নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু না

গার্বেজ

ফ্রাস্ট্রেটেড

এইসব দৃশ্য আজহারের গোপন দর্পণের উল্টোপাশের প্রলেপ।

ফ্রাস্ট্রেটেড › বিস্তারিত পোস্টঃ

ফুলজান আমার লাজুক হাওয়া (ছোটগল্প)

০১ লা মার্চ, ২০১৩ রাত ১:৫০









হয়, মাঝে মাঝে এমন হয়। মাঝে মাঝে অন্যমনস্ক চোখ আর নিঃসাড় মস্তিষ্ক দল বেঁধে ছুটে যায় ভ্রান্ত সময় ভ্রমণে।



যেমনটা হয়েছিল সেদিন। আমি আর আজহার পলাশীতে নৈশব্দের সুতো বিমর্ষতায় পুড়ে সন্ধ্যাটুকু সেলাই করছিলাম। অনেকক্ষণ পর নেমে এল চাঁদ, নাগরিক নির্জনতার মাঝে। আজহার বলল – 'ভাপাপিঠা খাবি ?? এইখানে এক খালা আছে, খুব ভাল বানায়।'

আমরা গেলাম। আটপৌরে নীল শাড়ির মাঝ থেকে বেরিয়ে এল একটা কোমল হাত, সেখানে দুটো চুড়ির ধাক্কা, রিনিঝিনি শব্দের মাঝ দিয়ে আমাদের সামনে তুলে ধরলো তার সৃষ্ট দুটো পিঠা। আমি পিঠার দিকে তাকাই, মনে হয় যেন ঐ চাঁদের একটা মিনিয়েচার হাতে ধরে থাকি। শুভ্র-শুক্ল, সেখানে কলংকের মত লেপ্টে আছে খেজুরের গুড়। খালা আজহারের দিকে নিশানা করে জোছনা মাখানো হাওয়ায় ভাসিয়ে দেয় একটা প্রশ্নবোধক – ‘ভালা আছেন ভাই ??’ আজহার দায়সারারকমভাবে মাথাটা নাড়িয়ে পালটা একটা প্রশ্নবোধক ছোড়ে – ‘আচ্ছা খালা, দ্যাখো, আমি তোমার এইখানে পিঠা খাই কতদিন হল। অথচ, আমরা নিজেদের নামটাই জানিনা এখনো। আমার নাম আজহার, তোমার নাম কী ??’

সাথে সাথে কোন এক অলীক স্পর্শ অনুভূত হয় তার। একটা নিশ্চিন্ত কেন্নো হঠাৎ স্পর্শ পেলে যেমন, তেমনিভাবে শরীর গুটিয়ে নেয়। লজ্জাবতী পাতার মত শাড়ির ঘোমটার মাঝে গুটিয়ে নেয় মুখ, সেই লজ্জাবতীর ফুল হয়ে নির্লজ্জ ফুটতে থাকে পিঠাগুলি। খালা লজ্জা পায়, সে যে কী ব্রীড়া, সে যে কী সংকোচ !! যেন নাম তার এক গোপন অপরাধ। লজ্জাবতী বলে- ‘বলাই লাগবো ??’ আজহার বলে – ‘না, তা না, ইচ্ছা না হইলে কওনের দরকার নাই।‘ আচল টেনে, ঘোমটা টাকে আরেকটু লম্বা করে খালা জবাব দেয় – ফুলজান। যেমন করে নববিবাহিতা বাসর ঘরে স্বামীর প্রশ্নে জবাব দেন।



তখনই আমি তার ব্রীড়ার উৎস খুঁজে পাই, শহুরে যান্ত্রিকতায় সেকেলে নামটা বয়ে বেড়ানোই তার লজ্জা। এই নামটা ধরে সম্ভবত কেউ তাকে ডাকে না আর, সম্ভবত কোন পলাশ কিংবা বকুলের মা – এইটুকুই তার পরিচয়। তবে কেউ নিশ্চয়ই ডাকতো, আদর করে ডাকতো। গোল্লাছুট খেলার মত নামটাও তার ছুটে পালিয়ে গেছে জীবন থেকে।



আর, ঠিক সেই সময় ঐ যে বলেছি মাঝে মাঝে ভ্রান্ত সময় ভ্রমণে চলে যাই। আমি ডুবে গেলাম, ফুঁড়ে গেলাম অজস্র সময়।







যেন ফুলজান আমার বধূ, কৈশোর কে বিদায় জানাতে অপ্রতিভ এক পল্লি তরুণী। শিশুদের আঁকা ছবিতে যেমন দেখা যায়, একটা নদীর পাশে একটা কেবল কুঁড়েঘর দাঁড়িয়ে, ঠিক সেইরকম একটা কুঁড়েঘরে আমাদের বাস। আহ, ফুলজান, আমার ফুল, আমার জান। ফুলজান ঘরে থাকে, আমি কিষাণ মাঠে আলের মাঝে, আগাছার ফাঁকে ঘরে ফেরার আকাংখাটা লুকিয়ে রাখি। ধানের মাঝে গেঁথে দেই সোনালী স্বপ্ন। ফুলজানের কোলে আসবে নতুন কিষাণ। শাড়ির ভাঁজে লেপ্টে থাকবে, আচলে মুখ লুকাবে। উঠানে হামাগুড়ি খাবে দিনভর।



মনে হয়, যেন আমি আর ফুলজান ছাড়া পৃথিবীতে কেউ নেই আর। আমি আদম, ফুলজান আমার হাওয়া। আমাদের চারপাশে বাতাসে ভেসে বেড়ায় রঙ, লাল-নীল-হলুদ সবরকম। আমি সেই রঙ দেখে, দেখতে দেখতে বাঁশি বাজাই, বাঁশির সুরে আমার শব্দ খেলা করে। দুপুরবেলা বটগাছটার নিচে বসে ছায়ায়; আর ফুলজান বসে বসে ঘাসে হাত বুলায়, আঙ্গুলের মাঝে সবুজ মাখে। ফুলজানের অনাবৃত শরীরএর চামড়া একটু কুঁচকে গেলে তার নিচে খেলা করে আমাদের শিশু।

এরই ফাঁকে কখনো পাখিরা শিষ দিয়ে ওঠে, উদাস করা। সেই শিষ সীসার বুলেটের মত আমাদের কানে এসে লাগে। আমরা ব্যথা পেয়ে ছোট্ট একটা ধ্বনি তুলে হাসাহাসি শুরু করি। সেই হাসির সাথে অল্প একটু পানি মিশিয়ে ফুলজান আমাদের উঠান লেপে। তাই, আমাদের উঠানে হাসিগুলো ফুটে থাকে সবসময়। আমাদের ছাদে মেঘ ভাসে নিরন্তর, সেই মেঘের ছায়াগুলো, মায়াগুলো ঝড়ে পড়ে আমাদের খড়ের চালে।



আমাদের আপন নদীতে মাঝে মাঝে একটা দুইটা নৌকা চলে, হেরে গলায় গান গাইতে গাইতে মাঝিরা, তাদের আরোহীরা সরে যায়। তাদের গান মিশে যায় নদীর মন্থর ঢেউয়ে। সেই ঢেউ আচড়ে পড়ে আমাদের উঠানে, আমাদের হাসির সাথে মিশে নতুন রঙ এর জন্ম দেয়।

আবার, মাঝে মাঝে আমি আর ফুলজান শরত বিকালে নৌকায় চেপে বেড়াতে যাই নদীর অন্য ঢেউয়ে। তখন আমি নূহ, আমার নৌকার সওয়ার শুধু ফুলজান। সবাইকে ফেলে রেখে আমরা নৌকায় চাপি নতুন পৃথিবীর দিকে।



আঁধার নামলে ফুলজান হারিকেন কিংবা মোমবাতি নিয়ে আসে। সেউ আলো ফুলজানের মুখে পিছলে যায়। মুখে একটা লাজুক হাসি খেলে। চোখের পাপড়িতে বোনা সুখের নীড়। খেতে বসলে ফুলজানের থালা থেকে উড়ে আসা গরম ভাতের ভাঁপ এর দিকে তাকিয়ে বুঝতে পারি, আনন্দগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে কুয়াশার মত।

আবার, কোন কোন রাতে আমরা একসাথে গান গাই, নাচি, আমাদের ঠোঁটগুলো আরেকজনের ঠোঁট ছুঁয়ে ফেলে।

কিংবা, কোন কোন রাতে ফুলজানের চুলোর পাশে বসে আগুন পোহানোর ফাঁকে ফুলজান বাড়িয়ে দেয় একটা ভাপাপিঠা।

মাটির চুলোয় আগুন ধাক্কা খেয়ে ফুলজানের মুখে আছড়ে পড়ে; সেখানে লজ্জা।







ফুলজানের ডাক শুনে সম্বিত ফেরে, ‘ কি ব্যাপার ভাইজান, খাইবেন না পিঠা?? ঠান্ডা হইয়া যাইবো তো !!’

কতক্ষণ চলে গেলো মধ্যে ?? কতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে?? বুঝতে পারি না। আনমনে পিঠা খেতে খেতে আমার মনে প্রশ্ন জাগে, আদম কি কবিতা লিখতো ?? হাওয়ার দিকে তাকিয়ে কি তার একবারও কবিতা লিখতে ইচ্ছা করেনি ??



আমি ফুলজানের দিকে হতবিহ্বল চাহনি দেই একটা। আর কী আশ্চর্য !! ফুলজানের চোখে সেই লজ্জাটাই লেপ্টে আছে এখনো।



মন্তব্য ৭৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:১৫

সমানুপাতিক বলেছেন: ফুলজান আর সময়ভ্রমণের গল্প ভাল লাগলো :) :)

০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৫৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: বর্তমানের ফুলজান এবং সময়ভ্রমণ ব্যস্তানুপাতিক।

২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:১৬

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: দারুন লিখেছেন।
+++++

০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৫৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: শুভরাত্রি বাউন্ডুলে। আজ রাতে আপনি একটা সুখস্বপ্ন দেখবেন, প্রেডিক্ট কর্লাম :)

৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:২৭

হাসান মাহবুব বলেছেন: ভাঁপা পিঠা প্রস্তুতকারিণী হঠাৎ বিহবল কিছু সময় উপহার দিল, সুন্দর। কিন্ত পাঠক হিসেবে আমি কথকের মোহময়তার ভাগ নিতে পারিনি, কারণ প্রথমে তাকে খালা হিসেবে উল্লেখ করা হয়েছে। আর তখনই আমার একটা প্যারোডি গানের কথা মনে হৈছে,

বাপ জানে... আহা
মা জানে... আহা
জেনে গেছে খালাআম্মা...
জানাজানি হল আমাদেরই প্রেমের কথা!

গল্প সুন্দর হৈসে।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:২৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: পিঠাওয়ালিকে খালা ছাড়া আর কোন সম্বোধন করার তেমন সুযোগ নাই অবশ্য। আপনার কমেন্ট দেখে গল্পটা আরেকবার পর্লাম, খুব ছোট্ট একটা এডিট কর্সি। হোপ, দিস ইস বেটার।

গানটা তো সেইরকম মনে হচ্ছে :D :D , শুনি নাই।

শুভ মার্চ মাস হামা ভাই। can february march ?? no, but april may.. :D :D

৪| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:১৭

সিরাজ সাঁই বলেছেন: ছুঁয়ে গেল। অনেক ধন্যবাদ সহকারে প্লাস প্লাস প্লাস।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:০৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: তার পরই নাগরিক ব্যস্ততা হাওয়া থেকে দূরে সড়িয়ে নিল আদমকে। সাঁইজির ভাল লেগেছে জেনে ভাল লাগলো খুব :)

৫| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

রোকেয়া ইসলাম বলেছেন: আমার আজকের সকাল টা শুরু হোল এই অসম্ভব সুন্দর একটা গল্পের অনুভুতি নিয়ে। সত্যি খুব ভাল লাগলো। মন্টা ছুয়ে গেল। গল্পের প্রতিটি লাইনে আবেগ, অনুভুতি গুলি চমৎকার ভাবে ফুটে উঠেছে।

অনেক শুভ কামনা রইলো।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:০৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রোকেয়া ইসলাম। হৃদয় হয়ে উঠুক ভালবাসায় পরিপূর্ণ। :)

৬| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে গল্পটা।
আমি আর আজহার পলাশীতে নৈশব্দের সুতো বিমর্ষতায় পুড়ে সন্ধ্যাটুকু সেলাই করছিলাম। চমৎকার ||

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: শুভেচ্ছা মুন।

আপনার মনোযোগী পাঠ বরাবরই প্রীত করে। :)

৭| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫

আবু মান্নাফ খান বলেছেন: অসাধারন অভিব্যাক্তি। অসাধারন প্রকাশ।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: জানি না... হবে হয়তো...

শুভ শুক্রবার। :)

৮| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯

সায়েম মুন বলেছেন: বেশতো! ফুলজান এবং সময়কে নিয়ে ঘুরাঘুরি। বেশ লাগলো।

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: বহুদিন পর আজকে রাতে স্বপ্ন দেখলাম, তাও আবার দুঃস্বপ্ন। ধ্যুত ... :(

৯| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

শের শায়রী বলেছেন: ভাল লাগার গল্প খুব একটা পাইনা। বেশ ভাল লাগল ভাই। ভাল থাকুন।

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: হুঁ, ভাল গল্প একটু খুঁজতে হয়। আসলে, পোস্টের সংখ্যা বেড়ে গেছে তো খুব।

পুরনো ব্লগারদের (অনেকেই চলে গেছেন) ব্লগ ঘুরে আসতে পারেন পাঠক্ষুধা নিবৃত করার নিমিত্তে :)

১০| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

দক্ষিনা বাতাস বলেছেন: অনেক দিন পর ছোট গল্প পড়লাম মনোযোগ দিয়ে। ভালো লাগলো। একটা প্লাস।

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ মনোযোগী পাঠের জন্য।

শুভ দুপুর। :)

১১| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

রেজোওয়ানা বলেছেন: ৫ ফেব্রুয়ারীর পর মনে হয় এই প্রথম ব্লগে কোন গল্প মন দিয়ে পড়লাম~

ভাল লেগেছে

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনার অনুপ্রেরণা সবসময়ই খুব ভাল লাগে, অপ্টিমিস্টিক করে তোলে।

বহুদিন পর গতকাল কিঞ্চিত আনন্দ পেয়েছিলাম, তাও ম্লান হইলো পরে... যাউকগা, অপ্রাসঙ্গিক আলাপ ... :)

শুভকামনা রইলো।

১২| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

সিরাজ সাঁই বলেছেন: তারপরই নাগরিক ব্যস্ততা হাওয়া থেকে দূরে সড়িয়ে নিল আদমকে।

মুভির ক্রেডিটস কিছুটা রোল করার পর অনেক সময় চকিতে একটা দৃশ্য এসে মুভিতে একটা নতুন মাত্রা দেয়। এটাও অনেকটা তেমন লাগলো - ভালো লাগলো। আমিও আমার প্রিয় একটি বাক্য তারপরে যোগ করি -

অ্যান্ড দেন কেইম দ্যা রেইন।

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: উফ, রেইন... এইটা নিয়ে আবেগের বন্যা ভাসিয়ে দেয়া যায়। সাঁইজি, আপনার জন্য প্রিয় অমিতের কবিতা -

রেইনফল

বালিশের কটনে লেগে আছে অনিদ্রা
গৃহিণীর ছুরির হাতলে আঘাতের প্রস্তুতি

জানালার বাইরে বৃষ্টি
রেইনফল! রেইনফল!
সাউন্ড অফ আওয়ার সোলস!

শহরের স্কয়ারে ভিড় জমিয়েছে
এলিয়টের হলো-মানুষেরা
তাদের কোনো ছাতা নাই, রেইনকোট নাই
তাদের কালো হ্যাট ভিজে চুপসে যাচ্ছে।

লেডিস হোস্টেলের দেয়ালে
কয়েকটি অস্পস্ট কাক বসে আছে।


আরেকটা -

মফস্বলের বৃষ্টিমুগ্ধ রাত

মফস্বলে বৃষ্টির রাত এখন
পাতারা মোলায়েম
আর সবুজ

আমি ঝাপসা ঐ দৃশ্যে যাই
আর ফিরতে পারি না

ভেজা কাঠের গন্ধ মাথায় নিয়ে
ঘুমিয়ে পড়েছে চেরাইকল
স্নিগ্ধ নদী যতো আছে; মৃত্যুর, রহস্যের
রাতের গ্রন্থিতে অলৌকিক
তারা জেগে থাকে

মফস্বলের বৃষ্টি
অসাম্প্রদায়িক
সবকিছু বিমর্ষ করে ফেলে
টুকরো টুকরো ফুটে ওঠে
শরনার্থী শিবির, পৃথিবী

আমি ফিরি নাই ঘরে

দূরে পোভার্টি লাইন
বৃষ্টিতে ভিজে
কার্ভ হয়ে গ্যাছে।


উফফ, নেশা ধরে যাচ্ছে, এইবার আকাশচুরির বৃষ্টি বর্ণনা দেই :)

আনিসের ক্রমশ পাতলা হয়ে আসা করোটির ছাদে করকরে ঠান্ডা হাওয়া ছ্যাত করে ছলকে উঠলে ঘাড় ঘুরিয়ে ডানে তাকাতেই দেখে, পোয়াতি মেঘের তলপেট বড় আর কালো হতে হতে ছুঁয়ে ফেলেছে ফ্লাইওভার। লোভি বিজলী চকিতে পোয়াতি মেঘের পেট চেটে নিলে, সেই চটচটে আঠালো ছোঁয়াচ আনিসের চোখ ঝলসে দেয়। "শাআ-লা! এতক্ষন কই ছিল এরা!"টুপটাপ কয়েকটা লাফে রাস্তাটা পেরুতে গেলে বেনো জলের তোড়ের মতো সিআনজি-বাস-লেগুনা-প্রাইভেট সব পোয়াতি মেঘের ধাওয়া খেয়ে আনিসকে আটকে ফেলে মাঝ রাস্তায়। শুকনো জিভ আর টাকরার ফাঁকে "শালা" গালিটা পুর্নতা পাওয়ার আগেই নিজেকে ডিভাইডারের উপরে টেনে তোলে আনিস, সিটি কর্পোরেশনের পোষা গাছ মাড়িয়ে ওপারের রাস্তাটা পেরুতে গেলে ভাটির টানে ভেসে যাওয়া ১টা সিএনজি আর ১টা প্রাইভেটের বেমাক্কা খিস্তির মাঝে পড়ে যায় আনিস, এর মধ্যে বৃস্টির বড়ো সড়ো একটা ফোঁটা তাতানো রাস্তাটাকে গেঁথে ফ্যালে।

ভাল থাকুন সাঁইজি, অনেক আজাইরা প্যাচাল পার্লাম :)

১৩| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল লেগেছে ছোট গল্প। ++++++++++++

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আহ, সরিষা ক্ষেতে একটা ফুটফুটে শিশু, চোখ ঝলসে যায় ... খুব বেশি সুন্দর।

১৪| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

শহিদুল ইসলাম বলেছেন: বস ! অনেকদিন পর !

পড়তে পড়তে আমিও যেন এক সময় ভ্রমনে চলে গিয়েছিলাম !

কি অসাধারন অনুভূতির বহি প্রকাশ !

যেন আমিও কোথাও ছিলাম , কোণ এক নদীর তীরে বহুকাল !

আদৌ ছিলাম কি ?

অনেক অনেক ভাল লাগল বস !

আছেন কেমন ?

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: হুমম, ছুটিতে ভাবসিলাম পোস্টের বন্যা বয়ায় দিমু। হৈলো কৈ ?? শাবাগ আর বইমেলা কর্তে কর্তেই শ্যাষ।

আপনার খবর সবর কী বস ?? খুব ব্যস্ত নাকি ?? দেড়মাস পর পর পোস্ট দ্যান... আগে তো দশদিনের মাঝেই পাইতাম :)

ভাল আছি বস, বেশ ভাল আছি। তবে, ব্যস্ততাও বেড়েছে খুব। আরো বাড়বে :|

১৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

সিরাজ সাঁই বলেছেন: আহ, অসাধারণ, অসাধারণ ! হৃদয় তন্ত্রীতে আবারও কোথায় যেন একটা টান লাগলো, একটা দোলা দিলেন যেন। ভাবনাগুলো এক বিক্ষিপ্ততার দোলাচালে পড়ে গেল। এর মাঝেই আমি একটা যোগ করি -

So I'll continue to continue to pretend
My life will never end,
And flowers never bend
With the rainfall !

এই পোস্টটা আগেই প্রিয়তে নিয়েছিলাম, এবার আপনাকে অনুসরনে নিলাম।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: এইটা কি ঐ সাইমন, গার্ফুঙ্কেল না কি যেন, ওদের গান না ???

আজকাল বেশ ব্যস্ত থাকি বস, গানবাজনা শোনা হয় না। আপনার ব্লগেও যাই না। কারণ, গেলেই লোভে পড়ে যাই, গানগুলো শুনতে ইচ্ছা করে খুব।

আমি তেমন লিখতে পারি না সাঁইজি, আপনার হতাশ হবার সম্ভাবনা কিন্তু অনেক বেশি :)

ভাল থাকুন সবসময়। সুরে, সুরে, ছন্দের মাঝে।

১৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৩২

মামুন রশিদ বলেছেন: পলাতক সময়, পলাতক মন । আমরা নিত্য হারাই নানান ফুলে, কল্পনায় ভাসি কল্পনায় হাসি । কিন্তু প্রকাশে সদা সংকোচ ।


আপনি অসংকোচে গল্পটি বলায়, গল্পটি পেয়েছে নতুন মাত্রা । আর পাঠক হিসাবে পেলাম দারুন স্বাদ ।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ঠিকই বলেছেন মামুন ভাই... মন যে এতো পালায়, পলায়নপর জীবন, সময়, চাঁদ সবই।

মাশফিহা আর তাজফিহা এর জন্য আমার আদর রইলো। :)

১৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৮

কয়েস সামী বলেছেন: সকালে পড়সিলাম। এখন মন্তব্যের জন্য লগ ইন করলাম। ভাল হইসে। লিখতে থাকুন।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: হ্যাঁ, মাঝে মাঝে তো একটু আধটু লিখবোই। :)

শুভেচ্ছা রইলো :)

১৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:০০

সিরাজ সাঁই বলেছেন: অবশ্যই, সায়মন অ্যান্ড গারফাঙ্কেল :)

লিখতে পারেন কি না পারেন, সেটা আমি বুঝবো, আপাতত আপনি লিখতে থাকুন আর আমি অনুসরন করতে থাকি। ;)

অ ট - স্কাইফল দেখেছেন ? হাভিয়ে বারদেম একেবারে ফাটিয়ে ফেলেছেন। কি অসাধারণ অভিনয় !

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: হ, স্কাইফল দেখমু না আবার ???? আমি অবশ্য শুধু বার্ডেমের লাইগাই দেখসি (ভন্ডরে তেমুন ভালা পাই না :D )

এবং পুরা সিনেমা জুইরা বার্ডেম ছাড়া দেখার মত কিছু খুঁইজা পাইলাম না... কি অভিনয় !!! উপস, মাথা নষ্ট। যারা বার্ডেমকে আগে থেকে চিনতো না, তারাও সিনেমা দেখে বলবে - এই লোকটা স্পেশাল... ইঁদুরের একটা উদাহরণ দিসিলো মনে আছে ??? সেইরকম। দা সি ইনসাইড দেইখা না থাকলে দেইখেন বস, এই সিনেমা দেইখাই আমি বার্ডেমের ফ্যান হয়া গেসিলাম। তারপর নো কান্ট্রি ফর ওল্ড ম্যান দেইখা তো মুগ্ধ, বিমোহিত, বাকরুদ্ধ সব। :D :D

সিনেমা দেখাও কমে গেছে, গানও কম শুনি, :( বাড়ার মধ্যে বইমেলা থেকে কেনা বইয়ের মাঝে পড়া কিছুটা বাড়সে।

গতকাল রেডিও শুনতাসিলাম, ধুমধারাক্কা আমি-তুমি ভালবাসি এর মধ্যে হঠাত দেখি একটা চ্যানেল এ বাজছে -

♫প্রেমিক না হইলে প্রেম কইরো না, খাঁটি দুধে গরল দিও না♫

কি যে ভাল লাগলো !!! :) :)

১৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৩

বনলতা মুনিয়া বলেছেন: :) :) :) :) :) :) :) :)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: এতো খুশি যে !!! #:-S #:-S

আজব।

২০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৩

সিরাজ সাঁই বলেছেন: But now they don't eat coconut anymore. Now, they only eat rat. You have changed their nature. কি দুর্দান্ত অভিনয়, ভোলা যায় ? আর তারপর Mommy was very bad.

বারদেমকে প্রথম দেখি 'পারদিতা দুরাঙ্গো' মুভিতে, কিন্তু তেমন পোষায় নি। বাট, তারপর থেকে একে একে দেখে ফেলি, 'এজেস অভ লুলু', 'দ্যা ড্যান্সার আপস্টেয়ারস', 'গয়া'স গোস্টস', 'লাভ ইন দ্যা টাইম অভ কলেরা', নো কান্ট্রি ফর ওল্ড ম্যান', 'বিউটিফুল' এবং আপনার 'দ্যা সি ইনসাইড'। এর মাঝেই একসময় উনার ভক্তে পরিনত হই।

মেলায় একদিন যেতে পেরেছিলাম, 'দেয়াল' কিনলাম, পড়া হয়নি।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৪০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: সেইটাই। এতো অসাধারণ অভিনয় !!! মুগ্ধ হওয়া ছাড়া উপায় আছে ??? :)

আর, আপনি তো আমার চেয়েও বড় ফ্যান বার্ডেমের মনে হচ্ছে। :| :D :D

একদিন আসলে খুব বেশিই কম হয়ে যায়। আমি অবশ্য এলাকারই মানুষ। ১০-১২ দিন যাইই। :D :D

দেয়াল আমারও পড়া হয়নি, কিনি নাই অবশ্য। ধার করে পড়বো। :) :)

কায়েস আহমেদ পর্তাসি ... আকাশচুরির কায়েস, যে আত্নহত্যা করেছিল।

২১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৭

ফালতু বালক বলেছেন: ভালো লাগলো, খুব।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনার জন্য শুভকামনা, খুব, খুউউউব :)

২২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:২৪

মাক্স বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম।
১২তম প্লাস!
আপনার কোন লিখা আগে পড়েছি কি না মনে নাই। এখন থেকে বোধহয় আর মিস করা উচিত হবে না।
ভালো থাকুন।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:৪৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: মাক্স নামটা দেখেই মনে পড়ে গেলো ম্যারি এন্ড ম্যাক্স সিনেমাটার কথা। কোন দ্বিতীয় চিন্তা ছাড়াই আমার দেখা সেরা এনিমেটেড ফিল্ম। এই এনিমেশন দিয়েও, ফান করেও যে দর্শককে মেলাঙ্কোলি উপহার দেয়া যায় ... না দেখলে বিশ্বাস করতে পার্তাম না।

ভবিষ্যৎ ভাল হবে কিনা বলতে পারবো না, এরচাইতে টুপ করে অতীত ঘুরে আসতে পারেন। :)

শুভরাত্রি মাক্স, হর্তাল রাতজাগা মানুষের সংখ্যা বাড়ায় দিসে ম্যালা। :)

২৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫

ভুল উচ্ছাস বলেছেন: ১ থেকে ২ এ গিয়ে একটা বিশাল ধাক্কা খেলাম, এভাবে কেউ ভাবতে পারে? আর তার প্রকাশ গল্পে এভাবে কেউ করতে পারে? এতো চমৎকার। একটা সাম্যবাদী গল্প, যেখানে ফুটে উঠেছে বিভাজনহীন এক মানবতাবাদী মানুষের ভাবনার সমগ্রতা।


আপনার মাইন্ড আসলেই অনেক উদার। স্যালুট আপনাকে।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: মাইন্ড আমার উদার না ভ্রাত, মাইন্ড আমার গল্পের নায়কের উদার।

আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। শুভেচ্ছা।

২৪| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনি গল্প লেখেন নাকি গল্পের নামে কবিতা, বুঝি না !! আমার ধারনা শুরুর কিছু লাইন অনায়াসে আবৃত্তি করা যাবে।

অসম্ভব সুন্দর লেখনী।

হামা ভাই, শুধু শুধু আপনাকে রেকমেন্ড করেনি !!

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: বলেন কী ?? কবিতা তো খুবই কঠিন ব্যাপার।
নিজের মত করে লিখি বস, কী যে হয় - ঠিক ভরসা পাই না। গল্পের নামে কবিতা পড়তে চাইলে আপনি শহিদুল ইসলাম এর ব্লগটা ঘুরে আসতে পারেন, উনার ছোটগল্পগুলা... উফফ... (আমার রেকমেন্ডেশন :D )

ভাল থাকুন নিরন্তর। শুভদুপুর । :)

২৫| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

ইকারুসের ডানা বলেছেন: অমিত' রোগে আক্রান্ত হওয়ায় শুভকামনা ! আমিও আক্রান্ত কিনা এখনো !

গল্প নিয়ে পরে আসবো । মন্তব্যে !

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অমিত রোগে অনেক আগেই আক্রান্ত হইসি। কিন্তু, হঠাত দেখি গুরু সব পোস্ট (একটা বাদে) ড্রাফট কইরা (নাকি মুইছাই দিসে ??) চলে গ্যাসেন। চতুরে যা পাই ঐটুকুই :( :(

বহুদিন পর... উপস, ইকারুস এসেছেন :) :)

২৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আসলে আপনাদের লেখা গুলো পড়লে দারুন লাগে। ভাল লেখা পড়া সব সময়ই অনুপ্রেরনা মূলক। আপনার লেখার হাত অনেক বেশি পরিনত। আমার বেশ ভাল লাগে। আপনাকে অনুসরনে রাখলাম। ভাল থাকবেন।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: দেখা যাক, এই অকর্মণ্য হাতদুটি থেকে কেমন লেখা বের হয় !!

অনুসরণ এ থাকা মানেই দায়িত্ব :| , কখন যে অখাদ্য পোস্ট করে ফেলি... শুধু শুধু আরেকজনের হতাশাবৃদ্ধি :(

ভাল থাকুন কাল্পনিক ভালোবাসা। :)

২৭| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজকের সন্ধ্যেটা গেথে গেলো ফুলজানে!

তবে ভাপা পিঠার স্বাদ পাই নাই। :D :D

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ভার্চুয়াল ভাপা এর স্বাদ তো ভাল না লাগাই স্বাভাবিক। :)

আপনাকে বহুদিন পর দেখছি। ভাল লাগলো :)

২৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৮

রাশমী বলেছেন: এরকম ফুলজানেরা স্মৃতিময় সাহিত্যই হয়ে থাকে! জীবন পরিবর্তন হয় না, হলেও কদাচিৎ! সুন্দর!

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: সেটাই ... :|

আপনার প্রো পিকটা সুন্দর, রাশমী :)

২৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৭

সোমহেপি বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম।কাব্যিক বয়ান।

ফুলজান কিন্ত্ত অনেক স্মার্ট নেইম।উনাদের কালে যারা তার মেয়েকে ফুলের সাথে মিলিয়ে নাম রেখেছিলো তারাও নিশ্চয়ই মেয়েকে অনেক ভালবাসত।যাক 'টাইম ইউ ওল্ড জিপসি ম্যান'।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: হ্যা, নিজের সন্তানকে ভাল কে বাসে না বলুন ?? ফুলজান নামটাও অনেক সুন্দর, এখনও, শুধু ব্যাকডেটেড :)

শুভসন্ধ্যা সোমহেপি...

৩০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আর বইলেন না! বাসায় অদ্ভুত কারনে নেটের কানেকশন পেতাম না! আজ গ্রামে আসলাম, অবাক বিষয় এখানে নেটের স্পীড খুবই ভালো।

আশাকরি এখন থেকে নিয়মিত দেখা হবে।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অবশ্যই...

ব্লগে সৃজনশীল পোস্টগুলিতে আপনার উপস্থিতি সবার জন্যই অনুপ্রেরণামূলক :)

৩১| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৬

ডানাহীন বলেছেন: তৃতীয়বার পড়লাম, শুধুই কি যুৎসই একটি মন্তব্য করার জন্য .. না বোধহয়; আমি তো কোন গল্প পড়ছিলাম না, কোন এক হৃদয়ের সাদা ক্যানভাসে চিরকালীন এক শিশুর কল্পরঙ নিয়ে খেলা দেখছিলাম যার অদ্ভুত সুন্দর পৃথিবীতে কেউ ভাগ বসাতে পারবেনা ।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অসাধারণ একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ডানাহীন।

আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো অনেক।

ভাল থাকুন সারাবেলা :)

৩২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: রাতে ল্যাম্প পোস্টের আলোতে দাড়িয়ে দাড়িয়ে ভাপা পিঠা খাওয়ার সময় কাছাকাছি একটা অনুভূতি তো আমারও হয়েছিল! অবশ্য পিঠা প্রস্তুত কারিণীকে আমি দেখেছিলাম অন্য রুপে, আমার নানীর রুপে। কতদিন নানীর হাতের বানানো পিঠা খাইনা!

গল্প ভাল লেগেছে। :)

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: হ্যা, আবার পিঠা কারিগরের কৈশোর-তারুণ্য নিয়ে চিন্তা করেও দেখা যায়।

আপনার ও আপনার স্নেহময়ী নানীর জন্য শুভকামনা।

৩৩| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

নেক্সাস বলেছেন: আপনার গল্প মানেই মন দিয়ে পড়া। অনেক সুন্দর আর ব্যাঞ্জনাময়।

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: এই ভরদুপুরে কেনো যে এতো কাক ডাকে !! কেনো যে এতো রোদ পোড়ে !!!

৩৪| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

সপ্নাতুর আহসান বলেছেন: বেশ সুন্দর একটি গল্প, গতানুগতিক ধারা থেকে বের হয়ে কিছুটা ভিন্ন ধাঁচের লেখা। শব্দ চয়ন, বর্ণনা ভঙ্গি অসাধারণ।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: পাঠে কৃতজ্ঞতা জানবেন স্বপ্নাতুর আহসান।

ব্লগে স্বাগতম। :)

৩৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮

অদ্বিতীয়া আমি বলেছেন: মুগ্ধ করা, অসাধারন ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:২২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ব্লগে স্বাগতম

৩৬| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

আমিনুর রহমান বলেছেন: ভীষণ ভালো লাগলো।

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: একটু ছায়া পেলে -
এইরকম রোদেলা দুপুর-বিকাল পুরোটা কাটিয়ে দেয়া যায় লম্বা ঘুম দিয়ে; কোন একটা পার্কের বেঞ্চে।

৩৭| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুন গল্প আগে কেন পড়া হয় নাই। :(

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অনাকাংখিত সাফল্য !!! এই গল্পটা এতো হিট হয়া যাবে কখনোই ভাবি নাই।

শুভ বিকাল কান্ডারী অথর্ব।

৩৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর !!!

তুমি এতো কম লেখো কেন ?

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ভয় হয়।
বেশি লিখলে যদি এতটুকু সুন্দরও না হয় !

৩৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০১

দ্য ইলিউশনিস্ট বলেছেন: গল্পটা পড়ে রূপকথার রাজ্য থেকে ঘুড়ে আসার অনুভূতি হচ্ছে। লেখার মান একদম সেই লেভেলের!

২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)
শুভ বৈশাখ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.