নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুঁজিনি কখনো আকাশের মানে...

আফসানা যাহিন চৌধুরী

আমার পথচলা আমার পথে

আফসানা যাহিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অনিদ্র কথন

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৯

আজও তাহলে রাতটা কাটবে অনিদ্রায়।

একটি একটি করে পল, মুহূর্ত, ক্ষণ ও দণ্ড পার হবে বিশুদ্ধ বিস্ময়ে।



আজকাল বড় বেশী ভয় করে পরবর্তী সময়টিকে।

আচ্ছা,

এর নামই কী পক্ষাঘাত???



নিদ্রাহীন সময়গুলো কাটে খুব ধীরে।

অথচ প্লাবন কিংবা ঝড়ের পরবর্তী সময়গুলো কত দ্রুতই না কেটে যায়...

সময়ের সাথে আমার জন্মের আড়ি।

তাই বুঝি তার এমন শিষ্টাচার।



বাইরে বৃষ্টি বন্ধ হয়েছে।

কিন্তু রয়ে গেছে রেশ।

উপুড় করা গামলা থেকে পানির শেষ ফোঁটাগুলো এখনও ঝরছে।



কতদিন আমি জানালা খুলিনা.....গরাদের ফাঁকে হাত গলিয়ে দিইনা বৃষ্টি ধরব বলে...

তাহলে কি আহ্লাদেরাও পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে???



ঘুমহীন রাতগুলো ঝুড়ি ঝুড়ি কল্পনা করে পার করে দিই।

কল্পনায় কত অজানা, অদেখা জায়গায় যাওয়া যায়...!



আমি বহুবার বৃষ্টিতে নেচেছি কল্পনায়- “নিঃসমি শূণ্যে...শ্রাবণ বর্ষণ সঙ্গীতে.....”

মেঘের সব আষ্ফালন, সব চোখ রাঙানো উপেক্ষা করে আমি অবাধ্য উন্মত্ত দাদরায় মগ্ন হয়েছি....!



কতবার ট্রেনের ছাদে চড়েছি!

কি ভীষণ! কি ভীষণ!! কি ভীষন দস্যি আনন্দ!!!

দস্যু বাতাসের সাথে হুল্লোড়!!



কতবার বালির ঢিপির উপড় লাফিয়ে আছড়ে পড়েছি!

ছোটবেলায় অসম্ভব প্রিয় ছিল খেলাটা...!

শৈশব এমনি এক অদ্ভুত জায়গা যে,

একবার চলে এলে সেখানে আর কখনোই যাওয়া যায়না;

এমনকী কল্পনাতেও!!





একবার এক ভন্ড সাধু এসেছিল আমার রাজ্যে।

যোদ্ধা-রাজপুত্রের বেশে!

স্পর্ধা ভরে বলেছিল, “রাণী, রাজ্য চাই। রাজত্ব করব।”

আমি তার সাহসে চমৎকৃত হয়েছিলাম..

আমি দম্ভভরে তাকে অনুমতি দিয়েছিলাম আমার রাজ্যে প্রবেশ করতে!

আমার অহম ছিল, আমারই শরীরের অশ্রু দিয়ে গড়া বিষম অশ্রু-প্রাচীর ভেদ করে আমারই সাথে সম্মুখ যুদ্ধের মুরদ কোন বীরের নেই..!



কিন্তু ঐ সাম্রাজ্যবাদী যুদ্ধই ঘোষণা করলনা!

সে কবিতা শোনাত আমাকে.....!

আমি মুগ্ধ হয়ে শুনতাম- মুগ্ধ হতাম তার হাসিতেও!



তখন আমার চিত্রাঙ্গদা হবার সাধ হয়েছিল ভীষণ.....!!



রাজকীয় হিসেব-নিকেশ ভুলে আমি ভাবতাম কবিতাগুলো আমার....!

অথচ,

উপনিবেশে পোড়া মাটির সন্তান হয়েও আমি বর্গী আর কবির তফাৎ বুঝিনি!

বুঝিনি সে অর্জুন নয়!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: কবিতাটি কাল রাতে লেখা। কিন্তু দুঃখজনক ব্যাপার হল, বেশী বৃষ্টি হলে আমাদের এলাকায় ইন্টারনেট খুবই ডিস্টার্ব করে! একেবারে আদিকালের মত নেটওয়ার্কের বাইরে থাকতে হয়..! তাই আর রাতে লেখাটা আপলোড দেয়া গেলনা.....

২| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

নাহিদ শামস্‌ ইমু বলেছেন: একবার এক ভন্ড সাধু এসেছিল আমার রাজ্যে।
যোদ্ধা-রাজপুত্রের বেশে!
স্পর্ধা ভরে বলেছিল, “রাণী, রাজ্য চাই। রাজত্ব করব।”
আমি তার সাহসে চমৎকৃত হয়েছিলাম..
আমি দম্ভভরে তাকে অনুমতি দিয়েছিলাম আমার রাজ্যে প্রবেশ করতে!
আমার অহম ছিল, আমারই শরীরের অশ্রু দিয়ে গড়া বিষম অশ্রু-প্রাচীর ভেদ করে আমারই সাথে সম্মুখ যুদ্ধের মুরদ কোন বীরের নেই..!

সত্যিই অসাধারণ লেগেছে পুরো কবিতাটি।
অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম। রইলো শুভকামনা...

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাহিদ শামস ইমু....! একেবারে নতুন হিসেবে সহযোগীতা আশা করছি। আমার ব্লগে স্বাগতম :)

৩| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে !

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ স্বপ্নবাজ.... :) আমার ব্লগে স্বাগতম।

৪| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৪

মনসুর আলী বলেছেন: apo khob valo laglo lakhata.

৫| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৩

মহানাজমুল বলেছেন: হাস্যকর

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০০

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: কেন ভাই?? দয়া করে জানান..

৬| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৩

বাংলার পাই বলেছেন: একবার এক ভন্ড সাধু এসেছিল আমার রাজ্যে।
যোদ্ধা-রাজপুত্রের বেশে!
স্পর্ধা ভরে বলেছিল, “রাণী, রাজ্য চাই। রাজত্ব করব।”
আমি তার সাহসে চমৎকৃত হয়েছিলাম..
আমি দম্ভভরে তাকে অনুমতি দিয়েছিলাম আমার রাজ্যে প্রবেশ করতে!
আমার অহম ছিল, আমারই শরীরের অশ্রু দিয়ে গড়া বিষম অশ্রু-প্রাচীর ভেদ করে আমারই সাথে সম্মুখ যুদ্ধের মুরদ কোন বীরের নেই..!

কিন্তু ঐ সাম্রাজ্যবাদী যুদ্ধই ঘোষণা করলনা!
সে কবিতা শোনাত আমাকে.....!
আমি মুগ্ধ হয়ে শুনতাম- মুগ্ধ হতাম তার হাসিতেও!
------------------------------এক কথায় অসাধারণ। চমৎকার। অনেক অনেক মুগ্ধতা জানিয়ে গেলাম।

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে.....! আমি একেবারেই নতুন। সহযোগীতা আশা করছি। আমার ব্লগে স্বাগতম :)

৭| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


বাহ ! চমৎকার।

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৪

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ... :) সাথে থাকবেন নিশ্চই..

৮| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ লাগলো।।

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২০

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ.... :) আমার ব্লগে স্বাগতম :)

৯| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩০

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল লাগা লাইন দ'টি


"সময়ের সাথে আমার জন্মের আড়ি।
তাই বুঝি তার এমন শিষ্টাচার।"





দেখুন ১৭৩ নম্বর সিরিয়াল । যদি কোন আপত্তি থাকে জানাবেন। তালিকা থেকে নাম সরিয়ে নিবো।




শুভ কামনা

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: না, আপত্তি থাকবে কেন... ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে স্বাগতম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.