নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী আলআমিন

"এসো ঐক্য গড়ি অসুন্দরের বিরুদ্ধে"

গাজী আলআমিন › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রপতি এবং আমার জেলা কিশোরগঞ্জ

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে চলেছেন এডভোকেট আব্দুল হামিদ সাহেব। কিশোরগঞ্জের এই পরিশ্রমী রাজনৈতিককে আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। আমার গ্রামের বাড়িও কিশোরগঞ্জে। সাবেক রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান এবং বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়িও কিশোরগঞ্জে। তাই আজ নিজেকে ধন্য মনে হচ্ছে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করে। এডভোকেট আব্দুল হামিদ সাহেব প্রায় অর্ধশত বছরের অভিজ্ঞ রাজনীতিবিদ। তার সাথে ২০০২ এ রাজপথের আন্দোলন সংগ্রামে প্রায়ই দেখা কথাও হয়েছে। আমি খুব অল্প বয়সে হাইস্কুলে পড়ার সময় বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িয়ে পড়ি। যদিও বর্তমানে আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে যুক্তনই তারপরো। বর্তমান রাষ্ট্রপতির সাথে একসঙ্গে আন্দোলন করার কথা আজও মনে আছে আমার। একদিন হরতাল উপলক্ষে ৪১নং ওয়ার্ড ও মেহাম্মদপুর থানা ছাত্রলীগের পক্ষ থেকে আমি ও আমাদের ছাত্রলীগ নেতৃবিন্দ যাই ধানমন্ডি ৩২নাম্বার(বতমার্ন রাসেল স্কয়ারএ) ঐদিন সেখানে আসেন আব্দুল হামিদ সাহেব। আমি তার চেয়ে অনেক ছোট তাই আমি তাকে দাদা ভা্ই কেমন আছেন জিজ্ঞাসা করলাম তিনি আমার দিকে তাকালেন বলেন ভালো তবে খুব বেশি ভালো নেই দেশের যে অবস্থা তাতে ভালো থাকি কি করে?? আমি তখন তাকে বললাম দাদা ভাই আমার বাড়ি কিন্তু কিশোরগঞ্জে। তারপর আরো অনেক কথা। সেদিন তিনি আমার সাথে কথা বলছিলেন আর একটার পর একটা সিগেরেট খেয়ে যাচ্ছেন। আজ কয়েকবার মনে পরেছে তার সেই সিগেরেট খাওয়ার দৃশ্য । রাজপথের সেই অকোতুভয় রাজনীতিবীদ বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক জনাব এডভোকেট আব্দুল হামিদ সাহেবের প্রতি অগ্রিম শুভেচ্ছা। দীর্ঘ জীবিহোক আমাদের ভবিষৎ রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু





মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

মুক্ত পাখীর মন বলেছেন: আমার বাড়িও কিশোরগঞ্জ। আমিও আজ আনন্দিত

২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

গাজী আলআমিন বলেছেন: আবারো কিশোরগঞ্জের ছেলে রাষ্ট্রপতি। আমার জন্মও কিশোরগঞ্জে। আহা কি আনন্দ আকাশে বাতাসে।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

গাজী আলআমিন বলেছেন: আর কে কে কিশোরগঞ্জের

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

গাজী আলআমিন বলেছেন: হাত তুলুন

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০

আহমদ মোতেয়দ বলেছেন: I'm from Austagram, Kishoregonj, I'm also happy, but not completely. Hope he can make us happy on his last Journey.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.