নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত অধ্যায়

জন্ম নিয়েছিলাম আমার মায়ের মত একজন মানুষের গর্ভে,সেই সূত্রে হয়তোবা আমিও মানুষ। কিন্তু আমার অবুঝতা কাটবার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি নিজ থেকে মানুষ হবার। সাধারণ আমি আর এই সাধারনের মাঝেই খুঁজে বের করার চেস্টা করি অসাধারন কিছু। সোজা সাপ্টা কথা বলতে পছন্দ করি। আমি প্রচন্ড বাস্তববাদী একজন পাবলিক। আবেগের ধার খুব কমই ধারি।

অসমাপ্ত অধ্যায় › বিস্তারিত পোস্টঃ

অ্যাবি ডি ভিলিয়ার্স নামা

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৮

১. ওয়ানডেতে নিজের ক্যারিয়ারে ভারতে এখন পর্যন্ত ৩৫টি ছয় মেরেছেন অ্যাবি ডি ভিলিয়ার্স। ওয়ানডেতে কোনো নির্দিষ্ট দেশের বিপক্ষে যা কিনা ব্যাক্তিগত সর্বোচ্চ (আরব আমিরাত বাদে)

২. অ্যাবি ডি ভিলিয়ার্সই ১ম কোনো ক্যাপ্টেন যিনি দ্বিপাক্ষীয় কোনো সিরিজে ক্যাপ্টেন হয়ে ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

৩. ক্যাপ্টেন হিসেবে সেঞ্চুরির দিক দিয়ে ভারতের সৌরভ গাঙ্গুলিকে পিছনে ফেলে তালিকার ২য় স্থানে উঠে এসেছেন ভিলিয়ার্স।

ওয়ানডেতে ক্যাপ্টেন হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরি--
১. রিকি পন্টিং (২২টি)
২. অ্যাবি ডি ভিলিয়ার্স (১২টি)
৩. সৌরভ গাঙ্গুলি (১১টি)

৪. বর্তমানে ভিলিয়ার্সই একমাত্র খেলোয়াড় যার কিনা ওয়ানডেতে ৫০+ অ্যাভারেজ রয়েছে এবং ১০০+ স্ট্রাইক রেট রয়েছে।

৫. এ বছর এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৬১টি ছয় মেরেছেন ভিলিয়ার্স। এক বছরের ক্যালেন্ডার হিসাবে যা কিনা সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিলো ক্রিস গেইলের। ২০১২ সালে গেইল ৫৯টি ছয় মেরেছিল। একই সাথে ওয়ানডে হিসেবের খাতায়ও এটি একটি রেকর্ড। ওয়ানডেতে এক বছরের ক্যালেন্ডারের হিসেবে আগের রেকর্ডটি ছিলো শহীদ আফ্রিদীর। ২০০২ সালে তিনি হাঁকিয়েছিলেন ৪৮টি ছয়

৬। ভারতের মাটিতে ভিলিয়ার্স ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। নির্দিষ্ট কোনো দেশে ওয়ানডেতে এটি ব্যাক্তিগত সর্বোচ্চ সেঞ্চুরির দিক থেকে রয়েছে শীর্ষে।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭

এহসান সাবির বলেছেন: ডি ভিলিয়ার্স ইজ ত্যা বেস্ট...!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.