নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত অধ্যায়

জন্ম নিয়েছিলাম আমার মায়ের মত একজন মানুষের গর্ভে,সেই সূত্রে হয়তোবা আমিও মানুষ। কিন্তু আমার অবুঝতা কাটবার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি নিজ থেকে মানুষ হবার। সাধারণ আমি আর এই সাধারনের মাঝেই খুঁজে বের করার চেস্টা করি অসাধারন কিছু। সোজা সাপ্টা কথা বলতে পছন্দ করি। আমি প্রচন্ড বাস্তববাদী একজন পাবলিক। আবেগের ধার খুব কমই ধারি।

অসমাপ্ত অধ্যায় › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নময় এক বছর

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২০

ওয়ানডে ক্রিকেটে গত এক বছরে বাংলাদেশ-এর জয়ের সংখ্যা ভারত, সাউথ আফ্রিকা, শ্রীলংকা, পাকিস্তান, ইংল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের জয়ের সংখ্যা থেকে বেশী। ম্যাচ যে বাংলাদেশ বেশী খেলেছে তাও কিন্তু নয়। ভারত, সাউথ আফ্রিকার মতো দলের ম্যাচ সংখ্যা বাংলাদেশের থেকেও বেশী !

গত এক বছরে ওয়ানডে খেলা দলগুলোর জয়ের সংখ্যা---

১. নিউজিল্যান্ড : ম্যাচ ৩৪, জয় ২২
২. অস্ট্রেলীয়া : ম্যাচ ২৪, জয় ১৯
৩. বাংলাদেশ : ম্যাচ ২২, জয় ১৭
৪. ভারত : ম্যাচ ২৬, জয় ১৬
৫. সাউথ আফ্রিকা : ম্যাচ ২৯, জয় ১৬
৬. শ্রীলংকা : ম্যাচ ৩২, জয় ১৬
৭. পাকিস্তান : ম্যাচ ২৮, জয় ১৩
৮. ইংল্যান্ড : ম্যাচ ২৯, জয় ১১
৯. আফগানিস্তান : ম্যাচ ১৯, জয় ৭
১০. জিম্বাবুয়ে : ম্যাচ ৩৩, জয় ৭
১১. আয়ারল্যান্ড : ম্যাচ ১৫, জয় ৬
১২. ওয়েস্ট ইন্ডিজ : ম্যাচ ১৫, জয় ৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৯

রক্তিম দিগন্ত বলেছেন: গত একবছর বলতে কত তারিখ থেকে পরিসংখ্যানটা দিয়েছেন সেইটা উল্লেখ করলে ভাল হত। আজকেরটা সহ ২০১৫ তে বাংলাদেশ ১৭ টা ম্যাচ খেলেছে। জিতেছে ১২ টি। পার্সেন্টেজের দিক থেকে এটাই এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ।

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

অসমাপ্ত অধ্যায় বলেছেন: ২১শে নভেম্বর ২০১৪-৯ই নভেম্বর ২০১৫।

এ সময়টায় বাংলাদেশ ম্যাচ খেলেছে ২২টি। জিতেছে ১৭টিতে। ২০১৫ এর হিসাবে উইনিং পার্সেন্টেজ রয়েছে ৭০.৫৮, আর গত বছরের নভেম্বরের হিসাবে পার্সেন্টেজ রয়েছে ৭৭.২৭।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.