নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে নিজেকে কেন জানি প্রতিভাবান বলে মনে হয়! কেন মনে হয়, তা খুঁজতে খুঁজতে প্রতিভা শেষ করে ফেলছি

ফাহাদ মিয়াজি

মাঝেমধ্যে নিজেকে কেন জানি প্রতিভাবান বলে মনে হয়! কেন মনে হয়, তা খুঁজতে খুঁজতে প্রতিভা শেষ করে ফেলছি

ফাহাদ মিয়াজি › বিস্তারিত পোস্টঃ

আপনি কতটা হাসতে পারেন? :-P

০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৬

১। আপনার সামনে কেউ পা পিছলে পড়ে গেলে, তাকে তোলার আগে কয়েক চোট হেসে নেন?


২। ক্লাসে স্যার বা অফিসে বস গরম হয়ে কিছু বললে অনেক কষ্টে হাসি চেপে রাখেন?


৩। স্ত্রীর সঙ্গে পারতপক্ষে ঝগড়ায় যান না, কারণ ঝগড়ার সময় আপনার হাসি পেয়ে যায়?


৪। কমেডি সিনেমা দেখলে হাসতে হাসতে চেয়ার বা বিছানা থেকে পড়ে যান?


৫। ঠা ঠা ঠা করে এমন অদ্ভুত ভঙ্গিতে হাসেন যে আশপাশের সবাই ভয় পেয়ে যায়?


৬। হাসতে গেলে ৩২ দাঁত বের হয়ে যায় বলে সব সময় দাঁত মেজেটেজে সাদা রাখেন?


৭। হাসতে হাসতে চোখে পানি এসে যায় বলে হাসছেন নাকি কাঁদছেন এই ভেবে সবাই কনফিউজ হয়ে যায়?


৮। কাউকে জোকস শোনানোর পর সে হাসার আগে আপনিই বিকট স্বরে হাসতে থাকেন?


৯। কারো দুঃখের কথা শুনলেও দাঁত কেলিয়ে হেসে ফেলেন?


১০। আপনাকে আড়ালে সবাই গোপাল ভাঁড়, মিস্টার বিন ডাকে?


স্কোর


হে মহান 'হাসতে নাকি জানে না কেউ'। ওপরের যেকোনো ধাপের সঙ্গে আপনি হেসে ফেললে দুই নম্বর। আর না হাসলে শূন্য।


০=আপনার হাতে 'ঘোড়ার ডিম'। মানে হাসতে পছন্দ করেন, আবার এই জরিপে অংশও নিয়েছেন। সুতরাং আপনার শূন্য পাওয়ার সম্ভাবনা শূন্য।


২-৮=আগে মজার কিছু শুনলে হাসতেন। ইদানীং যা শোনেন, তাতেই হাসি পায়। আজকাল আপনার সঙ্গে কেউ কোনো আলোচনায় যেতেই চায় না, কারণ সব কিছু শুনেই হাসেন। সুতরাং সংলাপে বসতে চাইলে হাসিঠাট্টা কমান।


১০-১৮=আপনি হাসেন ভালো কথা। হাসতে হাসতে আশপাশের মানুষদের কিল বসিয়ে দিচ্ছেন, ধাক্কা মারছেন। এসব কী? 'নিজে হাসুন, অন্যকে হাসাতে ভালোবাসুন।' এই নীতিতে চলছেন ঠিক আছে। কিন্তু এর অতিরিক্ত করবেন না।


২০=ভাই শোনেন শোনেন। আরে, একটু হাসিটা থামিয়ে জরিপের ফলাফলটা শুনুন। হেমায়েতপুরে বসে জরিপে অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

আদিম যোদ্ধা বলেছেন: হা হা হ........................

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০১

ফাহাদ মিয়াজি বলেছেন: হিহিহি

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

খোলা মনের কথা বলেছেন: অনেক ফানি

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

ফাহাদ মিয়াজি বলেছেন: :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.