নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের ভালোবাসা .........?

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

“ স্বপ্ন নীল স্বপ্ন নীল প্রেম যে দুহাত বাড়ায়” গানটা বারান্দায় দাঁড়িয়ে স্বপ্ন শুনছিল ! আকাশটা কেমন গোমড়া হয়ে আছে, মনে হয় এখুনি বৃষ্টি নামবে ! বৃষ্টি স্বপ্নের খুব পছন্দের! বৃষ্টি এলেই স্বপ্ন আনমনা হয়ে যায় আর বৃষ্টিবিলাসী হয়ে বৃষ্টিতে ভিজতে ছাদে চলে যায়। যতখন বৃষ্টি থাকে ততক্ষন স্বপ্ন বৃষ্টির মাঝেই বিভোর থাকে! আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলো স্বপ্ন, ততক্ষনে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু কমছে আবার বাড়ছে, স্বপ্ন ছাদে যাওয়ার কথা ভাবছিলো, হঠাৎ মোবাইলের রিংটোনে ও চমকে ঊঠলো! দেখে নীলের ফোন! নীল কিছুদিন আগে পরিচয় হওয়া ওর এক বন্ধু। পরিচয়ের কিছুদিনের মধ্যেই যে ওকে তুই বলা শুরু করে কিন্তু ও এখনো সেই আপনিতেই রয়ে গেছে! তবে রেগে গেলে ও নীলকে তুই বলে কারন এটা স্বপ্নর অভ্যাস! সারাক্ষন -ই ওদের মাঝে চলে মজার খুনসুটি ! একটা অদ্ভুত সম্পর্ক! নীলের ফোন ধরেই স্বপ্ন বলে ঊঠে-

দারুন বৃষ্টি হচ্ছে ... ভিজবেন?

নীল বলে -হু... যদি...

যদি আপনার মাথায় বরফ পরে আমি হেল্প করবো -- ভয় নেই বুঝলেন?

উহু! যদি!না থাক বলবো না ...।

বলে ফেলেন।।?

হাত ধরে ভিজতে হবে... রাজি?

আচ্ছা এক আঙ্গুল দিবো -- হাত না কেমন?

হু! তারপর ভেজার মাঝে তোর চোখের মাঝে ডুব দেবো --- রাজি?

ইসসস! মানুষ পুকুরে ডুব দেয় আর আপনি আমার চোখে ?

হু! তোর চোখের মাঝে হারাবো ... কিভাবে জানিস?

তোর দুই কাঁধে হাত রাখবো তারপর তোর চোখের দিকে গভীর ভাবে তাকাবো, বৃষ্টির জলে তুই চোখ বন্ধ করবি একটু পর পর-- তারপর......?

হু! খুব রোমান্টিক যে...?

ভাল লাগছে না তোর ...?

হুম!লাগছে!

কল্পনার কল্পিত জগতে চোখ বন্ধ কর-----! বিজি তুই? অনুভব করছিস আমার কথা?

হুম! শুনছি তো -- অ্যাই চোখ বন্ধ করলে ভিজবো কিভাবে?

চোখ বন্ধ কর! শোন , বৃষ্টির জল তোর কপাল, চোখ , নাক, ঠোট, গাল বেয়ে পড়বে আমি আলতো করে ছুঁয়ে দিবো ! গভীর ভাললাগার আবেশ থেকে, গভীর ভালবাসা থেকে আলতো করে ছুঁয়ে দেবো ! চেয়ে চেয়ে দেখবো ------!

হু! আর আমি ধাক্কা দিয়ে ফেলে দিবো ......!

তারপর আমি আলতো করে তোকে কাছে টেনে আনবো ! তুই আমার ঘাড়ে মাথা রাখবি! তোকে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরে -- দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো ---! কোন পাপ বা মনে অন্য কিছু না-- ! শুধু গভীর ভাললাগার আবেশ থেকে---! রাজি?

অই শয়তান, এই বৃষ্টির দৃশ্য কার সাথে ছিল বলেন তো ? আমি তো বললাম- ধাক্কা দিয়ে ফেলে দিবো ---?

কারো সাথেই না হারামী ! তোকে নিয়েই ভাবলাম-- আঘাত করে থাকলে সরি!

আমি কি বলেছি আঘাত করেছেন? ওকে রাজি !

যখন বৃষ্টি শেষ হবে তখন তোর কপালে ভাললাগার অনুভূতির চিহ্ন এঁকে দিবো ! তারপর তোকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে আসবো এন তোর ভেজা চুল মুছে দিবো !রাজি?

হু! আপনি তো সিনেমার নায়ক তাই না?

তারপর এক কাপ চা বানিয়ে খাবো দুজনে! আমি মন থেকে বললাম- আর তুই খোঁচা দিলি?

চা টা কে বানাবে- শুনি ?

আমি !

ধন্যবাদ!

যা যা বলছি রাজি?

রাজি রে বাবা! তবে আমি তো চুপচাপ থাকবো না এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো না-- ছুটোছুটি করবো -- ধরতে পারলে---?

ধরতে পারলে কি?

আরে ! গাধা-- আমি ছুটোছুটি করবো --!

ওকে আমি তোকে ছুটে ছুটে ধরবো ----তুই শাড়ি পড়বি কেমন?

এরপর-ই নীল বলে- অই এই টপিক বাদ!

স্বপ্ন বলে- আহাহা!

নীল বলতে থাকে কল্পনার ফানুস যতই উড়তে থাকবে ততই দুজনের জন্য- বলেই চুপ হয়ে যায়!

স্বপ্ন বলে- কি? কষ্ট বাড়বে?

নীল বলে-হু! কষ্ট বাড়িয়ে লাভ কি?

স্বপ্নও হু বলে আনমনা হয়ে যায়!

এরপর নীল বলে একটা সত্যি কথা বলবি? একদম অনেস্টলি বলবি? যেটা সত্যি সেটাই বলবি? যা জিজ্ঞাসা করবো- তা সত্যি বলবি?

নীল বলে- বলেন?

নীল বলে- আমার প্রতি কি তোর ভালোলাগা আছে? নরমাল ভালোলাগা না , ভালোবাসায় ছুঁয়ে যাওয়া ভালোলাগা ? একদম অনেস্টলি বলবি, যা সত্যি তাই বলবি?

স্বপ্ন বলে- বললে কি হবে? আপনার আছে আমার প্রতি?

নীল বলে- আমারটা বলছি আগে তোরটার উত্তর দে?

স্বপ্ন বলে- আমার নোট আছে ফেসবুকে, পড়ে দেখেন। উত্তর পেতেও পারেন।

আর এভাবেই সেই বৃষ্টিস্নাত দিনে ভালোবাসায় ছুঁয়ে যাওয়া ভালোলাগা টের পেয়েছিলো দুজনে- যা আগে থেকেই একটু একটু করে হয়তো বুঝতে পেরেছিলো দুজনে! ওদের দুজনের- ই সমস্যা ছিলো- ওরা জানতো ভুল করছে! কিন্তু তবুও সাহস করে তারা ভালোবাসার সেই ভুল পথে হাঁটতে চাইলো! সেই টেলিকথপোকথোনে স্বপ্ন টের পেয়েছিল নীলের প্রতি তার ভালোবাসার কথা ! নীল ও সেই কথপোকথোনে বুঝিয়েছিলো তার ভালোবাসার কথা! এরপর দুজনে আর ও অনেকবার কথা বলেছে, নীল অনেকভাবে স্বপ্নকে বুঝিয়েছে, যুক্তি দেখিয়েছে - যাই ঘটুক না কেন, আমরা কেন আমাদের বর্তমানকে নষ্ট করবো! আর সব কিছুই ফেস করা যাবে, যদি দুজনের প্রতি দুজনের ভালোলাগা আর ভালোবাসা থাকে! জানি না স্বপ্নের কি হলো- শেষমেশ সেও সেই ভালোবাসার পথে হাঁটতে চাইলো!

তারপর তো ছুটে চলা- অবিরাম ছুটে চলা ভালোবাসার সেই স্বপ্নময় পথে! কিন্তু মাঝে মাঝেই সব কিছু কেমন ওলট -পালট হয়ে যেতে লাগলো ! যে ভালোবাসার সমুদ্র বুকে নিয়ে দুজন মানুষ পাশাপাশি চলতে ছেয়েছিল সেই ভালোবাসায় মাঝে মাঝেই তিক্ততা এসে দাঁড়াতে লাগলো । দিন দিন কিভাবে যেন নীল বদলে যেতে লাগলো ! যে টান ভালোবাসার সম্পর্কে জড়ানোর আগে স্বপ্নের প্রতি তার ছিলো, তা যেন আস্তে আস্তে কমে যেতে লাগলো ! স্বপ্ন কিছু বললেই- নীল বলতো, আমি তো এমন-ই বাউন্ডুলে! স্বপ্ন অবাক হয়ে যেত! স্বপ্ন ভেবে পায় না কি করবে?

স্বপ্নের ভাবনায় প্রতিক্ষণেই জড়িয়ে থাকে নীল, মিশে থাকে তার সমস্ত অস্তিত্ব জুড়ে, তবুও নীল ভুল বোঝে স্বপ্নকে অকারনে! নীলের উদাসীনতা আর তিক্ত কথাগুলো ভাবায় স্বপ্নকে , আর নীলের ভালোবাসার অভাবে স্বপ্ন অনুভব করে একাকীত্ব ! বহুজনের মাঝে থেকেও সে আনমনা হয়ে যায়, তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে! আর তখন- ই স্বপ্ন বোঝে - সে নীলকে কতটা ভালোবাসে ! কিন্তু নীল আর নীলের ভালোবাসা বড়ই অদ্ভুত! কখনো সুনামির মত সে ভালোবাসার স্রোতে স্বপ্নকে ভাসিয়ে নিয়ে চলে আবার কখনো খরার মত সেই সম্পর্কে এক ফোঁটাও ভালোবাসার বৃষ্টি হয় না! এই আজব মানুষটার আজব ভালোবাসায় স্বপ্ন বারবার ভেঙ্গে পড়ে , পায় না কোন কূল কিনারা!

আবার সামনেই রয়েছে চরম বাস্তবতা! তবে কি জীবনের বাস্তবতার কাছে আর নীলের অবহেলার কাছে পরাজিত হবে স্বপ্নের ভালোবাসা .........?





মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

ডরোথী সুমী বলেছেন: 'ভালবাসা' পরাজিত হয়না। আমরাই কেমন যেন গুলিয়ে ফেলি। খুব ভাল লাগলো লেখাটি।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানি আপু!হয় না! কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটে যে পরাজয় স্বীকার করে নিতে হয়! ধন্যবাদ! আপনার লেখাগুলি পড়ি বেশ ভাল লাগে।

২| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর :)

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

রায়হান চৌঃ বলেছেন: খুব ভালো হয়েছে.... ;)
কষ্ট ভুলে গিয়ে স্বপ্ন দেখা উচিৎ.... স্বপ্ন ই মানুষ কে বাচিয়ে রাখে.... ভালো থাকবেন.... ;)

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাআ! আমি অপ্টিমিস্ট ভাইয়া! তাই ভেঙ্গে যাওয়া স্বপ্নের মাঝেও আলো খুঁজি ! হু! কিছু স্বপ্ন কিছু আশা এখনো আছে বলেই তো বেঁচে আছি! আপনিও ভাল থাকবেন!

৪| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

শাহরিয়ার নীল বলেছেন: খুব সুন্দর

৫| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ! ভাইয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.