নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ, আমার ভাবনা

ইফাত আরা

জানতে চাই, জানাতে চাই।

ইফাত আরা › বিস্তারিত পোস্টঃ

জামদানী শাড়ী এবং জামদানী শিল্পীদের কথা

২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

ছোট বেলা থেকেই আমাদের পরিবারের সবার জামদানীর প্রতি একটা অন্যরকম আকর্ষন ছিলো, এখনো আছে। তাই বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে আমরা জামদানী কিনি সবাই।



তবে একই শাড়ীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম দেখে অবাক হয়ে যেতাম। বুঝতে পারছিলাম তাঁতিদের কাছ থেকে কয়েকটা হাত ঘুরে আসে বলেই হয়তোবা এগুলোর দাম একেক জায়গায় একেক রকম হয়ে থাকে। আর এ ব্যাপারে পত্র পত্রিকাতে পড়েছি অনেক লেখা, কীভাবে তাঁতিদেরকে ঠকিয়ে মুনাফা ভোগ করছেন অন্যরা। যারা এর কারিগর, যারা এর আসল মূল্য পাওয়া উচিত, তাঁরা সেটা পাচ্ছে না, পাচ্ছে অন্যরা। অনেকে রিনের দায়ে আবদ্ধ হয়ে সপ্তাহ জুড়ে একটি শাড়ি বানিয়ে পাচ্ছেন মাত্র ৩০০ টাকা মজুরী। এই সব কারণে অনেক তাঁতিরা তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পেশাটি ছেড়ে দিচ্ছেন, যা আমাদের জামদানী শিল্পের জন্য হুমকী স্বরূপ।



এই ব্যাপারটাই আমাকে ভাবিয়েছে খুব। আর এই ভাবনা থেকেই আমার মনে ইচ্ছে জাগ্লো যে আমি জামদানী নিয়ে কাজ করবো, আর আমার সাথে তৃতীয় কোন হাত বা মাধ্যম থাকবে না, সরাসরি থাকবে তাঁতিরা। তাই গত দু’মাস যাবত ছুটে বেড়িয়েছি সোনার গাঁও আর রুপগঞ্জের জামদানী কারিগরদের ঘরে ঘরে। দেখেছি ওদের জীবন যাপন, শুনেছি ওদের কষ্টের কথা, বঞ্চনার কথা।







একজন জামদানী কারিগরের কথা শুনুন,





তাই সিদ্ধান্ত নিয়েছি আমি এদের কে নিয়ে এক সাথে এগিয়ে যাবো, ওদের প্রাপ্য মূল্য ওদের কে দিয়ে তবেই আমি জামদানীকে পৌঁছে দেবো জামদানী-প্রেমীদের হাতে, যারা মার্কেট থেকে দ্বিগূন মুল্যে কিনছেন জামদানী শাড়ি।





জামদানী শাড়ী এবং জামদানী শিল্পীদের উপর চোখ রাখতে সঙ্গে থাকুন এখানে,

https://www.facebook.com/JamdaniVille

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

আলম দীপ্র বলেছেন: শুভকামনা নিরন্তর !

২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

ইফাত আরা বলেছেন: ধন্যবাদ, ভাইয়া।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

বদিউজ্জামা০০৭ বলেছেন: good job.may Allah bless you.

২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

ইফাত আরা বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪১

নিলু বলেছেন: তাতি সমতি বা তাত বোর্ড বিষয়টি দেখবে বোধ হয় তবে আপনি নিজেই তাত শাড়ীর মডেল বনে গেলেন যে

২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

ইফাত আরা বলেছেন: আমিও চাই দেখুক, কিন্তু দেখছে কি ওনারা? আর আমি তো মডেল বনে যাইনি ভাই, জামদানী'র প্রতি আমার আকর্ষন টা প্রকাশ করেছি।
আমরা যদি একটি করেও জামদানী কিনতাম তাহলে, তাঁতিদের এতো দুরবস্থা হতো না।

দয়া করে এটি দেখুন তো, প্লিজ
https://www.facebook.com/video.php?v=746475058775080&set=vb.724944884261431&type=2&theater

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

নিলু বলেছেন: সমাজে কতো জন পরিবার আছে যে জামদানী শাড়ী কিনতে পারে আর এখন তো মেয়েরা শাড়ী পঢ়া প্রায় ছেড়েই দিয়েছেন সুতারাং জামদানীর ব্যাবহার কমে যাচ্ছে । তাই ওই পেশার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে ।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

ইফাত আরা বলেছেন: শাড়ি পরা ছেড়ে দিয়েছে, সত্যি, কিন্তু এটাও তো সত্যি যে হাজার হাজার টাকা দিয়ে বিদেশী শাড়ি ঠিকই কিনছে কিন্তু। মার্কেট গুলোতে একটু ঘুরে দেখলেই এই কথার সত্যতা দেখতে পাবেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

ইফাত আরা বলেছেন: আসল কথা হলো আমরা আমাদের নিজেদের জিনিসের দিকে চোখ দেই না, আমাদের দৃষ্টি বেশী যায় বিদেশী পন্যের দিকেই ।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

অশ্রুত প্রহর বলেছেন: জামদানি শাড়ি আমার অনেক পছন্দ ...
ঠিক করেছি শাড়ি কিনলে শুধুই জামদানি কিনব।
:)

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

ইফাত আরা বলেছেন: ভীষণ ভালো লাগলো আপনার কথা শুনে। আমরা সবাই যদি এরকম দেশী শাড়ীকে ভালোবাস্তে পারতাম, তাহলে আমাদের ঐতিহ্য এভাবে ধংসের মুখে পড়তো না।
ধন্যবাদ, ভালো থাকবেন।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার উদ্যোগ । অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল । :)

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭

ইফাত আরা বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাদের দোয়া থাকলে আল্লাহ নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন।
ভালো থাকবেন।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

বদিউজ্জামা০০৭ বলেছেন: জামদানী শাড়ীরর বাজার দর কেমন একটু বলবেন প্লিজ?

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

ইফাত আরা বলেছেন: বদিউজ্জামা০০৭ ভাই, বাজার দর এক এক জায়গায় এক এক রকম। তবে যা দেখলাম তাঁতিদের কাছ থেকে যে দামে আনা হয়, তার থেকে প্রায় দ্বিগুন মূল্যে বাজারে বিক্রি করা হয়।
ধন্যবাদ।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

মৃদুল শ্রাবন বলেছেন: এভাবেই একেরপর এক দেশীয় ঐতিহ্য গুলো হারিয়ে যাচ্ছে। যেখানে সরকারী পৃষ্ঠপোষকতা প্রয়োজন সেখানে তারা চরম উদাসীন্যতা দেখাচ্ছেন।

আপনার ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১২

ইফাত আরা বলেছেন: ধন্যবাদ, ভাই। আমরা যদি এই শিল্পটির পাশে দাঁড়াই, একদন সরকারও বাধ্য হবে জামদানী শিল্পীদের পাশে দাঁড়াতে, ওদের সহযোগিতা করতে।
ভালো থাকবেন।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

সাফরিনলিপি২ বলেছেন: অভিনন্দন রইলো !!

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১২

ইফাত আরা বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০

রাজিব বলেছেন: আপু জামদানী কেনার ব্যপারে কিচু টিপস দেন, আমার জন্য না কিন্তু অনেকেরই দরকার। বিয়ের জন্য কোন ধরনের জামদানী ভাল হয়, রাতের পার্টিতে, গরম কালে কিংবা শীতকালে, পহেলা ফাল্গুনে কিংবা পহেলা বৈশাখে।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

ইফাত আরা বলেছেন: রাজিব ভাইয়া, জ্বী, আমি খুব শীঘ্রই এই ব্যাপারগুলো নিয়ে লেখা পোস্ট করবো, ইনশা আল্লাহ।
অনেক ধন্যবাদ, ভাইয়া।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

আহমেদ জী এস বলেছেন: ইফাত আরা ,




জামদানী শাড়ির মতোই কারুকাজ করা এক মনের দেখা পেলুম লেখায়।

ঠিকই বলেছেন আপনি - ....তাঁতিদেরকে ঠকিয়ে মুনাফা ভোগ করছেন অন্যরা। যারা এর কারিগর, যাদের এর আসল মূল্য পাওয়া উচিত, তাঁরা সেটা পাচ্ছে না......
শুধু জামদানী-ই নয় সব কুটির শিল্প পণ্যের কারিগরদের ই অবস্থা এই । বড় বড় ফ্যাসন হাউজ এবং গিফট শপগুলো এদের কাছ থেকে ফরমাস দিয়ে নামমাত্র মজুরীতে জিনিষ বানিয়ে ঝলমলে দোকানের ক্রেতাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বহুগুন দাম ।

আপনার একক প্রচেষ্টাকে সাধুবাদ জানাতেই হয় । আপনি নিজে শাড়ির ডিজাইন দিন । যা মিলবেনা বাজারে প্রচলিত ডিজাইনের সাথে । রুচিশীল হলে ক্রেতার অভাব হবার কথা নয় । উৎপাদনে নিয়োজিত শ্রমিককে ন্যায্য পারিশ্রামিক দিন , যদি লাভ করতেই চান তবে তা যেন ১০-১৫% এর বেশী না হয় । এতে শাড়ির দাম কম হবে যা ক্রেতাদের টানবে ।

আপনাকে আর কি বলে সাহস যোগানো যাবে জানিনে, শুধু বলি - সফল হোন ।
শুভেচ্ছান্তে ।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

ইফাত আরা বলেছেন: আহমেদ জী এস ভাইয়া, অনেক ধন্যবাদ।
আমার সেটাই উদ্দেশ্য, তাঁতি দের ন্যায্য পারিশ্রমিক দেয়া এবং সঠিক দামে জামদানীকে সবার কাছে পৌঁছে দেয়া।
একটি শিল্পকে নিয়ে ব্যাবসা'র নাম করে ডাকাতি করে এটিকে আমি ধ্বংস হতে দিতে চাই না।
খুব ভালো লাগলো আপনার পরামর্শ। আমার জন্য দোয়া করবেন,প্লিজ।
ভালো থাকবেন।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

এমএম মিন্টু বলেছেন: গুড পোষ্ট B-) ;)

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২০

ইফাত আরা বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

নুরএমডিচৌধূরী বলেছেন: অত্যেন্ত সুন্দর পোষ্ট
সময়োপযোগী পোষ্ট
পোষ্টে অনেকগুলো++++

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩

অদ্বিতীয়া আমি বলেছেন: আপনার এমন উদ্যোগ আর ভাবনার জন্য ধন্যবাদ । মিডলম্যান দের জন্য আমাদের প্রান্তিক শিল্পীরা কি অন্যায্য ভাবে প্রতারিত হচ্ছে !

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





সুন্দর পোস্টটির ধন্যবাদ আপনাকে....
জামদানি, মসলিন প্রভৃতি নিয়ে আরও লেখা চাই....

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.