নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব মানুষ দিবস কবে হবে?

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১:১৪

হিন্দি এক চ্যানেলে এক নারী অভিনেত্রী বলতেছিলো,
নারীই যেনো নারীকে অপমান, অন্যায়, অত্যাচার না করে। প্রত্যেক নারী অন্য এক নারীকে যেন সম্মান করে। শাশুড়ি বৌকে বৌ শাশুড়ি কে সম্মান ও স্নেহ করবে। শাশুড়ি বৌ এর মধ্যে সম্পর্ক যেন মা মেয়ের মত হয়, কেননা একদিন শাশুড়িও বৌ ছিলো। কথাটা সে খুব সুন্দর বলেছে।( হিন্দিতে বলছিল আমি বাংলা অনুবাদ করে দিছি, আর আমি কোনো হিন্দি সিরিয়াল দেখিনা। আমার পাশে বসা এক কাজিন এর কাছ থেকে জানতে পারছি ঐ নারী হিন্দি সিরিয়ালের অভিনেত্রী)।


ফেয়ার এন্ড লাভলীর বিজ্ঞাপন তো সবাই দেখেছেন তো নিশ্চিত। সেখানে প্রত্যেক বার একটা কথাই নারীকে স্মরণ করে দেয়া হয় "যদি ক্যারিয়ার গড়তে চাও তাহলে ফর্সা হও" তার মানে এই দাঁড়ায় শুধু গুণবতী নয় রূপবতীও হতে হবে! এর সাথে অনেক নারী আবার একমতও হয়েছেন। কিছুদিন আগে আমার এক বন্ধুর চাচাত বোন সুন্দর না হওয়ার কারণে তার চাকরি হয়নি! অথচ সে অনেক প্রতিভাবান।
ফেসবুকে একটা ট্রল আছে যদি ফেয়ার এন্ড লাভলী ত্বক ফর্সা করতে পারে তাহলে আফ্রিকায় যায়না কেন? সেখানে অনেক কালো মেয়ে আছে।

অনেকেই বলেছেন, নারীদের আজ পন্য বানিয়ে ফেলা হচ্ছে, বিশেষ করে নারীদের শরীরকে! এই কথার পরিপেক্ষিতে, হিন্দি ছিঃনেমার আইটেম সং এর কথা থাক, বাংলা সিনেমাতেও আইটেম সং !! অদ্ভুত.... কমন ডায়ালগ হয়ে গেছে একটা আইটেম গান না থাকলে কি ছবি হিট হয় ?! বেশ হতাশা জনক ওই আইটেম গানের যে মূল চরিত্র সেও একজন মেয়ে মানুষ, কম পোশাকে নাচতেছে এরকম দৃশ্যে দেখা যায়। কোথায় যাচ্ছে দেশ , জাতি , বিবেক!! চিন্তা শক্তি দিন দিন হারাইতেছে বা হ্রাস ঘটছে। ওই আইটেম গানের দৃশ্যে যদি মেয়েটা কম পোশাক পরে না নাচতো তাহলে জোর করে কি কেউ নাচাতে পারতো! বেশি কথা বাড়ালাম না, শুধু এতোটুকু বলার, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম টা হওয়া উচিত নয়। আইটেম গার্ল বলে নিজেকে পরিচয় দিলে কারও সম্মান বেড়ে যায়না খোলামেলা পোশাকে কখনো কারও মান সম্মান বৃদ্ধি পায়না।
ওই আইটেম সংএর নায়িকাকে যদি বলা হয় যে কেন আপনি এরকম খোলা মেলা পোশাক পরে আইটেম সং এর দৃশ্যে নাচেন? তখন তার উত্তর সে এভাবে দিবে, এটা আমার অধিকার আমি কম পোশাক পরতেই পারি, তাতে কার কি আসে যায়। এরকম উত্তরই আসবে
( কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, যে আমি কিভাবে জানলাম যে আইটেম সং এ কম পোশাক পরা হয়? ভাই না জানলে বলা যাবেনা তো, বিষ না চিনলে মরার উপায় হবে আরকি।)

এবার আরেকটা বিজ্ঞাপনের কথা বলি না বললেই নয়! শেভ করার যে রেজর, শেভিং ক্রিমের বিজ্ঞাপন দেখানো হয় সেখানে একজন পুরুষ থাকবে স্বাভাবিক, কিন্তু একজন নারীকেও ওই বিজ্ঞাপনে দেখতে হবে কেন? একটা প্রশ্ন রেখে গেলাম।

আমি প্রায়ই সময় চাকরির বিজ্ঞপ্তিতে দেখি বিশেষ করে মার্কেটিং বা সেলিং এক্সেকিটিভ পদে নিয়োগ পোস্টে কোম্পানি গুলো নারীদের অগ্রাধিকার দিয়ে থাকেন। চাকরি করার জন্য হয়তো অনেক মেয়ে চাকরি টা বেছে নিবে অনেকেই অনেকের প্রয়োজনে। একবার আমি এক কোম্পানির ম্যানেজার কে জিজ্ঞেস করেছিলাম, এমন কেন! উনার উত্তর ছিলো, নারী সেলস পারসন থাকলে সেল বেশি হয়। তা না হয় বুঝলাম সেল বেশি হয় কিন্তু আপনার মেয়েও যদি ভবিষ্যতে এরকম চাকুরী করে তাহলে আপনি কি মেনে নিবেন? যাই হোক লোকটা একটা ফোন কলের বাহানায় কথাটা এড়িয়ে যায়। সে অনেক দিন আগের কথা।

খুব জানতে ইচ্ছে করে কবে বিশ্ব মানুষ দিবস পালন করা হবে?

বেশি বিতর্কিত বা মনে কষ্ট দেয়া পোষ্ট হলে ৬ ঘন্টা পর ডিলিট করে দিবো পোষ্টখানা!!!

আমার বিশেষ কথা: যে সম্মান রক্ষা করতে পারে ও অন্যকে সম্মান দিতে পারে সেই সম্মানের অধিকারী।
নারীকে সম্মান জানাতে দিবস লাগে নাকি! নারীও একজন মানুষ। নারী পুরুষ একে অন্যের পরিপূরক। নারী ভবিষ্যৎ প্রজন্ম সন্তান গর্ভে বহন করে। নারী পারে বংশ রক্ষা করতে। তাই নারী কে সব সময় সম্মান জানাই।
মুষ্টিমেয় কয়েক জন নারী কিংবা পুরুষের ভুল কর্মকান্ডের জন্য সবার সম্মান ব্যাহত হয় না।
প্রতিপাদ্য হোক 'নির্দিষ্ট দিবস নয় সব দিনই হোক নারীদের, পুরুষের, সকলের' । সে সব নারীদের স্যালুট জানাই যারা তিল তিল করে গড়ে ওঠা সংসার কে আগলে রেখেছে, যারা দেশের জন্য শহীদ হয়েছে, যারা দেশের উন্নতির জন্য কাজ করছে।

পাদটিকা- ১
তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দিবো।
- ন্যাপলিয়ন বোনাপার্ট

পাদটিকা-২
শিক্ষাই জাতির মেরুদন্ড কথাটা একটু ভুল কথাটা হবে সুশিক্ষাই জাতির মেরুদন্ড।
পানির ওপর নাম জীবন নিশ্চিত বিশুদ্ধ পানি!

পাদটিকা-৩
অনেক নারী স্বামীর সাথে ঘর সংসার করতে চায় না , সে চায় স্বাধীনতা, চাকরি করতে চায়।
চাকরিই তো এক ধরণের পরাধীনতা!

শেষে একটা ছোট প্রশ্ন নারী দিবস কত সাল থেকে উদযাপন হয়ে আসছে?

( খুব আশা করছি যে কথা গুলো মনোযোগ সহকারে পড়বেন এবং সুন্দর মন্তব্য কামনা করি।)

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১:২২

সাইফুল ফরিদপুর বলেছেন: গুগল করলেই পেয়ে যেতেন, ১৯৭৫ সাল থেকে উদযাপন হয়ে আসছে। নারীদেরকে সামনে এগিয়ে দিয়ে মুলত পুরুষেরা ফায়দা নিতে চায়। আর মানুষ কবে হবো এর উত্তর তো অনেক কঠিন।

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০৭

ধ্রুবক আলো বলেছেন: এখন থেকেও আরও ১০০ বছর আগে থেকেই এই দিবসের পরিকল্পনা হয়ে আসছে। ইহুদীরা জানে কিভাবে নারীদের কিভাবে উস্কিয়ে দিতে হয়।

২| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


মেয়েরা পারিবারিক দারিদ্রতার শিকার, অশিক্ষা-কুশিক্ষার শিকার, পিতাহীন পরিবারে অশিক্ষিত মা সম্পুর্ণভাবে অসহায়, কিশোরীদের চাকরাণী করা অন্যায়; এসব কারণে নারী দিবস চালু হয়েছে।

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০৫

ধ্রুবক আলো বলেছেন: ভাই আপনার মন্তব্য খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
কিন্তু মূল যে বিষয়টা হলো, নারী দিবসের নামে কিন্তু নারীদের অধিকার আদায় হচ্ছেনা হচ্ছে অপসংস্কৃতি!! দিবস এখন একটা সস্তা হয়ে গেছে। দিবসের নামে করে এখন যা হয় তা ফুর্তি। সমস্যা থাকবেই সাথে সমাধানও, দিবস ঠিক আছে পালন করা যায় কিন্তু দিবসের নামে যা করা হয় তা আদৌ কি ঠিক, আমার দিক থেকে আমি কখনোই কোনো নারী কে অসম্মান করিনা, সবাই একরকম হয়না কেউ হয়তো বা উগ্র থাকে তাই সম্মান দিতে পারেনা।

যায় হোক মন্তব্য ভালো লাগলো, ভালো থাকবেন।

৩| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৫

চাঁদগাজী বলেছেন:


যদি নারীরা নগ্ন হয়, বিবাহিত হয়েও পরকিয়ায় জড়িয়ে যায়, সেগুলোর শাস্তি বাকীদের বহন করার কথা নয়।

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৮

ধ্রুবক আলো বলেছেন: তারপরও নারী দোষ মুক্ত। শুধু অধিকারের কথা বলে পার।

৪| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৩:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, নারীরা ক্লিন সেভ চকচকা ছেলেদের মনে হয় বেশি পছন্দ করে, এরকম দেখে পুরুষদের প্রতি দুর্বল বেশি নারী, তাই হয়তো সেভের এড এ পুরুষের পাশে নারী দেখি জড়িয়ে আছে।

তবে যে যাই মনে করুক, আমি কিন্তু ভাই নারীকে ফুল ভাবি না, আমি মনে করি প্রতিটি নারী একেকটা ফুলের বাগান। ফুল তো তুলে রাখলে শুকিয়ে সৌন্দর্য নষ্ট হয়, কিন্তু বাগান অনেকদিন অনেকভাবে সৌন্দর্য বিলায়।
(আমাকে নারীবাদী ভাবার কোনো যৌক্তিকতা নাই)

ভালো আলোচনা করেছেন ভাই। ভালো লাগা রইল।

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৪

ধ্রুবক আলো বলেছেন: মন্তব্য বেশ ভালো লাগলো, অনেক ধন্যবাদ ভাই।
নারীদের এই বিজ্ঞাপনে তারাই আনে যারা নারীদের প্রকৃত অর্থে সম্মান দেয়না, আর এইরকম বিজ্ঞাপন বা আইটেম গানে পারফর্ম করা মেয়ে মানুষের মাথায় কতটুকু ঘিলু আছে তা সহজেই বোঝা যায়।

আমিও নারীবাদী না। কথা গুলো বললাম বুঝার জন্য।

৫| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৬

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: দারুণ পোস্ট।

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:১১

ধ্রুবক আলো বলেছেন: পাঠদানের জন্যে অনেক ধন্যবাদ।

৬| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৩

সুমন কর বলেছেন: কবে বিশ্ব মানুষ দিবস পালন করা হবে?

ব্যক্তিগত ভাবে মনে করি, আলাদা করে নারী দিবস পালন করার প্রয়োজন নেই। নারীদের সম্মান করার জন্য দরকার মানসিকতার পরিবর্তন।

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৫

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, লেখা পাঠদানের জন্য, আপনার মতামত খুব ভালো লাগলো।
সত্যি নারীদের সম্মান করার জন্য সবারই মানসিকতার পরিবর্তন দরকার।
শুভ কামনা রইলো ভাই, ভালো থাকবেন।

৭| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪০

অরুনি মায়া অনু বলেছেন: বর্তমান সামাজিক প্রেক্ষাপটে একজন নারীর জীবন সত্যিই কঠিন। একজন নারীই পারে সমাজ গড়তে আবার একজন নারীই পারে সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিতে। নারীই আবার আরেকজন নারীর পরম শত্রু হয়ে উঠতে পারে। তাই একের প্রতি অপরের সম্মানবোধ থাকাটা খুব জরুরী। তা সে পুরুষ হোক, বা হোক সে নারী।

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৪

ধ্রুবক আলো বলেছেন: মন্তব্য এবং পাঠদানের জন্য, ধন্যবাদ এজন্যেও আপনি পোষ্টের কথা গুলো অনুধাবন করতে পেরেছেন।।
একজন নারীই পারে সমাজ গড়তে আবার একজন নারীই পারে সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিতে। নারীই আবার আরেকজন নারীর পরম শত্রু হয়ে উঠতে পারে। একথা খানি আপনি খুবই সুন্দর বলেছেন।
একের প্রতি অপরের সম্মান বোধ থাকাটা খুবই জরুরী, নারী পুরুষ সবাই তো মানুষ, এই পৃথিবী এই সমাজেরই অংশ।

শুভ কামনা রইলো, ভালো থাকবেন....

৮| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫২

নাদিম আহসান তুহিন বলেছেন: নারীরাই যদি ওদের এই অধঃপতন না বুঝে তবে আর কিছু বলতে চাই নাহ,,,

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৯

ধ্রুবক আলো বলেছেন: কথা ভালো বলেছেন, ব্যাপার টা হলো নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন। আশা করি এইসকল বিষয়ে নারীরা অনেক সতর্ক হবে।।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৯| ১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


"আমার দিক থেকে আমি কখনোই কোনো নারী কে অসম্মান করিনা, সবাই একরকম হয়না কেউ হয়তো বা উগ্র থাকে তাই সম্মান দিতে পারেনা। "

-তৃতীয় বিশ্ব নারীরা ভীষনভাবে অসহায়; কিশোরী বয়সে অন্যের ঘরে চাকরাণী হতে হয়, এটা মানবতার অবমাননা; এখানে জাতিকে মাথা ঘামাতে হবে।

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪২

ধ্রুবক আলো বলেছেন: -তৃতীয় বিশ্ব নারীরা ভীষনভাবে অসহায়; কিশোরী বয়সে অন্যের ঘরে চাকরাণী হতে হয়, এটা মানবতার অবমাননা; এখানে জাতিকে মাথা ঘামাতে হবে।
অবশ্যই এ ব্যাপারে মাথা ঘামানোর দরকার। কিশোরী বয়সে অন্যের ঘরে চাকরানী হওয়াটা খুবই কষ্টের, এই বিষয়টা আমি কখনোই গ্রহণ করিনা।

১০| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:২২

প্রবাসী দেশী বলেছেন: আমেরিকাতে ২৮ ফেব্রুয়ারী ১৯০৯ সালে প্রথম নারী কর্ম দিবস পালন করা হয়।
বর্তমান নারীদিবস প্রথম পালিত হয় ৮ মার্চ ১৯১৪। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এই দিন কে জাতীয় ছুটি (ন্যাশনাল হলিডে) ঘোষণা করে ১৯১৭ সালে ।
ইউনাইটেড নেশন এডপ্ট অথবা approved করার পর মোটামুটি সকল পন্ডিত দেশ এই দিন কে বিশেষ দিন হিসাবে ঘোষণা করে.
be bold for the change ইটা এইবারের থীম ছিল নেটে খুঁজলে প্রত্যেক বসরের আরো অনেক থীম পাওয়াযাবে।

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬

ধ্রুবক আলো বলেছেন: প্রবাসী দেশী ভাই,,
আপনি যথার্থই উত্তর দিয়েছেন, ধন্যবাদ অনেক ধন্যবাদ। এই কথা গুলোই বেশিরভাগ মানুষই জানেনা!!
শুভ কামনা রইলো ভাই, ভালো থাকবেন....

১১| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৯

জুন বলেছেন: "যদি ক্যারিয়ার গড়তে চাও তাহলে ফর্সা হও" তার মানে এই দাঁড়ায় শুধু গুণবতী নয় রূপবতীও হতে হবে "!
কি পরিমান বর্নবাদী চিন্তাধারা ধ্রুবক আলো !
নারীদের আজ পন্য বানিয়ে ফেলা হচ্ছে,
এ বাক্যটিকে অনেক নারী নিজেদের গুন বলেই মনে করে, পন্য নয় ।
ভালো লাগলো আপনার সচেতনতামুলক লেখাটি
+

১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭

ধ্রুবক আলো বলেছেন: আমি কিন্তু বর্ণবাদী নই। বা কখনোই নারীকে পন্য মনে করি না। আমাকে প্লিজ ভুল বুঝবেন না। নারী সচেতনতার জন্যই কথা গুলো লেখা। বর্ণবাদ টা ঢুকিয়ে নারীদের কে সবচেয়ে বেশি ছোট করা হচ্ছে। আর পোশাকের পরিমাণও ইদানিং খুব কম হয়ে আসছে যা লজ্জা জনক, আমি নিশ্চিত যে আমার কথার সাথে একমত হবেন।

অনেক ধন্যবাদ জুন আপু, মন্তব্য ও পাঠদানের জন্য এবং লাইকে খুব অনুপ্রাণিত হলাম।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৭

আদি বিনতে শাতিল বলেছেন: আমি আপনার কথার সাথে সহমত
নারীদেরকে বলা হচ্ছে নারী অধিকারের কথা,কিন্তু তাদের ব্রেইনওয়াশ করে তাদেরকেই পণ্য বানিয়ে ভোগ করছে এবং তাদের অনুমতি নিয়েই কৌশলে

ভালো লাগলো সত্যি কথাগুলো প্রিয়তে রাখলাম পোস্ট টা

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৩

ধ্রুবক আলো বলেছেন: পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, আপনি কথা গুলো বুঝতে পেরেছেন জেনে খুবই ভালো লাগলো। সহমত হওয়ার জন্যে অনেক ধন্যবাদ।
আপনার মত যদি সকলেই এই বিষয়টা বুঝতে পারতো তাহলে এরকমটা দেখতে হত না।

আপনার জন্যে অনেক শুভ কামনা রইলো আমার, আপনার লেখা গল্পগুলো সুন্দর, আপনি লেখা চালিয়ে যান।

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৮

খায়রুল আহসান বলেছেন: ফেয়ার এন্ড লাভলী ত্বক ফর্সা করতে পারে তাহলে আফ্রিকায় যায়না কেন? সেখানে অনেক কালো মেয়ে আছে -- তাই তো! এ কথাটা বিজ্ঞাপন দাতা ও প্রচারকদের স্মরণ করিয়ে দেয়া উচিত।
খুব জানতে ইচ্ছে করে কবে বিশ্ব মানুষ দিবস পালন করা হবে? - এ প্রসঙ্গে ফেইসবুকে চালু একটা পোস্ট এর কথা মনে পড়ে গেল- পশুকে পশু হবার জন্য কোন চেষ্টা করতে হয়না, কিন্তু মানুষকে মানুষ হবার জন্য অনেক চেষ্টা করতে হয়

৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২২

ধ্রুবক আলো বলেছেন: এই কথা বিজ্ঞাপন দাতাদের স্মরণ করিয়ে দিয়ে কোনো লাভ নেই কারণ এরা জানে ব্যাপার টা! জানার পরেও এই এড টা দেওয়ার কারণটা হচ্ছে নারীদের হেয় করা, যে সুন্দর না হলে নারীদের দাম নেই এটা বুঝায়!

পশুকে পশু হবার জন্য কোন চেষ্টা করতে হয়না, কিন্তু মানুষকে মানুষ হবার জন্য অনেক চেষ্টা করতে হয়।
এটা খুবই দুঃখের একটা বিষয় যে মানুষ কে মানুষই দাম দেয় না, পৃথিবী বড়ই বিচিত্র মানুষ টাকা পয়সা ওয়ালা আর ক্ষমতা ধর মানুষদের বেশি মূল্যায়ন করে সম্মানও করে।
এই সব কারণে মানুষকে মানুষ হবার চেষ্টা করতে হয়। কিন্তু সব মানুষ তো আর মানুষ নয় মানুষরূপী কিছু মানুষ আছে যার ভেতর পশুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়,, আর এই সকল মানুষ পৃথিবীর জন্য বিপজ্জনক!

ভাই, পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম। সচেতনতা মূলক পোস্ট লিখতে ইচ্ছে করে কিন্তু মানুষের ভেতর পরিবর্তনের লক্ষণ খুব ক্ষুদ্র!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.