নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু না

গার্বেজ

ফ্রাস্ট্রেটেড

এইসব দৃশ্য আজহারের গোপন দর্পণের উল্টোপাশের প্রলেপ।

ফ্রাস্ট্রেটেড › বিস্তারিত পোস্টঃ

ভুবনচিলের ডানায় - পিছলে পড়ে রোদ (ছোটগল্প)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯











এইসব রাতে - একাকী ল্যাম্পপোস্টের বিহ্বল নিয়ন আমার মরচে পড়া জানালা দিয়ে গলে অগোছালো বিছানায় মাকড়সা এর মত ছড়িয়ে পড়লে নিজেকে বড্ড বেশি ছারপোকা মনে হয়। বিদঘুটে, কুৎসিত, দুর্গন্ধবিশিষ্ট এবং সর্বোপরি ঘৃণা ও জিঘাংসা উদ্রেককারী। ক্লান্ত দিন শেষে আমার বিছানার চাদরে লেপ্টে থাকে নিষুপ্ততা, বালিশে হামাগুড়ি খায় দুঃস্বপ্নের দল। আমারই কেবল ঘুম আসে না, আমি দেয়ালঘড়ির গান শুনি, টিকটিক, টিকটিক। পোড়ে সিগারেট, মশকীর কয়েল, দেয়ালে ঝোলে ঝুল, ওড়ে ধোঁয়া আর ধূলো। আর এইসব রাতে, এইসব ধূসরতার মাঝে আমি এক স্থবির সময়ের মাঝে আটকা পড়ে থাকি নিয়নের আলো দিয়ে বোনা মাকড়সার জালের মাঝে। ভূতুড়ে নিঃসঙ্গতার জ্বরে হাবুডুবু খাই, আমার ঠোঁট আর চোখ যুগপৎ বুঝে ফেলে – আমি বন্দী হয়ে গেছি আপন আঁধারের অলৌকিক কারাগারে। হঠাত জানালার পাশে ছাতিমে শিশিরের ঘ্রাণ পেলে আমার মনে পড়ে মল্লিকার কথা। আহ, মল্লিকা... চন্দ্রমল্লিকা, মল্লিকা আমার ক্লওডিয়া, অতন্দ্রিলা, তার হাস্যে - লাস্যে ঝরে পড়ে কাঠগোলাপের ছায়া। চোখের দীঘিতে পানকৌড়ির স্না্ন। ওড়নার ঢেউয়ে নাচে শীতল হাওয়া, ওড়ে আসমানী মেঘ। আমার ঘুম আসে না, আমার ছয় দেয়াল ক্রমশ সংকোচিত হতে থাকে, ছোট হতে থাকে পরিসর। মল্লিকার গ্রীবার নিশানা নিরূপণ করতে করতে আমি বালিশে সমর্পণ করি আমার বিষাক্ত অভীক চিবুক। কবে কোথাও পরাগরেণুর ঢেউয়ে শুনেছিলাম– জীবন একটা সাইকেলের মত, চলতে না থাকলে ভারসাম্য থাকে না। আমি বুঝি, আমার জীবন চলছে না, অথচ প্যাডেলে পা রেখেই ছয় দেয়ালের মাঝে আমি এক সুনিপুণ ভারসাম্য তৈরি করে চলেছি, অরুন্তুদ, নোংরা, ভ্যাপসা, শ্যাওলা ধরা ছারপোকার মত জঘন্য জীবনের ভারসাম্য ।

পোড়ে সিগারেট, ওড়ে ধোঁয়া আর ধূলো।









সেই যে সুনীলের ‘মনীষার দুই প্রেমিক’ ! শুরুটা ছিল এইরকম “আমি মনীষাকে ভালোবাসি। মনীষা আমাকে ভালোবাসে না। মনীষা অমলকে ভালোবাসে। ব্যাপারটা এরকমই সরল”।



আমার ব্যাপারটা অনেকটা সেইরকম হলেও আমি টের পাই-আর যাই হোক, ব্যাপারটা সরল না। আমি মল্লিকাকে ভালোবাসি, আমার আঙ্গুল ছিড়ে যেতে চায় মল্লিকার আঙ্গুলের কাছে। মল্লিকার নখের মাঝে আমার নখর, গোলাপী ও ধূসর। বড্ড বেমানান, কিন্তু আমি মল্লিকাকে ভালোবাসি, আমার মত করে ভালোবাসি। মল্লিকা ভালোবাসে ইশতিয়াককে, মল্লিকার মত করে ভালোবাসে। ইশতিয়াক ভালোবাসে মল্লিকাকে, ইশতিয়াকের মত করে ভালোবাসে। ব্যাপারটা সরলতা থেকে সরে আসে ঠিক তখনই, যখন আমার চোয়াল শক্ত হয়ে আসে ইশতিয়াকের কথা চিন্তা করলে। নিশীথে আমার চোখে জ্বলে নিশিত খুনের নিষঙ্গ। আমার লোহিত রক্তকণিকারা আমাকে জানিয়ে দেয়, সুনীলের মত আমার হৃদয় মাহাত্ন্য বোঝে না। সুনীল অমলের হিতাকাংক্ষী ছিলেন। আমার স্যাতস্যাতে ছয়দেয়ালের মত আমার হৃদয়ও সংকীর্ণ। আমি ইশতিয়াকের হিতাকাংক্ষী নই। ইশতিয়াকের কথা আমার প্রশ্নে কিংবা উত্তরে, কানে কিংবা চিন্তায় এলেই আমি ইশতিয়াকের আঙ্গুলের কথা চিন্তা করি, ঐ আঙ্গুলকে আমি মল্লিকার আঙ্গুলের মাঝে লেপ্টে থাকতে দেখেছি। কোন একদিন আমি আঙ্গুলগুলিকে আমার এসট্রের শোপিস বানাবো। আমি জানি, আমার এত ক্ষমতা নেই, আমার সাহস কম, ইশতিয়াকের ব্যক্তিত্ত্বের চাবুকের কাছে আমার চাকু অসহায়। কিন্তু, স্বপ্ন দেখতে আমার ভাল লাগে। গভীর রাতে দীর্ঘশ্বাসের মাঝে আমি ইশতিয়াকের আঙ্গুল ভেসে বেড়াতে দেখি; ছিন্ন। আমার ভাল লাগে।



ব্যাপারটা তাহলে ঐ পর্যন্ত সরল। বসন্তের বিষণ্ণ বাতাস, সবুজ পাতাদের গান, মল্লিকার হাতে রক্তজবা-ইশতিয়াকের দেয়া। নায়ক এবং নায়িকা। ঠোঁটে সিগারেট, হাতে বারুদ হাতে আমি বুঝে যাই, আমি হচ্ছি খলনায়ক। আমি শাল গাছের পেছনে দাঁড়িয়ে নায়ক ও নায়িকার আঙ্গুল দেখি, রক্তজবার আনন্দ দেখি, তাদের হাসি দেখি, আমার চোয়াল শক্ত হয়ে যায়। একটা হলুদ পাতা আমার পায়ের কাছে এসে পড়ে, ওর আয়ু ফুরিয়ে গেছে, আমি শ্লেষাত্নক হাসি দেই একটা।

ওড়ে ধোঁয়া আর ধূলো, ধূসর।







ফাল্গুনী বিকেল- মল্লিকাকে একাকী হেঁটে যেতে দেখি সেই রক্তজবার রক্তে স্নাত আসনের পাশ দিয়ে, সেখানে ফুলের সমাধি, কৃষ্ণ বর্ণের, পাংশুটে। মল্লিকার প্রতিটি পদক্ষেপ থেকে বিকীর্ণ হয় নিরংকুশ অহংকারের দীপ্তি, গ্রীবার মতই স্বাপ্নিক। আমার খুব জানতে ইচ্ছা করে সুড়কি ও পায়ের তালুর মাঝে আমার ভালোবাসা পিষ্ট হচ্ছে কিনা। আমি মল্লিকার চুলের ঘ্রাণ পর্যন্ত পৌঁছে একবার খুব আলতো করে ডাকি – “এই মল্লিকা!!” মল্লিকা পেছনে ফেরে, একটু অবাক হয় – “আরে আজহার যে, কি খবর ??” আমি বুঝতে পারি না, চোখের কোণে আরোপিত কৃত্রিম কাজলের মত বিস্ময়টাও আরোপিত কিনা।



আমার অতন্দ্রিলা, আমার ক্লওডিয়া, আমার ইচ্ছা করে চিৎকার করে উঠতে “একদিন আমি তোমার কাছে পৌঁছব বলে আজও বেঁচে আছি, যেখানে কাল দাঁড়িয়ে পড়ে যেন শকট, তুমি একটু থামো, তোমার দু পায় আমি নুপূর পরাই...অন্ধের মত আঙ্গুল বাড়িয়ে একবার ছুঁয়ে দাও দেখি আমার শরীর, দেখি গা থেকে জমানো ছাই ওড়ে কিনা, নেভে কিনা আগুন...চতুর্দিকে দেববালকের হাতে অনিবার্য বেজে উঠুক হাজার মাদল, তোমার রক্তের মাঝে দশেরার চাঁদ হয়ে খেলা করে যাই...তোমাকে দূর থেকে হাঁটতে দেখলে আমার ইচ্ছে হয় রাস্তায় বুক পেতে দিই, ধূলোয় কেন হাঁটবে, আমার বুকে দাঁড়াও। “



আমি মল্লিকার ঠোঁট শুনতে পাই – “আরে, কি বলবি বল। চুপ হয়ে গেলি কেন ??”



ঠিক সেই সময়ে আমি আকাশের দিকে তাকাই, একটা ভুবনচিলকে উড়ে যেতে দেখি- নির্লিপ্ত, নির্বিকার, নিস্পৃহ, নিশ্চঞ্চল। তার ডানায় পিছলে পড়ে এক পশলা রোদ, ঈষৎ খয়েরী। হঠাৎ ভুবনচিলটাকে আমার কাছে অজস্র ছারপোকা এর সমষ্টি বুঝে বিভ্রান্ত হলে মনে পড়ে, প্রায়শই রাতে বিহ্বল নিয়নের মাঝে আমি নিজেকে ছারপোকা মনে করি। সেইসব নিশীথে আমার চোখে জ্বলে নিশিত খুনের নিষঙ্গ ।

অরুন্তুদ, স্যাতস্যাতে জীবন আমার; ধূসর।

মন্তব্য ৫৮ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন: প্রথম ভালোলাগা।



ভালো থাকবেন।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: প্রথম ধন্যবাদ।

অবশ্যই ভাল থাকার চেষ্টা করবো। আপনার জন্যও শুভকামনা।

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

তন্ময় ফেরদৌস বলেছেন: আপনি সুন্দর লিখেন

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ।

কষ্ট করে পড়ার জন্য আরেকবার।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসে ফ্রাস্ট্রেটেড, প্রতিবারের মতোই।
আপনার কথা ভাবতেসিলাম, ছিলেন কৈ ??

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: খুব ব্যস্ত ছিলাম রে ভাই। খুব খুব ব্যস্ত।

আপনাকে ভাল লাগাতে পেরে ভাল লাগছে।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগলো । গল্পের নামটা খুব কাব্যিক হৈছে

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

ধন্যবাদ পাঠের জন্য।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

ভিয়েনাস বলেছেন: ক্লান্ত দিন শেষে আমার বিছানার চাদরে লেপ্টে থাকে নিষুপ্ততা, বালিশে হামাগুড়ি খায় দুঃস্বপ্নের দল ......... চমৎকার একটা গল্প পড়লাম।

ভালো লাগা রেখে গেলাম।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আজকে আমি নিজেও খুব ক্লান্ত, নিষুপ্ততায় হারাতে যাচ্ছি। শুভরাত্রি ভিয়েনাস।

আপনাকে ভাল লাগাতে পেরে আমি পুলকিত।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

নোমান নমি বলেছেন: শব্দের কি ব্যবহার। বিষন্ন কিছু শব্দের অসধারণ ব্যবহার করলেন।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

লম্বা ঘুমের কারণে একটু দেরি হয়ে গেল জবাব দিতে।

শুভকামনা রইলো।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন!! এবং তা প্রতিবারের মতই।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: সকালবেলাটা "দারুন" মনে হচ্ছে এইরকম কমেন্ট পেয়ে।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন!! এবং তা প্রতিবারের মতই।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: সব চরিত্র "কাল্পনিক"

অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

চন্দ্রাহত বালক বলেছেন: ++++++++++++++ :)

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যাক, অবশেষে গল্প শেয়ার দিলেন। :)

আপনার শব্দের ব্যবহারে বরাবরের মতোই মুগ্ধ।
একটা ঘরের চার দেয়াল হয়, আপনি ছয় দেয়ালের কথা বলছেন। আপনি কী ছয় দেয়াল বলতে ছয়দিক বুঝাচ্ছেন! না অন্যকিছু, জানার আগ্রহ রয়ে গেলো।কয়েকটা টাইপো চোখে পড়েছে, সময় করে ঠিক করে নিয়েন।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ফ্লোর আর সিলিং এইগুলা সহ ধরলে তো ঘরের দেয়াল ছয়টাই। ঐটাই বুঝাইসি।

পোস্ট করার আগে চোখ বুলাইসিলাম। মেজর কোন টাইপো চোখে পড়ে নাই। মাইনর টাইপো হইলে থাক, এডিটিং করতে কষ্ট হয় অনেক।

অনেক ধন্যবাদ কবি ঘুরে যাবার জন্য।

১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

অদৃশ্য বলেছেন:



লিখাটি পড়া হলো.... ভালোলাগা জানিয়ে গেলাম...


শুভকামনা...

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনার জন্যও শুভকামনা।

ভাললাগা জানিয়ে যাবার জন্য ধন্যবাদ অদৃশ্য।

১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

সায়েম মুন বলেছেন: লেখাটা ভাল লাগলো। অনেক ভাল। এই গল্পটা পড়তে গিয়ে আমার লেখা একটা কোবতের কথা মনে পড়লো।

মায়া

মায়া আমাকে টেনে ছিল
তার কায়ার ভেতর
ছায়া হয়ে নাভিমূলে
প্রবেশের দয়া হয়নি।

আমি চেয়েছি এক
নির্জলা সহজ পথ
সে দেখালো এক ক্ষত
হাড়ের অলিন্দে শুয়ে
এক জন্তু বিশ্রামরত।

অরুন্তুদ শব্দটাকে অন্যদের পাশে কেন জানি বেমানান মনে হচ্ছে।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আরে বাহ, চমৎকার। কবিতাটা খুব সুন্দর লাগলো বস। "অরুন্তুদ" শব্দটা আমার পছন্দের খুব। থাক না ঐটা, বেমানান হলে হোক।

অনেক ধন্যবাদ কবি, আন্তরিক।

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার চমৎকার চমৎকার

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।

শুভকামনা নিরন্তর

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: অদ্ভুত সুন্দর এবং বিষন্ন। নিকের নামরনের সার্থকতার প্রমান দিচ্ছেন বাক্য আর শব্দ জুড়ে।

+++++++++++++++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অনেক ধন্যবাদ ধলা মানুষ।

ঘুরেফিরে বিষণ্ণতাতেই ডুবে যাই কেন জানি !!! আমি কিন্তু একটা রোমান্টিক গল্প লিখতে চেয়েছিলাম।

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

হাসান মাহবুব বলেছেন: খুবই তীব্র একটা লেখা। অনুভূতিছুরি দিয়ে ভালোবাসার শল্যচকিৎসার প্রত্যাশা। ভূবনচিল উড়ন্ত, নখ ধারালো। উড়ন্ত অবস্থায় কর্তন বেশি ভালো। কিন্তু ছারপোকারা পঙ্গপালের মত ধেয়ে আসে, আগ্রাসী।

ঘোরপাঠ।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: উফ, হামা ভাই। বারবার ধরা খেয়ে যাই আপনার কাছে। মনে হয়, এইতো এই বাক্যগুলি আমার লেখার কথা ছিল গল্পের মাঝে। পারি নাই।

এইরকম কমেন্টের জবাব কী দিব বলুন !!! ধন্যবাদ ফন্যবাদ দিয়া কাম নাই।

তারচে সিগ্রেট খাই একটা।

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন সুন্দর ! লেখনী অনেক ভালো লাগলো।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: কষ্ট সার্থক।

শুভ মাঘ বিকেল।

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:

আপনার লেখায় বরাবরই একটা শব্দের সংঘাত থাকে যা বর্ননার ক্রমপরম্পরায়
পাঠকে আবিষ্ট করে রাখে; এ লেখাটি আমাকে সেই আবিষ্টের পরের অংশে এনে ফেলেছে!

শুধুই মুগ্ধতা!!

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আহেম, আহেম। এত ভেবেচিন্তে তো লিখি নাই। কোন এক ছারপোকা রাত শেষে একটানে লিখে ফেলেছি।

আপনার ভাল লেগেছে জেনে সত্যিই এক প্রফুল্লতার ঝটকা খেলে গেল। সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ চিল, সোনালী ডানার চিল।

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

নেক্সাস বলেছেন: আমি কি বলবো ভেবে পাচ্ছিনা।

এই প্রথম আপনার লিখা পড়লাম।

আমি পুরাই আপ্লুতো।

অনুভূতিপ্রবণ দারুন একটা লিখা।

এত জীবন্ত দৃশ্যকল্প যেন চোখের সামনে সব দেখতে পাচ্ছিলাম।

লিখাটি প্রিয়তে ।

আর আপনার জন্য শুভকামনা।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আমিও বুঝতে পারছি না কী বলবো !!!! প্রশংসার সাথে আমি ঠিক পরিচিত নই। কেমন দায়সারা একটা "ধন্যবাদ" দেয়া ছাড়া কিছু মাথায় আসে না জবাবে।

আপনার কমেন্ট পেয়ে খুব ভাল লাগলো নেক্সাস।

কেন যেন মনে হল, শুভকামনাটা ঠিক আমার জন্য আপনি দেননি। আজহারকে দিয়েছেন।

আমার পক্ষ থেকে আপনার ও আজহার দুজনের জন্যই শুভকামনা রইলো।

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

শহিদুল ইসলাম বলেছেন: আরে বস ! শেষে আইসা তীব্র একটা বিষণ্ণতা ঝেকে বসল ! আহ বিষণ্ণতা !

চমৎকার একটা গল্প !

তুমি ভালো থেকো হে বিষণ্ণতা !

নস্টালজিক করে দিলেন :(

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: নস্টালজিক !!!!! #:-S #:-S #:-S কাহিনী কী রে ভাই !!!

বিষাদ এর স্বাদটা নোনতা খুব, ভাললাগে না, তারপরও মুক্তি নেই। ঐ যে কারাগার।

খুব ব্যস্ত সময় যাচ্ছে বোধহয়। ব্যাপার না, আস্তে ধীরেই আসুন ভুবনচিলে চোখ রাখি।

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

শহিদুল ইসলাম বলেছেন: বস আপনে তো আমার আগে পোস্ট দিয়া দিলেন

এটা ঠিক করে নাই :( :-B

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনার জয় তো কামনা করেছিলাম কায়মনোবাক্যে। ঠেলে ঠেলে জিতায় দিলেন।

তবে, খুবই অল্প ব্যবধানে - রেসের শুরু-শেষ দুটোই। ৪ এবং ৬, ২১ এবং ২৩ :D :D

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

বিষণ্ণতা..................

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: খুব বিচ্ছু, ছাড়তেই চায় না।

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

ডানাহীন বলেছেন: বিতিকিচ্ছিরি, বিষণ্ণতাবিশিষ্ট সর্বোপরি হতাশা উদ্রেককারী ..
এবং ক্লাসিক ..

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: নোংরা, অরুন্তুদ, স্যাতস্যাতে, ভ্যাপসা, বিদঘুটে, কুৎসিত, দুর্গন্ধবিশিষ্ট এবং সর্বোপরি ঘৃণা ও জিঘাংসা উদ্রেককারী।

অনেক ধন্যবাদ ডানাহীন ঘুরে যাবার জন্য। শুভকামনা নিরন্তর।

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

রেজোওয়ানা বলেছেন: আপনি খুব চমৎকার লেখেন, ব্লগে এমন গল্প লিখিয়ে হাতে গোনা কয়েক জন মাত্র......

আরো গল্প আসুক এমন।


শুভেচ্ছা ফ্রাস্ট্রেটেড।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: হ্যাঁ, গল্প আসবে... আরো আসবে। কয়েকটা দিন বেশ ফ্রি আছি... লিখে ফেলবো।

আপনার জন্যও শুভকামনা।


মল্লিকা, সখি ভালবাসা কারে কয় ????

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: উপস্থিত স্যার এবং টুপি বিয়োজন !

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ফাঁকিবাজ ছাইত্র... এতক্ষুণ কুথায় আসিলা ???

অনেক ধন্যবাদ প্লিওসিন।

কিছু কাঠগোলাপ আপনার জন্য।

২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

নক্ষত্রচারী বলেছেন: অনেকদিন পর পোষ্ট দিলেন !

প্রেমজ অনুভূতির সবটাই ঢেলে দিয়ে মজে রইলাম আপনার লেখায় । সুন্দর লিখেছেন অনেক । শব্দের বাহার মুগ্ধ করার মত !

শুভকামনা :) ।।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অনেকদিন ধরেই অনেক অনেক ব্যস্ত ছিলাম... দুঃখিত দেরী করবার জন্য।

সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ নক্ষত্রচারী।

শুভকামনা মহাকাশ ছোঁয়া

২৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সাহিদা আশরাফি বলেছেন: ''ঠিক সেই সময়ে আমি আকাশের দিকে তাকাই, একটা ভুবনচিলকে উড়ে যেতে দেখি- নির্লিপ্ত, নির্বিকার, নিস্পৃহ, নিশ্চঞ্চল। তার ডানায় পিছলে পড়ে এক পশলা রোদ, ঈষৎ খয়েরী।''

চমৎকার শব্দ বুনন।কিভাবে এত সুন্দর করে লিখেন?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: একটু দেরী হয়ে গেল জবাব দিতে... আন্তরিকভাবে দুঃখিত।

এক পশলা ধন্যবাদ আর মুঠোভরা শুভকামনা রইলো।

আর লেখা ???? প্রথম প্রথম খাতা-কলম ব্যবহার করতাম। এখন আদ্যোপান্ত কিবোর্ড দিয়েই লিখছি।

২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

নাজিম-উদ-দৌলা বলেছেন: আমার চোখে জলে নিশিত খুনের নিষঙ্গ। এই অনুভুতির সাথে আমি খুব বেশি পরিচিত। আজহারের মাঝে নিজেকেই যেন দেখছিলাম।

তোমাকে দূর থেকে হাঁটতে দেখলে আমার ইচ্ছে হয় রাস্তায় বুক পেতে দিই, ধূলোয় কেন হাঁটবে, আমার বুকে দাঁড়াও।

এই লাইনগুলা বুকের ভেতর হাহাকার তোলার জন্য যথেষ্ঠ। ভাললাগা প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে সত্যিই ভাল লাগলো খুব। আর, আপনার মনোযোগী পাঠই অনেক... আলাদা করে স্তুতি শুনানোর দরকার তো নাই।

ভাল থাকুন নাজিম... শুভ সকাল।

২৮| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

মহামহোপাধ্যায় বলেছেন: এই ছুটি ছুটি অলস বিকেলে এক অদ্ভুত ঘোরে আচ্ছন্ন হতে দারুণ লাগছে।

সিক্যুয়েলে যাই।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:০২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনাকে দারুণ লাগাতে পেরে খুব ভালো লাগছে বস।

ঈদ মোবারক :)

২৯| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:১১

আলম দীপ্র বলেছেন: শব্দগুলোকে জীবন্ত মনে হয়েছে । ভাল লাগ্ল ।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অনেক ধন্যবাদ দীপ্র :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.