নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ, আমার ভাবনা

ইফাত আরা

জানতে চাই, জানাতে চাই।

ইফাত আরা › বিস্তারিত পোস্টঃ

জেগে উঠো মেয়ে

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

আমার স্বপ্নের জাল ছিঁড়ে গেছে সেই কখন।

তবুও চারদিক যখন ঢেকে যায় কলো আঁধারে;

ঠিক তখনই,

অবুঝ আমার স্বপ্নগুলো গুমরে ফেরে সারাক্ষণ।

আমি চিৎকার করি, হাহাকার করি;

কে আছো কোথায়, আমায় একটু আলো দাও।

নিস্তব্ধ চারিধার, মৃত্যু শীতল নিরবতা

যেন ভয়ংকর সরীসৃপ হয়ে আসছে ধেয়ে

ভীত কম্পমান আমায় গিলে খেতে।

অকস্মাৎ তোমার বজ্র নিনাদ হুংকার,

'জেগে উঠো মেয়ে, করো সৃষ্টি,

তোমার পথ, তোমার পৃথিবী'।



মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

ইফাত আরা বলেছেন: ধন্যবাদ.।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: ্ভাল লাগল

শ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

ইফাত আরা বলেছেন: পরিবেশ বন্ধু....।ভীষণ ভালো লাগলো আপনার কথাগুলো..।ভালো থাকবেন।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

ra66i বলেছেন: জাইগা উেঠন ভালই, পথ স্ৱিষ্ট কেৱন ভাল, িকন্তু আপনার পৃিথবীেত একা একা কৱেবন িক আেসন সবাই িমেলই পৃিথবী গির

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

ইফাত আরা বলেছেন: ra66i.....ভালো বলেছেন, আসুন সবাই মিলে সুন্দর পৃথিবী গড়ি।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

হারকিউলিস রিটার্নড বলেছেন: ভালো লাগলো

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

ইফাত আরা বলেছেন: বন্ধু হারকিউলিস রিটার্নড.....অনেক ধন্যবাদ।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: কেন শুধু মেয়েই জেগে উঠবে ? ছেলেরা কি জাগবে না? শুধু ঘুমাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.