নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

যোগাযোগ ব্যবস্থার ক্রমবিকাশ ও ব্লগিং..

২৬ শে জুন, ২০১৭ রাত ১২:২৬



আমরা এখন বসবাস করছি বিশ্বায়নের যুগে। যেখানে প্রযুক্তি অনেক অনেক বড় উন্নতি সাধন করেছে এবং ভবিষ্যতে আরও করবে! ইচ্ছে করলেই আমরা এখন বিশ্বের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত খুব সহজে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি। সে ছিলো অনেক দিন আগের কথা যখন যোগাযোগের মাধ্যম রেডিও, টেলিগ্রাম, চিঠি এরপর আসলো ল্যান্ডলাইন টেলিফোন। চিঠি কিংবা টেলিগ্রাম ছিলো অনেক সময় সাপেক্ষ যোগাযোগ মাধ্যম, আর ল্যান্ডলাইন টেলিফোন তখনকার দিনে সবার বাড়িতে থাকতো না! তাই এসবের মাধ্যমে যোগাযোগ করাটা ছিলো খুব ধৈর্যের। তখন পৃথিবীটাকে সত্যিকারের অর্থে বিশাল লাগতো। বিজ্ঞানের বিস্ময়কর বিপ্লব ও অনন্য আবিষ্কারের ফলে জীবন হয়েছে গতিময় এবং যোগাযোগ ব্যবস্থার বিস্ময়কর উন্নতি সাধনে পৃথিবী ছোট হয়ে আসছে!!
যোগাযোগের একটি বিস্ময়কর আবিষ্কার হলো মোবাইল/সেলফোন/মুঠোফোন। নেটওয়ার্ক এর মাধ্যমে বেতার সংযোগ, এটি হয়তো কিছুটা ব্যয়বহুল, বেশির ভাগ সময় দেশের বাইরে যোগাযোগের ক্ষেত্রে। মুহূর্তের মধ্যেই যেকোনো সময় যেখানে ইচ্ছে সেখানে বার্তা আদান প্রদান করা যায়। আর এখন সামাজিক মাধ্যমের যুগ, স্মার্টফোনের যুগ, ইচ্ছে করলেই কেউ কারো সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে। এবং তা খুবই স্বল্প মূল্যে। এমনকি ভিডিও কলের মাধ্যমে একজন আরেকজনকে দেখতে পারছে, মনে হয় যেন দুজন মানুষ সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছে! এইসব আশ্চর্জ্জনক ঘটনাবলী সবই বিজ্ঞানের আবিষ্কার এবং আশীর্বাদও বলা যায়।
যোগাযোগের এইসব মাধ্যমের জন্য পৃথিবীর পরিসর খুব ছোট হয়ে আসছে। আগের দিনগুলোর কথা একটু মনে করি, যখন ডাকযোগে চিঠি আদান-প্রদান করা হত। দেখা যেত একটি চিঠির জন্য মাসের পর মাস বসে থাকতে হত। সেই চিঠি একজনের দায়িত্ব থাকতো পড়ার, দিনের বেলায় তার চারপাশে সবাই গোল করে বসে থাকতো চিঠির কথা গুলো শোনার জন্যে। এরপর ছিলো ল্যান্ডলাইন বা টিএন্ডটি ফোনের বিড়ম্বনা। অমুক সময়ে একজন কল করবে এজন্য সেখানে উপস্থিত থাকতে হত গ্রাহককে, কারন এই টেলিফোন ছিল একজন নির্দিষ্ট জনের বাসায়। সে দিন গুলি এখন জাদুঘরেও নেই।
বিশ্বায়ন ও প্রযুক্তির উন্নয়ন সবকিছু পাল্টে দিয়েছে। এখন হাতের নাগালে সব কিছু সব কিছু পাওয়া যায়, নামি ব্রান্ডের সুলভ মূল্যের স্মার্টফোন পাওয়া যায় যা দিয়ে ভয়েস কল, ভিডিও কল, সামাজিক যোগাযোগ, চ্যাটিং, মেসেজ আদান প্রদান এতো সহজ হয়ে যা তুলনাহীন!

হয়তো বিজ্ঞান মানব জীবনকে অনেক সহজ করে দিয়েছে, মানুষ একদেশ থেকে আরেকদেশে যাচ্ছে খুব কম সময়ে। বাস, ট্রেন, ট্রেন, বিমান, মহাকাশযান ইত্যাদি একদেশ থেকে আরেক দেশের দূরত্ব ও সময় লাঘব করে দিয়েছে। হয়তো কোনো একসময় দেখা যাবে যে দরজা খুলেই আপনি পৌঁছে যাবেন সুদূর আমেরিকা বা চীন। সেদিন আসতেওঁ পারে আবার নাও পারে। হয়তো সেদিন আমি বা আমাদের সাথের কেউই থাকবোনা এই পৃথিবীতে। দূর ভবিষ্যতের কথা কে জানে।

ট্যালিপ্যাথি বা মনোসংযোগ বলে একটা বিষয় রয়েছে, যা মানব জগতের সবচেয়ে রহস্যপূর্ন একটি বিষয়। আসলে কেউ কারো মনে কথা শুনতে বা বুঝতে পারে না। এটা হচ্ছে একধরনের অনুমান, একটা বিশেষ টান। যা খুব কাছের মানুষের জন্যে বেশি ঘটে থাকে। যখন বিজ্ঞান-প্রযুক্তি উন্নত ছিলোনা ও যোগাযোগের মাধ্যম ছিলো চিঠি কিংবা টেলিগ্রাম, সেই সময় গুলো মানুষ একজন আরেকজনের সাথে যোগাযোগের জন্য অপেক্ষা করতো। একটা লম্বা সময়। সে অপেক্ষা গুলো ছিলো অনেক আত্মিক। তখনই হয়তো সেই ট্যালিপ্যাথি বা মনোসংযোগ টা বেশি হতো মানুষে মানুষে। যা এখন প্রায় বিলুপ্ত। আজকালের দিনের ভালোবাসাও ভার্চুয়াল হয়ে যাচ্ছে, বর্তমান যুগের কথা বলছি, হয়তো সবার একইরকম অবস্থা নাও হতে পারে!

খুব সংক্ষেপে কিছু মনের কথা ব্যক্ত করলাম। আমি মূলত বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম না না আমি কোনো টেকনিক্যাল বিভাগের লোক। তাই সংক্ষিপ্ত আকারে নিজের সাজানো কিছু কথা তুলে ধরার প্রয়াস করেছি মাত্র।



ব্লগ সামাজিক মাধ্যম নয়; ব্লগ হচ্ছে মুক্ত চিন্তা ধারার লেখালেখির একটা প্রেক্ষাপট। এখানে একজন আরেকজনের নিকট কোনো ম্যাসেজ পাঠানো যায় না, না কেউ কারো সাথে চ্যাটিং করতে পারে। তবুও একটা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন অনেক ব্লগারের পোষ্টে অনেকেই জিজ্ঞাসা করেন 'কেমন আছেন?' 'অনেক দিন পর', "কি খবর ভাই আপনার" " শরীর ভালো তো"
এইযে একটা কুশল বিনিময় এক জন আরেকজনের সাথে; এই যে মমত্ব বোধ তা আকাশ চুম্বী কিংবা বলা যেতে পারে শাশ্বত! কারও সাথে যোগাযোগ করতে চাইলে বা খোঁজ খবর নিতে চাইলে কোনোরকম বাধা কিংবা দূরত্ব আটকে রাখতে পারেনা! সেটা কোন সামাজিক মাধ্যমেই হোক বা ব্লগে । শুধু যোগাযোগ করার মন বাসনা দৃঢ় থাকলেই হবে।
দূরত্বের ব্যাপ্তি বড় কোনো ব্যাপ্তি নয়!!

*একান্ত নিজের কিছু অভিব্যক্তি।

-লেখাখানি সকল ব্লগার ভাই বোনদের উৎসর্গ করলাম।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক


মন্তব্য ৬৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৩৮

ওমেরা বলেছেন: তা কেমন আছেন ভাইয়া । ঈদ মোবারক ভাইয়া ।

২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৪১

ধ্রুবক আলো বলেছেন: হ্যা ভালো আছি, আপনি কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন।
ঈদ মোবারক।

২| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: বিশেষ করে সেলফোন আবিষ্কারটা আমাদের প্রবাসীদের জন্য, একটা বড় আশির্বাদ।। প্রবাসের সব দুঃখ-কষ্ট মনেই পরে না, যখন নিকট জনদের সাথে ভিডিও কলে কথা বলি।। কথার সাথে আদান-প্রদান হয় ইম্প্রেশনেরও।।
আর ব্লগ দিয়েছে, মনের ভাব শেয়ার করার সুযোগ।।
ঈদ মুবারক।।

২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৪৩

ধ্রুবক আলো বলেছেন: হ্যা, এই দিকে যোগাযোগ ব্যবস্থার বিবর্তন একটা বিশাল আশীর্বাদ। খুব ভালো লাগলো অনুভূতির কথা বলেছেন। অনেক ধন্যবাদ।
ঈদ মোবারক

৩| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৪৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ব্লগ সামাজিক মাধ্যম নয়; ব্লগ হচ্ছে মুক্ত চিন্তা ধারার লেখালেখির একটা প্রেক্ষাপট।

কেমন আছেন না আছেন এটা ক্ষেত্রবিশেষে জিগ্যেস করা আর অপ্রসঙে জিগ্যেস করা কিন্তু আলাদা।
ভালো লাগলো।ব্লগ নিয়ে আরো বিস্তারিত আশা করেছিলাম।

ঈদ মোবারক। :)

২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৪৯

ধ্রুবক আলো বলেছেন: এই মনের কিছু অভিব্যক্তি ব্যক্ত করলাম নিজের মত করে। ব্লগ নিয়ে হয়তো কোনো এক সময় বিস্তারিত লিখবো আশা রাখি।
লেখায় যদি কোনোরূপ ভুল থাকে তাহলে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ।

ঈদের শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক।

৪| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৫৩

সুমন কর বলেছেন: বিশ্বায়ন ও প্রযুক্তির উন্নয়ন সবকিছু পাল্টে দিয়েছে। আপনার সাজানো কিছু কথা বা অভিব্যক্তি ভালো লাগল।

ঈদের শুভেচ্ছা। !:#P

২৬ শে জুন, ২০১৭ রাত ১:১৩

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ ভাই।

ঈদের শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক।

৫| ২৬ শে জুন, ২০১৭ রাত ২:১৯

চাঁদগাজী বলেছেন:



ঈদ মোবারক।

মানুষ মানুষকে দেখতেছে, এখনো পুরোপুরি বুজতেছে না; একজন চাইনীজ একজন সুইসকে দেখছে, কিন্তু এখনো বুঝতে অসুবিধা হচ্ছে!

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৮

ধ্রুবক আলো বলেছেন: বুঝতে অসুবিধা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা। সেটাও একদিন ঠিক হয়ে যাবে। বিজ্ঞান এখন অনেক দূর এগিয়ে গেছে।

ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মোবারক।

৬| ২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৪১

বিজন রয় বলেছেন: কেমন আছে । ঈদ মোবারক ।

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪০

ধ্রুবক আলো বলেছেন: আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন ভাই, আশা করি অনেক ভালো আছেন।

ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মোবারক।

৭| ২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৪৪

নাদিম আহসান তুহিন বলেছেন: প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে কিন্তু আগের মত আনন্দ/তৃপ্তি পাওয়া যাচ্ছে না,,,রসকসহীন হয়ে যাচ্ছে সবকিছু,,

আপনাকেও ঈদ মুবারক

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪১

ধ্রুবক আলো বলেছেন: ঠিকই বলেছেন, রসহীন হয়ে যাচ্ছে আবেগ।

ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মোবারক।

৮| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৮

নাগরিক কবি বলেছেন: যোগাযোগ ব্যবস্থা পরে পড়বো, খুব ব্যস্ত বিবির হাতের সেমাই খেয়ে নেই আগে। ;)

ঈদ মুবারক B-)

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪২

ধ্রুবক আলো বলেছেন: হা হা হা, খান খান বিবির হাতে সেমাই মন ভরে খান, আমি এখনও ব্যাচেলর।

ঈদের শুভেচ্ছা রইলো , ঈদ মোবারক।

৯| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবুতর যা যা যা র জমানা পেরিয়ে আসলেই আমরা এত কল্পনাতীত গতির মাঝেই পড়েছি...

আর এখন ঐ কথাটাই সত্য বলে বাজে-
বিজ্ঞান দিয়েছে বেগ
কেড়েছে আবেগ!!!

আমার একান্ত অনুভূতি ভাল লাগল।

ঈদ মোবারক :)

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৪

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর বলেছেন ভাই আমরা কল্পনাতীত গতির মাঝেই পড়েছি।
বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ।
লেখা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মোবারক।

১০| ২৬ শে জুন, ২০১৭ রাত ৮:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগেও সীমিত আকারে চ্যাট করা যায়। মন্তব্যের মাধ্যমে একে অন্যের খোঁজ খবর নেওয়া বা প্রশ্নোত্তর করা এসব তো চ্যাটের মধ্যেই পড়ে, তাই না? তবে ব্লগ বিশুদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, এ ব্যাপারে আমি একমত।

ভালো লিখেছেন। ধন্যবাদ ভাই ধ্রুবক আলো। ঈদ মুবারক।

২৬ শে জুন, ২০১৭ রাত ৯:৪৫

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে বেশ অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ ভাই।

ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মোবারক।

১১| ২৭ শে জুন, ২০১৭ রাত ১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

২৭ শে জুন, ২০১৭ রাত ১:৪৬

ধ্রুবক আলো বলেছেন:

১২| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১০:২৭

খায়রুল আহসান বলেছেন: খুব সংক্ষেপে কিছু মনের কথা ব্যক্ত করলাম। আমি মূলত বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম না না আমি কোনো টেকনিক্যাল বিভাগের লোক। তাই সংক্ষিপ্ত আকারে নিজের সাজানো কিছু কথা তুলে ধরার প্রয়াস করেছি মাত্র। -- সুন্দর প্রয়াস নিয়েছেন। পোস্ট ভাল লেগেছে। + +
এইযে একটা কুশল বিনিময় এক জন আরেকজনের সাথে; এই যে মমত্ব বোধ তা আকাশ চুম্বী কিংবা বলা যেতে পারে শাশ্বত! -- শত্রুতা মিত্রতা এই পার্থিব জীবনের সকল ক্ষেত্রেই বিরাজমান, কিন্তু আমি এই ব্লগের অনেকের সাহচর্য পেয়ে নিজেকে ধন্য মনে করি। অচেনা অদেখা মানুষগুলোকে মাঝে মাঝে অনেক কাছের মনে হয়।
টেলিপ্যাথি বলতে সত্যি সত্যি কিছু একটা আছে বলে মনে করি। আমি ছাত্রাবস্থায় মাঝে মাঝে ছুটি ছাটাতে গভীর রাতে বাড়ী ফিরতাম কারণ প্রায়ই পথে ট্রেনের যাত্রা বিলম্বিত হতো। অবাক হয়ে যেতাম যখন দেখতাম, মধ্যরাতে মা আমার একটি মাত্র ডাকে সাড়া দিয়ে দরজা খুলে দিতেন। জিজ্ঞেস করলে জানাতেন, তাঁর মন বলছিল আমি আসতে পারি।

২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:১১

ধ্রুবক আলো বলেছেন: সত্যিই এই ব্লগের অনেকেই অচেনা অদেখা তবুও খুব কাছের ও আপন মনে হয়।
.
আর ওতো হলো মায়ের মন। নাড়ীর টান, অনেক মায়া। মা সন্তানের হৃদস্পন্দন শুনতে পায়!

পোষ্ট ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো, প্লাসে অনুপ্রানিত হলাম।
অনেক ধন্যবাদ ভাই, শুভ কামনা রইলো।

১৩| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোস্ট ভাল লেগেছে। + +

২৮ শে জুন, ২০১৭ রাত ১:১১

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো, প্লাসে অনুপ্রানিত হলাম ভাই।

অনেক ধন্যবাদ, শুভ কামনা রইলো।

১৪| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৪

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

৩০ শে জুন, ২০১৭ রাত ১২:৪০

ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৯ শে জুন, ২০১৭ রাত ১০:০৯

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: সুন্দর পোষ্ট। ভালো লাগলো।

৩০ শে জুন, ২০১৭ রাত ১২:৪১

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, খুব অনুপ্রানিত হলাম।

অনেক শুভ কামনা রইলো, ভালো থাকুন নিরন্তর।

১৬| ৩০ শে জুন, ২০১৭ সকাল ১০:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন:

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৩

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ঈদ মোবারক। কার্ডটি খুব সুন্দর ।

অনেক শুভ কামনা রইলো, ভালো থাকুন।

১৭| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩০

নীলপরি বলেছেন: দারুন লিখেছেন । আমারই পড়তে দেরী হয়ে গেলো । ++++

শুভকামনা ।

০১ লা জুলাই, ২০১৭ রাত ১:১৪

ধ্রুবক আলো বলেছেন: না আপু দেরি হয় নি। লেখা ভালো লেগেছে এবং প্লাসে খুব অনুপ্রানিত হলাম।

অনেক ধন্যবাদ ও শুভ কামনা। ভালো থাকুন নিরন্তর।

১৮| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:১৪

জুন বলেছেন: টেলিপ্যাথি ব্যাপারটা আমার সাথে আমার আত্মীয় বন্ধুদের সাথে প্রায়ই ঘটে থাকে ধ্রুবক আলো ।
ঈদের দেরী হয়ে যাওয়া শুভেচ্ছা আপনার জন্যও রইলো :)
+

০২ রা জুলাই, ২০১৭ ভোর ৪:৫৭

ধ্রুবক আলো বলেছেন: ট্যালিপ্যাথি ব্যাপারটা বেশি ঘটে যখন কারও সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

ঈদের দেরি হয়ে যাওয়া শুভেচ্ছা আপনার জন্যেও রইলো। প্লাসে অনুপ্রানিত হলাম।

অনেক শুভ কামনা রইলো। ভালো থাকুন নিরন্তর।

১৯| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


ট্যালিপ্যাথি বা মনোসংযোগ বলে একটা বিষয় রয়েছে, যা মানব জগতের সবচেয়ে রহস্যপূর্ন একটি বিষয়। এই বিষয়টি বড়ই ভাবায় আমাকে! রহস্যময় একটা জিনিস!



যাকগে, আপনার লেখাটি খুব সাবলীল! শেষাংশ বেশ ভাল লেগেছে!

০২ রা জুলাই, ২০১৭ ভোর ৪:৫৯

ধ্রুবক আলো বলেছেন: ট্যালিপ্যাথি এই বিষয়টি আসলেও রহস্যময় একটা জিনিস।

লেখা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম।

অনেক শুভ কামনা রইলো। ভালো থাকুন নিরন্তর।

২০| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:১২

মোস্তফা সোহেল বলেছেন: আজকাল মানুষের সাথে মানুষের যোগাযোগ খুব সহজ হয়ে গেছে তবে তারপরও দূরুত্ব বাড়ছে।
স্বার্থপরতা মানুষকে গ্রাস করে ফেলছে। খারাপ লাগে এগুলো।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৩৩

ধ্রুবক আলো বলেছেন: তারপরও দূরত্ব বাড়ছে! খুব সুন্দর বলেছেন ভাই। অশেষ ধন্যবাদ।

অনেক শুভ কামনা রইলো। ভালো থাকুন নিরন্তর।

২১| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: আনলাইনে আছেন ?

২২| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি সময় করে একটু এই লিংক পড়বেন ।। তাহলে বুঝতে পারবে ওর চরিত্র ,,,, কোন ধরণের ।।
http://www.somewhereinblog.net/blog/MohammadBasar/30169903

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৪৭

ধ্রুবক আলো বলেছেন: এই লেখায় আমার তিনটা মন্তব্য ছিলো দুইটা ডিলিট করে দিছে। কারণ সে উত্তর দিতে পারবে না এটা আমি জানি।
যাই হোক পড়ালেখা করলেই শিক্ষিত হওয়া যায় না! এই লোক হলো বড় প্রমান। অবশ্য ওর শিক্ষা নিয়ে আমার সন্দেহ আছে।

২৩| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ২:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
@ খায়রুল আহসান ভাই আপনার পোস্ট খুঁজে শাহরিয়ার, ব্রুবক আলো এদের সাথে আপনার কি সখ্যতা তা আমার খুঁজতে ইচ্ছে করছে না। কিন্তু ব্লোগিং্যের সময়তো আর কম হলো না, কাজেই ধরে নিতে পারেন আমি এসব জানি।

সমরেশ বসুর প্রজাপতি পড়েছেন? রক মিউজিক, র‍্যাপ শোনার অভ্যেস আছে? পশ্চিমা টিভি প্রগ্রাম দেখেন মাঝে মাঝে। প্রাসঙ্গিক সয়ারিং বক্তব্যের অংশ। বিবিসি, আইটিভি, চ্যানেল ফাইভের মত ইউকের ফ্রিচ্যানেলেরও এরকম অনুষ্ঠান করার রেওয়াজ বেশ পুরানো। পৃথিবীর অনেক বিখ্যাত উপন্যাস ও ছায়াছবিতেই কদর্য্য কিন্তু প্রাসঙ্গিক ভাষা ব্যবহার হয়ে থাকে। শাহরিয়ারের মত পুটিকে সাইজ করার জন্য আরও কিছু দরকার ছিল, ও বেঁচে গেছে শুধু আল্পনার পোস্টে এসে এই কাজ করার জন্য।

ঐ পোষ্টে বাসারের করা মন্তব্য থেকে নেওয়া.............. ঐ পোষ্টে গিয়েও দেখতে পারেন ।।

আমাদের শ্রদ্ধেয় ব্লগার ‘খায়রুল আহসান সাহেব, একজন কনেল ছিলেন, দেখুন তার সাথেও সে কি ধরণের কথা বলছে ।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৪২

ধ্রুবক আলো বলেছেন: খায়রুল আহসান ভাইকে আমি জানাইছি ব্যাপারটা গতকাল রাতেই। ওই মন্তব্য পরে আমি পুরো হতাশ হয়ে গেছি। আর যাই বলুক মি. বাসারের উচিত হয় নাই খায়রুল আহসান ভাইকে নিয়ে এরূপ মন্তব্য করা!
একটা কথা অবশ্য ঠিক যে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা বুঝার বয়স আর বুদ্ধি এই বাসারের হয় নাই!


২৪| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ২:১০

শাহরিয়ার কবীর বলেছেন: Click This Link


এ লিংকে গিয়েও দেখতে পারেন ।। আল্পনা আপা নিয়ে কবিতা লিখেছেন .... সে লিখতেই পারে তার ব্যপার ।। তারা তারা মন্তব্য চালাচালি করে .... সব ঠিক আছে ।। ব্যক্তি স্বাধীনতা আছে ।।কিন্তু অন্যদের লেখাকে অখাদ্য বলে কিভাবে !! আর ব্লগের যত সমস্যা আছে তা দেখার দায়িত্ব মডুর...... তারা কারো ব্লগে যায় না, ঠিক আছে তাদের ব্যপার কিন্তু এভাবে কাউকে অপমান তো করতে পারেন । কি এমন পন্ডিত হল বলেন ।। এভাবে তাদের চেয়ে আরো বড় মাপে লোকও ব্লগিং করে .... তারা তো কখনো এই ধরনের আচারণ করে না। এগুলো যদি সবাই পড়ে তাহলে ,,, আমাকেও দু একজন ভুল বুঝেছিল তারও আর ভুল বুঝবেনা ।।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৩৬

ধ্রুবক আলো বলেছেন: আমিও সেটাই বলি। কারও লেখাই উনি অখাদ্য বলতে পারে না! এটা উনি অহংকার করে বলতেছে যে উনার টা ছাড়া বেশির ভাগ লেখাই অখাদ্য।

২৫| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ২:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আজ যাই ...

কাল একটা মিটিং আছে ও কাজ আছে ।। এখন ঘুম দিব....


ভালো থাকুন।

১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই, আপনার ব্লগের লেখা সব ডিলিট করে ফেললেন কেন!? যাই হোক আমরা তো আছিই সবাই এক সাথে।
ফিরে আসুন।

২৬| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:

ভ্রমেরর ডানা ও খাইরুল আহসান সাহেব,সহ আমি এবং আপনার অপমানের প্রতিবাদ করা যায় কিভাবে ??? বলুন ???

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৫০

ধ্রুবক আলো বলেছেন: এরে একঘরে করে রাখাটাই সবচেয়ে ভালো হবে, তাকে উদেশ্য করে কিছু লিখলে তার নাম ছড়ায় যাবে।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৫২

ধ্রুবক আলো বলেছেন: আর সে যে মানের লেখক, তার চেয়ে একশো গুন নিজেকে সে ভাবে। কারন পাগলের সুখ মনে মনে!

আলপনা আপাও কম যায় না! উনি তো নিজেকে জ্ঞান রত্ন মনে করেন। সবাই নাকি বানান ভুল করে।

২৭| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
তাহলে ,এ নিয়ে আপনি একটা পোষ্ট দিতে পারেন, কিছু দিন ভ্রমরের ডানা ব্লগে আসে নাই ; কারণে ঐ বেয়াদবের কারণে.... পরে চাঁগাজী ভাই সহ আমার তাকে অনুরোধ করেছিলাম ।। এখন সে ফিরে এসেছে ।। আপনি সব লিংক থেকে তথ্য নিয়ে পোষ্ট লিখুন .... হয় আমরা ব্লগে থাকবো, আর না হয় বাসার থকেবে কি বলেন ।।ব্লগিং করে কোন টাকা পয়সা নেই যে এখানে থাকতে হবে ।।। আরো অন্য ব্লগ আছে ওখানে গিয়ে লিখবো ।।। আশা করি অনেক ব্লগার আমাদের সাথে একমত হবে । এখন কথাও হয়েছে ........ সামুও ওকে ব্যন করবে ।।আমার দেওয়া যাবে না কারণ আমি ক্যচাল করেছি ।।। না তাতে কি বলেন ????

০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৫৬

ধ্রুবক আলো বলেছেন: হুমম ভালো বলেছেন। দেখি ভেবে কি করা যায়।
যেখানে যাই, আর কিছু করি না কেন, ভদ্র সমাজ না হলে মন বসে না।

২৮| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা ভাই ঠিক বলেছেন যোগাযোগ ব্যবস্থা আগের যে কোন সময়ের চেয়ে এখন ভালো ও উন্নত। তারপরও সময়ের সাথে অনেকে হারিয়ে যায়, যোগাযোগ থাকে না। ইদ কেমন হল ? ভাল থাকুন।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৬

ধ্রুবক আলো বলেছেন: ঈদ হয়েছে মোটামুটি। মন্তব্য খুব ভালো লাগলো, সুন্দর কথা বলেছেন। অনেক ধন্যবাদ।

অনেক শুভ কামনা রইলো, ভালো থাকুন।

২৯| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫৭

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল ।

১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনুপ্রানিত হলাম।

অনেক শুভ কামনা রইলো, ভালো থাকুন।

৩০| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩২

জনতার আদালত বলেছেন: বাহ! যতই পড়ছি ততই ভালো লাগছে এখানের লেখাগুলো । ভাই আমি এখানে নতুন তেমন কিছু বুঝিনা আশা করি সহযোগিতা
পাবো । এটা ছিল ব্লগ খোলার পরে আমার ৩নম্বর লেখা পড়া ভালো লাগল ।

১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১০

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম। আপনাকে স্বাগতম ব্লগে। ব্লগিং যাত্রা শুভ হোক। শুভ কামনা।
কয়েকদিন লেখা ব্লগের লেখা পড়ুন তাহলেই আস্তে আস্তে বুঝে যাবেন সব।

এটা ছিল ব্লগ খোলার পরে আমার ৩নম্বর লেখা পড়া ভালো লাগল ।
শুনে খুব প্রীত হলাম ভাই, কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকুন নিরন্তর...

৩১| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

কল্লোল পথিক বলেছেন:


সুন্দর পোস্ট।

১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৭

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।

অনেক শুভ কামনা রইলো। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.