নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত অধ্যায়

জন্ম নিয়েছিলাম আমার মায়ের মত একজন মানুষের গর্ভে,সেই সূত্রে হয়তোবা আমিও মানুষ। কিন্তু আমার অবুঝতা কাটবার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি নিজ থেকে মানুষ হবার। সাধারণ আমি আর এই সাধারনের মাঝেই খুঁজে বের করার চেস্টা করি অসাধারন কিছু। সোজা সাপ্টা কথা বলতে পছন্দ করি। আমি প্রচন্ড বাস্তববাদী একজন পাবলিক। আবেগের ধার খুব কমই ধারি।

অসমাপ্ত অধ্যায় › বিস্তারিত পোস্টঃ

ঈদের আনন্দ

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৪

ঈদের "আনন্দ" মানে এই না যে তুমি নাচ-গান করে দিন পাড় করবে।
ঈদের "আনন্দ" মানে এই নয় যে তুমি সকালে চোখ দুইটা খুলার পর থেকেই হৈ-হুল্লোড় করে দিন পাড় করবে ।
ঈদের "আনন্দ" মানে এই নয় যে সারাদিন ধরে ঘুরাঘুরি করা।

ঈদের আনন্দ হলো সকাল বেলা মুয়াজ্জিনের "ঈদ মোবারক" "আল্লাহু আকবার" ধ্বনি শুনে ঘুম ভাঙ্গা।
ঈদের আনন্দ মানে সবার সাথে কোলাকুলি করা।
ঈদের আনন্দ মানে নামায পড়ে বাসায় এসে অবেলায় আবার ঘুম দেয়া।
ঈদের আনন্দ মানে আগের রাতে হাতে দেয়া মেহেদী বার বার চেক করে দেখা।

সুতরাং "এবারের ঈদ জঘন্য হইসে" "এটা কোনো ঈদ হলো?" "ঈদের দিনও সারাদিন বাসায়" এই বৃত্তে আবদ্ধ না থেকে, এই হতাশা থেকে সৃষ্ট হতাশা মুলক বানী ফেসবুকে না লিখে বরং উপভোগের বিষয় গুলো একটু খুজে বের করি ।

কারন এই "দামি" এবং "উপভোগ্য" বিষয় গুলো প্রতি ঈদেই ঘুরে ফিরে আসে, আসবে।
তুমি যতই বড় হও না কেন, এই বিষয়গুলো কখনই তোমার সাথে তার সম্পর্ক ছিন্ন করবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.