নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত অধ্যায়

জন্ম নিয়েছিলাম আমার মায়ের মত একজন মানুষের গর্ভে,সেই সূত্রে হয়তোবা আমিও মানুষ। কিন্তু আমার অবুঝতা কাটবার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি নিজ থেকে মানুষ হবার। সাধারণ আমি আর এই সাধারনের মাঝেই খুঁজে বের করার চেস্টা করি অসাধারন কিছু। সোজা সাপ্টা কথা বলতে পছন্দ করি। আমি প্রচন্ড বাস্তববাদী একজন পাবলিক। আবেগের ধার খুব কমই ধারি।

অসমাপ্ত অধ্যায় › বিস্তারিত পোস্টঃ

একজন স্বপ্নদৃষ্টার মৃত্যু

২৮ শে জুলাই, ২০১৫ রাত ২:০২

“If you want to shine like a sun. First burn like a sun.”
.
“Dream is not that which you see while sleeping it is something that does not let you sleep.”

“It Is Very Easy To Defeat Someone, But It Is Very Hard To Win Someone”

“Don't take rest after your first victory because if you fail in second, more lips are waiting to say that your first victory was just luck.”

“All Birds find shelter during a rain.
But Eagle avoids rain by flying above
the Clouds.”

“Problems are common, but attitude
makes the difference”

If you fail, never give up because F.A.I.L. means "first Attempt In Learning"
- End is not the end, if fact E.N.D. means "Effort Never Dies"
- If you get No as an answer, remember N.O. means "Next Opportunity".

“Be active! Take on responsibility! Work for the things you believe in. If you do not, you are surrendering your fate to others.”

"Man needs difficulties in life because they are necessary to enjoy the success."

এমন আরো অসাধারন কিছু উক্তির জনক তিনি। যেগুলো পড়লেই নতুন উদ্যমে কাজ করার ইচ্ছা জাগে। তরুন সমাজকে তিনি ভীষন পছন্দ করতেন। তার অধিকাংশ উক্তিই ছিলো তারুন্যকে কেন্দ্র করে। তিনি বিশ্বাস করতেন, জাতিকে উন্নত করতে হলে তারুন্যের শক্তির বিকল্প নেই। বাংলাদেশ সফরে এসেও তরুনদের মুখোমুখি হতে বিলম্ব করেননি। সেবার বাংলাদেশের তরুনদের তিনি বলেন--

“আমি পারি, আমরা পারি, আমাদের পারতে হবে, এই দেশ পারে”

এতো কনফিডেন্স নিয়ে কেও হয়তো আমাদের বাংলাদেশীদের আর মোটিভেট করতে আসবে না।

বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে দাড়িয়ে তরুনদের জাগানোর চেস্টা করেছেন বারবার। স্বপ্ন কে তিনি বিশ্বাস করতেন। স্বপ্ন দেখার জন্য জোড় দিতেন, জোড় দিতেন স্বপ্নকে বাস্তব করার দিকেও।

সেই তরুনদের সাথে কথা বলতে বলতেই গতকাল রাত ৮.১৫ তে মৃত্যের কোলে ঢলে পড়েন মিসাইল ম্যান,স্বপ্নদৃষ্টা,ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.