নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-একটু প্রাণখুলে হাসুন-

১১ ই জুন, ২০১৭ দুপুর ১:১৪



নোয়াখালীর এক স্কুলে ইংরেজি ক্লাসে -
শিক্ষক : এরে মানিকচান ক চাই, আসবাবপত্র ইংরাজি কিয়া?
মানিকচান মাথা চুলকিয়ে : ‘হারিনা চার’!
শিক্ষক : বেরি গুড, তয় উচ্চারণডা অইলো গিয়া ‘হারনিচার’!!!

কালেকশান : #হাShow

উপদেশ : তবে খেয়াল রাখবেন, যেনো রোজার কোনো ক্ষতি না হয়। (কারণ উচ্চহাসি রোজার ক্ষতি করতে পারে। ধন্যবাদ)

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:২০

রুপম হাছান বলেছেন: আসলে আমাদের নোয়াখালী বলে কথা। আমার মনে হয় না, অন্য কোনো জিলা নিয়ে এতো বেশি কৌতুক/উপদেশ/মাসালা’র জম্ম হয়েছে।

২| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মারাত্বক লাগলো।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:২৯

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ আপনার কাছে ভালো লেগেছে বলে আমার কাছেও ভালো লাগলো। ভালো থাকবেন।

৩| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:২৬

শরীফুর রায়হান বলেছেন: আমাদের নোয়াখালীকে উপস্থাপনের জন্য ধন্যবাদ

১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৩০

রুপম হাছান বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ নিজেকে পরিচয় দিয়ে আমাদের কাতারে সামিল হওয়ার জন্য। সাথে আমার হাসিটুকু আপনার সাথে শেয়ার করলাম। হা হা হা। ভালো থাকুন সব সময় সঙ্গে থাকুন।

৪| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা

১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:৫২

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ থাকলো আপনার এমন সুন্দর হাসির জন্য। ভালো থাকুন সুস্থু থাকুন এবং প্রাণখুলে হাসুন সব সময়।

৫| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫২

বিজন রয় বলেছেন: হো হো .... হা হা হা ..... হে হে হে ....... মজাইলাম।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৩

রুপম হাছান বলেছেন: আপনার এমন সুন্দর হাসিটুকু আমাকে আবেগে আপ্লুত করে ফেললো। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর হাসিটুকু আমার সাথে শেয়ার করার জন্য।

৬| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৫২

শায়মা বলেছেন:
‘হারিনা চার’!‘হারনিচার’!!! B:-) :P




১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৬

রুপম হাছান বলেছেন: দিস ইজ নোয়াখালী বলে কথা! হা হা হা।

৭| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৩

জোকস বলেছেন: =p~ =p~ =p~

১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৭

রুপম হাছান বলেছেন: অনেক ধন্যবাদ কৌতুকটি পড়ার জন্য এবং পড়ে আনন্দ পাওয়া অভিব্যক্তি শেয়ার করার জন্য। লাইকস।

৮| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


মিলেছে, প্রথমবার শুনলাম।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪০

রুপম হাছান বলেছেন: কাঙ্খিত ফলাফল।

নিজের কাছে ভালো লাগছে যে, প্রথমবার আপনাকে কৌতুকটি শুনাতে পেরেছি। হা হা হা। ভালো থাকবেন।

৯| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৭

মোস্তফা সোহেল বলেছেন: হাসছি তয় কম।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪২

রুপম হাছান বলেছেন: কম হাসার কারণে হয়তো আপনার রোজা পরিপূর্ণ ভাবে ঠিক আছে। তবে নিশ্চয় আনন্দ পেয়েছেন। ধন্যবাদ আপনাকে।

১০| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: মাত্র ১টি !!

১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৫

রুপম হাছান বলেছেন: হা হা হা। ঝুলিতে নাই বলে দিতে পারিনি। তবে মাঝে মাঝে চেষ্টা করি আপনাদেরকে কিছু সময় আনন্দে রাখার জন্য। ধন্যবাদ আপনাকে।

১১| ১২ ই জুন, ২০১৭ সকাল ৮:১০

Md Arif Mridha বলেছেন: আরো চাই

১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৬

রুপম হাছান বলেছেন: হা হা হা। এই মুহুর্তে আমার ঝুলিতে নাই বলে দিতে পারিনি। তবে আপনার কথা রাখার চেষ্টা করবো। আপনি ভালো থাকুন এবং সাথে থাকুন। ধন্যবাদ।

১২| ১২ ই জুন, ২০১৭ সকাল ৮:১৩

Md Arif Mridha বলেছেন: য়ে মুই এতো বোকা না প্রান খুললে যদি মইরা যাই।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৮

রুপম হাছান বলেছেন: হা হা হা। ভালো কথা বলেছেন। প্রাণ খুললে যদি মইরা যান! এই কথা তো ভেবে দেখি নি। হা হা হা। ভালো লাগলো। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.