নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

কিছুই বুঝলাম না, কেন এমন করতেছে প্রায়শই??!

১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:০১

পোষ্ট তা করতে চাই নাই, কিন্তু বাধ্য হয়ে করছি!
যদি কারও কোনো ব্যক্তিগত ইস্যু থাকে তাহলে ব্যক্তিগত ভাবে মামলা সেরে ফেলাই ভালো। অন্যদের কে জড়িয়ে কেন কস্ট দেন?
যদি ভালো না লাগে ভাই ব্লগিং কইরেন্ না।
কিছুক্ষন যাবৎ একটা ব্লগ নিক " চাদগাজীর মাথার গু আবার পাছায় উঠছে " সবার পোষ্টে একটা কমেন্ট করছে ছবি সহ যা খুবই বিচ্ছিরি, এবং এসব দেখলে খুব কষ্ট লাগে।

এটা ছাড়াও এর আগেও এর চেয়ে বাজে কমেন্ট করা হয়েছে বিভিন্ন পোস্টে। এসব কি দিন আসলো আর কি দেখতেছি। না পেরে কথা গুলো তুলে ধরলাম!!

আমি একটাই কথা বলি, ভাই পরিবেশ নষ্ট না করলে ভালো হয়। এখানে অনেক সিনিয়র ব্লগার ভাই বোন আছেন যারা শুধু ব্লগিংয়েও না বয়সেও বড়।

মডারেটর ভাইদের দোষ দেই না আমি। কারণ সবাইকে তো আর নজরে রাখা যাবে না। তারপরও একটা অনুরোধ যদি পারেন তাহলে একটু খেয়াল রাইখেন এইসকল বিষয় গুলিতে। কারন অনেকেই ব্লগিং করেনা তারপরও যখন শুনে পরিচিত কেউ ব্লগে একটা ভালো লেখা পোস্ট করছে তখন সে ব্লগে প্রবেশ করে এ লেখাটা পড়ে। এমত অবস্থায় যদি কেউ এরকম কমেন্ট দেখে তাহলে তো বিপদ, অন্ধকার।
অন্যান্য ব্লগার ভাই বোন আমার এই কথার সাথে অবশ্যই একমত হবেন।

শেষে, একটা কথা না বললেই নয়, ভাই আপনার যদি কারও পোস্ট বা লেখা ভালো না লাগে তাহলে সুন্দর ও পরিমার্জিত ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দিন না হয় মন্তব্য কইরেন না। কিন্তু কারও মনে কস্ট লাগে এমন মন্তব্য প্রদান বিরত থাকুন।

মাঝে মাঝে এমন কান্ড দেখলে হতাশ লাগে....!

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:



কিছু মানুষের মগজ এখনো বানরের স্তরে, বাঁদরামী করছে সব যায়গায়।

১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৬

ধ্রুবক আলো বলেছেন: আফসোস যে মগজ দিয়ে এইরকম বাঁদরামি করছে, সেই মগজ টা একটু খাটিয়ে অনেক ভালো ভালো কাজ করা যেত! এই আফসোস আমার সারা জীবন থেকে যাবে! আমার এত কোনো প্রতিভা নেই না হলে মগজ টা ঠিকই উন্নত পর্যায়ে খাটাতে পারতাম।

২| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৯

অতঃপর হৃদয় বলেছেন: কি আর বলি, আমিও একটা পোস্ট করেছিলাম এই নিয়ে; এখনো তো ব্যান করা হলো না।

১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৩

ধ্রুবক আলো বলেছেন: আপনার পোস্ট টা একটু আগে খেয়াল করেছি।
সম্ভবত মডারেটর রা দৃষ্টি আকর্ষণ করেন নাই ।

৩| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:


@অতঃপর হৃদয়,

সামুর এডমিনরা হয়তো সব সময় ব্লগে আসেন না।

৪| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৬

সিফটিপিন বলেছেন: মডুদের ধন্যবাদ, ব্লগটি এই মাত্র বান করা হয়েছে।

১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৮

ধ্রুবক আলো বলেছেন: শুনে খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ।

৫| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৭:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: ওসব কোথা থেকে যে অাসে

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

ধ্রুবক আলো বলেছেন: হতাশা জনক

৬| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: ওনার নিকটি ফ্লাডিং করার জন্যই খোলা হয়েছিল!



ব্যান করে দেয়া হয়েছে!

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

ধ্রুবক আলো বলেছেন: তাই বলে সবার পোষ্টে এই বিচ্ছিরি কমেন্ট করবে, হতাশা জনক।

৭| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩২

হাবিব শুভ বলেছেন: শেষে, একটা কথা না বললেই নয়, ভাই আপনার যদি কারও পোস্ট বা লেখা ভালো না লাগে তাহলে সুন্দর ও পরিমার্জিত ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দিন না হয় মন্তব্য কইরেন না। কিন্তু কারও মনে কস্ট লাগে এমন মন্তব্য প্রদান বিরত থাকুন।
এই কথাটা ভাল লাগছে । কিন্তু প্রশ্ন হচ্ছে এই কথাটা কি চাঁদগাজি নিজে মানেন ??

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১২

ধ্রুবক আলো বলেছেন: এই বিষয় উনি অবশ্যই বুঝবেন।

৮| ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসল কথাই বলেছেন ভাই। আমি তো অবশ্যই একমত আপনার সাথে, আমার ধারণা সবাই একমত হবেন আপনার সাথে।

আপনার উল্লেখিত ব্যক্কল আমার একটা পোষ্টেও মন্তব্য করেছিল। কিন্তু আমি দীর্ঘ সময় ব্লগে না আসায় দেখতে পারিনি, মডারেটার সেটা ডিলিট করে দিয়েছেন। অামি খুব খুশি হয়েছি মডারেটরদের এমন সচেতনতায়। মন্তব্য না দেখতে পেলেও মন্তব্য কারীর নামটা রয়েই গেছে, আমি তাতেই বুঝেছি এটা কতটা জঘন্য মানুষ।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩২

ধ্রুবক আলো বলেছেন: এইসব বেক্কল জঘন্য মন্তব্যকারী নিপাত যাক।

৯| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্য সবই ঠিক ছিল, শুধু ঐ বিবমিষা উদ্রেককারী ছবিটি ছাড়া। ছবিটা আপলোড না করেও কথাগুলো বলতে পারতেন। অনেকেই নিজের বা অন্যের পোস্টে গিয়ে ঐ ছবিটা দেখে চরম বিরক্ত হয়েছেন। পুনরায় আপনার পোস্টে এসে দেখতে হলো।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩১

ধ্রুবক আলো বলেছেন: আন্তরিক ভাবে দুঃখিত, ছবিটা ডিলিট করবো বলেও ব্যস্ততার কারণে আর ডিলিট করা হয়নি। এখন ডিলিট করে দিয়েছি, ভুল টা সংশোধন করিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

১০| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৮

ধ্রুবক আলো বলেছেন: আপনি আমাকে "তুমি" করে বললেই আমি খুশি হতাম খুব। তুমি করে বলেছিলেন বেশ কিছু বার। যা আমার খুব ভালো লাগে।
আশা করি আপনি আমাকে তুমি করেই বলবেন সব সময়।
এবং ভালো থাকবেন সব সময়।

১১| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৫

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: এমন বিকৃত মস্তিষ্কের অধিকারী সব জায়গায়ই আছে। এঁদের জন্য করুণা হয়, ঘৃণা হয়। ধিক্কার জানাবার ভাষা খুঁজে পাই না, তাই নিশ্চুপ থাকি।

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২১

ধ্রুবক আলো বলেছেন: মস্তিস্ক বিকৃত তাই আমাদেরও মাথা নষ্ট করার চিন্তা আরকি। কেউই বুঝতে চায় না, যে করতেছে আর যার উপর রাগ করে করছে।
ধিক্কার জানায়া কি লাভ কষ্ট করে নিশ্চুপ থাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.