নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ছেলেরাও ঝগড়া করে কিংবা বলতে পারেন ঝগ্রু ছেলেও আছে!

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৮

সবাই খালি মেয়েদের ঝগড়া নিয়ে নাচানাচি করতেছে কিন্তু ছেলেরাও যে ঝগড়া করে এইটা কখনোই তারা স্বীকার করে না! দুই নেত্রীর ফোনালাপ ঝগড়ার মত এই প্রসঙ্গে মেয়েরাই ঝগড়ি এই নিয়ে সবাই খুব মজা নিতাছে! কিন্তু সত্যি কইরা কন তো ভাইজানেরা (বিবাহিত) যেসব ভাবীরা ঝগড়া করে তখন কি আপনারা চুপ থাকেন না কি? যেসব প্রেমিকারা ঝগড়া করে তখন প্রেমিকরা কে কে চুপ থাকেন? আর মা ভক্ত পোলারা কন তো?- আপনাদের আম্মুরা যখন ঝগড়া করে তখন আব্বুরা চুপ থাকে না কি?

আমাদের চারপাশে বহু ঝগ্রু ছেলে আছে কিন্তু মেয়েরা ঝগড়া করে এইটাই একটা কমন কথা হয়ে গেছে! আমি নিজে এরকম বহু ঝগ্রু পুরুষ দেখেছি আমার আত্মীয়- স্বজনদের মাঝে যারা ঝগড়া প্রতিযোগিতায় ফাস্ট হওয়ার মত যোগ্যতা রাখে! আর আমার পাগলাটা তো ঝগ্রু নাম্বার ওয়ান! আমি চিল্লাইতে পারি না, ঝগড়া পছন্দ করি না কিন্তু সে নাই কথাতে ঝগড়া সৃষ্টি করতো-! এমন কি সেই ঝগ্রুর মা’ও তাকে নিয়ে শঙ্কিত! সে কিভাবে সংসার করবে এই ভেবে! আর আমি তাকে ঝগ্রু বলে লিখছি এইটা যদি সে জানে তাহলে আমাকে জিন্দা কবর দেয়ার আগে সে কিছুক্ষন এই নিয়ে ঝগড়া করবে!হাহহা!

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২১

শায়মা বলেছেন: আমিও ঝগড়ু পুরুষ দেখেছি।:)


অনেক অনেক তার প্রমান ও আছে আমার কাছে আপুনি!:)

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! কবিটতাটা দেখলাম- আর গল্প প্রথমটা পড়লাম , বাকিগুলো সময় নিয়ে পড়বো ! ঝগ্রু গুলা কখনোই স্বীকার করে না! আর আমি তো আরও আরও ঝগ্রু দেখার জন্যই লেখাটা দিলাম--হাহহা!

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩

শায়মা বলেছেন: Click This Link


এই যে একটা প্রমান:)

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬

শায়মা বলেছেন: Click This Link

এই যে আরেকটা প্রমান।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯

ভিটামিন সি বলেছেন: হাজীর বেটি ইতা কিতা কয়??? ঝগড়া লাগায়া দিমু নি??
হাজীর বেটি একটা মহিলা কাউয়া???
.
.
.
.
দিছি লাগাইয়া। এইবার লাগলেই হয়।

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এইতো আইসা পড়ছে একখান ঝগ্রু! তবে বুঝতেছিনা আপনে মহিলা/ পুরুষ !

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসলে আমরা এত পেরে ওঠিনা আপু। আল্লাহ আপনাদের ঝগড়ার জন্য যে জোর দিছে তাই দিয়ে আপনারা পেরে ওঠেন।হা হা হা দেখলেনত দুই নেত্রির আলাপ চারিতা।

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইজান আপনি কি ভাবীর সাথে পেরে উঠেন না? কিন্তু ঝগড়া তো করেন তাই না? তাহলে ঝগ্রুই বলবো !

৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, মেয়েরা সাধারণত ছোট খাট বিষয় নিয়েই ঝগড়া করতে লেগে যায়, ছেলেরা সাধারণত বড় বড় বিষয় নিয়ে ঝগড়া করে !! ;) ;) :P :P

আর আপনার উনি ঝগড়া করতে শুরু করলে আপনি এমন কিচির মিচির শুরু করবেন যে বেচারা পালাতে পথ পাবে না !! =p~ =p~ =p~ =p~

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসসস! কি আমার বিশেষজ্ঞ! ভাই কিচিরমিচির! অই ঝগ্রু পাগ্লায় ঝগড়া শুরু করলে আমি পালাইতে পারলে বাঁচতাম ! হাহহা!

৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩

রায়হান চৌঃ বলেছেন: শেষ পর্যন্ত এখানো ও ঝগড়া শুরু হতে যাচ্ছে.......!!
সামু কি তা হলো বাংলাদেশ সংসদ ভবণ হয়ে গেল নাকি.....?

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না হয় নাই! হপ পে- যদি ঝগ্রুরা এভাবেই হাজির হয়!

৮| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২

আমাবর্ষার চাঁদ বলেছেন: আপুনি আপনি মোগো ঝগ্রু বানায়া দিলেন...... :||

না হয় একটু আধটু প্রতিবাদ করি.... তাতেই ঝগ্রু B:-)

যান খেলুম না..........

২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা! ওলে ওলে আমার ঝগ্রু ভাইয়াটার অভিমান হইছে! কান্দেনা ভাইয়া!

৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২

সেলিম মোঃ রুম্মান বলেছেন: প্রতিবার ঝগড়ার পরই আমার পাগলীটা হাটু গেড়ে বসে পরে। আর তারপর কি বলে তা তো বুঝতেই পারছেন! :!>

২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসসসসস! পাগলীটারে পচাইলেন! আপনি আসলেই একটা ঝগ্রু- ফগ্রু!

১০| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮

ভিটামিন সি বলেছেন: হায় আল্লাহ হাজীর বেটি কয় কি? একটা মোটা দেইখ্যা দড়ি ফালাও হাজীর বেটিরে নিয়া বায়া উইড্ডা যাইগা। আমি কেমনে প্রমান করুম আমি যে পোলা??? একখান কথা কই, ৫ম শ্রেনীতে পড়ার সময় আমার মুসলমানি হইছিলো। হা হা হা।।।।।
হাজীর বেটি একটা ঝগড়াটে কাউয়া।

২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা! ওমা ! পইড়া গেলাম হাসতে হাসতে -- বাচাউউউউউউঅ! আহারে ঝগ্রু পাগলাটা নাই -থাকলে ধইরা ফেলতো আমারে-! আপ্নে একটা কাউয়ানী!

১১| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮

সাইনাস বলেছেন: লেখাটা রসাত্মকই বটে, তবে আপনিও কম যান না. . . :P
(just kidding)

২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি তো এখনো কিছুই করি নাই! আর করিবোও না -- দরকার পড়লে ঝগ্রু টারে ডাকুম- সামু সহ আপ্নেরে কাঁপাইয়া দিবে যেম্নে আগে দিতো--!হাহহহা !

১২| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩

রাফসান বড়ুয়া বলেছেন: ছেলেরা ঝগড়া করে.......... কথাটা কিছুটা সত্যি। পুরোটা নয়।

ছেলেরা চিপায় পড়ে তবে করে, মেয়েরা অকারণে করে। এমনকি অনেকে রাস্তার পথচারী ডেকে ঘরে তুলে তবুও ঝগড়া করে X( X( X( X(

যা বললাম একটুও মিথ্যা নয় সবটুকু সত্য কথা।।।।। B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কারনে করুক আর অকারনে করুক ঝগড়া যখন পুলারাও করে তখন তারা হইলো গিয়া ঝগ্রু! আপ্নেরেও মনে হইতেছে! ঠিক কইছি না?

১৩| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

ভিটামিন সি বলেছেন: আপনি পইড়া গেলে ধরবার লাইগ্যা আমি আছি তো। পাগল/ছাগল ডাকার দরকার কি?
আমার উপর পূর্ণ ভরসা রাখবার পারুইন। আমি কিন্তু পুরাই ভিটামিন।

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি শখ? পুতলি বউটারে রাইখা অন্য মাইয়ারে ধরবার চায়--! প্রবাসী পোলাপান দেশে বউ রাইখা এইরকম শয়তানী করে----! ভাবীরে কইয়া দিমু কইলাম! আর পাগলারে কইলে তো আপনার একটা হাড্ডিও থাকবে না......।।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

মুনেম আহমেদ বলেছেন: আমি ঝগড়া করতে পারিনা। তবে দেখে খুব বিনোদন পাই।এটাকে কি বলা যায়? :-D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.