নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত অধ্যায়

জন্ম নিয়েছিলাম আমার মায়ের মত একজন মানুষের গর্ভে,সেই সূত্রে হয়তোবা আমিও মানুষ। কিন্তু আমার অবুঝতা কাটবার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি নিজ থেকে মানুষ হবার। সাধারণ আমি আর এই সাধারনের মাঝেই খুঁজে বের করার চেস্টা করি অসাধারন কিছু। সোজা সাপ্টা কথা বলতে পছন্দ করি। আমি প্রচন্ড বাস্তববাদী একজন পাবলিক। আবেগের ধার খুব কমই ধারি।

অসমাপ্ত অধ্যায় › বিস্তারিত পোস্টঃ

নারীত্ব

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫০

কোনো ছেলেকে যদি দেখেন প্রায়ই সময় হাতে চুড়ি পড়ে, শাড়ি পড়ে, ঠোটে লিপস্টিক দেয়, মেয়ে হিসেবে আপনি কি তাকে বিয়ে করতে চাইবেন???

নিশ্চয়ই না।

ঠিক তেমনি যখন কোনো মেয়ে প্রায়ই সময় শার্ট, টিশার্ট, টাইট জিন্স পড়ে, তখন তাকেও কোনো ছেলে(রুচিশীল বলাটা ভাল) বিয়ে করতে চাইবে না।

.
এটা মানি, শার্ট-টিশার্ট পড়া মেয়েটির পিছনে অনেক ছেলেই ঘুরে,ঘুরবে।

টিশার্ট পড়ে কোনো ছেলের সামনে গিয়ে দাড়িয়ে তার চোখে ভালভাবে তাকান... আপনি পাবেন "লালসা"
ঠিক একই ছেলেটির সামনে তারপরের দিন শাড়ি পড়ে কিংবা সুন্দর সেলোয়াড়-কামিজ পড়ে যান, ছেলেটির চোখে পাবেন "ভালবাসা"

ছেলেরা "নারীত্ব" ব্যাপারটাকে খুব বেশী পছন্দ করে। সে চায় তার স্বপ্নে দেখা রাজকন্যার চুলগুলো বেলী ফুল দিয়ে বাঁধা থাকুক....খোলা থাকলে শরতের বাতাসে ঢেউ খেলুক.....শাড়ির আচঁল পাগলা হাওয়ার সাথে পাল্লা দিক...বাতাসের উষ্কানিতে চোখের উপর চলে আসা চুলগুলোকে হাতভড়া চুরি দিয়ে সড়িয়ে দিক......

মেয়ে হিসেবে আপনিও নিশ্চয়ই Manly ছেলেটাকেই চয়েজ করবেন, কোনো Half-ladies না...

"নারীত্ব"-র সৌন্দর্য অসাধারন..যে ধারন করতে পারে, তার সৌন্দর্যটা আরো বেড়ে যায়

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮

ভালোবাসার কাঙাল বলেছেন: চমৎকার বিশ্লেষণ। ভালোলাগা রেখে গেলাম।

২| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:০২

আলফ্রেড বি বলেছেন: চমৎকার

৩| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:০২

মোঃ আব্দুল্লাহ আল-আমিন বলেছেন: খুব ভালো লাগলো, সত্যিটাই বললেন ।

৪| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৭

শেখ খালিদ বলেছেন: Nice

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.