নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু না

গার্বেজ

ফ্রাস্ট্রেটেড

এইসব দৃশ্য আজহারের গোপন দর্পণের উল্টোপাশের প্রলেপ।

ফ্রাস্ট্রেটেড › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় (তিনমিশালী পোস্ট)

২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২০





রাস্তায় :



হলুদ রোদ, লাল শাড়ি, কোথাও কোথাও ছাইরঙ্গা ছায়া, একটি বৈশাখ। আমার শাদা মনন, সেখানে তার তুলির আঁচড়। এলোচুল মেঘে সর্বনাশ, তৃতীয় কোকিলের চোখে ...

ডুব !!

নিঃস্বঙ্গ হতাশাগুলি ভাসতে থাকে ঝরাপাতাদের মত।



আমরা হাঁটি, আমরা দৌড়াই, কখনো আবার উড়ে উড়ে যাই। পায়ের পাতায় শহর, মাঝে মাঝে মধুকূপি ঘাস, অট্টালিকা, সমুদ্র, গোলাপের পাঁপড়ি। পাশ দিয়ে বয়ে চলে নিটোল ঝর্ণা, পাথুরে নদী, কখনো আবার ট্রাফিক জ্যাম।

দিয়েছিলাম একাকী রজনীতে রজনীগন্ধার শুভ্রতা, গোপন প্রণয় সংকেত। কিছু কবিতা, কিছু গান, হৃদপাথরে তার নামের ক্যালিগ্রাফ। কালবোশেখীর সাথে তার কেশরাজির কাকতালীয় সাদৃশ্য।



এসব আগের ঘটনা।



এখন আমি একা হাঁটি, একা দৌড়াই, একা উড়ি। মাতাল রাতে কোন কোন ইশকাপনের বিবি, প্লাস্টার সুন্দরী- আমার কাছে শরীর বেচে। এক অমোঘ শূণ্যতা, বুঝি- অতোটা ভালোবাসতে নেই।

আসমানী আকাশ, সলীল দিবস, নিঃস্তব্ধ সড়ক, শরতে আবার দ্যাখা। মাথা নিচু, চোখ বিচ্ছুরিত, ত্বরান্বিত গতি, তাড়া করে ফেরে অলীক প্রেতাত্না। শুনি পরীদের গুনগুন, তারা ছিড়ে ফ্যালে আমাদের খেলনা ডানা।

আমরা মাটিতে আছাড় খেয়ে পড়ি, মাটির মানুষ হয়ে যাই।





ফিল্ম কিংবা গানের গল্প -



In Bruges সিনেমাটা কেউ দেখেছেন ? ২০০৮ সালে ডিরেক্টর Martin McDonagh এর বানানো। ব্ল্যাক কমেডি সিনেমাগুলির মাঝে পাকা আসন দখল করে আছে আজন্ম। সেই সিনেমার প্রায় শেষের দিকে The Dubliners ব্যান্ডের একটা অসাধারণ গান ছিলো। গানটার নাম হলো - On Raglan Road. বহুদিন ধরে গানটা শুনতে শুনতে মনে হলো, এই গানটার কথাগুলোকে ভাবে ও ভাষায় বাংলা বানিয়ে ফেললে ক্যামন হয় !! সেই চেষ্টাতেই উপরের লেখাটির জন্ম। বেশ কিছু জায়গায় অবশ্য নিজের মত করে প্রচন্ড পরিবর্তন করেছি (কখনো আবার একেবারে বিপরীত হয়ে গেছে) ।

যাই হোক, অনুপ্রেরণার উৎস দিয়ে দিলাম।







লিরিক্স :



On Raglan Road on an autumn day

I saw her first and knew

That her dark hair would weave a snare

That I might one day rue



I saw the danger, yet I passed

Along the enchanted way

And I said, "Let grief be a falling leaf

At the dawning of the day"



On Grafton Street in November

We tripped lightly along the ledge

Of a deep ravine where can be seen

The worth of passions pledged



The 'Queen of Hearts' still making tarts

And I not making hay

Oh, I loved too much and by such, by such

Is happiness thrown away



I gave her gifts of the mind

I gave her the secret sign

That's known to the artists who have known

The true gods of sound and stone



And word and tint I did not stint

For I gave her poems to say

With her own name there and her own dark hair

Like clouds over fields of May



On a quiet street where old ghosts meet

I see her walking now

Away from me so hurriedly

My reason must allow



That I had loved not as I should

A creature made of clay

When the angel woos the clay

He'll lose his wings at dawn of day

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৪

আমিনুর রহমান বলেছেন:




ভীষণ ভালো লাগলো !

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ভীষণ ধন্যবাদ।

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা সত্যই কেবল অনুপ্রেরণার উৎস। ভাব-কবিতা অসাধারণ হয়েছে।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: থ্যাঙ্কস ভাই।
কিছু পরিবর্তন করা থেকে নিজেকে আটকাতে পারি নি।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: পুলকিত বোধ করছি।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নিজের মত করে লেখাটাই বেশি উপভোগ্য লেগেছে। আমি গান শুনে লেখাটা পড়ি নি। লেখাটা পড়ে গান শুনেছি। চমৎকার।

অনেকদিন পর আপনার পোষ্ট পেয়ে ভালো লাগল।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অনেকদিন পর পোস্ট দিতে পেরে আমারো খুব ভালো লাগছে।

অজস্র ধন্যবাদ ঘুরে যাবার জন্য।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুন একটা পোস্ট +++++

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: থ্যাঙ্কস ম্যান।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমরা মাটিতে আছাড় খেয়ে পড়ি, মাটির মানুষ হয়ে যাই।

অসামান্য।

অনেকদিন পর আপনার লেখা দেখেই ভাল্লাগলো।
নিয়মিত হোন।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: চেষ্টা করবো বস, অবশ্যই চেষ্টা করবো।

অনেক ধন্যবাদ।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৬

আজীব ০০৭ বলেছেন: ভালো লাগলো !

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৬

অদৃশ্য বলেছেন:






চমৎকার হয়েছে লিখাটি... আপনার মতো করেই ভালো লাগলো... গানটা পরে একসময় শুনে নিচ্ছি...

অনেকদিন পর এলেন... এত লেটতো ঠিক না ভাইজান... এবার কিছুটা নিয়মিত হয়ে যান, কাজের ফাঁকেই... সবাই খুশি হবে...

শুভকামনা...

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আসি আসি করেও হয়ে ওঠে না প্রায়ই।

অজস্র ধন্যবাদ জানবেন অদৃশ্য। :)
আপনার জন্যও শুভকামনা।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৮

আমি সাদমান সাদিক বলেছেন: ভাল লাগা রইল :)

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ :)

১০| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩০

হাসান মাহবুব বলেছেন: ইন ব্রুজেস খুব পছন্দের একটা মুভি। একই পরিচালকের সেভেন সাইকোপ্যাথস দেখসো? এইটাও বস মুভি। কবিতা অনেক সুন্দর হৈসে।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: হুঁ, ইন ব্রুস ভালো লাগার পর বসের সবগুলাই দেখে ফেলসি।

শুভকামনা হাসান ভাই, যেই গরমটা পর্সে !!

১১| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৫

শংখনীল কারাগার বলেছেন: সুন্দর লেখায় ধন্যবাদ।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য। :)

১২| ৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৮

সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ ভাল লাগলো!
অনেক দিন বাদে আপনার লেখা পড়তে ভাল লাগছে!!

শুভকামনা রইল!!

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো।

ধন্যবাদ :)

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরে আরে আরে!! কে এইডা?? বস!! পোষ্টে কমেন্ট করতাসি। তার আগে বলেন আছেন কেমন?? আর আপনি কি ঢাকাতেই আছেন নাকি ঢাকার বাইরে??

০১ লা মে, ২০১৪ ভোর ৪:২৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ঢাকাতেই আছি তবে কিঞ্চিত ঢাকা পড়ে আছি... এই আরকি !!

ক্যামন যে আছি !! মাঝে মাঝে মনে হয় খুব ভালো আছি, আবার মাঝে মাঝে প্রচুর হতাশ লাগে, আছি মিলায়-ঝুলায়।

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এলোচুল মেঘে সর্বনাশ, তৃতীয় কোকিলের চোখে ...
ডুব !!


এলোচুল মেঘে ডুবে গেলাম :)

আমরা মাটিতে আছাড় খেয়ে পড়ি, মাটির মানুষ হয়ে যাই।

মুভি দেখি নাই। আজকাল মুভি দেখা বন্ধ। সময় পাই না :(

০১ লা মে, ২০১৪ ভোর ৪:২৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ব্যস্ততার অবশ্য আলাদা নেশা আছে। সময় পেলে দেইখেন বস, এই সিনেমাটা খুব বেশি অস্থির।

থ্যাঙ্কস ম্যান। :)

১৫| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:৫৩

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর :)

০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ :)

১৬| ০২ রা মে, ২০১৪ সকাল ৮:১২

শহিদুল ইসলাম বলেছেন: বস ! মগজ দিয়া শব্দের লহরী বইয়া গ্যালো যেন !

দারুণ হইসে বস , রাস্তায় , অনুপ্রেরণা টাও দেখছি শুনছি !

০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনি কোথায় বস ??

লুকোচুরি খেলছেন নাকি !!

১৭| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৫৩

তাসজিদ বলেছেন: Welcome back.

০৩ রা মে, ২০১৪ রাত ১২:২২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: I didn't leave anyway :)

Thanks man. :)

১৮| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:০৯

ডানাহীন বলেছেন: মুল লিরিকস কে আপনার লেখার পাশে ম্রিয়মান মনে হচ্ছে । আপনার লেখাকে মাঝে মাঝেই দক্ষ পর্যবেক্ষকের বিস্তৃত ক্যানভাস মনে হয় আমার। এত কম শব্দে এত অনুভুতি আর দৃশ্য ..

০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:৩৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: চেষ্টা করেছি নিজের মত করে রঙ মাখানোর।

অনেক প্রশংসা করলেন :)

ধন্যবাদ ডানাহীন ঘুরে যাবার জন্য।

১৯| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সামহোয়্যারইন ব্লগের কবিব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা নিয়ে একটা পোস্ট তৈরি করছি। আপনার অংশগ্রহণ এ পোস্টকে মূল্যবান করবে। ফেইসবুকে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেয়া আছে।

ফেইসবুকে আমরা মনে হয় কানেকটেড না। সম্ভব হলে আমাকে প্লিজ এ্যাড করুন।

শুভেচ্ছা।

২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:৩০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: মেইল করে দিয়েছি ভাই...

আশা করছি পোস্টই অসাধারণ হবে। অপেক্ষায়...

২০| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: গান পেলাম, মুভি রেকমেন্ডেশন পেলাম, অনুবাদ পেলাম - আর কি চাইতে পারি!

মুভিটা দেখেছি। দারুণ লেগেছিল।

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: থ্যাঙ্কস প্রফেসর।

ডেমিয়েন রাইসের 'the professor' গানটা শুনেছেন ? আমার খুব পছন্দের, শুনে দেখতে পারেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.