নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুঁজিনি কখনো আকাশের মানে...

আফসানা যাহিন চৌধুরী

আমার পথচলা আমার পথে

আফসানা যাহিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমি তো লিখিনা - ১

০৩ রা মে, ২০১৫ রাত ১১:৫৪

আ‌লোর বিপরী‌তে আ‌লো হ‌য়ে দাঁড়ি‌য়ে ছায়াবাজীর বিপুল উৎসব।
আ‌লো য‌দি স‌ত্যিই হ‌বে, ত‌বে ছায়াও যে খাঁটি!
আ‌লোর প্রার্থনারতগণ ছায়ায় বিলীন হ‌য়ে যায়,
কা‌লো সময় পৈশা‌চিক স্ব‌রে ফিসফাস ক‌রে ক‌রে যায়..


জল যা ব‌লে, জ‌লের উচ্ছ্বাস ভীন্ন কথা ব‌লে।
‌প্রেম যা ব‌লে, পুরুষ ভীন্ন ভাষা ব‌লে।

পৃষ্ঠা উ‌ল্টে উ‌ল্টে সুনী‌লের মত শ‌ব্দের কাটাকু‌টিই সার কেবল-
কাগজচাপা কথারা থে‌কে যায় কা‌লির আড়া‌লে।


এক একটা সন্ধ্যা আ‌সে কৈ‌শো‌রের আনন্দ নি‌য়ে_ এখনও!
অথচ রাত কাটে মৃত্যুর ঘোরে।

মাকড়সার জালের মত বোনা আচানক সব বি‌ধিমালা!
স্বয়ং মাকড়সারাই কি পা‌রবে ছোটা‌তে??!

অক্ষরের পূ‌ণ্যেই আ‌রেক অক্ষ‌রের জন্ম। ভা‌লোবাসাবা‌সির এ অ‌যোগ্য সম‌য়ে বাহুল্য তপ্ত রুদ্রা‌য়োজন-
নোনা-কটু গন্ধে একখানা নতুন শ্রুত‌লি‌পির পাঠ দেয়।
মানু‌ষের দাঁত ব‌সে যায় মানু‌ষেরই শরী‌রে।
শরী‌রে? না‌কি আত্নায়???


রক্তের রং য‌দিও বা এক, ঘা‌মের গন্ধ তো তবু ভীন্ন। নতুবা কি ক‌রে তু‌মি চেন ‌কে শিক্ষক, কে বাজারী আর কে ডোম?
কীভা‌বে আলাদা করো আর্য আর অনার্য?


‌নিঃশ্বা‌সের সাথে একমুঠ বা‌জে কথা গি‌লে ফে‌লি_ কোথাও আটকায়‌না। ত‌বে কিনা আ‌জো ঘু‌মের ভেতর শ্বাস আট‌কে যায়!


‌দে‌খিস, এক‌দিন আ‌মারও একটা শঙ্খ হ‌বে!
‌কিংবা নি‌জেই হ‌বো শঙ্খনদী।
সরু, শীতল শঙ্খনদী..!

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১২:২১

***মহারাজ*** বলেছেন: কবিতাপাঠে ভালোলাগলো ।শুভরাত্রী

০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ..।

২| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১২:৪৭

আলোকসন্ধানী বলেছেন: আঁধারে ডুবে আছে আজ গোটা বিশ্ব,
শুভ্র আলোয় দূর হোক সকল রহস্য।

০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ..।

৩| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ৭:০০

মন ময়ূরী বলেছেন: খুব ভাল লাগলো।

০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ..।

৪| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১০:২৩

ঘনায়মান মেঘ বলেছেন: অত্যন্ত সুন্দর লেখা। ভাল লেগেছে।

০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:০২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৫| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১০:৫৯

সোহেল আহমেদ পরান বলেছেন: দে‌খিস, এক‌দিন আ‌মারও একটা শঙ্খ হ‌বে!
‌কিংবা নি‌জেই হ‌বো শঙ্খনদী।
সরু, শীতল শঙ্খনদী..
-----------
খুব সুন্দর

০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ..।

৬| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:১১

শতদ্রু একটি নদী... বলেছেন: শেষটা জটিল হইছে। ++

০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ..।

৭| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:২৬

জেন রসি বলেছেন: রক্তের রং য‌দিও বা এক, ঘা‌মের গন্ধ তো তবু ভীন্ন। নতুবা কি ক‌রে তু‌মি চেন ‌কে শিক্ষক, কে বাজারী আর কে ডোম?
কীভা‌বে আলাদা করো আর্য আর অনার্য?

চমৎকার কবিতা।

++

০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:২১

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জেন রসি.. :)

ভাল থাকবেন :) :)

৮| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: মাকড়সার জালের মত বোনা আচানক সব বি‌ধিমালা!
স্বয়ং মাকড়সারাই কি পা‌রবে ছোটা‌তে??

পারবেনা বোধ হয়।

০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: সম্ভব নয়। যদিনা মাকড়সাটাকে অন্য কেউ (অথবা অন্য কিছু!) ধ্বংস করে দেয়.. :)


পাঠে ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় সেলিম আনোয়ার।
শুভেচ্ছা আপনাকে।

৯| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:৫৮

সুমন কর বলেছেন: রক্তের রং য‌দিও বা এক, ঘা‌মের গন্ধ তো তবু ভীন্ন। নতুবা কি ক‌রে তু‌মি চেন ‌কে শিক্ষক, কে বাজারী আর কে ডোম?
কীভা‌বে আলাদা করো আর্য আর অনার্য?


চমৎকার লিখেছেন।

০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন কর.. :)

ভাল থাকবেন।।। :)

১০| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে আলো 'আ‌লো' হয়ে গেলো কীভাবে সেটা একটা ভাবার বিষয়!

০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: হুঁ! যখন আসল এবং কৃত্রিম মিলে তৈরী হয় জগাখিচুড়ি। চেতনায়, চিন্তায়, আদেশে, নীতিতে, রীতিতে- কেবল খিচুড়ি।।।

অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হাসান মাহবুব।
শুভেচ্ছা সবসময় :)

১১| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দে‌খিস, এক‌দিন আ‌মারও একটা শঙ্খ হ‌বে!
‌কিংবা নি‌জেই হ‌বো শঙ্খনদী।
সরু, শীতল শঙ্খনদী..! ---------- দারুন লিখেছো আপুনি

০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অজস্র কৃতজ্ঞতা আপুনি :)


১২| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুমন কর বলেছেন: রক্তের রং য‌দিও বা এক, ঘা‌মের গন্ধ তো তবু ভীন্ন। নতুবা কি ক‌রে তু‌মি চেন ‌কে শিক্ষক, কে বাজারী আর কে ডোম?
কীভা‌বে আলাদা করো আর্য আর অনার্য?

সত্যিই চমৎকার লিখেছেন।মুগ্ধতা।

০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজপুত্র :)

ভাল থাকুন সবসময়। শুভেচ্ছা।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:০৯

তৌফিক চাকমা বলেছেন: ব্যথা , প্রেম আর আহূতি সবই দিলেন ।
শিকল জড়ালেন , পরিতাপে আবার মুক্তও করলেন আত্মাকে , সত্ত্বা ধরল নিজস্ব স্রোত আবার ।
দৈনন্দিন পড়ে নিলাম কবিতায় ।
ধন্যবাদ । অনেক দিন পরে পড়লাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.