নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী আলআমিন

"এসো ঐক্য গড়ি অসুন্দরের বিরুদ্ধে"

গাজী আলআমিন › বিস্তারিত পোস্টঃ

যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সরকারের ধর্ষণ ও বিএনপির বিদেশে পাঠানোর রাজনীতি !!!

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭



প্রতিটি সংবাদপত্র পড়ে দেখলাম মুধুপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সরকার ও তার সাথে কাজ করে চারজন মিলে ধর্ষণ করে স্কুলছাত্রীটিকে।



তারপর আবার এই ধর্ষণ চিত্র ভিডিও করে ব্যবসাও করলো যুবদল নেতা। এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আর কত কাল সাধারণ মানুষকে হত্যা, ধর্ষণ, শারিরিক নির্যাতন, মানসিক নির্যাতন করবে আমাদের নেতার নামধারী মুখস পড়া নরপশু গুলো।



এই ঘটনায় দায়ী ব্যাক্তিরা যে দলেরই হোক আর যত ক্ষমতাশীন হোক না কেন জনগনের ক্ষমতার কাছে তাদের হার মানতেই হবে। কোন রাজনৈতিক পরিচয় যেন তাদের বাচাতে না পাড়ে এই জন সবাইকে সজাগ থাকতে হবে।

এই ঘটনায় জড়িত সাবার উন্মোক্ত স্থানে ফাসি চাই। যা দেখে মানুষ আর এই ধরনের কাজ করতে সাহস না পায়।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ফাগুল বলেছেন: নিজের দলের লোক করছে বইলাই তো তারা নিজ খরচে বিদেশ পাঠাইতে চায়...এডাই স্বাভাবিক :)

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

গাজী আলআমিন বলেছেন: কত সুন্দর তাই না!!!!!!!!!!

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

নেক্সাস বলেছেন: ধর্ষকের যেমন কোন ধর্ম পরিচয় নেই তেমনি নেই কোন রাজনৈতিক পরিচয়। সে ধর্ষকই।

কিন্তু আপনি জাতিয়তাবাদী দলের পতাকা দিয়ে এই ধর্ষন নিয়ে কৌশলে রাজনীতি করার অপচেষ্ঠা করছেন। আপনার এই ধর্ষন নিয়ে রাজনীতি করার অপচেষ্ঠা দেখে আমিও বলতে বাধ্য হলাম জনগন ধর্ষক সেঞ্চুরীয়ান মানিকের রাজনৈতিক পরিচয় ভুলে যায়নি। যে তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ১০০ জন বোন কে ধর্ষন করে কেক কেটে ১০০ তম ধর্ষন উদযাপন করেছিল

তার কোন সাহা হয়নি । বরং পুরুষ্কার পেয়েছিল সে তার পৌরষত্বের । তাকে রাষ্ট্রিয় ব্যাবস্থাপনায় বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল।


সে যাই হোক সব জায়গায় রাজনীতি খুঁজতে যাবেন না। বিএনপি যদি মেয়েটিকে বিদেশ সত্যি সত্যি পাঠায় তবে ওটা ভাল উদ্যেগ অন্তত ধর্ষক কে পুরুষ্কৃত করা চাইতে। বেগম খালেদা জিয়া যদি ধর্ষকে বিদেশ পাঠিয়ে দিতেন তাহলে সেটা হত নিন্দার এবং সেটা নিয়ে রাজনীতি করা যেত।


০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

গাজী আলআমিন বলেছেন: কেন দাদা দেশের সরকার জনগন কি মরে গেছে যে ধর্ষকের সংগঠনের কাছ থেকে টাকা নিতে হবে????
আপনি বলছেন রাজনৈতিক উদ্দেশ্য মানলাম আমি যুবদল লিখেছি এটা রাজনৈতিক উদ্দেশ্য পতাকা দিয়েছি তাও রাজনৈতিক উদ্দেশ্য(যদিও আমার কোন রাজনৈতিক দল নেই ) কিন্তু বিএনপি সরকারকে চাপ না দিয়ে নিজেরাই বিদেশ পাঠাতে চায় এটা কোন উদ্দেশ্য মেয়েটিকে হত্যা করার??

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মরু বালক বলেছেন:
.
.
.
.
স্বেচ্ছায় সঙ্গম আর ধর্ষণের মধ্যে পার্থক্য কি ?? .
.
মুরগীর বাচ্চা ফুটলেও রাজনীতি খোঁজো !!!!!!
.
বিচার চাই

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

গাজী আলআমিন বলেছেন: অবশ্যই এদের জনতার মঞ্চে ফাসি দিতে হবে।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

মুক্ত পাখীর মন বলেছেন: কোন রাজনৈতিক পরিচয়ে আর কাজ হবে না ধর্ষণ কারীদের বিচার এখনই করতে হবে এবং সাত দিনের মধ্য।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

গাজী আলআমিন বলেছেন: একমত ফাসি চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.