নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সহজ সরল সাধারণ যুবক সত্যের অন্বেশনে নির্ভিক অভিযাত্রী

এম. এ. হোসাইন

এম. এ. হোসাইন › বিস্তারিত পোস্টঃ

সাজেক ভ্রমন

২০ শে মে, ২০১৮ দুপুর ১:৫৪



সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ । সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা , দক্ষিণে রাঙামাটির লংগদু , পূর্বে ভারতের মিজোরাম , পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত । সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন ; যার আয়তন ৭০২ বর্গমাইল । এখানে সাজেক বিজিবি ক্যাম্প অবস্থিত । সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প । বিজিবি সদস্যদের সুষ্ঠ পরিকল্পনায় , বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের দ্বারাই বর্তমান সাজেকের এই ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে । বর্তমানে সাজেকে ভ্রমণরত পর্যটকদের জন্য প্রায় সকল ধরণের নিরাপত্তা নিশ্চিত করা হয় । সারাবছরই সাজেক যাওয়া যায়। আর সাজেকে পাহাড়ধস বা রাস্তাধস এরকম কোন ঝুকি নেই । সাজেক রুইলুইপাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত । ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭২০ ফুট । আর ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত কংলাক পাহাড়-এ কংলাক পাড়া অবস্থিত । সাজেকে মূলত লুসাই ,পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে । সাজেকের কলা ও কমলা বেশ বিখ্যাত । রাঙামাটির অনেকটা অংশই দেখে যায় সাজেক ভ্যালি থেকে । তাই সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ ।





। কার্টেসি উইকিপিডিয়া।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:৫৮

কাইকর বলেছেন: এখনি গিয়ে ঘুরে আসতে মন চাইছে। যাব কোনোদিন ইচ্ছা হলো। ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে

২০ শে মে, ২০১৮ দুপুর ২:০৭

এম. এ. হোসাইন বলেছেন: মি. কাইকর এখনি যাবেন না... এখন বর্ষার সময়, পাহাড়ী এলাকাগুলো এখন নিরপদ নয় শীতের শেষ সময় যাবেন। ভালো লাগবে।

২| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:০৩

তারেক_মাহমুদ বলেছেন: আমি ভাবলাম আপনার ভ্রমনের অভিজ্ঞতা বর্ণনা করবেন। আমার যাওয়ার ইচ্ছে আছে।

৩| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:১০

এম. এ. হোসাইন বলেছেন: মি. মাহমুদ সব অভিজ্ঞতা সবার হয়তো ভালো নাও লাগতে পারে। যাওয়ার ইচ্ছা আছে শুনে ভালো লাগলো

৪| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:২৭

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

২০ শে মে, ২০১৮ দুপুর ২:২৯

এম. এ. হোসাইন বলেছেন: ধন্যবাদ

৫| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:২৮

তারেক_মাহমুদ বলেছেন: হোসেইন ভাই।
ভাল লাগেনি তা কিন্তু বলিনি আমার ভ্রমনের গল্প শুনতে ভাল লাগে, আমি সেটাই বলতে চেয়েছিলাম।

২০ শে মে, ২০১৮ দুপুর ২:৩৪

এম. এ. হোসাইন বলেছেন: তারেক ভাই আমি ওখানে গিয়েছিলাম একজন ট্যুর গাইড সহকারী হিসেবে সুতারং একজন টুরিস্ট এর অভিজ্ঞতা আর ট্যুর গাইডের অভিজ্ঞতার পার্থক্যটা অনেক বেশি বলে মনে হয় আমার কাছে।

৬| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: ঈদের পর যাবো।

২০ শে মে, ২০১৮ দুপুর ২:৪৬

এম. এ. হোসাইন বলেছেন: রাজীব ভাই কি ঈদ-উল-ফিতর এর পরে যাওয়ার কথা ভাবছেন?

৭| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:৫৮

নীল আকাশ বলেছেন: আমার এ বিষয়ে লেখা টা পরে দেখুন।
http://www.somewhereinblog.net/blog/nilakas39/30082506

৮| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৫

আবু আফিয়া বলেছেন: কিছুদিন আগে গিয়েছিলাম, বেশ ভাল লেগেছিল।

২১ শে মে, ২০১৮ সকাল ৯:৫০

এম. এ. হোসাইন বলেছেন: আমি দু বার গিয়েছিলাম অফিসিয়াল ট্যুর ছিল, দারুন উপভোগ করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.