নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বেশির ভাগ মেয়েকেই বাবার সম্পত্তি থেকে ভাইয়েরা বঞ্চিত করে/ কখনো বাবারাও করে!

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

ইসলামে যেখানে বাবার সম্পত্তিতে ছেলে/মেয়ের ভাগ পাওয়ার ব্যপারটা পরিষ্কার ভাবে দেয়া আছে সেখানে বেশির ভাগ-ই বাবা এবং ভাইয়েরা মেয়ে এবং বোনদের ন্যায্য পাওনা থেকে প্রায়-ই বঞ্চিত করে--! কোটিপতি বাবার একমাত্র মেয়ে আমার দাদীমাকে তার ভাইয়েরা ঠিক সেভাবে ভাঁওতাবাজি করে একখান সই নিয়ে জায়গা/জমি থেকে বঞ্চিত করছে!কেন আমার দাদীমা সব ছেড়ে দিবে- এই নিয়ে আবার অন্যান্য আত্মীয়-স্বজনদের উস্কানী শুরু হয়েছে! এবং আমার দাদীমার ও মনে হয় টনক নড়েছে -- !এইবার আমার চাচারাও খেপছে -! দেখা যাক কি হয়!

বিঘা/বিঘা জমির কথা বাদ-ই দিলাম মাত্র ৫ শতক জায়গা পেলেও দাদীমা কমপক্ষে ১৫/২০লাখ টাকা পাবে এই নিয়ে গুপ-গাপ চলছে!

আর তাদের এইসব গল্প-গুজব শুনে হাসি পাচ্ছে--!

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

হেডস্যার বলেছেন:
আখেরাতে সে হিসাব দিতে হবে কড়ায় গন্ডায়...

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! অবশ্যই ! প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে!

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০

বেকার মানুষ বলেছেন: ভাববেন না,আপনার বাবার কোটি টাকার সম্পদ আপনিই পাবেন, ঈস্পিতা।

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! কেন পাবো না বলুন তো? আমার বাপির কোটি টাকার সম্পদ নাই! বিলিয়ে দিছে! এখন মাত্র একখান বাড়ী আর খেয়ে- পড়ে থাকার মত কিছু ব্যাংক ব্যালেন্স আছে আর কি! ঈস্পিতা না ঈপ্সিতা!

৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০

বেকার মানুষ বলেছেন: ভাববেন না,আপনার বাবার কোটি টাকার সম্পদ আপনিই পাবেন, ঈস্পিতা।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

দূর আকাশের নীল তারা বলেছেন: ইসলামী আইন মতে, বাবা যদি বেচে থাকেন, বাবা নিজের সম্পত্তি যাকে ইচ্ছা তাকে দিয়ে যেতে পারেন। সন্তানদের মাঝে বন্টন করতে বাধ্য নন।

০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার দাদীমার বাবা বেঁচে নেই! লেখাটা ভাল ভাবে পড়া দরকার ছিলো!

৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

আকরাম বলেছেন: ইসলামে যেখানে বাবার সম্পত্তিতে ছেলে/মেয়ের ভাগ পাওয়ার ব্যপারটা পরিষ্কার ভাবে দেয়া আছে সেখানে বেশির ভাগ-ই বাবা এবং ভাইয়েরা মেয়ে এবং বোনদের ন্যায্য পাওনা থেকে প্রায়-ই বঞ্চিত করে--!
সহমত।
এরাই আবার ইসলামের বড় ইসলামী!

০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ধন্যবাদ ভাই!

৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

নাহিদ তামিম বলেছেন: আপনার মেধা শুন্যতার জন্য বলছি, বাবার সম্পতি মারা যাবার পর ভাগ হ্য়। বাবা বেচে থাকতে যাকে খুশি দিয়ে যেতে পারেন। একটু ইসলামিক বই পড়ে দেখুন শুধু সম্পতি সম্পকে জানলে কি হবে???

০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার ও অবগতির জন্য জানাচ্ছি- আমার দাদীমার বাবা বেঁচে নাই! তিনি অনেক অনেক দিন আগে মারা গেছেন! না জেনেই এত বড় একটা বিষয় নিয়ে কথা বলবো? এমন পাগল নই ভাই!

৭| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

নাহিদ তামিম বলেছেন: > আমার দাদীমার ও মনে হয় টনক নড়েছে -- আপনি নিজেই লিখছেন
> আমার দাদীমার বাবা বেঁচে নাই! এখন বলছেন বেচে নেই। মাথা ঠিক আছে?

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মহা মুশকিল তো! আমার দাদীমার পাওনা নিয়েই তো প্রসঙ্গ! আর দাদিমার বাবা বেঁচে নেই! দাদীমার ভাইয়েরা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে! না পড়েই যে কেন মন্তব্য করেন!

৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

রবিউল ৮১ বলেছেন: ইসলামে যেখানে বাবার সম্পত্তিতে ছেলে/মেয়ের ভাগ পাওয়ার ব্যপারটা পরিষ্কার ভাবে দেয়া আছে সেখানে বেশির ভাগ-ই বাবা এবং ভাইয়েরা মেয়ে এবং বোনদের ন্যায্য পাওনা থেকে প্রায়-ই বঞ্চিত করে---আপনার এই কথার সাথে পূর্নভাবে সহমত।

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.