নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

চরম লংঘিত মানবতার এ গনতন্ত্র পৃথিবীকে অশান্তই রাখবে!

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২

মিশুন কষ্টের সাথে। জানুন কষ্ট কে! কষ্ট নিবারন যেন প্রজ্বলিত এক বাতি। জীবনের শেষ সামর্থ্যটুকুও যেন মানুষের কষ্ট নিবারণের জন্য হয়। মানুষ যদি বুঝত প্রাণীর কষ্ট নিবারন যে কত আনন্দের তাহলে তাঁরা কখনো সম্পদ জমিয়ে রাখতো না! কখনো অপব্যয়ী হতো না! আমাদের বড় ভুল হলো আমরা কষ্টের কাছে যায় না কষ্টের সাথে মাখামাখি করি না। প্রান ও আবেগ মহানের এমন সৃষ্টি তা আকৃষ্ট হবেই। আমাদেরই অনাথ বোনেরা সকলের সামনে পথে বসে ড্যান্ডি মাদক নিচ্ছিল। আমরা সকলেই দেখছি তুচ্ছ করি ঘৃণা করি! একবারও জানতে চাই না কেন তাদের এ জীবন! জিজ্ঞেস করি না তাদের মা কই বাবা কই ঘর কই? শুধু নীজে ভালো সে চিন্তা করেই চলি। বন্ধু গন বড়ই ভুল করছি। অনুরোধ করব কাছে যান, মিশুন, জানুন তাদের কষ্ট, অনুভব করুন তারপর বলবেন আপনার মন কি বলে? কি আকুতি আপনার হয়? অসাধারণ এক ফিলিংস আপনাকে পেয়ে বসবে! সত্যি অপূর্ব! অসাধারণ! আপনাকে আমাকে এ আবেগ দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন। অাজ আমরা ব্যার্থ! পারিনি এ মহা সুন্দর পৃথিবীর সত্য প্রকৃতিকে ধরতে। এ একটি কারনেই আজ পৃথিবী সমস্যা সংকুলের মধ্যে চলছে। আমাদের ভুলের কারনেই আমরা খেসারত দিচ্ছি প্রতিনিয়ত! বানিয়ে চলছি প্রাণী হত্যার মরণাস্ত্র! ধরতে পারছিনা স্রষ্টার সৃষ্টির রহস্য! বড় প্রেম দিয়ে তিনি এ পৃথিবী ও প্রাণীকে সৃষ্টি করেছেন। প্রানী তথা মানুষের সে প্রেম আজ শয়তানের খপ্পরে! বড়ই আফসোসের! আজকের গনতন্ত্র সম্পদ বানানোর কাজই করছে কখনো তা মানবতা আর সত্য আবেগকে লালন করছে না। তাই পৃথিবী ব্যাপী গনতান্ত্রিক দেশেও আজ এত সংর্ঘষ। আজ গনতন্ত্রকেও অস্ত্র বানিয়ে চলতে হয়। ঘৃনা করি বিশ্বব্যাপী চলমান এ গনতন্ত্রকে যে মানবতাকে লংঘন করে হিংস্র হয়ে সম্পদকে লালন করছে। এ গনতন্ত্রকে কখনো দেখছি না, সত্যভাবে মানবতাকে লালন করতে? দুঃখজনক! গনতন্ত্র তুমি শুদ্ধ হও নাহলে তুমিও যন্ত্রনাক্লিষ্ট হয়ে ধ্বংসের দিকেই ধাবিত হবে। তোমার অস্ত্র তোমাকে পারবে না ঠেকিয়ে রাখতে। এটাই ফর্মুলা এটাই নিয়ম। তোমার মানুষ তোমাকেই গুলি করবে। সর্বোপরি কমে যাবে এ পৃথিবীর আয়ুস্কাল! ধ্বংস হবে এ পৃথিবী! মানবতাকে অবজ্ঞা করে এহেন গণতন্ত্র দিয়ে চললে যা আমাদের খুব নিকটেই !
দয়াপূর্বক!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪২

অগ্নিবেশ বলেছেন: ধার্মিক আংকেলরা বলবেন ঈশ্বর এদের পরীক্ষা নিচ্ছেন, পরকালে এরা অনেক পুরস্কার আছে।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: দেশ নাকি উন্নয়নের মহাসড়কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.