নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-অভিজ্ঞতার আলোকে অপরাধ-

২২ শে জুন, ২০১৭ বিকাল ৪:০১



ব্যাংক ডাকাতির সময় এক ডাকাত
সবাইকে বলল, 'কেউ নড়াচড়া করবেন না,
মাটিতে শুয়ে পড়ুন। ব্যাঙ্কের টাকা
আপনার নয়, কিন্তু আপনার জীবন আপনার,
যা বলছি তাই চুপচাপ মেনে নিন'।
এইটাকে বলে 'মাইন্ড চেঞ্জিং
কনসেপ্ট'। সাধারণ চিন্তাকে বিপরীত
দিকে ঠেলে দেয়া।

হঠাত এক মহিলা টেবিলের উপর শুয়ে
পড়ল। ডাকাত সর্দার বলল, 'এই যে মেডাম
এখানে শুটিং হচ্ছে না, ডাকাতি হচ্ছে।
আমার কথামতো মাটিতে শুয়ে পড়ুন, নইলে
গুলি করে দিব'। এটাকে বলে
'প্রফেশনালিজম'। যে জন্য ট্রেইন করা
হয়েছে সেটাতে মনোযোগ দেয়া।

ডাকাতির পর বাসায় ফিরে শিক্ষানবিশ
ডাকাত বলল, বস চলেন টাকাটা গুনে
ফেলি। সর্দার বলল, 'আরে গাধা এখানে
অনেক টাকা গুনতে সময় লাগবে। রাতের
খবর দেখ তাহলেই বুঝতে পারবি কয়
টাকা চুরি হয়েছে'। এইটাকে বলে
'অভিজ্ঞতা'। বর্তমানে তাই শিক্ষাগত
যোগ্যতার চেয়ে অভিজ্ঞতার মূল্য অনেক
বেশি।

ডাকাতরা চলে যাওয়ার পর ব্যাংক
অফিসার ম্যানেজারকে বলল, পুলিশকে
খবর দেই। ম্যানেজার বলল, ওকে। যা
টাকা আছে সেখান থেকে আমরা আগে
পঞ্চাশ লক্ষ টাকা সরিয়ে নেই। তারপর
যে টাকা চুরি হয়েছে সেটার সাথে এই
টাকা যোগ করে পুলিশ রিপোর্ট করব।
তারা দুজনে পঞ্চাশ লক্ষ টাকা সরিয়ে
রাখল। একে বলে 'স্রোতের সাথে তাল
মেলানো'। প্রতিকূল অবস্থা নিজেদের
অনুকূলে আনা।

ম্যানেজার আফসোস করলো ইশ প্রতি
মাসেই যদি ডাকাতি হত! এই অবস্থাকে
বলে 'হতাশাকে আশায় রূপ দেয়া'।
বাধ্যগত চাকুরীটাকে ব্যক্তিগত
সুবিধাতে পরিণত করা।

রাতে নিউজ হলো ব্যাংক থেকে এক
কোটি টাকার ডাকাতি হয়েছে। দুই
ডাকাত বারবার গুনেও দেখে মাত্র
পঞ্চাশ লক্ষ টাকা তারা আনতে
পেরেছে। একজন আরেকজনকে বলল,
আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে
পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করলাম অথচ
ম্যানেজার কোনো কিছু না করেই
পঞ্চাশ লক্ষ টাকা রোজগার করে
ফেলল। তাইলেতো ডাকাতি করার চেয়ে
পড়াশোনা করাই ভালো। এজন্যই বলে
'শিক্ষা/জ্ঞান স্বর্ণের চয়েও দামী'।

ম্যানেজার মুচকি হেসে মাথা নাড়ল।
ডাকাতির কারণে তাদের যে লস ছিল
সেটা রিকভার হয়ে গেসে। একেই বলে
'ঝোপ বুঝে কোপ মারা'।

এখন প্রশ্ন হইল বড় চোর কে বা কারা?
শিক্ষিত লোকেরা নাকি অশিক্ষিত
লোকেরা?

যারা এক দেড় হাজার টাকা ছিনতাই করে তারা
নাকি যারা কলমের খোঁচায় কিংবা আইনের
মারপ্যাঁচে এক দেড় হাজার কোটি টাকা মেরে দেয় তারা?

আমরা সব সময় মসজিদের জুতা চোর,
বাসের পকেট মার ও গ্রামের গরু চোরদের
গণধোলাই দিই। কারণ তারা ছোট। কিন্তু
বড় চোরদের গায়ে যাতে ঝড়-বৃষ্টি-রোদ
না লাগে সেজন্য সকল প্রকার নিরাপত্তা দেই|

আসুন সকলে, দেশ থেকে সকল প্রকার দুর্ণীতি,
কালোবাজারী, ঋণখেলাপী, বিলখেলাপী ও
কোনো না কোন অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের
মনে প্রাণে ঘৃণা করি এবং অন্তর থেকে এদের না বলি।

সংগ্রহ : রাসেল মির্জা থেকে

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নাইচ,

২২ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৯

রুপম হাছান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ থাকলো যে, আমার ভালোলাগা টা আপনার কাছেও ভালো লেগেছে। নিশ্চয় আমরা সবাই সমাজের ভালোটাই চাই এবং ভালোর সাথেই থাকতে চাই প্রতিনিয়তই।

ভালো থাকবেন।

২| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: মোবাইল থেকে লেখা , লেখাটি বেশ ভালো লাগলো, ব্লগ পোস্ট এমন আশা করি।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:১১

রুপম হাছান বলেছেন: শুরুতেই আপনার প্রতি রইল ঈদের মোবারকবাদ।

ভালো কিছু সবার কাছেই হয়তো ভালো লাগেনা কিন্তু আপনার কাছে ভালো লাগাতে নিজের কাছেই ভালো লাগছে। আপনার ভালো লাগার প্রতি নিজের সহমত প্রকাশ করছি। ভালো থাকবেন।

৩| ২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

জোকস বলেছেন:




তাহলে সারমর্ম দাঁড়ালো,
- প্রথাগত চিন্তাভাবনা বদলে দাও, ভালো কাজে দেবে
- পেশার প্রতি একনিষ্ঠ থাকা উচিৎ
- কাগুজে দক্ষতার চেয়ে অভিজ্ঞতাই বেশী দামী
- বিপরীত পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসা জানতে হয়
- জ্ঞানই শক্তিই, শিক্ষাই সবচেয়ে মূল্যবান জিনিস
- সুযোগের সদ্ব্যবহার করা জানতে হবে।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:১৪

রুপম হাছান বলেছেন: প্রথমেই ঈদ মোবারক জানবেন ভাই জোকস...

হ্যাঁ প্রথাগত কিছু দিকের কথা এখানে স্পষ্ট করে বলে দেয়া আছে। এখন দেখার বিষয় হচ্ছে- কে কোন কাজে নিজের চিন্তা-ভাবনাকে কাজে লাগায়। আশা করছি প্রত্যেকে নিজের ভালোটা করবে যা দেশের কিংবা সমাজের ভালো বলে প্রতিয়মান হয়। ভালো থাকবেন।

৪| ২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

সোহানী বলেছেন: তা আর বলতে!!! ১০০ টাকা চুরি করনে তাইলে পিটাইয়া মারবে। হাজারে হাত-পা ভাংবে। লাখে জেলে ভরবে। কোটিতে সালাম পাবে আর হাজার কোটিতে মন্ত্রী... :P

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:২৩

রুপম হাছান বলেছেন: মন্তব্যর শুরুতে আপনার প্রতি রইল ঈদের শুভেচ্ছা।

আপনি সত্যি বলেছেন-
যে দেশে হাজার কোটি টাকা খোয়া যাওয়ার পরে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন ‘এ এমন কিছু না/এটা আমাদের রিজার্ভের তুলনায় সামান্য’ ! সেখানে আমাদের মতো অতি সাধারণের কি করার থাকে!?

আর এই সমাজ ব্যবস্থা এখন তাকেই চায়, যে ব্যক্তি দুর্ণীতির মাধ্যমে হাজার কোটি টাকা লোপাট করার অভিজ্ঞতা রাখে। তবুও আমরা সব সময় সত্যর সাথে থাকতে চাই/সত্য কথা লিখতে চাই/সত্য কথা বলতে চাই। ভালো থাকবেন।

৫| ২২ শে জুন, ২০১৭ রাত ৮:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর বলেছেন কবিতায়।
ভালো লাগা জানিয়ে গেলাম ভাই।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:২৫

রুপম হাছান বলেছেন: অনেক ধন্যবাদ এবং সাথে থাকলো একগুচ্ছ ঈদ মোবারক।

আপনার ভালো লাগার প্রতি সহমত প্রকাশ করছি। ভালো থাকবেন সব সময় এবং ভালোর সাথে থাকবেন। আপনার সুন্দর মন্তব্যর জন্য আবারো ধন্যবাদ।

৬| ২২ শে জুন, ২০১৭ রাত ১১:১৬

তপোবণ বলেছেন:
খুব ভাল পোস্ট। পড়লাম ++
সহমত ৪.নং মন্তব্য 'সোহানী কে ধন্যবাদ তার দারুণ মন্তব্যের জন্য।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৩০

রুপম হাছান বলেছেন: ঈদ মোবারক রইল আপনার প্রতি এবং একরাশ অভিনন্দন জানাচ্ছি আপনার মন্তব্যর সাথে সাথে অন্য কাউকে অনুপ্রেরণা জানানোর জন্য।

কারো ভালো লাগা যদি নিজের ভালো লাগার সাথে এক হয়ে যায় তখন লেখকের লেখার প্রতি আরো বেশি মনোযোগী হওয়ার পথটা সুগম হতে থাকে। আপনাদের ভালো লাগা নিয়ে আরো ভালো কিছু সব সময় যেনো দিতে পারি এমনটিই চাইবো।

আপনার সুন্দর মনের সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ থাকলো। ভালো থাকবেন।

৭| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৩

নতুন নকিব বলেছেন:



দারুন।

অভিনন্দন।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৩২

রুপম হাছান বলেছেন: ঈদ মোবারক ভাই নতুন নকিব।

সে আর বলতে........

আপনার কাছে এটা আমার প্রাপ্য ছিলো। হা হা হা।

অনেক সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে আমাকে কৃতার্থ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।

৮| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:২৩

ঢাকাবাসী বলেছেন: ৮০০ কোটি টাকা চুরি করল কেন্ত্রীয় ব্যাংকের লোকেরা, কারো একখান চুলও বাঁকা হলনা! সাড়ে চার হাজার কোটি টাকা চুরি করল দলের নিযোজিত চেয়ারম্যা.. আজো তার একখান চুল বাঁকা হলনা! ২০০ টাকা চুরির জন্য চুরকে পিটিয়ে মারল পাবলিক।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৭

রুপম হাছান বলেছেন: ভাই ‘ঢাকাবাসী’ মন্তব্যের শুরুতে আপনাকে জানাই ঈদ মোবারক।

সত্যি বলতে এটা শুধু নিম্ন মধ্যবৃত্ত দেশের মানুষের পক্ষেই সম্ভব। কারণ এইসব নিম্ন মধ্যবৃত্ত দেশের আইন-কানুন ও ঠিক, নিম্ন মধ্যবৃত্ত! যার ফলশ্রুতিতে শাস্তির যায়গাটা শুধুই নিম্ন মধ্যবৃত্তের উপরই প্রয়োগ হয়ে থাকে।

এখন দরকার একটু মধ্যবৃত্ত থেকে উচ্চবৃত্তের দিকে নজর দেয়া। যাতে করে এরাও সেই সকল আইন-কানুনের মধ্যে আসতে পারেন। আনপার অসম্ভব সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.