নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী আলআমিন

"এসো ঐক্য গড়ি অসুন্দরের বিরুদ্ধে"

গাজী আলআমিন › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিতে ভেজার স্মৃতি কথা

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪

প্রায় তিন বছর পর বৃষ্টিতে ভিজলাম। খুবই ভাল লাগলো এত দিন পর বৃষ্টিতে ভিজে। বারবার মনে পড়ে যাচ্ছিলো ছেলে বেলার স্মৃতি গুলো। আমি ও আমার বন্ধুরা এক সাথে বৃষ্টিতে ভিজতাম। যদি তখন কেউ একজন বলতো চল আম পেড়ে নিয়ে আসি। অমনি সবাই চলে যেতেমা মহল্লার বিভিন্ন গাছে হানা দিতে। আমি বড় হয়েছি শ্যামলীতে। শ্যামলীর ১, ২, ৩, ৪ এই চারটি রোডের একেক রোডে একেক দিন যেতাম। একবার তো ৩নং রোডে বিচারপতি এম এ আজিজ সাহেবের বাড়ি থেকে আম পাড়তে গিয়ে ধরা পড়ে যাওয়ার মত অবস্থা। কিন্তু বিচারপতির বাসার দাড়োয়ান চিল্লাইতে চিল্লাইতে যখন আসছিলো আমরাও সবাই মিলে দৌড়। যদিও অনেক গুলো আম পারছিলাম সেইদিন। সবাই মিলে যেই আম সংগ্রহ করতাম তা একসাথে ভর্তা করে খেয়ে পরে বাসায় যেতাম। আর বাসায় যাওয়ার পর শুরু হয়ে যেত আম্মার বকা। বৃষ্টির ভীতর কোথায় ছিলি। বৃষ্টিতে ভীজ লি কেন?? ইত্যাদি ইত্যাদি। আমরা অধিকাংশ সময় স্কুল থেকে ফিরার পর অথবা ফিরার সময় যদি বৃষ্টি হতো তাহলে আর ভীজা ঠেকায় কে!!!

কিন্তু এখন সম্পূর্ণ স্বাধীন (অর্থাৎ আমার বর্তমান সিঙ্গাপুর জীবন) আমাকে বকা দেওয়ার কেউ নেই তারপর গত ৩ বছর আমি বৃষ্টিতে ভিজি নাই। আসলে ভিজার সময়ই পাচ্ছিলাম না। সাড়াদিন অফিস সপ্তাহে ৩ দিন ক্লাস। আর যে দিন ক্লাস সেদিন তো সকাল ৬.০০টা থেকে এক টানা রাত ১২.০০টা পযর্ন্ত বাইরে তার পর বাসা এসে কোন রকম কিছূ খেয়ে ঘুমাতে ঘুমাতে রাত ১.০০টা কিংবা ১.৩০টা। আবার পরদিন ৬.০০টায় সকালে অফিস। ওফ মাঝে মাঝে মনে হয় মেশিনম্যান হয়ে গিয়েছি। যাক সেসব কথা। অনেক কিছু লিখে ফেললাম। যদিও আজ দীর্ঘ দিন পর যখন বৃষ্টিতে ভিজলাম তখন আমার বন্ধুদের খুব মনে পড়ছিলো, মনে পড়ছিলো আমার সবুজ শ্যামল বাংলাদেশের কথা। মনে পড়ছে সেই বিখ্যাত গান... "আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, জন্মদিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশী ভালোবাসি"

যাক আর বেশী কিছু লিখবোনা শুধু দোয়া চাই সবার কাছে আগামীকাল ১৯-১০-২০১৩ইং শনিবার আমার গণিত(অংক) পরিক্ষা সবাই দোয়া করবেন।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২০

এম ই জাভেদ বলেছেন: !:#P !:#P

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪

গাজী আলআমিন বলেছেন: B-) B-) B-)

২| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২

গাজী আলআমিন বলেছেন: ছোট বেলায় কে কে আম সংগ্রহ করতে বের হতেন??? :P

৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০

সুমন কর বলেছেন: আপনার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাল লাগল।
পরীক্ষা ভাল হোক.......... B-)

১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৭

গাজী আলআমিন বলেছেন: ধন্যবাদ

৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২১

ইয়ার শরীফ বলেছেন: সৃতির দেশে ভালই ঘুরে এলেন।
আশা করি পরীক্ষা ভাল হবে।
শুভ কামনা

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০

গাজী আলআমিন বলেছেন: ধন্যবাদ

৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২

গাজী আলআমিন বলেছেন: সবার দোয়ায় আশা করি পরিক্ষা টা ভালোই হবে। আর অংকের বিষয়টা আমি সব সময়ই সুত্রের উপর ছেড়ে দেই এটা মুখস্ত করার কিছু নাই শুধু সুত্র গুলো বাধে। ধন্যবাদ সবাইকে।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮

গাজী আলআমিন বলেছেন: আপনাদের দোয়া কাজে লাগছে। খুব সুন্দর একটা পরিক্ষা দিয়া আসলাম ৮০++ আশাকরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.