নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুঁজিনি কখনো আকাশের মানে...

আফসানা যাহিন চৌধুরী

আমার পথচলা আমার পথে

আফসানা যাহিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শুভেচ্ছা

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬

আর আমার হতাশার আখ্যান লিখতে মন চাইছে না।
আমি কিছু আনন্দ লেখা লিখতে চাই।
কিছু হৃদয়খোলা হাসির ছবি সেঁটে দিতে চাই জীবন-দেয়ালে।

অনুভূতির চিত্রপটে আঁকা হোক প্রগাঢ় মমতা,
শুদ্ধতম প্রেম আর টলটলে ভালবাসা।

আমি নিশ্চিন্ত শ্বাস-প্রশ্বাসের গল্পগুলো খুঁজে বের করতে চাই - কে জানে,
হয়ত সেখানে থাকতেও পারে আমার ছায়া...


শীতের দুপুরের ভাতঘুমের মত আহ্লাদী হাওয়া
লেপ্টে থাকুক বারান্দায় - জীবনের পরতে পরতে,
বারান্দার মত রোদ্দূরে হোক জীবন।।।

দু’হাতের আঁজলা ভরে দুঃখ নিয়ে
আমি উর্দ্ধাকাশে উড়িয়ে দিয়েছি তাদের -
মহাশূণ্যই তাদের গন্তব্য হোক।
আর তারা ফিরে না আসুক এখানে- যেখানে শালিক এবং
রোদ, উভয়ে এসে বসে।


আমি অনেক না-পাওয়াদের কাতারে দাঁড়িয়ে
প্রাপ্তিকে দূর থেকে দেখেছি,
তীব্র লোভী চোখে!
তবু বিশ্বাসের জীবন-জীবন গন্ধ আমি এখনো পাই ঘুমের ঘোরে।


এই আধো ঘুম, আধো জাগা সময়, কাগজ কলমের হা-পিত্যেশ..
বারবার সেই গন্ধটাই একটু একটু করে তন্দ্রা আনে, একটু একটু জাগায়..!

আহা..কতদিন আমি সশব্দে জাগিনি!


আজকে আমি নিদারুণ শব্দে আড়মোড়া ভাঙতে চাই।
সকালবেলার রাজপথের মতন আহা, শুভ ব্যাস্ত হোক জীবন।

মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫১

মঞ্জু রানী সরকার বলেছেন: শুদ্ধতম প্রেম আর টলটলে ভালবাসা-ভালো লাগলো শব্দ চয়ন

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মঞ্জু রানী :)

ভাল থাকবেন :)

২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৩

আমিনুর রহমান বলেছেন:




দারুণ লিখেছিস। শুভ সকাল।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইজান :#> :#> শুভ সকাল :)

এন্ড হ্যাভ এ গুড ডে.. :)

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৩য় ভাল লাগা।



চমৎকার শব্দ চয়নে মনের আকুতিটুক প্রকাশিত হল। সত্যি একটি সুন্দর সকাল দেখার ইচ্ছা অনেক দিনের ।




ভাল থাকুন নিরন্তন।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আপনিও ভাল থাকুন ইমতিয়াজ১৩, অনেক অনেক ধন্যবাদ :)

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রাপ্তির খাতায় শূন্যতা সত্যিই বেদনাময়।
বিষন্ন নদীর তীরে প্রাপ্তির কুটিরে হোক আপনার ভবিষ্যৎ এই কামননায়।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২১

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসংখ্য ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।।

পূর্ণতার শুভ আলোকে আপনিও উদ্ভাসিত হোন.. :)

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩

যোগী বলেছেন:
দারুন উদারতা না কিছুটা সঠতা, তবে পড়ে বেশ আরাম।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২১

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ যোগী পাঠ ও মন্তব্যে :)

ভাল থাকবেন।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১১

আরমিন বলেছেন: "আমি অনেক না-পাওয়াদের কাতারে দাঁড়িয়ে
প্রাপ্তিকে দূর থেকে দেখেছি,
তীব্র লোভী চোখে!
তবু বিশ্বাসের জীবন-জীবন গন্ধ আমি এখনো পাই ঘুমের ঘোরে।"

ভালোলাগা ! :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আরমিন২৯ ।

শুভেচ্ছা আপনাকেও.. :) :)

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শীতের দুপুরের ভাতঘুমের মত আহ্লাদী হাওয়া
লেপ্টে থাকুক বারান্দায় - জীবনের পরতে পরতে,
বারান্দার মত রোদ্দূরে হোক জীবন।।।

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার :)

বারান্দার মত রোদ্দূরে হোক জীবন..ভাল থাকুন।।।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

নেক্সাস বলেছেন: ভালো হয়েছে

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস। শুভকামনা।।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় হাসান মাহবুব :)

ভাল আছেন নিশ্চই..

সাথে থাকবার জন্য কৃতজ্ঞতা।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: খুব খুশী হলুম অভী ভাই.. :)

শুভেচ্ছা রইল।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭

আবু শাকিল বলেছেন: সরল বণর্নায় চমৎকার :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই, পাঠে ও মন্তব্যে :)

ভাল আছেন কিনা বলুন

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনুভূতির চিত্রপটে আঁকা হোক প্রগাঢ় মমতা,
শুদ্ধতম প্রেম আর টলটলে ভালবাসা।


তবে তাই হোক !
ভালোলাগা রইল। ++

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: !:#P !:#P তবে তাই হোক.. :!>

অনেক ধন্যবাদ স্বপ্নচারীকে :)

ভাল থাকুন, শুভকামনা নিরন্তর..

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫২

ডি মুন বলেছেন: আহা..কতদিন আমি সশব্দে জাগিনি!


আজকে আমি নিদারুণ শব্দে আড়মোড়া ভাঙতে চাই।
সকালবেলার রাজপথের মতন আহা, শুভ ব্যাস্ত হোক জীবন।


বাহ, চমৎকার। শেষ লাইনক'টা বেশী ভালো লেগেছে।

শুভেচ্ছা :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অজস্র ধন্যবাদ ও কুতজ্ঞতা ডি মুন :) :)

আপনাকেও শুভেচ্ছা :)

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

অশ্রুত প্রহর বলেছেন: লাগল ভাল। :) :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অশ্রুত প্রহর :)
ভাল থাকুন।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

বেলায়েত মাছুম বলেছেন: আহা..কতদিন আমি স্বশব্দে জাগিনি!

তবু এই সব যাপিত শব্দে জেগে রই।

ভাল লাগা ও শুভেচ্ছা রইল।

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ বেলায়েত মাসুম।
ভাল থাকবেন।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:











দারুণ কবিতা কবি!!








আমি নিশ্চিন্ত শ্বাস-প্রশ্বাসের গল্পগুলো খুঁজে বের করতে চাই - কে জানে,
হয়ত সেখানে থাকতেও পারে আমার ছায়া...


লাইন দুটি বেশি পছন্দ হয়েছে :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন :) :)

সাথে থাকার জন্যে কৃতজ্ঞতা।।

ভাল থাকুন..

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

ওয়ালি শিখন বলেছেন: ভালো লাগছে আপু ।

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: থ্যাংকস :)

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷




পূর্ণতা পাক প্রত্যাশা ৷

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আলম, শুভেচ্ছার জন্যে :)

ভাল থাকবেন এবং অবশ্যই সাথে থাকবেন।।

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো কবিতা। শুভকামনা।

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কবি দূর্জয়, পাঠ ও মন্তব্যে :)

সাথে আছেন দেখে ভাল লাগছে। ভাল থাকুন।।

২০| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১১

কলমের কালি শেষ বলেছেন: দারুন কবিতা ! ++++

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: মন্তব্যে প্রীত হলুম কলমের কালি শেষ :) অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।।

২১| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১১

তুষার কাব্য বলেছেন: দু’হাতের আঁজলা ভরে দুঃখ নিয়ে
আমি উর্দ্ধাকাশে উড়িয়ে দিয়েছি তাদের -
মহাশূণ্যই তাদের গন্তব্য হোক।
আর তারা ফিরে না আসুক এখানে- যেখানে শালিক এবং
রোদ, উভয়ে এসে বসে।

দারুন ! ...

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অজস্র ধন্যবাদ তুষার কাব্য !:#P

ভাল থাকবেন সবসময়.. :)

২২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬

মাঝিবাড়ি বলেছেন: আহা..কতদিন আমি সশব্দে জাগিনি!

দারুন সরল কথা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.