নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ, আমার ভাবনা

ইফাত আরা

জানতে চাই, জানাতে চাই।

ইফাত আরা › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন দারুণ মজার ও কাজের কিছু ওয়েবসাইটের নাম

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৫



আজ আপনাদের এমন কিছু ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেবো যেগূলোতে গেলে শুধু আপনি ভালো কিছু সময় কাটাতে পারবেন, তা নয়, শিখতেও পারবেন অনেক কিছু।



• Openculture.com: এটি ফ্রিতে আপনাকে সেরা কালচারাল এবং শিক্ষণীয় অনেক তথ্য দেবে। আরো পাবেন বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন কোর্স, ফ্রি অডিও বুক্স, মুভি, ভাষা শিক্ষা সহ আরও অনেক কিছু।



Instructables.com

বেশ কাজের ওয়েবসাইটগুলোর মধ্যে এটি অন্যতম, যেখানে আসবাবপত্র তৈরি, পুরোনো কিছু সারিয়ে নেওয়া থেকে শুরু করে ত্রিমাত্রিক শিল্পকর্ম পর্যন্ত সবই করার পদ্ধতি হাতে-কলমে বুঝিয়ে দেওয়া





Medium.com: এখানে আপনি আপানার অভিজ্ঞতা গুলো শেয়ার করতে পারবেন, চাইলে লিখেও প্রকাশ করতে পারবেন।



Ted.com: প্রায় সব পেশার সফল ব্যক্তিদের অভিজ্ঞতা গুলো এখানে প্রেজেন্টেশন আকারে দেয়া থাকে। আপনি যে পেশারই হয়ে থাকুন না কেন কিছুটা সময় রোজ এখানে ব্যয় করুন আপনার নিজেকে সমৃদ্ধ করবার জন্য। শিক্ষণীয় এবং অসাধারন সব অভিজ্ঞতার দেখা পাবেন এই সাইট টিতে। আমি নিশ্চিত যে আপনি চমৎকার এই সাইটের ভক্ত বনে যাবেন সহজেই।





Vocabulary.com ইংলিশে আমাদের দূর্বলতা’র প্রধান কারণ হল শব্দের ভান্ডার অনেক একেবারেই নড়বড়ে। শন্দের ভান্ডার কে আরও সমৃদ্ধ করার জন্যে এই সাইট টি আপনাকে অনেক সাহায্য করবে।

Goodreads.com: যারা পড়তে ভালোবাসেন, তাঁদের জন্যে দারুন কাজের এই সাইটটি। শুধু তাই নয় একাহ্নে আপনি কমিউনিটি তে যোগ দিতে পারবেন, নতুন বন্ধু বানাতে পারবেন এবং তাঁদের সাথে বিভিন্ন বই এর ব্যাপারে আলাপ আলোচনাও করতে পারবেন। তারাই আপনাকে পরামর্শ দেবে কোন বইটি আপনার পরবর্তিতে পড়া উচিত।



Cooklet.com: মজদার সব খাবারের রেসিপির জন্যে এই সাইটটি তে ঘুরে আসতে পারেন।



Codeacademy.com:
আপনি ওয়েব ডিজাইনার? বা ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন? তাহলে তো দারুন। এই সাইটে চলে যান। লেটেস্ট প্রোগ্রামিং এর বিভিন্ন লেঙ্গূয়েজ সহ শিখতে পারবেন JavaScript, HTML/CSS, Ruby, Python, এবং PHP.



Lizardpoint.com: geography’র প্রতি যাদের আগ্রহ, তাঁদের জন্যে এই সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এই সাইটটি।



Classicshorts.com: short stories এর বিপুল কালেকশন নিয়ে হাজির হয়েছে এই সাইটটি।

Memrise.com: এখানে শিখতে পারবেন ভাষা, ইতিহাস, বিজ্ঞান ও অন্যান্য বিষয় সম্পর্কে।



Justinguitar.com: আপনি গীটার বাজাতে ভালোবাসেন, ওয়াও, শীগগির ছুটে যান এই সাইটে। দারুন এই সাইট টি আপনাকে ভিডিও সহ শিখাবে কেমন করে দুর্দান্তভাবে গীটার বাজানো যাবে।



Printwhatyoulike.com: যেকোন সাইটের কোন কিছু আপনার খুব মনে ধরলো, আপনি চাইছেন সেটি প্রিন্ট করে রাখতে, কিন্তু আপনাকে অই সাইটটি অনুমতি দিচ্ছে না। নো প্রবলেম, সোজা চলে যান এই সাইটে, যেকোন সাইটের যা কিছুই আপনি প্রিন্ট করতে ছান না কেন, এটি আপানাকে সেটা করতে সাহায্য করবে।



Page99test.com: কোন বই ভালো লাগলো, কিন্তু তার সম্পর্কে জানেনা না, তাই অনলাইনে অর্ডার দিতে দ্বিধা বোধ করছেন, তাহলে এই সাইটে গিয়ে সেই বই এর ৯৯টি পেজ আপনি পড়ে দেখতে পারবেন।



Wikipedia.org

এই ওয়েবসাইটের নাম শোনেননি বা এটি কখনো কাজে লাগেনি এমন মানুষ কমই পাওয়া যাবে। বিশ্বের যাবতীয় বিষয়ের বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। তা ছাড়া এর সবচেয়ে প্রশংসনীয় বিষয়টি হলো, যে কেউ এর তথ্যগুলো এডিট করে একে আরো নিখুঁত এবং তথ্যবহুল করে দিতে পারবে। বাংলাসহ বহু ভাষায় এই ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে।



Artofmanliness.com: অনেক পুরুষ আছেন, যাদের মধ্যে ব্যক্তিতের অভাব আছে, তাই হয়তোবা অনেকেই তাকে পছন্দ করছেন না। তারা এই সাইটে গিয়ে কিভাবে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হওয়া যাবে, সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন।



Reddit.com: এটি একটি সোশাল নিউস এবং এন্টারটেইন্মনেট সাইট, যেখানে আপনি শেয়ার করতে পারবেন, ভোট দিতে পারবেন বিভিন্ন বিষয়ে এবং অন্যদের সাথে আলাপ আলোচনাও করতে পারবেন।

Dailywritingtips.com: লেখার দক্ষতা বাড়ানোর জন্যে এটি একটি অসাধারন সাইট।



Smarthistory.khanacademy.org: আর্ট এর ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এখান থেকে।

Coursera.org

শিক্ষাসংশ্লিষ্ট বিষয়ের সবচেয়ে বড় ওয়েবসাইট এটি। পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তারা সংযুক্ত। এই ওয়েবসাইট অসংখ্য বিষয়ে ফ্রি অনলাইন কোর্স করার ব্যবস্থা রেখেছে। এদের উদ্দেশ্য মানুষকে মানবসম্পদে রূপান্তরিত করে জীবনমানের উন্নতি ঘটানো।



deviantart.com

যাদের আর্ট বা আঁকা আঁকির অভ্যাস আছে, তারা এই সাইটে গিয়ে বেশ মজা পাবেন নিশ্চিত। এখানে আপনি নিজের কাজগুলোও দিতে পারবেন, পাশাপাশি অন্যদের অসাধারণ সব কাজ দেখে নিজের জ্ঞান কে করতে পারবেন আরও সমৃদ্ধ।





Exposureguide.com: ফটোগ্রাফি’র প্রতি আপনার আসক্তি? তাহলে আপনার জন্যেই তো এই সাইটটি। কীভাবে একজন দক্ষ ফটোগ্রাফার হওয়া যাবে, তা আপনাকে সুন্দর অ সাবলীল ভাবে শিখিয়ে দেয়া হবে এখানে।



Spreeder.com

এটি এমন এক সাইট যেখানে ঘোরাঘুরি করলে আপনার সময় দারুনভাবে কেটে যাবে এটি দ্রুত পড়ার একটি ফ্রি সফটওয়্যার যা আপনার পড়ার অভ্যাসকে দ্রুত করে দেবে।





 আমার এই লেখাটি জেনেসিসব্লগ এও দিয়েছি, অনেকের আগ্রহের কারনে এখানেও দিলাম।

আমাকে ফেইসবুকে পাবেন এখানে















মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২০

ইমাম হাসান রনি বলেছেন: কয়েকদিন আগে কালেরকন্ঠে এরকম একটা লেখা পড়লাম

২| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২১

ডার্ক ম্যান বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২১

শীলা শিপা বলেছেন: প্রিয়তে নিলাম... :)

৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৪

অপু তানভীর বলেছেন: চমৎকার !

৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯

পথহারা সৈকত বলেছেন: :D :D :D :D

৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো পোস্ট :)

৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৭

অরণ্যতা বলেছেন: আরেকটি সাইট আছে সেখানে যা ইচ্ছা তাই নিলাম করতে পাড়বেন http://www.bdbids.com

৮| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০

হেল্পফুল হাব বলেছেন: ওয়েবসাইট গুলো আসলেই কাজের। আপনার পোস্টে আরো একটি কাজের সাইটের লিঙ্ক যুক্ত দিলাম। :)
Helpfulhub.com : বাংলায় সম্পূর্ণ প্রশ্ন-উত্তর ভিত্তিক ওয়েবসাইট, যেখানে আপনি খুব সহজেই যে কোনো প্রশ্ন করে উত্তর নিতে পারবেন এবং কোন প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলে তা প্রদান করতে পারবেন।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫১

না পারভীন বলেছেন: শিখতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয়তে নিয়ে রাখি

১০| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৫

বোকামানুষ বলেছেন: সরাসরি প্রিয়তে

কাজের পোস্ট এখানকার ১টা সাইট থেকেও যদি কিছু শেখা যায় তাহলেও অনেক উপকার হবে

ধন্যবাদ শেয়ার করার জন্য

১১| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১

আজীব ০০৭ বলেছেন: প্রিয়তে নিলাম...

১২| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৯

আমিনুর রহমান বলেছেন:




প্রিয়তে ...

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো
পোস্টে সাধুবাদ

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ :)

১৫| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৫৬

আমি তুমি আমরা বলেছেন: প্রিয়তে নিলাম।

১৬| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৮

আশিক আহমাদ বলেছেন: খুবই কাজের একটি পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.