড়া হবে না!

তবে লেখকের জন্য শুভ কামনা রইলো!:)



রিভিউ সুন্দর হয়েছে!:)

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৫

ধ্রুবক আলো বলেছেন: আরে ভাই এটা কোনো বেপার না, যদি কোনোদিন পারেন তাহলে পড়বেন।
লেখককে শুভ কামনা জানিয়েছেন সেটা অনেক,

অনেক ধন্যবাদ ভাই।

৬| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:১২

শাহরিয়ার কবীর বলেছেন:

লেখকের জন্য শুভ কামনা রইলো !


আপনার লেখা কবিতা অনেক দিন পড়িনা !!!

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৭

ধ্রুবক আলো বলেছেন: লেখককে শুভ কামনা জানিয়েছেন, অনেক ধন্যবাদ ভাই।
কিছুদিন মন ভালো ছিলোনা তাই কবিতা লেখায় মন বসাতে পারিনি, তবে খুব শীঘ্রই ফিরতে পারি।

৭| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আপনার পরামর্শ আমার মনে রেখেছি।
আপনার আন্তরিক প্রতিউত্তরে সবসময় মুগ্ধতা নিয়ে ফিরি।

০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১০

ধ্রুবক আলো বলেছেন: অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন।

৮| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪২

জুন বলেছেন: সাত নম্বর গল্পটাও খুব সুন্দর, "এক প্যাকেট বেলা বিস্কুট ও একটি লাল জামা" ।
আপনার লেখায় বইটি পড়ার প্রচন্ড আগ্রহ হচ্ছে ধ্রুবক আলো , বিশেষ করে উপরের গল্পটির শিরোনাম দেখে । মনে করিয়ে দিল ছোটবেলায় চিটাগাং থাকা আর সেখানকার বিখ্যাত বেলা বিস্কুটের কথা ।
+

০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৮

ধ্রুবক আলো বলেছেন: বেলা বিস্কুট আসলেই একটা পুরোনো কথা মনে করিয়ে দেয়,
বই পর্যালোচনা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রাণিত হলাম, বইটা পড়ার আগ্রহ হচ্ছে জেনে খুবই ভালো লাগছে।
আশা রাখি বইটা পরে ভালো লাগবে।
অনেক ধন্যবাদ আপু, ভালো থাকবেন, শুভ কামনা রইলো।

৯| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সংগ্রহ করার ইচ্ছা আছে।

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৮

ধ্রুবক আলো বলেছেন: পড়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে।
অনেক ধন্যবাদ ভাই, শুভ কামনা রইলো।

১০| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৫

প্রামানিক বলেছেন: বইটি পড়ার ইচ্ছা আছে।

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৭

ধ্রুবক আলো বলেছেন: অনেক দিন পর প্রামানিক ভাই ব্লগে পেয়ে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ মন্তব্য ও বইটি পড়ার ইচ্ছে প্রকাশ করার জন্য।
ভালো থাকবেন ভাই।

১১| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: পত্রিকাতেও বইটির নাম দেখেছি। সংগ্রহ করার ইচ্ছা আছে। তথ্যের জন্য ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৯

ধ্রুবক আলো বলেছেন: পড়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।

১২| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১০

খায়রুল আহসান বলেছেন: দোকানদার আমার কাছে ১১০ টাকা রাখছেন ভাংতি ছিলোনা বলে -- যাক, ভাংতির অভাবে দুটো টাকা তো সাশ্রয় হলো! :)
তোমার লেখায় দিনে দিনে উন্নতি হচ্ছে। ব্যাপারটা অনেক প্রীতিকর। চালু রাখো লেখালেখির অভ্যেস।
রিভিউ ভাল হয়েছে। বইটির এবং বই এর লেখকের সাফল্য কামনা করছি।

২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৭

ধ্রুবক আলো বলেছেন: রিভিউ ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম, বইটির এবং লেখকের সাফল্য কামনা করার জন্য আন্তরিক অভিনন্দন।
লেখালেখি ই পড়াশোনা দুটোই চালিয়ে যাচ্ছি শত ব্যস্ততার মধ্যেও, শুভ কামনার জন্য অনেক প্রীত ও কৃতজ্ঞ রইলাম, লেখালেখির অভ্যেস সবসময়ই চালু রাখবো ইনশাআল্লাহ্।

আপনাকে অশেষ ধন্যবাদ।

১৩| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৫৪

খায়রুল আহসান বলেছেন: বই পর্যালোচনা যে সফল ও সার্থক হয়েছে এ কথা নিঃসন্দেহে বলা যায়, কারণ এ পর্যালোচনা পড়ে ব্লগার চাঁদগাজী বইটিকে তার ক্রয়-তালিকায় তুলেছেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.