নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু না

গার্বেজ

ফ্রাস্ট্রেটেড

এইসব দৃশ্য আজহারের গোপন দর্পণের উল্টোপাশের প্রলেপ।

ফ্রাস্ট্রেটেড › বিস্তারিত পোস্টঃ

কিছু না

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১১







দুপুরের বাঁশি :



এইসব ভরদুপুরে অজস্র কাক, এইসব দুপুরে রোদরঙ্গা হাওয়ায়; ছাতিম গাছের ছায়া একটা ইলিপ্টিকাল সময়ের স্টিকার এঁটে দেয় জানালার ডান পাশটায়।

এইসব দুপুরকে সবাই বলে মনোটোনাস।



আর এই যে এইসব শূণ্যদুপুরে কে জানি একটানা বাঁশি বাজায় অদূরে; বিষাদসঙ্গীত।

আটপৌরে জনতা ক্ষুব্ধ – “পাগল নাকি এই হালায়!

এই দুপুরে বাঁশি বাজাস ক্যান বে? রাইতে কি ঘুম পায়? ”



বাঁশিতে তখন একটা কৌতুক ভেসে ওঠে।





শহরের নিয়ম :



শহর থেকে পালাচ্ছি, দূরে, আরো একটু দূরে, লোডস্টোন এর সীমানার ঠিক দু-হাত দূরত্বে; যেখানে দীঘির আঁচলে ভেসে ওঠে একটি হৃষ্টপুষ্ট শাপলা ।



বাতাসে ঘাসফড়িং এর মত দূরন্ত মৃদুবৃষ্টির শিষ। কোন এক টিপিকাল মা একটা রিকশাকে থামিয়ে সওয়ার; অতিরিক্ত সাবধানতায় হুড আর নীল রঙের পলিথিন দিয়ে একটা কারাগার বানিয়ে তার মাঝে পুরে দ্যান তার পাঁচ-ছ বছরের শিশুকে। আমি দেখি, রিকশাটা চলতে শুরু করলে শিশুটি কারাগার থেকে একটা হাত বের করে দ্যায় বৃষ্টির শব্দ ছোঁবে বলে।



তাকিয়ো না রারুসি, পেছনে তাকিয়ো না। তাকালেই তুমি ঐ বৈশিষ্ট্যহীন ছায়াগুলোর মায়ায় পড়ে যাবে। শহরের দিকে একবার ঘাড় ঘুরিয়ে তাকালেই একটা ভূত তোমার চোখের পাঁপড়িতে ভর করবে। আর কখনোই তুমি শহর থেকে বের হতে পারবে না।



তাকিয়ো না।





বৃষ্টিবালিকা :



এই যে সামনে একটা সুগভীর সবুজ। তার পরিধির উপরে আজহার অরণ্যপাঠ করার সূচিপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে; আগন্তুক। অরণ্যের ঠিক মাঝে, সাঁঝের ভাঁজে একটা ঝর্ণা থাকার কথা। সেন্টারফোলড। সেই ঝর্ণায় ভেজে দুটো বনবিড়াল। একটা পাহাড়, অনির্দিষ্ট উচ্চতায়; মেঘভেজা বরফ চোখে অপলক তাকিয়ে দ্যাখে পাতাদের হৈচৈ। এইসব দৃশ্য আজহারের গোপন দর্পণের উল্টোপাশের প্রলেপ।



বুনোফুলে রঙের ঝড়; কোন এক বৃদ্ধ শেকড়ের খুব কাছে জন্ম নেয় এক বৃষ্টিবালিকা। এই বালিকার পায়েলের পাশে পড়ে থাকে, পুড়ে থাকে আজহার এর অন্যমনস্ক মন। আজহার জানে, বিকল পাখির গান এর মাঝে একটা কবিতা লুকানো আছে। সেই কবিতা খুঁজতে গিয়ে দ্যাখে – বৃষ্টিবালিকার পায়ে আলতা দিয়ে আঁকা একটা কিশোরী নদী লজ্জা পাচ্ছে খুব।



বালিকার ঠোঁটে ঢেউ; আজহারের কানে কানে বলে – আজকে রারুসির মন খারাপ। চলো, একটা লাল বেলুন উড়াই।





কিছু বেশি কথা :

১-'বিকল পাখির গান' নূরুল আলম আতিক এর একটি টেলিছবির নাম। টেলিছবিটা খুবই সুন্দর।

২- "কবিতা লিখে ফেললাম" বলাটা খুব কঠিন মনে হয় আমার কাছে। তাই, এই তিনটাকে হয়তো অণুগল্প বলাটাই শ্রেয়। তবে, সবচেয়ে মানানসই তকমা - "কিছু না"; গার্বেজ।

৩- নিজেকে গিনিপিগ ধরে সিদ্ধান্তে আসলে বলতে হয় - তরুণদের কখনো মন খারাপ হয় না। তরুণদের হয় 'মেজাজ গরম'।

মন্তব্য ৫০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। প্রথম ভালো লাগা জানিয়ে গেলাম। নতুন একটা ট্রেন্ড শুর করলেন মনে হল। কবিতা দিয়ে অনুগল্প। হাহা! :)

ঠিকই বলেছেন, তরুনদের হয় না মন খারাপ। তাদের হয় মেজাজ গরম। :)
শুভরাত্রি!। :)

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আরে, শুক্রবার এতো আগে আগে ঘুমায় গেলে কি চলে ?? :)

পাঠে কৃতজ্ঞতা কাল্পনিক_ভালোবাসা।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২২

আশিক মাসুম বলেছেন: চ্রম ;) B-)

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: গ্রম ধন্যবাদ। :)

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০১

স্বপনবাজ বলেছেন: চমৎকার।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: থ্যাঙ্কস স্বপনবাজ।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৮

বৃতি বলেছেন: গার্বেজ ভাল লেগেছে ।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: জেনে খুব ভালো লাগলো :)

ধন্যবাদ বৃতি।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার ফ্রাস্টেটেড, খুব চমৎকার।
শু-সকাল ||

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: খুব ধন্যবাদ।

শুভ সকাল মুন :)

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৬

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে । কবিতাকে বাঁধন থেকে যতই মুক্তি দেয়া যায়, ততই ছড়ায় এর মুগ্ধতা ।



'রারুসি' মানে কি ?

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: পাঠে কৃতজ্ঞতা জানবেন মামুন ভাই।

'রারুসি' এই অধমের নাম :|

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪১

শব্দহীন জোছনা বলেছেন:
বাহ! আপনার লিখার স্টাইল খুব ভালো লাগল।

বিচিত্র বিষয় নিয়ে আপনার আপনার অনুরূপ লিখার আশা করছি।
ধন্যবাদ।


০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ শব্দহীন জোছনা।

দেখি, সময়-সুযোগ-ইচ্ছা সব যদি অনুকূলে থাকে তাহলে আরো কিছু লিখবো। :)

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মুগ্ধপাঠ ফ্রা। অসাম।

তাকিয়ো না রারুসি, পেছনে তাকিয়ো না। তাকালেই তুমি ঐ বৈশিষ্ট্যহীন ছায়াগুলোর মায়ায় পড়ে যাবে। শহরের দিকে একবার ঘাড় ঘুরিয়ে তাকালেই একটা ভূত তোমার চোখের পাঁপড়িতে ভর করবে। আর কখনোই তুমি শহর থেকে বের হতে পারবে না।

তাকিয়ো না।


তবু বারবার পেছনে তাকিয়ে ফেলি! অতীত গহ্বরে তলিয়ে যাবো জেনেও তাকিয়ে ফেলি এবং ডুবে যাই, অতীত বিষাদে।

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অতীত গহ্বরে তলিয়ে যাবো জেনেও তাকিয়ে ফেলি এবং ডুবে যাই, অতীত বিষাদে।

সেইটাই বস; তাকালেই ধরা। আবার চোখ ফেরানোও কঠিন। আজব ডিলেমা।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

শুকনোপাতা০০৭ বলেছেন: খুবই সুন্দর... মনটা ভালো হয়ে গেলো পড়ে... 'শহর থেকে পালাচ্ছি!' :)

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আহ! মন খারাপ !
না, মেজাজ গরম :|

ধন্যবাদ শুকনোপাতা।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

সায়েম মুন বলেছেন: আমার কাছে কবিতার মত মনে হলে। সুন্দর! সুখাদ্য!

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ♫♫আমি বড় রাস্তায় দাঁড়ায়ে,
কবিতা করি,
আঁকিবুকি করি ♫♫

আপনার ভাল লেগেছে জেনে ভালো লাগলো।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল্লাগসে, সুন্দর।

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আরেকটা মনোটোনাস দুপুর :(
ধ্যুত।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

সোনালী ডানার চিল বলেছেন:
তিনটি অসাধারণ তরুনকাব্য পড়া গেলো।
এখানে অন্তঃবুননের চমৎকার সমন্বয় আমাকে মুগ্ধ করেছে।
ভাষা ব্যবহারের কাব্যিক দৃষ্টান্ত যা আপনার সহজাত, সেখান থেকেই
এগুলো কবিতা হয়ে উঠেছে।

তাকিয়ো না রারুসি, পেছনে তাকিয়ো না। তাকালেই তুমি ঐ বৈশিষ্ট্যহীন ছায়াগুলোর মায়ায় পড়ে যাবে।

-এমন লাইন তো শুধু বিদগ্ধ কবিতায় আশা করা যায়।


শুভকামনা প্রিয় ফ্রাস্ট্রেটেড!!

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: তরুণকাব্য !! চমৎকার বলেছেন প্রিয় সোনালী ডানার চিল।

অন্ধের মত আঙ্গুল বাড়িয়ে একবার ছুঁয়ে দাও দেখি আমার শরীর, দেখি গা থেকে জমানো ছাই ওড়ে কিনা, নেভে কিনা আগুন

আমিতো আগাগোড়া বিদগ্ধই।

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সেলিম আনোয়ার বলেছেন: sundor kobita...valo laglo

০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ পাঠে।

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আবার পড়ে গেলাম। :) আবার আসবো :)

০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: মোস্ট ওয়েলকাম। :)

শুভরাত্রি।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অদ্ভূত সুন্দর।
প্রতিটিই আলাদাভাবে মুগ্ধ করে।
শুভকামনা।।

০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো :)

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬

ইলুসন বলেছেন: একটা কমেন্ট করছিলাম কালকে আমার বাংলালায়ন নেটের কল্যাণে সেটা আসে নাই! /:)

দ্বিতীয় অনুগল্পের শুরুতে উত্তম পুরুষে লেখা কিছু লাইন আছে। সেই কথক কে? আজহারই কি সেই কথক?

বৃষ্টি বালিকা আর রারুসি কি একজন নাকি আলাদা?

ভাল লাগছে লেখাটা।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: না দ্বিতীয়টার কথক আজহার না। রারুসি নামের কারো স্বগতোক্তি।

আলাদা; বৃষ্টিবালিকা আজহারের প্রেমিকা :)

ধন্যবাদ ইলুসন। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন, ভালো গোয়েন্দা চোখ আপনার :)

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮

হাসান মাহবুব বলেছেন: দুপুরের বাঁশি। শুনতে ইচ্ছা করতেসে খুব। একসময় শুনতে পেতাম মনে পড়ে গেল। রারুসা শহরের নিয়ম মানবে না। সে বৃষ্টিবালিকা হয়ে আজহারের কাছে যাবে।

সুন্দর!

আজহারকে নিয়ে বড় কোন প্ল্যান আছে নাকি? যেমন উপন্যাস?

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: দুপুরের বাঁশি :)

আসলে আমি নতুন গল্প লেখার সময় চরিত্রের নাম নিয়ে ভাবতে পারি না। এই কারণেই আজহারের উতপত্তি।
গল্প চেইঞ্জ, তো আজহারও চেইঞ্জড।

তেমন কোন প্ল্যান তো নাইই, আর উপন্যাস টাইপ প্ল্যান তো কল্পনা থেকে আলোকবর্ষ দূরে :)

'গার্বেজ' যতো কম; ততো ভালো।

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

অদৃশ্য বলেছেন:




খুবই সুন্দর হয়েছে... স্পর্শ করলো
আমি না হয় ৪ নম্বর সিরিয়ালে এটাকে মুক্তগদ্যে ফেললাম...


শুভকামনা...



০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: হ্যা, ফ্যালেন, নো প্রব্লেমো :)

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো অদৃশ্য।
শুভকামনা নিরন্তর।

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: বালিকার ঠোঁটে ঢেউ; আজহারের কানে কানে বলে – আজকে রারুসির মন খারাপ। চলো, একটা লাল বেলুন উড়াই।

আজহার রারুসি এদের নিয়ে সামনে কিছু লিখার প্লান করেছেন মনে হচ্ছে!

পোস্টে অনেক ভাললাগা।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: না বস, নতুন চরিত্রের নাম নিয়ে আমার ভাবতে ইচ্ছা করে না। এইজন্যে একই নাম বারবার ব্যবহার করি।
কিছু লিখলে হয়তো আবার একই নাম আসতে পারে।
পরিকল্পনা নাই কিছু।

ধন্যবাদ নাজিম। ভালো থাকবেন :)

২০| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

অন্ধ আগন্তুক বলেছেন: হেই ফ্রাস্ট্রেটেড !

এইসব এলোমেলো শব্দগুলো খুব বেশী সৎ আর দারূণ।

১ম টা দারূণ একটা জোক , এই শহর কিংবা দুপুর দুইই ভীষণ মনোটোনাস। ইলিয়াস ও এই শহরকে মনোটোনাসকে মনে করতেন ।

২য় - রারুসি কে আমি খুব চিনি । আমিও কোথাও তাকাতে চাই নাই, যেদিন তাকাতে হইছে সেইদিনই অন্ধত্ব। সুন্দরম ।

৩য় - আজহার , বৃষ্টিবালিকা , রারুসি - এরা আমার না চেনা খুব পছন্দের কিছু ক্যারেকটার হয়ে গেল আজ থেকে। এনিওয়ে, আজহারকে ঈর্ষা করি !


শুভেচ্ছা ফ্রাস্ট্রেটেড ।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আরে, একটা সপ্তাহখানেকের ছুটি পাইলাম। সন্ধ্যা থিকা মাস্টারি, রাইতে এই-সেই করতে করতে জাগি, দুপুরে খেয়েদেয়ে এসে আর কাজ পাইনা; মনোটোনাস কী সাধে??

ঐ যে লোডস্টোন - চুম্বক। শহরটার মায়ায় পড়ে যাচ্ছি খুব।

আজহারকে ঈর্ষা করা যায়; যদিও এই হালার ভাবগতিক ঠিক নাই :D

শুভেচ্ছা আপনার জন্যও অন্ধ আগন্তুক।

এপ্রিল চোখে পর্সে ; খায়া দায়া আইতাসি :)

২১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩

সিরাজ সাঁই বলেছেন: দেখা দিয়ে গেলাম আর একটা প্লাস রেখে গেলাম। পরে আবার আসব, মিনহোয়াইল, ভালো থাকুন।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আরে সাঁইজি যে !!! ওয়েলকাম ব্যাক বস।
আপনাকে ফেরত পেয়ে ভালো লাগলো খুব।

খুউউউউউব।

২২| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১

ডানাহীন বলেছেন: বেশিরভাগ কবিতাই কথা বলে না শুধু কোনও স্নায়ুগ্রন্থিতে রিনরিনে অনুভুতি ছড়ায় কিন্তু আপনি যখন কবিতা বা 'গার্বেজ' লেখেন সেটা কথা বলতে শুরু করে ..
'গার্বেজ' যতো কম; ততো ভালো .. একটি অসাধারন বাক্যই কাউকে মনে রাখার জন্য যথেষ্ট এবং আপনার অদ্ভুত শহরে এমন তো অনেক আছে ..

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আহেম, আহেম; আমি তো 'গার্বেজ'ই লিখি ডানাহীন। সেইসব আপনার ভালো লাগে জেনে অত্যন্ত খুশি হবার পাশাপাশি কিছুটা অবাকও হয়েছি।

শুভ নববর্ষ । :)

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

মাক্স বলেছেন: "কিছু না-গার্বেজ"
মাইনাস পাওয়ার জন্য এটুকু বিশেষণই যথেষ্ট। গার্বেজ বলার কারণ কি বুঝায়া বলেন।

পড়তে পড়তে অন্য কিছু হয় নি শুধু শেষ বিকেলে একটা মুগ্ধতা কাজ করেছে। আরো আরো সুন্দর কবিতা অথবা অণুগল্প পড়ার আশায় রইলাম।

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: দ্যান বস, প্রায় বছরখানেক ব্লগিং কইরা ফেললাম, মাইনাস খাইলাম না; হইলো ?? :)

লিখবো মাক্স, অবশ্যই... আর গার্বেজ হোক বা যাই হোক না কেন, পাবেন অবশ্যই :)

শুভ নববর্ষ।

২৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৫

মাক্স বলেছেন: শুভ নববর্ষ!

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: বেশ ভালো কাটাইলাম।

সুন্দর হোক নতুন বছর :)

২৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

ফালতু বালক বলেছেন: oshadharon lagse...shob gulai... onugolpoi shoiB-)

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ ফালতু বালক।

নববর্ষের শুভেচ্ছা (বাসি) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.