নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

"ইচ্ছে কথন"

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৮

একটা শেষ কথা বলার ছিলো,
শেষ মুহূর্তে, মনে পড়ে গেল
এর আগেই কি কানেকশন টা কেটে যাবে !?

একটা শেষ কথা, হয়তো
এর সাথে আরও কিছু কথা বাড়বে
তারপর আরও কিছুক্ষন কথপোকথন
নাহয় আরেকটু সময় ব্যয় হবে!
কয়েক মিনিটেরই তো ব্যাপার,
অল্প কিছু কলচার্জ কেটে নেবে
না হয় এই কথার বায়নায় আরও অনেক কথা হবে
কিছুটা সময় ব্যস্ততা থেকে অবসরে নিয়ে আসা যাবে।
তবুও হোক না আরও কিছুক্ষন কথা!!

একটা শেষ কথা বলার ছিলো, হ্যালো...

মন্তব্য ১০১ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোই লিখেছেন। ভালো লাগলো আপনার আকুতি ভরা কথাগুলো।

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩১

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে যেন খুব প্রীত হলাম প্লাসে অনুপ্রানিত হলাম।
শুভ কামনা রইলো ভাই।

২| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

একটা শেষ কথা বলার ছিলো,
শেষ মুহূর্তে, মনে পরে গেল
এর আগেই কি কানেকশন টা কেটে যাবে !?" -ভাই, মনের মধ্যে দুআশ নিয়ে কিছুই হয় না। দুটানা বিশ্বাস একসময় নিজের সবকিছুই বিষাদে ভরে তুলে। বলার কিছু থাকলে বলে দেওয়াই প্রথম লক্ষ্য, কানেকশন কেটে যাওয়ার চিন্তা পরের বিষয়। পরের বিষয় পরেই ভাবতে হয়।

শুভকামনা রইল ভাই, কানেকশন যেন না কাটে।

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৬

ধ্রুবক আলো বলেছেন: অনেক সময় ভেতরে কথা থাকে, যা প্রকাশ করা খুব কঠিন হয়ে যায়!

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৫

মোস্তফা সোহেল বলেছেন: শেষ কথাটি না বলার আগে কানেকশনটা যেন না কাটে সে কামনায় করি।

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৩

ধ্রুবক আলো বলেছেন: অনেক সময় কিছু কথা বলতে পারা খুব কঠিন হয়ে যায়।

মন্তব্য, পাঠদান ও প্লাসে খুব প্রীত হলাম। শুভ কামনা রইলো ভাই

৪| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৮

মামুন ইসলাম বলেছেন: একটা শেষ কথা বলার ছিলো ,বলে ফেলুন ভয় কিছের ? :-B

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৯

ধ্রুবক আলো বলেছেন: ভয় একটা থেকেই যায়, ওপাশের সম্মতির ভয়, যদি সে ভাষা বুঝতে না পারে!!



মন্তব্য, পাঠদান ও প্লাসে খুব অনুপ্রানিত হলাম ভাই,
শুভ কামনা রইলো।

৫| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিরা সব র্নিবাসনে যেতে চাচ্ছে কেন ! ভালোবাসার র্দূযোগ দেখা দিয়ে নাকি ! B-)

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: কবিরা তো সবাই নির্বাসনেই থাকে। নাহলে তো লেখা আসেনা। আর ভালোবাসা সেতো দুর্যোগ প্রবন :)

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৪

ধ্রুবক আলো বলেছেন: পাঠদান ও প্লাসে খুব অনুপ্রানিত হলাম ভাই।

৬| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
বলেন কি ভাই ? সব ঠাডা কি এই বৈশাখে পড়তে হবে ! B-) কি সুন্দর নেচে- গেয়ে বৈশাখ মাসকে নিয়ে এলাম কিন্তু এখন দেখি এর আসল রুপ কাল বৈশাখী । B:-/

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৭

ধ্রুবক আলো বলেছেন: বৈশাখ মাসেই তো কাল বৈশাখী ঝড় ওঠে। সেটা কারো মনেও আঘাত হানে আবার কারো জন্য সুখকরও হয়। :)

৭| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: কথা চলুক, চলতে থাক। সংযোগ কেটে গেলে টেলিপ্যাথীতে চলতে থাক।
প্রকৃতি প্রেমিকদের প্রতি বড় সদয়। মেঘ, পাখি, নদী যেন আপনার কথাগুলো নির্দিষ্ট পাঠকের কাছে পৌঁছে দেয়।
প্রেমের প্রতিবন্ধকতায় কথোপকথনের চেয়ে ভাল সমাধান আর কিছু নেই।

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৩

ধ্রুবক আলো বলেছেন: সংযোগ কেটে গেলে টেলিপ্যাথীতে চলতে থাক।
খুব অসধারণ একটা কথা বলেছেন ভাই, মনের সংযোগ হচ্ছে ভেজাল বিহীন সংযোগ।

প্রেমের প্রতিবন্ধকতায় কথোপকথনের চেয়ে ভাল সমাধান আর কিছু নেই।
কথোপকথনের চেয়ে ভালো সমাধান সত্যি নেই তবে কিছু কথা শেষ পর্যন্ত না বলাই থেকে যায়।

খুব সুন্দর মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা। প্লাসে খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো সবসময়।

৮| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: একটা শেষ কথা বলার ছিলো, হ্যালো...

তারাতারি বলে ফেলুন ; প্রয়োজনে ফোন কোম্পানী থেকে ইমারজেন্সি ব্যালান্স নিয়ে হলেও বলে ফেলুন ।
তা না হলে কিন্তু নৌকা অন্য দিকে ঘুরে যেতে পারে । B-)

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৫

ধ্রুবক আলো বলেছেন: নৌকা অন্য দিকে ঘুরবে কি না তা জানি না, তবে ব্যালেন্স ও কথা দুটোই পর্যাপ্ত আছে কিন্তু বলা হয়ে ওঠে না।

৯| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক কথা থেকে যায় মনের অগোচরে। বলা হয়েই আর উঠে না

খুব সুন্দর লেখা

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০২

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ আপু, পাঠ ও মন্তব্য দানে খুব অনুপ্রানিত হলাম প্লাসে প্রীত হলাম।
শুভ কামনা রইলো।

১০| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৭

কানিজ ফাতেমা বলেছেন: লাইন কেটে গেলে আবার কল হবে ।
চেষ্টা চলুক অবিরত ।
শুভ কামনা রইল

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

ধ্রুবক আলো বলেছেন: চেষ্টা চলুক অবিরত, হ্যা সেটাই চলুক চেষ্টা, এরপরও একটা তবু থেকে যায়!

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।
শুভ কামনা রইলো, ভালো থাকুন

১১| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২০

খায়রুল আহসান বলেছেন: মনের সংযোগ হচ্ছে ভেজাল বিহীন সংযোগ -- চমৎকার বলেছেন।
কথোপকথনের চেয়ে ভালো সমাধান সত্যি নেই তবে কিছু কথা শেষ পর্যন্ত না বলাই থেকে যায়। -- দুটো কথাই হয়তো ঠিক।
প্রতিমন্তব্য ভাল লেগেছে। + +

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

ধ্রুবক আলো বলেছেন: প্রতিমন্তব্য ভাল লেগেছে, আর এতো গুলো প্লাসে খুবই প্রীত হলাম,

অনেক ধন্যবাদ ভাই, আবারও কৃতজ্ঞতা জানবেন।

১২| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
যাকহোক, এ বৈশাখে যত পুরাতন হিসাব- নিকাশ আছে সব চুকিয়ে ফেলুন এবং হালখাতা করে আবার নতুন শুরু করুন । সেই সাথে আমাদেরকেও মিষ্টি মুখ করাবেন। B-)

ধন্যবাদ,
ভালো থাকুন ও সুস্থ থাকুন, সবসময়.........

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

ধ্রুবক আলো বলেছেন: হ্যা ভাই, ভালো বলেছেন সব চুকিয়ে ফেলা দরকার, নতুন করে শুরু করারই দরকার।
মিষ্টি মুখ তো অবশ্যই করাবো।

অশেষ ধন্যবাদ পুনরায় কয়েক পাঠদান ও মন্তব্যে।

আপনিও ভালো থাকুন ও সুস্থ থাকুন, সবসময়.........

১৩| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪২

অতঃপর হৃদয় বলেছেন: খুব সুন্দর

+++++

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

ধ্রুবক আলো বলেছেন: এতো গুলো প্লাসে খুব প্রীত হলাম ও অনুপ্রানিত, অনেক ধন্যবাদ ভাই।

শুভ কামনা রইলো....

১৪| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৪

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

ধ্রুবক আলো বলেছেন: পাঠ ও মন্তব্য দানে খুব অনুপ্রানিত হলাম ভাই ,
মন থেকে যা লেখা এসেছে তাই তুলে ধরলাম, পরবর্তীতে আরও ভালো লেখার চেষ্টা করবো।

শুভ কামনা রইলো।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে প্রায় ৮ বিলিয়ন মানুষ, তারপরও বিশ্বের প্রায় ২ বিলিয়ন লোক অনেকটা একা, কথার বলার মতো মানুষ পাওয়া যায় না; কি হচ্ছে, মানুষের সম্পর্কে কি ফাটল ধরেছে, নাকি মানুষে মানুষে মিল নেই?

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

ধ্রুবক আলো বলেছেন: মানুষে মানুষে মিল নেই তেমন কিছু নয়, আসলে মানুষের জীবনে এমন কিছু সময় আসে তখন মানুষ ভেতর থেকে একা বোধ করে, আর কিছু বলা কথা বলা হয়ে উঠে না, একটা অদৃশ্য বাধার কারণে!!

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা।

১৬| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২১

ফারজানা সিদ্দিকী নম্রতা বলেছেন: হ্যালো...ভাল লেগেছে

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২০

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব প্রীত ও অনুপ্রানিত হলাম, পাঠদান ও মন্তব্যে কৃতজ্ঞ রইলাম।

অনেক ধন্যবাদ, শুভ কামনা রইলো..

১৭| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৭

বাংলাদেশী জিসান বলেছেন: কলচার্জ কিবা সময় বিষয় না!
বলতে চাইলেও সব পারা যায় না!
.
আটকে পরে শত কথা
আঁকড়ে ধরে কত দ্বিধা!
দ্বিধার বাধায় পরে চাপা
মনেই থাক অব্যক্ত কথা!

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কথা বলেছেন, মতে মিল হয়েছে, আসলেই বলতে চাইলেও সব বলা যায় না!!

চার লাইনে সাজানো মনের অভিব্যক্তি মন্তব্যে প্রকাশের জন্য কৃতজ্ঞ রইলাম, অনেক ধন্যবাদ। খুব প্রীত হলাম।

শুভ কামনা রইলো ভাই।

১৮| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পরে কলব্যাক করেছিলেন কি?

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩০

ধ্রুবক আলো বলেছেন: কল ব্যাক করা হলেও সেই কথাটা আর বলা হয় না!!

পাঠদান ও মন্তব্যের খুব অনুপ্রানিত হলাম,
শুভ কামনা ভাই।

১৯| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০২

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

++

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩২

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম।
পাঠদান ও মন্তব্যে অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো...

২০| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৮

ধ্রুবক আলো বলেছেন: ভালো থাকুন সবসময়...

২১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৫

Tanju H বলেছেন: অসাধারন কবিতা

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২

ধ্রুবক আলো বলেছেন: অশেষ ধন্যবাদ, পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম ।

শুভ কামনা রইলো...

২২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৩

Tanju H বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৩

ধ্রুবক আলো বলেছেন: ভালো থাকুন সবসময়...

২৩| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

সিনবাদ জাহাজি বলেছেন: এমন কিছু কথা থাকে যা অনেকক্ষন আলাপের পরেউ বলা হ্য়ে ওঠেনা, অব্যাক্তই থেকে যায় আজন্ম।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯

ধ্রুবক আলো বলেছেন: একদম ঠিক বলেছেন ভাই কিছু কথা এমনি হয়!
পাঠ ও মন্তব্যে খুব প্রীত হলাম, শুভ কামনা রইলো।

২৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: ইচ্ছে কথন শেষ পর্যন্ত অসমাপ্তই রয়ে গেল!:)



তবে কবিতা সুন্দর হয়েছে।


প্লাস!:)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩১

ধ্রুবক আলো বলেছেন: ইচ্ছে থাকা সত্যেও বলা যায় না কিছু কথা, কিছু কথা এমনই!!

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম প্লাসে খুব প্রীত হলাম,

শুভ কামনা রইলো..

২৫| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: শুভ কামনাটার ফর্দটা বিস্তারিত ভাব দিয়ে দিলে আরো খুশি হতুম! ;)

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫

ধ্রুবক আলো বলেছেন: শুভ কামনার ফর্দ তৈরী হচ্ছে, শেষ হলেই আপনাকে জানানো হবে ;)

২৬| ২২ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহজ, সুন্দর, সাবলিল...

অারকিছু নাইবা বলি...

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৭

ধ্রুবক আলো বলেছেন: যতটুকু বলেছেন তাতেই খুব অনুপ্রানিত হলাম।

অশেষ ধন্যবাদ শুভ কামনা রইলো ভাই

২৭| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এতো কিছু চিন্তা না করে তাড়াতাড়ি বলে ফেলুন! টাইম ওভার হলেই সব শেষ .........

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৮

ধ্রুবক আলো বলেছেন: সব কথাই তো আর বলা যায়না, কিছু কথা থাকে না বলা।

পাঠ ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম ভাই।

শুভ কামনা রইলো।

২৮| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এতো কিছু চিন্তা না করে তাড়াতাড়ি বলে ফেলুন! টাইম ওভার হলেই সব শেষ .........

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩

ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ

২৯| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০২

মৌমুমু বলেছেন: ভালোবাসার মানুষের সাথে শেষ কথা বলতে মনে হয় কিছু থাকতে নেই।
কথা বলার শেষ প্রান্তে এসেও মনে হয় বিভিন্ন বাহানায় তার আর একটু
কথা শুনি! দেখা করার বিদায়লগ্নেও মনে হয় যতদূর দেখা যায় তাকে
অপলক আর একটু দেখি!

চমৎকার লিখেছেন। শুভকামনা আপনার জন্য।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন। শেষ দিকে একটা টান থেকে যায়!

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।
আপনার জন্যেও অনেক শুভ কামনা রইলো।

৩০| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,




"একটা শেষ কথা বলার ছিলো..."
দু'টো মনের ইচ্ছে কথনে "শেষ" বলতে কিছু নেই । সবই "শুরু" । কথাদের অন্তিম লগন ঘনিয়ে এলেও আবার নতুন করে শুরু হয় কথাদের কলকাকলী ।
তাইতো আবার পিছু ডেকে বলতে হয় - হ্যালোওওও... !!!!!!!!!
ছোট্ট এই একটি শব্দে যেন অতল জলের আহ্বান ।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৫

ধ্রুবক আলো বলেছেন: কিছু কথা আছে যা প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও বলা হয়ে ওঠেনা। শেষ পর্যন্ত চেপে যেতে হয়, হয়তো কোনো এক ক্ষণে বলা হবে হয়তো বা না!

আপনার এই অশেষ সুন্দর মন্তব্যে খুবই আপ্লুত ও অনুপ্রানিত হলাম, ভাই। অনেক অনেক ধন্যবাদ। কৃতজ্ঞ র'লাম।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সবসময়।

৩১| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১১

ফারহানা শারমিন বলেছেন: অপর প্রান্তে কি বেলা ঘোষ ছিল?:);) :D
+++

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১

ধ্রুবক আলো বলেছেন: হা হা হা,
অপর প্রান্তে কি বেলা ঘোষ ছিলোনা, তবে ছিলো কেউ, যার সাথে কথা হয় কিন্তু শেষ একটা কথা রয়েই যায়।

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম।
শুভ কামনা রইলো, ভালো থাকুন সবসময়

৩২| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৫

মনিরুজ্জামান স্বপন বলেছেন: ভাল লেগেছে আমার।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো

৩৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,




সুন্দর একটি প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৬

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই...

৩৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: ফর্দ তৈরি কি শেষ হয়েছে???;)

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫০

ধ্রুবক আলো বলেছেন: ১. সদা ভালো থাকুন।;)
২. গরমে বেশি বেশি পানি পান করুন। বিশুদ্ধ পানির ওপর নাম জীবন।
৩. পরিমান মত খাওয়া দাওয়া করুন।
৪. লেখা চালিয়ে যান।
৫. ব্লগিং চলুক অবিরত। আমার বাসায় ওয়াই ফাই নাই,
৬. ....... পারলে আরও কিছু এড করে দিয়েন ;)

৩৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: দ্বিতীয় লাইনে পরে < পড়ে হবে সম্ভবত। দেখে নিয়েন।

শুভ সকাল।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, সংশোধন করিয়ে দেয়ার জন্যে।

শুভ রাত্রি

৩৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২০

জুন বলেছেন: শেষ কথা বল্লেও কথা শেষ হয়না ধ্রুবক আলো ।
চলুক আপনার কথামালা .....সাথেই আছি :)
শুভেচ্ছান্তে ....।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৬

ধ্রুবক আলো বলেছেন: সত্যি শেষ কথা বললেও শেষ হয় না!

সাথে আছেন জেনে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম।

অনেক শুভেচ্ছা রইলো....

৩৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪০

নাগরিক কবি বলেছেন: হ্যালো ;)

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৭

ধ্রুবক আলো বলেছেন: জি, হ্যালো ;)

৩৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪০

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: কথা কি আসলে শেষ হয়? শেষ করার পরও মনে হয় আরো কতকিছু বলার ছিল। তবু শেষ করিতেই হয়। মন খুলে যা বলার বলেই ফেলুন। লাইন না কাটুক।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৮

ধ্রুবক আলো বলেছেন: লাইন না কাটুক তবুও বলা হয়ে উঠে না!

পাঠদান ও এক সুন্দর মন্তব্যের ধন্যবাদ ভাই, খুব অনুপ্রানিত হ'লাম।

শুভ কামনা রইলো।

৩৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৯

রাফিন জয় বলেছেন: শেষ কথাটা কি আর শেষে বলা হয়েছিল?

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫

ধ্রুবক আলো বলেছেন: শেষ কথাটা আর বলা হয়ে উঠেনা!

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ

শুভ কামনা রইলো।

৪০| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ও দাদা, নতুন কবিতা পড়তে দেবেন না?

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৪

ধ্রুবক আলো বলেছেন: হ্যা দাদা দেবো, আপাতত কিছুদিন পাঠক হয়েই থাকি।

৪১| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাই ভালো।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৬

ধ্রুবক আলো বলেছেন: :)

৪২| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: একটা শেষ কথা বলার ছিলো একথার শেষ হবে না।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৯

ধ্রুবক আলো বলেছেন: সঠিক কথাই বলেছেন কবি। একথা শেষ হয় না।

মন্তব্যে খুব প্রীত হলাম ভাই, অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো..

৪৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৪

নাগরিক কবি বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ও দাদা, নতুন কবিতা পড়তে দেবেন না?



ব্যাপারটা চিন্তার বিষয় ;)

৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১২

ধ্রুবক আলো বলেছেন: ব্যাপারটা চিন্তার বিষয় ;) অত চিন্তার বিষয়ও নয় আবার।
কবিতা লেখার চেষ্টা করি সবসময়, তবে খুব ভালো লিখতে পারি না! ভালো লেখার চেষ্টা করি।

লেখা পড়ার যে আগ্রহ প্রকাশ করেছেন এতে আমি খুবই অনুপ্রানিত।
আমি এখনও শিখি কারণ শেখার বয়স নেই। ব্লগ শেখার জন্য সুন্দর একটা প্রেক্ষাপট।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো।

৪৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৬

নাগরিক কবি বলেছেন: শিখলে কিন্তু বিকাশ করা লাগে ;)

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৩

ধ্রুবক আলো বলেছেন: কথা ভালো বলেছেন, বিকাশ করতে হয়।
কিছুদিন যাবৎ ব্যস্ততা আর মানসিক চাপে আছি তাই একটা লেখা সম্পূর্ণ করতে পারছিনা।

৪৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: একটা শেষ কথা বলার ছিলো, হ্যালো..
মুগ্ধ হলাম।
শুভেচ্ছা।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১১

ধ্রুবক আলো বলেছেন: মুগ্ধ হয়েছেন জেনে খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো, ভালো থাকুন

৪৬| ০৩ রা মে, ২০১৭ রাত ১:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুন সুন্দর কবিতা।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:০৮

ধ্রুবক আলো বলেছেন: পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হ'লাম। অনেক ধন্যবাদ ভাই।

শুভ কামনা রইলো।

৪৭| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:০৯

শামীম সরদার নিশু বলেছেন: ৭৫টি শব্দ, ১৩টি বাক্য, ২টি নীরবতা বাক্য
এসব বাদ দিয়ে কি শেষ কথাটা এইটুকুতে শেষ হতো না?

শেষ কথাটা কি গোপনই থেকে যাবে এভাবে?

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:১০

ধ্রুবক আলো বলেছেন: থেকে যায়, কিছু সময় আসে যখন চাইলেও কথাটা বলে হয় না আর!!

খুব সুন্দর মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম ভাই।

শুভ কামনা রইলো।

৪৮| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:০৭

মানবী বলেছেন: বাহ্! সুন্দর কবিতা!
সেই একটা শেষ কথা কখনও বলা হয়না মনে হয়, কারন কথার পর আবারও কথা চলে আসে.. শেষ নেই!

ভালো লেগেছে কবিতা পড়ে, ধন্যবাদ ধ্রুবক আলো।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:১২

ধ্রুবক আলো বলেছেন: কিছু কথা শেষ পর্যন্ত আর বলা হয়ে উঠে না।

আপনাকেও অনেক ধন্যবাদ। পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম প্লাসে প্রীত হ'লাম।

শুভ কামনা রইলো। ভালো থাকুন

৪৯| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:১৪

ফ্রিটক বলেছেন: সুন্দর লিখেছেন।

২০ শে মে, ২০১৭ রাত ৯:২৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

অনেক শুভেচ্ছা জানবেন।

৫০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

শাহেদ খান বলেছেন: ভাল লাগলো 'ইচ্ছেকথন'! সহজ কথা বলতে চাওয়ার কঠিন সমাচার!

শুভেচ্ছা!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৮

ধ্রুবক আলো বলেছেন: সহজ কথাও অনেক সময় খুব সহজে বলা যায় না।

ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম।

শুভেচ্ছা রইলো, ভালো থাকুন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.