নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-কল্পনা প্রসূত একটি কৌতুকঃ আয়ু নিয়ে বাড়াবাড়ি-

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৫



গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন :
"তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবেনা। তোকে আয়ু দিলাম ৫০ বছর।
গাধা : সে কি !! এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা। প্লিজ, আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন।
সৃষ্টিকর্তা : যাহ, তোকে তাই দিলাম।

কুকুরকে বললেন : "তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে ৩০ বছর।" শুনে, কুকুর ঈশ্বরকে বলল, দয়া করে একটু শর্ট করে ঐটা ১৫ করে দিন। এতদিন বাঁচতে চাইনা। ঈশ্বর এইবারও রাজি হয়ে গেলেন।

এরপর ঈশ্বর-
বানরকে বললেন : "হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর তামশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম ২০ বছর। সে ও আবেগে কেঁদে ঈশ্বরকে বলল, দিবেনই যখন ১০ বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব??

ঈশ্বর এইবার,
ছেলে/পুরুষ মানুষকে বলল : "তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ুও হবে ২০ বছর।"
সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহত জীবন নিয়ে মাত্র ২০বছর?? সে করজোরে
প্রভুকে বলল :একটা কাজ করা যায়না? আপনি আমাকে গাধার ফেরত দেওয়া ৩০ বছর, কুকুরের ১৫ বছর, বানরের ১০ বছর দিয়ে দেন!

ঈশ্বর বললেন : নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না। যাহ, দিলাম।
সেই থেকে ছেলেরা, পুরুষ মানুষ হিসেবে বাঁচে ২০ বছর, পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে, তার পরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে-পরে বেঁচে থাকে কুকুরের মতো, আর তার পরের দশ বছর বানরের মত, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে। আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তার প্রধান দায়িত্ব।

কৃতজ্ঞতায় : Abdulla Ferdose।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৫

আশরাফুল করিম খান বলেছেন: :D

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:২৮

রুপম হাছান বলেছেন: আপনাকে হাসাতে পেরে নিজের কাছে ও আনন্দ লাগছে। হা হা হা। ভালো থাকবেন।

২| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৫

ফকির আবদুল মালেক বলেছেন: দারুন। হাসতে হাসতে থমকে গেলাম।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৩১

রুপম হাছান বলেছেন: হাসি মানুষের শরীরের ইদ্রিয়গুলিকে সক্রিয় করে তোলে। এক কথায় হাসি শরীরের জন্য উপকারী। আর কৌতুকটি পড়ে আপনার ভালো লেগেছে বলে নিজের কাছেও ভালো লাগছে। ভালো থাকুন এবং ভালোর সাথে থাকুন। ধন্যবাদ।

৩| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৪

জেকলেট বলেছেন: ভাই ৭৫ বৎসরের পর কেউ বাচলে বাংলাদেশের অর্থমন্ত্রী হয়ে জাতি কে বিনোদিত করেন!!!!

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৩

রুপম হাছান বলেছেন: যেটা বানরের স্বভাব বটে। হা হা হা। ভালো বলেছেন। ভালো থাকবেন।

৪| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পুরনো গল্প নতুন করে শুনলাম। ভালো লাগলো রম্য

তবে আমার কাছে এই হিসবে কেবল রম্যতেই সীমাবদ্ধ সবসময়

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৭

রুপম হাছান বলেছেন: আপনাদের ভালো লাগার মধ্যেই আমার কষ্টের লেখার সার্থকতা। আর যা বলবো, ভালো লাগার বিষয় কে কখনো সীমাবদ্ধ করে দিতে নাই কারণ সেই ভালো লাগার উপকরণগুলো থেকে তখন অন্যরা বাদ পড়ে যায়। ভালো থাকবেন।

৫| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

রাজীব নুর বলেছেন: এটা অনেক আগে কলকাতার একটা বইতে পরেছি। এবং অভিনেতা আবুল হায়াত ও তার এক সাক্ষাতকারে এই গল্পটি বলেছিলেন।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৯

রুপম হাছান বলেছেন: হয়তোবা। আমি কিন্তু সেদিন শুনেছি এবং সাথে সাথে লিখেছি। হা হা হা। যাই হোক- মজার বিষয়গুলো বার বার পড়লেও বিরক্ত আসে না বরং ভালো লাগে। ভালো থাকবেন।

৬| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

ওমেরা বলেছেন: আমি এটা আগে ও পড়েছি ।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৪

রুপম হাছান বলেছেন: মজার বিষয়গুলো বার বার পড়লেও বিরক্ত আসে না বরং ভালো লাগে। আবার বিষয়টি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০১

সুমন কর বলেছেন: মূল বিষয়টি বেশ চিন্তার !!

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৬

রুপম হাছান বলেছেন: ব্যাপারটি কেউ হয়তো ভেবে দেখেনি বাস্তবতায় কিন্তু মানুষের জীবনে ঠিক এমনটাই ঘটতে দেখা যায়। সত্যি ব্যাপারটি ভীষণ চিন্তার। আপনার চিন্তার প্রতি সহমত প্রকাশ করছি। ভালো থাকবেন।

৮| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বানর থেকে যেমন মানুষ নয়,
তেমনি কারো ধার দেওয়া জীবন নিয়ে মানুষের আয়ু নয়।
মানুষ সৃষ্টির সেরা জীব,তার কাজও সেরা।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৫০

রুপম হাছান বলেছেন: আপনার কথাটি পরিপূর্ণভাবে সত্য। বিধাতা কারো আয়ু কেটে কাউকে দান করেননি। বরং এখানে মানুষের জীবনের বাস্তবতাকে উঠিয়ে আনা হয়েছে।

আপনার শেষের লাইনে একটু দ্বিমত পোষণ করছি আর সেটা হচ্ছে-এই কথাটি বিধাতার পক্ষ থেকে কিন্তু দুনিয়ার মানুষ কি করছে? বৃদ্ধ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, তাহলে সৃষ্টির সেরা জীবের এইটা কেমন কর্ম???

ভালো থাকবেন।

৯| ১৭ ই জুন, ২০১৭ রাত ৮:০১

দীপঙ্কর বেরা বলেছেন: মূল বিষয়টি বেশ চিন্তা। ঠিক তাই।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:০০

রুপম হাছান বলেছেন: একই কথা পুণরায় ব্যক্ত করছি যা “সুমন কর” ভাই এর পোষ্টে করেছি। ব্যাপারটি কেউ হয়তো ভেবে দেখেনি বাস্তবতায় কিন্তু মানুষের জীবনে ঠিক এমনটাই ঘটতে দেখা যায়। সত্যি ব্যাপারটি ভীষণ চিন্তার। আপনার চিন্তার প্রতি সহমত প্রকাশ করছি। ভালো থাকবেন।

১০| ১৭ ই জুন, ২০১৭ রাত ৯:৩৫

দিকভ্রান্ত এক পথিক বলেছেন: ছবিটার কাহিনী কি?

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:০৪

রুপম হাছান বলেছেন: গাধার খাটুনি বলতে যা বুঝিয়েন কৌতুকার সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। মূলত প্রতিটি প্যারাতে ছবির ক্যাপশন দিয়ে সুখ আর দুখ এই দুটি চরিত্র মিলিয়ে দেয়া যেতো কিন্তু দরকার মনে করিনি যেমনঃ (গাধা/কুকুর/বানর এবং সর্বশেষ মানুষ)। তাই একটি ছবির ক্যাপশন দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.